User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#মনের_মানুষ "শরীরের ক্ষতের চেয়ে মনের ক্ষতটা বেশি ভয়ংকর। আর সেই ক্ষত বয়ে বেড়াতে বেড়াতে একসময় মনেরও মৃত্যু ঘটে। " রোজী খানের একক গল্পগ্রন্থ "মনের মানুষ" নয়টি ভিন্ন স্বাদের গল্প নিয়ে সাজানো। বইটির গল্পগুলো সাবলীল ও ঝরঝরে ভাষায় লেখা হলেও কিছু গল্পের সমাপ্তি খাপছাড়া মনে হয়েছে। তবে কিছু গল্পের মেসেজ সত্যিই প্রশংসনীয়। গল্পগুলো পাঠকের হৃদয়ে স্থায়ী ছাপ রাখার চেষ্টা করেছে। প্রতিটি গল্পের পাঠ প্রতিক্রিয়া নিচে দেওয়া হলো— ১. ফাঁদ: "আমি চেষ্টা করব তোমার গল্প লিখতে, ঐশীদের গল্প লিখতে। যেন আর কোন ঐশী উচ্ছ্বাসদের ফাঁদে না পড়ে। " ?️ ঐশী নামের এক মেয়ে হঠাৎ একদিন তার জীবনের গল্প শোনাতে আসে তার প্রিয় লেখককে। কীভাবে সে ভালোবাসার ফাঁদে পা দিয়েছিলো, সেই গল্প সবাইকে জানাতে চায় সে। এই গল্পটি সমসাময়িক আলোচিত প্লট নিয়ে লেখা। গল্পের টুইস্ট এবং ক্লাইম্যাক্স ভালো ছিল। তবে সমাপ্তি আরেকটু গভীর হতে পারতো। ২. পায়েল: "তোমার দেয়া পায়েল টা আজ আমি সমুদ্রের কাছে গচ্ছিত রেখে যাচ্ছি। যদি কখনো আমাকে মনে পড়ে তাহলে সমুদ্রে এসে ঢেউয়ের মেলায় আমাকে খুঁজে পাবে। " ?️ মিতু এবং সুনীল দুজন ভিন্ন ধর্মের ছেলেমেয়ের ভালোবাসার করুন কাহিনির স্মৃতি স্বরূপ থেকে যায় একটি পায়েল। গল্পটি সেই ভালোবাসাকে ঘিরেই। পায়েল গল্পটি আবেগপ্রবণ ও মর্মস্পর্শী। চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ চমৎকারভাবে ফুটে উঠেছে। ভালো লেগেছে। ৩. আছো তুমি হৃদয়জুড়ে: "আজ থেকে তুমি সবার কাছে মৃত। আমি আর পারছিলাম না মিথ্যা বলতে। তবে জেনে রাখো, আমি যতদিন বেঁচে থাকব তুমি থেকে যাবে আমার হৃদয় জুড়ে। " ?️ গল্পটা ১৯৭১ এর মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা। একজন মুক্তিযোদ্ধা ও শহীদের পরিবারের করুন আর্তনাদ ফুটে উঠেছে। গল্পটি ভালো লেগেছে, সুমনার কষ্টটা লেখক যথাযথভাবে তুলে ধরতে পেরেছেন। ৪. মনের মানুষ: "আমরা কি জীবনের কোন ধাপে কখনো আমাদের মনের মানুষ খুঁজে পাই! আর খুঁজে পেলেও কেনই বা হারিয়ে যায় মনের মানুষ? " ?️ লাবণ্যের কিশোরী বয়সের ভালোবাসা ও মনের মানুষ জাহিদ হঠাৎই হারিয়ে যায়। একসময় লাবণ্য যাকে মন প্রাণ উজার করো ভালোবেসেছিল সে লাবণ্যকে শুধু কষ্টই দিয়েছ। কিন্তু কেন? আসলে কে লাবন্যের সত্যিকারের মনের মানুষ? এই গল্পটির মূল আকর্ষণ,প্লট এবং বার্তা বেশ শক্তিশালী। পাঠকের মনে প্রশ্ন তৈরি করার ক্ষমতা রয়েছে। কিন্তু গল্পটি শুরুতে যতটা আর্কষণ করেছে,শেষটা এসে কেমন যেন খাপছাড়া মনে হয়েছে আমার। জাহিদ চরিত্রটি আরও স্পষ্টতা দাবি করে আমার মতে। ৫. পাসওয়ার্ড: "আমি তো তোমার পাসওয়ার্ড চাইনি। তুমি কি এসব দেখানোর জন্য আমাকে ইচ্ছে করেই পাসওয়ার্ড দিয়েছ? " ?️ গল্পটি রিমি এবং শুভ'র। রিমির অপেক্ষার আর শুভ'র প্রতারণার। শুভ'র দেয়া মনের আঘাত কি রিমি ভুলতে পারবে? গল্পটির মূল উদ্দেশ্য কিছুটা অস্পষ্ট মনে হয়েছে। বিষয়বস্তু আরও গভীরভাবে তুলে ধরলে ভালো হতো। শুভ'র দিকটা আরও ক্লিয়ার হওয়া উচিত ছিলো। রিমি চরিত্রটাও একটু বেশিই ফেলনা মনে হয়েছে। ৬. প্রিয়ন্তির পৃথিবী: "এই শিশুটিই হবে প্রিয়ন্তীর জগত এবং বেঁচে থাকার প্রেরণা। প্রিয়ন্তী সুন্দর এক পৃথিবী গড়ে তুলবে তার সন্তানের জন্য। " ?️ গল্পটা প্রিয়ন্তী ও শাহেদের। প্রিয়ন্তীর অপেক্ষা, ধৈর্য ও শাহেদের নির্লিপ্ততার। সংসার বিমুখ শাহেদকে কী প্রিয়ন্তী পারবে শুধরাতে? গল্পটি শুরুতে বেশ আকর্ষণীয় ছিল, তবে সমাপ্তিটি আরেকটু গোছানো হলে ভালো লাগত। বিশেষ করে প্রিয়ন্তী এত বড় পরিবার থাকা স্বত্তেও ওর তিলেতিলে নিঃশেষ হয়ে যাওয়াটা কেন যেন মানতে পারি নি। শাহেদের এমন আচরণের পিছনেও স্পষ্ট ব্যাখ্যা থাকা দরকার ছিলো। ৭. তুমি রবে নীরবে: "তোমার ব্যস্ততা যখন কম থাকে তখন আমার খোঁজ নিয়ো,কারণ আমিও তোমার শূন্যতা অনুভব করি। " ?️ গল্পটি মুনা এবং তার ভালোবাসার লেখকের। মুনা যাকে ভালোবাসেই নি:স্ব হয়ে যাচ্ছে অথচ অপর মানুষটি কেমন নির্লিপ্ত। আসলেই কি মুনার রাইটার মুনাকে ভালোবাসে নাকি এটা মুনার নিরব অভিমানের কোন স্বত্তা! এই গল্পটি বেশ আবেগপ্রবণ, তবে প্লটটা সাধারণ মনে হয়েছে। তাই সম্পূর্ণ আলাদা কিছু মনে হয়নি। তবে গল্প বলার ধরনটা বেশ গোছানো ছিলো। ৮. কাপল সেট: "কাপল সেটটি কেনার উদ্দেশ্য ছিল যে এবার কাশফুল আড্ডায় মল্লিকা সামিরের সঙ্গে ঘুরতে যাবে। সামিরকে বলেই কাপল সেটটা সে কিনে ছিল। " ?️ গল্পটি ভালোবাসার। মল্লিকার একটা স্বপ্নের ডেটিং এর। মল্লিকার ভীষণ ইচ্ছে ও আর সামির একদিন কাশফুলের রাজ্যে কাপল সেটের শাড়ি ও পাঞ্জাবি পরে ঘুরে বেড়াবে। কিন্তু সামির সেও কি এমনটাই চায়? সাদামাটা একটি গল্প, তবে খারাপ লাগেনি। সাধারণ জীবনের বাস্তবতা সুন্দরভাবে ফুটে উঠেছে। ভালোবাসার বাস্তবতা বুঝি এমনই হয়। ৯. অবাঞ্ছিত: "আমার মত অনেক শশীই আছে যারা কুড়িঁতেই ঝরে পড়ে। যাদের জন্য ঝরে পড়ে তারাই সমাজের গণ্যমান্য ব্যক্তি। " ?️ গল্পটি রেহনোভার ভুলের। তার করা একটা ভুলের খেসারত দিতে হয় একটি নিষ্পাপ প্রাণকে। কিন্তু কেন? গল্পটি বেশ ভালো লেগেছে। বাস্তব জীবনের কিছু তিক্ত সত্যকে সুন্দরভাবে প্রকাশ করেছে। শেষটাও একদম বাস্তবের আলোকে লেখা। সব মিলিয়ে সেরা ছিলো। ☄️ বইটি সমগ্রভাবে ভালোই লেগেছে।। যদিও কিছু গল্পের সমাপ্তি আরও গোছানো হতে পারতো। ছোটো ছোটো ২/৩ টা টাইপো ছাড়া আর কোন ভুল ছিলো না। এইদিকটা বেশ ভালো লেগেছে। লেখিকার প্রচেষ্টা প্রশংসার যোগ্য। রোজী খানের এই গল্পগুলো পাঠকের হৃদয়ে স্থায়ী ছাপ রাখবে বলে আশা করি।
Was this review helpful to you?
or
সচারাচর আমি বই নিয়ে রিভিউ লিখি না । কিন্তু আজ লিখতে বাধ্য হচ্ছি । আজ পাঠকদের একটি অনন্য বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে চাই । বইটি হলো , লেখক Roze Khan রচিত " মনের মানুষ "। এই গল্পগ্রন্থে ফাঁদ , পায়েল , আছো তুমি হৃদয় জুড়ে , মনের মানুষ , পাসওয়ার্ড , প্রিয়ন্তীর পৃথিবী , তুমি রবে নীরবে , কাপল মেট , অবাঞ্ছিত নামে মোট নয়টি ভিন্ন স্বাদের গল্প আছে । গল্পগুলো পড়ে পাঠক সহজেই অনুধাবন করতে পারবেন , প্রতিটি গল্পে ঘুরেফিরে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে । যেমন , চরম প্রেমাকাঙ্ক্ষা , প্রেম নিয়ে কারও কারও অতি উচ্চ বিলাসিতা , মনের মানুষের জন্য মানুষের চিরকালীন আর্তি , আধুনিক মানুষের বিচ্ছিন্নতা , একাকী মানুষের অসহায়ত্ব । লেখক একদিকে এখানে সৃষ্টি করেছেন নারী - পুরুষের বন্ধনের এক মোহনীয় দৃষ্টান্ত , অন্যদিকে মেকি মায়াকেও ভিন্ন অবয়বে ফুটিয়ে তুলেছেন । ছোটগল্পের ছোট পরিসরে মনের মানুষকে পাবার চিরকালীন আকাঙ্ক্ষাকে ফুটিয়ে তোলা চাট্টিখানি কথা নয় । কিন্তু কাজটি Roze Khan মুন্সিয়ানার সাথেই করে দেখিয়েছেন । আমি অকপটেই বলবো , গল্পগ্রন্থটি লেখকের সীমাহীন আবেগের ফসল । প্রতিটি গল্পেই শব্দের প্রয়োগ দেখে বোঝা যায় , গল্পকার এখানে প্রতিমা শিল্পীর মতো গড়েছেন প্রতিটি শব্দ , বাক্য ও চরিত্রগুলোকে । গল্পগ্রন্থটি পড়লে যে কোন সাধারণ পাঠকও খুব সহজেই বুঝে যাবেন , কতটুকু বোধগম্য ও সহজভাবে বইটি রচিত হয়েছে । যারা গল্প পড়তে ভালবাসেন , তারা এক নাগাড়ে পড়ে যেতে পারবেন সাবলীল ভাষায় রচিত গল্পগ্রন্থটি । সবশেষে বলি , " ছোটগল্প কি মরে যাচ্ছে? " বলে আখতারুজ্জামান ইলিয়াস যে আক্ষেপ একদিন করেছিলেন , Roze Khan এর মতো গল্পকারদের হাত ধরে সে আক্ষেপ ঘুচে যাবে , এমন আশাই আমি বুকে বেঁধে রাখছি । এই তরুণ লেখিকা তার পরবর্তী সাহিত্য কর্ম দিয়ে আমাদের আরও সমৃদ্ধ করবেন , এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি । অরণ্য আন্ওয়ার ১৭ - ০২ - ২০২৫ ইং .