User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অসাধারণ বই! গল্পের ধরণে লেখককে নতুন লেখক মনেই হয়নি! গল্পের প্লট যথেষ্ট পরিপূর্ণ!
Was this review helpful to you?
or
চমৎকার ছিলো। লেখকের জন্য শুভকামনা রইল।
Was this review helpful to you?
or
""কিসের এত অস্থিরতা? এত খু ন, র ক্তার ক্তি, অ গ্নিকাণ্ড? কেন দেশের সব অপ রাধী পরিবারের মাথা একসাথে খারাপ হয়ে গেল? আসলাম সরদারের কথাগুলো কি নিছকই গল্প? সত্যি কি অস্তিত্ব আছে বি২৮ থার্মো নিউক্লি য়ার বো মার?"" এতটুকু পড়ে এবং বি২৮ থার্মো নিউক্লিয়ার বোমার জন্য পুরা বই পড়া। লেখককে অসংখ্য ধন্যবাদ আমার মত অস্থির, অন্যমনস্ক পাঠকে পুরোটা সময় বইয়ে আবদ্ধ রাখা। এবং এর জন্য লেখক অবশ্যই প্রসংশার দাবিদার। আরো এরকম বই এবং এই বইয়ের সিক্যুয়েল আশা করছি।। আপনি যদি থ্রিলার লাভার হন অবশ্যই পড়ে দেখতে পারেন।
Was this review helpful to you?
or
অন্যরকম একটা অনুভুতি ছিলো পড়ার সময়?
Was this review helpful to you?
or
বহুদিন পরে মন ভরলো একটি বই পড়ে । নতুন লেখক হিসাবে বেশ ভালো লিখেছেন লেখক । আশা করি ভবিষ্যৎ এ আর ভালো হবে এবং আমাদের আর নতুন নতুন বই উপহার দিবেন । শুভ কামনা রইলো তরুণ এই লেখকের জন্যে ।
Was this review helpful to you?
or
??
Was this review helpful to you?
or
বেশি জোশ?
Was this review helpful to you?
or
ek kothay joss ekta boi prothom pora shuru korar por temon ekta bhalo lagchilo na tobe pore giye kahini khub bhalo legeche mainul hassan shimuler prothom boi hishebe khuboi bhalo boi
Was this review helpful to you?
or
Very well written , very good novel. I was in reading block .This awesome novel just blow away my block .Please write more like this . I want to hear the rest of this
Was this review helpful to you?
or
গল্প বলার ধরন সাবলীল। কিছু বানান ভুল পেয়েছি। তবে ভিন্নধর্মী থ্রিলার, গতানুগতিক না। এতে মজা পেয়েছি।
Was this review helpful to you?
or
লেখকের বলার ধরন চমৎকার ছিলো, কাহিনী সাবলীল ছিলো। প্লট এবং টুইস্ট গুলো ভালো ছিলো। ওভার অল বেশ ভালো হয়েছে
Was this review helpful to you?
or
চমৎকার থ্রিলার এবং প্রচুর কমেডিক রিলিফ রয়েছে। গল্প সাবলীল আর সবচেয়ে ভালো লেগেছে বাচনভঙ্গি। লেখকের প্রতি শুভ কামনা রইলো।
Was this review helpful to you?
or
বেস্ট থ্রিলার এভার …. পাতায় পাতায় থ্রিল পেয়েছি। মাস্ট রিড।
Was this review helpful to you?
or
বই- তরফদার লেখক- মাইনুল হাসান শিমুল প্রকাশনা- ভূমিপ্রকাশ বুক রিভিউ - গ্যাংস্টারদের নিয়ে লিখা বই আমার আগে পড়া হয়নি। একজনের সাজেস্টে বই কেনা,বই কিনে যে পয়সা উসুল হবে সেটা ভাবিনি! আমি বই পড়া মানুষ, রিভিউ তেমন একটা লিখতে পারিনা।তাও নতুন বইয়ের রিভিউ আনাড়ি হাতে লিখা! প্রথম পৃষ্ঠায় পুতুল আর রফিকের প্রেমের গল্প যে পরের পৃষ্ঠাগুলোয় গ্যাংস্টারদের একটি বোমার নিয়ন্ত্রণে রূপ নিবে সেটা আমার কল্পনার বাহিরে ছিলো। জলের দস্যুরা কিভাবে স্থলের গ্যাংস্টারদের টেক্কা দিতে পারে সেই কাহিনী উঠে এসে এই বইয়ের পাতায়। বইয়ের নাম ভূমিকার তরফদার ছাড়াও এই বইয়ে পাবেন লীলাবতীদের গল্প।যাদের বুদ্ধিমত্তা আপনাকে মুগ্ধ করতে বাধ্য! তরফদার আদতে ক্রাইম থ্রিলার হলেও এখানে আপনি প্রেম বিচ্ছেদের,তীব্র ঘৃণা আর লুকিয়ে রাখা প্রতিশোধের গল্প! আশা করছি, বইটি পড়লে আপনার সময় ব্যয় হবে নাহ বরং উপভোগ্য হবে! পারসোনাল রেটিং-৪.৫/৫
Was this review helpful to you?
or
এই বই এতো সুন্দর, এতো জেদ, এতো ক্ষোভ, এত অভিমানের গল্প, থ্রিলারের সাথে মানবীয় সব আবেগের চমৎকার একটা সংযোজন ঘটিয়েছেন লেখক। আমি সবাইকে সাজেস্ট করবো এই বইটি। লেখককে আরো লেখার আহবান জানালাম। এই থ্রিলারে আমার মন ভরে গেছে। তবে তিনি ড্রামাও খুব ভালো লিখতে পারবেন বলে আমার মনে হয়েছে। আমার ব্যক্তিগত রেটিংঃ ৫/৫। আমার কাছে ইকবাল আর পুতুলকে অনবদ্য লেগেছে।
Was this review helpful to you?
or
বইটির রিভিউ এক কথায় বলতে গেলে, চমৎকার অসাধারণ। এটা লেখকের প্রথম বই শুনে আরো অবাক হয়েছি। প্রচুর টুইস্ট আর এতো বেশি কমেডিক রিলিফ পেয়েছি। প্রত্যেকটা টেনশন লেখক বাড়তে দিয়ে আবার রাশ ধরেছেন আবার বাড়িয়েছেন। খুব ভালো লেগেছে। রিকমেন্ডেড। মাস্ট রিড থ্রিলার। পার্সোনাল রেটিংঃ ৫/৫ ( অবশেষে কাউকে ৫ এ ৫ দিতে পারলাম।)
Was this review helpful to you?
or
বুক- তরফদার লেখক- মাইনুল হাসান শিমুল ধরণ- থ্রিলার প্রকাশনী- ভূমি প্রকাশ পৃষ্ঠা- ১৬০ কাহিনি সংক্ষেপ- আন্ডারগ্রাউন্ডে শুরু হয়েছে গ্যাং ওয়ার, এই যুদ্ধে কোন গ্যাং জিতবে, কে নিবে বি২৮ থার্মোনিউক্লিয়ার বোমার নিয়ন্ত্রণ, কোন গ্যাং ছড়ি ঘোরাবে ভারত বাংলাদেশ দুই দেশের সরকারের উপর? আন্ডারগ্রাউন্ডের সব গ্যাংই কেউ কাউকে একচুলও ছাড় দেবার পক্ষে নাহ! এই বোমা যেই সেই বোমা না,২য় বিশ্বযুদ্ধে আমেরিকার হারিয়ে যাওয়া পারমাণবিক বোমার একটি! মাটি,পানি কিংবা বাতাস সব পথেই রয়েছে গ্যাং দের কড়া নজরদারি। কিন্তু এতো বিশাল শক্তিশালী বোমা সামরিক বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আকাশ কিংবা স্থল পথে কব্জা করা কঠিন ব্যাপার। এইক্ষেত্রে যুতসই পথ হলো জলপথ। এই পথ তরফদার গ্যাংয়ের কাছে হাতের তালুর মতো! নদী,সাগরের যানগুলো তরফদারদের ইশারায় চলে। জলের দস্যু ওরা। কিন্তু সব আন্ডারগ্রাউন্ডের গ্যাং দের লক্ষ্য একটাই যেকোনো মূল্যে বি২৮ থার্মোনিউক্লিয়ারের নিয়ন্ত্রণ! এই রক্তের আর বিশ্বাসঘাতকতার খেলায় শেষ পর্যন্ত কে জিতবে? ব্যক্তিগত মতামত - তরফদার গল্পটার চরিত্র এবং গল্প বলার ধরণ আমার কাছে মন্থর মনে হয়নি।সাধারণত কিছু বই থাকে প্রথমাংশে যথেষ্ট স্লো থাকে কিন্তু পরবর্তীতে টানটান উত্তেজনা। এই গল্পটার প্রথম পৃষ্ঠা থেকে লেখক চেষ্টা করে গেছে চরিত্রগুলোকে যথেষ্ট ডেভেলপড করতে তাই হয়তো একঘেয়েমি বা স্লো মনে হয়নি।প্রায় প্রতিটা চরিত্রকেই লেখক বেশ ভালো ফোকাস দিয়েছেন। এই গল্পে যেমন দেখা গিয়েছে গ্যাংদের রক্তের আর ক্ষমতা খেলা,ঠিক তেমনি পাওয়া গিয়েছে বিশ্বাসঘাতকতা সাথে অসম্ভব ভালবাসার মেলবন্ধন। এই গল্পের নাম ভূমিকায় যেহেতু তরফদাররা ছিলো সেহেতু তরফদার প্লটের অন্যতম বেইজলাইন হলেও, আবার যথারীতি পুলিশ অফিসার এজাজ আর লীলাবতীরা সমান ফোকাস পেয়েছে। এছাড়া অন্যান্য রিলেভেন্ট চরিত্রকেও ফোকাস দেয়া হইছে প্রয়োজন অনুসারে। পুরো বইটা জুড়ে কৌতুহল আমার বজায় থেকেছে ঠিকই,কিন্তু মনে হচ্ছিলো লেখক রহস্য রাখঢাকের ক্ষেত্রে একটু বেশিই কিপটেমি করেছে। শেষদিকের টুইষ্টটা লেখক আরো রহস্য রেখে টানতে পারতেন! কারণ টুইষ্ট পড়ে আমার মনে হচ্ছিলো এটাই তো আমি ভেবে রেখেছিলাম টাইপের! টানটান উত্তেজনা বা সাসপেন্স বলতে যা বোঝায় লেখক তার প্রথম বই হিসেবে যথেষ্ট পরিমাণে রেখেছেন বলে আমার মনে হয়েছে।গল্পের বুনট বা লেখনীকে খারাপ বলার সুযোগ নেই মোটেই। লেখকের আরো বেশি লিখা উচিত বলে আমার মনে হয়। উনি লিখলে আমরা হয়তো আরো ভাল থ্রিলার পেতে পারি! পারসোনাল রেটিং - ৪/৫ হ্যাপি রিডিং??
Was this review helpful to you?
or
দারুন লাগলো,লেখকের কাছে আরো বেশি বেশি উপন্যাস প্রত্যাশা করি।
Was this review helpful to you?
or
বাহ বেশ চমৎকার লেগেছে,প্রত্যেকটা চরিত্র এত বাস্তব লেগেছে।বইটা শেষ করে মনে হলো এখনো ঘোরে আছি