User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
শায়খ ইমদাদুল হক (হাফি.) রচিত সবকটি গ্রন্থই আমার সংগ্রহে রয়েছে। তন্মধ্যে তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ❝মুনাজাত❞,আমার সংগ্রহে এই কিছু দিন হলো। প্রচ্ছদের ❝মুনাজাত ❞ নামটি পড়ে মনে হতে পারে যে এটি হয়তবা আমাদের সমাজে প্রচলিত মুনাজাতের একগুচ্ছ বুলির সমষ্টি। কিন্তু কাব্যগ্রন্থ হলেও এটি আসলে রবের নিকটে কবির কাকুতি-মিনুতির আবেগময় সম্ভার যা তিনি স্বীয় সাহিত্য মানসে উপস্থাপন করেছেন। তাই প্রতীকী অর্থে গ্রন্থটি আসলেই মুনাজাত, কবির কাব্যিক নিবেদন যা একমাত্র তাঁর স্রষ্টাকে খুশি করার জন্যই। চলুন, ভিতরের কথা জানি ; তার স্বরচিত কাব্যের স্বরলিপিতে যেমন পেয়েছি দুঃখ-গ্লানিবোধের সত্য কথা, তেমনিভাবেই আছে হযরতে মোস্তফা (সা.) কে ভালোবাসার মর্মকথা ; আছে সম্পর্কের ভাঙা-গড়ার কথা, সে করেছে তাঁর রবের প্রসংশা, যাতে রয়েছে মানুষের জয়, কবি আমার প্রার্থনা করেছে, ❝ ও রব তুমি দয়াময়, আমারে করো নির্ভয়।❞ আকাশ রঙের দিল তাঁর ছবিতে রয়েছে মনি দুহার বিল, শীতের শেষে কি শরতের শুরুতে, জীবনের শেষ ক্ষণ সে কাটাতে চায় রওজার ঘাসে আর এই একলা মানুষটার শুয়ে রইতে মন হযরতে মোস্তফার (সা.) রওজার ঘাসে! কুমার নদের মাটির চৌচির শূঁড় গুলো দেখে কবিস্রষ্টার খেয়ালে ভাসে, ❝ কিন্তু এ জীবনদায়ী মায়ের কবর, কোথায় আছে পড়ে কে রাখে খবর! ❞ মায়ে-সন্তানে বিনিময় করেছে তাদের আষাঢ়ের দুর্দশার বন্যার কান্নাগুলি, চোখের সেই নোনাজলে, যদি তাতে চাষ হয়, তাঁর বাহুর মতো রুপোলি ইলিশ! বলা-কওয়ার এই এটুকু ঊনতা দুই জীবনে শাপ হয়ে রয়! কবিস্রষ্টা বলে, ❝হিবা আবু নাদা, উৎসর্গ করিলাম আমার এই প্রয়াসখানা, শুদ্ধ কবি তুমি কোমল প্রাণ, তাহলে এবার বারুদ হয়েই জ্বলো ; ফুল নয় তুমি আমার হুতি-আহুতি। ফুল নয় এবার যুদ্ধের কথা বলো! ❞ একথায় মুনাজাত সেই সাহিত্যসৃষ্টি, ❝যেথায় ঘটেছে স্রষ্টার নিকটে তাঁর আবদের অনুভূতির পরিপূর্ণতা , কবির সাহিত্যানুরাগী অভিলাষ , দ্রোহ, সমর্পণ, কবির অভিব্যক্তি, মেলোড্রামাটিক প্রকৃতিরূপের সম্মোহন!❞
Was this review helpful to you?
or
শায়খ ইমদাদুল হক (হাফি.) রচিত সবকটি গ্রন্থই আমার সংগ্রহে আছে। তন্মধ্যে তার রচিত প্রথম কাব্যগ্রন্থ হলো ❝ মুনাজাত❞। সংগ্রহ করেছি এই কিছুদিন হয়েছে। প্রচ্ছদে ❝ মুনাজাত❞ শব্দটি দেখে মনে হতে পারে যে এটি হয়তবা আমাদের সমাজের প্রচলিত মুনাজাতের একগুচ্ছ বুলির সমষ্টি। কিন্তু বইটি কাব্যগ্রন্থ হওয়া সত্ত্বেও তা মূলত পরম রবের কাছে কবির কাকুতি-মিনুতির আবেগময় সম্ভার যা তিনি স্বীয় সাহিত্য মানসে উপস্থাপন করেছেন। তাই প্রতীকী অর্থে গ্রন্থটি আসলেই মুনাজাত, কবির কাব্যিক নিবেদন যা একমাত্র স্রষ্টাকে খুশি করার নিমিত্তেই। এককথায় মুনাজাত সেই সাহিত্যসৃষ্টি যেথায় ঘটেছে, স্রষ্টার নিকটে তাঁর আ'বদের মোহময় অনুভূতির পরিপূর্ণতা, কবির সাহিত্যানুরাগী অভিলাষ, সমর্পণ, কবির কাকুতি-মিনতি-অভিব্যক্তি, মেলোড্রামাটিক কবিতারূপের সম্মোহন!