User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ক্যারিয়ার কাউন্সেলর অনেক আছে, ক্যারিয়ার নিয়ে অনেকেই অনেক কিছু লিখে গেছেন এর আগে, এটাই নতুন না, কিন্তু তারপরেও এই বইটাই কেন সবাইকে সাজেস্ট করবো? কারনটা হচ্ছে এর বিশেষত্ব। আপনাকে ক্যারিয়ার নিয়ে গাইড অনেকেই করতে পারবে, কিন্তু এরকম অর্গানাইজড ওয়েতে সম্ভবত এর আগে কেউ করেনি, বলতে পারেন আপনার জন্য ৩০ দিনের একটা রুটিন তৈরি করে দেওয়া হয়েছে বইটাতে। অনেকেই আপনাকে বলবে এটা করতে হবে সেটা করতে হবে কিন্তু কোথা থেকে শুরু করবেন সেটাই সবথেকে বড় বিষয়। যারা ক্যারিয়ার ওরিয়েন্টেড তাদের জন্য বইটা মাস্ট রিড একটা বই। ধন্যবাদ লেখককেও।
Was this review helpful to you?
or
৩০ ডেজ ক্যারিয়ার থেরাপি। নামের সাথে বই এর ভিতরের মিল টা ১০০ তে ১০০। কি চমৎকার! ৩০ দিনে ৩০ চ্যাপ্টার। প্রতিদিন এক চ্যাপ্টার করে, বেশীও না, কমও না। ৩০ দিন পর আপনার ক্যারিয়ার এর অবস্থান কি হতে পারে, বইটি না পড়লে অনুধাবন করতে পারবেন না।
Was this review helpful to you?
or
30 Days ক্যারিয়ার থেরাপি
Was this review helpful to you?
or
বইটি বেশ ব্যতিক্রম। শিক্ষার্থীদের জন্য সঠিক গাইড লাইন।
Was this review helpful to you?
or
শিক্ষার্থীদের জন্য বইটি বেশ কাজের। বাংলাদেশে এই জাতীয় প্রথম। এটা ক্যারিয়ার নোট বলা যায়।
Was this review helpful to you?
or
30 Days ক্যারিয়ার থেরাপি। বই এর নামটা মাশাল্লাহ অসাধারণ। বইটার মলাট যেমন নান্দনিক, বই এর ভিতরে ইলাস্ট্রেশন সত্যিই চমতকার। বোনাস চ্যাপ্টার সহ ৩১ টি চ্যাপ্টার আছে। প্রতিটি চ্যাপ্টার তথ্যবহুল। প্রতি চ্যাপ্টার শেষে পাঠোত্তর মূল্যায়ন বেশ ভালো লেগেছে। তবে ক্যারিয়ার প্ল্যানটা আমার নিকট ব্যতিক্রম মনে হয়েছে। বইটি সংগ্রহ করে রাখার মতো।
Was this review helpful to you?
or
৩০ ডেজ ক্যারিয়ার থেরাপি বইটি অসাধারণ। বিশেষ করে ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য। ক্যারিয়ার প্ল্যান তইরি ও যত্নের জন্য এই বইটি মাস্টার পিস।
Was this review helpful to you?
or
ক্যারিয়ার থেরাপি বইটির রিভিউ দেখে অর্ডার করেছিলাম। একজন নার্সিং শিক্ষার্থী হিসেবে বইটি আমার জন্য অনেক দরকারী।
Was this review helpful to you?
or
৩০ ডেজ ক্যারিয়ার থেরাপি বইটি ফ্রেশারদের জন্য সঠিক গাইড লাইন। একজন ফ্রেশার তার ক্যারিয়ার এর শুরুতে কি করতে হবে, তা পুরোপুরি গাইড লাইন দেয়া আছে এই বইটিতে। বইটি সকলের উপকারে আসবে।
Was this review helpful to you?
or
ক্যারিয়ার থেরাপি বইটি কেনার পর প্রথম চ্যাপ্টারটি শেষ করলাম। আলহামদুলিল্লাহ। প্রথম চ্যাপ্টারে ক্যারিয়ার প্ল্যান ফরমটি পুরন করলাম। এখন ইনশাআল্লাহ নেক্সট লেভেলে যাবো। বইটি এক কথায় সবার জন্যক্যারিয়ার ডেভেলপমেন্ট এর জন্য উদাহরণ হয়ে থাকবে।
Was this review helpful to you?
or
৩০ ডেজ ক্যারিয়ার থেরাপি বইটি আমাদের কলেজের শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধিতে বেশ কাজ দিয়েছে। লেখক ইতিপূর্বে বেশ কয়েকটি সেমিনার করেছেন এখানে। আমাদের পক্ষ থেকে লেখকের জন্য শুভ কামনা।