User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#বই_রিভিউ বই: অদ্ভুতুড়ে চুরি লেখক: আফসানা নীতু প্রকাশনী: চলন্তিকা জনরা: শিশুতোষ প্রচ্ছদ: নাতাশা মীর নাহার ★পাঠ প্রতিক্রিয়াঃ পাঠকপ্রিয় লেখক আফসানা নীতুর ৬ষ্ট বই অদ্ভুতুড়ে চুরি। ওনার প্রথম শিশুতোষ নিয়ে লেখা বই এটি। আমার ও প্রথম পড়া বই শিশুতোষ নিয়ে লেখা বই এটি। অদ্ভুতুড়ে চুরি একটি রহস্যময় শিশুতোষ উপন্যাস। যেখানে রয়েছে কিশোর গোয়েন্দার দল আয়েশা, আয়াত, আরফান, ও যায়েফ। এই বইটি শুধু রহস্যময় নয়, বরং বন্ধুদের সহযোগিতা ও বুদ্ধিমত্তার নিয়ে চমৎকার একটি বই। আয়েশা ও তার বন্ধুদের নিয়ে লেখা চমৎকার একটি বই। আয়েশাদের সোসাইটির মিসেস রহমানের ফ্লাটে চুরি হয় বেশ দামী একটা ডায়মন্ডের নেকলেস। এর আগেও আয়েশাদের সোসাইটিতে অনেকবার ছোটকাটো চুরি হইছে, কিন্তু এটা প্রথম বড় চুরি। এই চুরিকে কেন্দ্র করে আয়েশা ও তার বন্ধুরা এটা খুঁজে বের করার সিধান্ত নেয়। মিসেস রহমান তাদের সবার অনেক প্রিয়, তাই ওনার এতো বড় বিপদে সবাই পাশে থাকবে। যেখানে পুলিশ নানা তদন্ত করেও অপরাধীকে ধরতে পারেনি সেখানে আয়েশা ও তার বন্ধুরা সেই চোরকে ধরতে সক্ষম হয়। আয়েশা ও বন্ধুদের সম্পর্কটা দারুণ। একে অপরের পাশে যেভাবে এগিয়ে আসে সত্যিই চমৎকার। বইতে খুব চমৎকারভাবে শিক্ষনীয় দিক তুলে ধরেছে। শেষে এসে একদম চমকে দিয়েছে লেখক তার লেখার মাধ্যমে। সহজ, সাবলীল ও ঝরঝরে লেখা। পড়ার সময় কোন এক গেয়েমি আসবে না। এক বসাই পড়ে শেষ করার মতো বই।