User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#কাছে_থাকা_দূরের_মানুষ "কাছে থেকেও যে রয়ে গেছে যোজন যোজন দূরে তাকেই বহুকাল ডেকে গিয়েছি ব্যগ্র-ব্যাকুল সুরে, হাত বাড়ালে হাত ছোঁয়া যায়, মন তো ছোঁয়া যায় না, বারবার এ কথা বলে গিয়েছে মনের ছোট্ট আয়না। " ? কবিতাটি সুলেখক সাথী আখতারের নতুন একক কাব্যগ্রন্থ "কাছে থাকা দূরের মানুষ " থেকে নেয়া। বইটি কবিতার গভীর অনুভূতি ও মানবিক মূল্যবোধের প্রতিচ্ছবি। মোট পচাত্তরটি কবিতা নিয়ে বইটি রচিত হয়েছে। যেখানে জীবনের সবরকম স্বাদ ও রঙরূপ ফুটে উঠেছে। "একটা জীবন পেতে চাই ঠিকঠাক ভালোবাসা চাই না, শান্তি শুধু থাক ভালোবাসা চাইতেই পুড়ে গিয়েছিল হাত , দু চোখ হয়ে গিয়েছিল বহমান জলপ্রপাত। " ? কবিতার ধরন ও ভাষার ব্যবহার : লেখক বইটিতে শব্দের নির্মাণ ও বিন্যাসের মাধ্যমে কবিতাকে সহজ, স্বতঃস্ফূর্ত এবং হৃদয়গ্রাহী করে তুলেছেন। প্রেম, বিরহ, নিঃসঙ্গতা ও জীবনবোধের সংমিশ্রণে কবিতাগুলো পাঠকের মনে গভীর ছাপ ফেলবে। এটি কেবল কবিতার সংকলন নয়, বরং একান্ত অনুভূতির এক নিভৃত যাত্রা। সাথী আখতারের কবিতাগুলো গভীর জীবনবোধ এবং একাকীত্বের সংমিশ্রণে গড়ে উঠেছে। ভাষা সহজবোধ্য হলেও, তা বহুমাত্রিক অর্থ বহন করে। শব্দচয়ন কাব্যিক ও শিল্পসম্মত। তাঁর লেখার ধারা কখনো ক্লাসিক্যাল, কখনো আধুনিক, কখনো আবার নিটোল ভাবালুতার ছোঁয়া নিয়ে পাঠকের সামনে এসেছে। "মধ্য চল্লিশের পর, স্তিমিত হয়ে আসে তুমুল আবেগের উত্তাল ঝড়। পুরনো বাড়ি, পুরনো বাড়ির বয়স্ক গাছ, পুরনো মলাট খুলে আসা বই, পুরনো দিনের গান, পুরনো দিনের বন্ধু, পুরনো হলদেটে ডায়েরী মায়ের হাতের সেলাই করা পুরনো কথাঁ,পুরনো আলমারির ন্যাপথলিনের ভাঁজে রাখা পুরনো শাড়ি -সবকিছুর প্রতি অদ্ভুত এক ভালোবাসা তৈরি হতে থাকে। " ? প্রচ্ছদ এবং প্রোডাকশন : বইটির প্রচ্ছদ একটি মৃদু, আবেগী অনুভূতি জাগায়। রঙের সংযোজন ও নকশা সহজ, কিন্তু অর্থবহ। এটি যেন কবিতার অন্তর্নিহিত বিষাদের প্রতিচিত্র। প্রচ্ছদে বসে থাকা নারীটি যেন তার কাছের মানুষটিরই অপেক্ষায় আছে। যে চলে গেছে দূর বহুদূরে। প্রোডাকশন, প্রিন্টিং, সম্পাদনা সবকিছু টপনচ। "অবহেলায় অভ্যস্ত হলে বুঝি ভালোবাসা মরে যায়! ভালোবাসা থাকে না আর! থাকে শুধু সামাজিকতা রক্ষার দায়! তবুও সংসারের পরতে পরতে মায়ার ইন্দ্রজাল থাকে ছড়িয়ে, কাছে থাকা দূরের মানুষ আশ্চর্য মায়ায় রাখে জড়িয়ে। " ? মূল ভাবনা ও প্রতিপাদ্য বিষয় : বইটির শিরোনামই বলে দেয়, কবিতাগুলো দূরত্ব ও নৈকট্যের টানাপোড়েনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। প্রেমের আকুলতা, হারানোর যন্ত্রণা, জীবনবোধ এবং এক অনির্বচনীয় শূন্যতার ছোঁয়া এই কবিতাগুলোর মূল সুর। উদাহরণস্বরূপ, "এমনও তো হয় মাঝে মাঝে " কবিতায় প্রেমের একাকিত্ব, স্মৃতির ভার এবং আত্মবিশ্লেষণের এক গভীর অনুভূতি প্রকাশ পেয়েছে। আবার " এক বিন্দু শিশিরের মত " কবিতাটিতে অতীত রোমন্থন করা হয়েছে। "অতি প্রাকৃত প্রাচীন বটগাছের দিকে তাকিয়ে " কবিতায় একটি দু'শো বছর পুরনো বট গাছের স্মৃতি তুলে ধরা হয়েছে। "মায়ের জন্য এলিজি " কবিতায় স্নেহমহী মা কে নিয়ে বলা হয়েছে। এমন বহু গল্প কবিতার ছন্দে লেখক বুনে চলেছেন একে একে। "প্রতিরাতে স্বপ্নে দেখি মায়ের হাসিতে উদ্ভাসিত মুখ, মা নিশ্চয়ই খুব ভালো আছে _এটা ভাবতেই সুখ। আশ্চর্য সুন্দর বাগানে নিশ্চয়ই পড়েছে তার পদচিহ্ন, শুধু পৃথিবীর শ্রেষ্ঠতম আশ্রয়টি হারিয়ে আমি হয়েছি ছিন্নভিন্ন। ? সহজ অথচ গভীর শব্দচয়ন, অনুভূতির স্পষ্ট প্রকাশ, কাব্যিক ব্যঞ্জনার স্বকীয়তা এই জিনিসগুলো হলো বইটির চমৎকার দিক। কিছু কিছু কবিতা আমার মনে স্থায়ী প্রভাব ফেললেও, কিছু কবিতা অপেক্ষাকৃত দুর্বল অনুভূত হয়েছে। এটা একান্তই আমার নিজেস্ব মতামত। আবেগের আধিক্যের কারণে কিছু কবিতায় ভাবের পুনরাবৃত্তিও দেখা গেছে। কিছু কবিতা অপেক্ষাকৃত একটু বেশিই ছোটো এটাও বইটির সাথে ঠিক মানানসই মনে হয়নি। "আদখাওয়া বিকেলে গিয়েছিলাম কাল যেখানে কৃষ্ণচূড়ার উৎসব জমেছিল, রং হয়েছিল লাল। " ? "কাছে থাকা দূরের মানুষ" একটি আবেগপ্রবণ কাব্যগ্রন্থ, যা প্রেম, বেদনা ও জীবনবোধের সূক্ষ্ম অনুভূতিগুলোকে ছুঁয়ে যায়। সাথী আখতার তার কবিতার মাধ্যমে যে আবেগ সৃষ্টি করেছেন, তা পাঠকের হৃদয়ে দাগ কাটবে। যারা অনুভূতিশীল কাব্য পছন্দ করেন, তাদের জন্য এটি অবশ্যই একটি ভালো পাঠ্যসঙ্গী। যেতে যেতে কবির ভাষায় বললে... " যাপিত জীবনে রুটিনের ঘোরপ্যাঁচ, যোগ-বিয়োগের কাটাকুটি, তবুও ভালো থাকতে সবকিছু ভুলে নিজেকে দিতে হয় ছুটি। চার প্রহরের যেকোনো সময় নিয়ম করে রোজ, তাকাতে হয় আয়নার প্রতিবিম্বে, নিতে হয় মনের খোঁজ।