User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এই কারনেই বাংগালীরা বিজ্ঞানে পিছিয়ে আছে। যে কেউ সেউ বৈজ্ঞানিক তত্ত্বের বিরুদ্ধে বই লেখে। এই লোক যেনো বিজ্ঞানী হয়ে গেছে। যে থিউরির বিরুদ্ধে বই লেখে ?? যত্তসব
Was this review helpful to you?
or
উপরে এক ভাইয়ের রিভিউ দেখে লিখতে ইচ্ছা হল। 'ছদ্ম-বিজ্ঞান' দিয়ে কি সব কিছুই কি disproof করা যায়? যেমন ধরুন: মর্ধাকর্ষণ শক্তি। ছদ্ম বিজ্ঞানের আশ্রয় নিয়ে কিভাব তাকে disproof করবেন। সাংঘর্ষিক মতবাদ বা মতামতের ক্ষেত্র তখনই তৈরী হয় যখন মতামত নাজুক হয়। যে কৌশলটাকে আপনি 'ছদ্ম-বিজ্ঞান' বিজ্ঞান বলে খাট করতে চাইছেন, তার জন্ম কিন্তু মুসলমানদের হাতে নয়। বহু পূর্বেই দার্শনিকগন এর ব্যবহার করে গেছেন। আর এর ব্যবহার যথেষ্ঠ 'বাস্তবিক' দু'টো কারনে: ১. মানুষের জ্ঞান ঐ পর্যায়ে এখনো পৌছায়নি যে নিখাদ, অকাট্য প্রমাণ সাপেক্ষে এই বিষয়গুলোর ব্যাখ্যা করা যায় এবং সবচেয়ে যুক্তি সংগত......... ২ নং ২. কিছু থিউরির উপরই কেবল তা প্রয়োগ করা হয়। 'থিউরি' বৈশিষ্টগত দিক থেকে 'থিউরি'ই......প্রমাণিত সত্য না হলে আপনি এর প্রয়োগকে ভুল বলতে পারেন না। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
What a great book!!!"evolution is false" that prove directly and logically in the book.Also has proof from AL-QURAN