User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বই:হলুদ মেঘের ধূসর সন্ধ্যায় লেখিকা:মারিয়া কাবির বিষন্নতা,বিষাদগ্রস্ততা, অবসন্নতার মায়াজালে বন্দিনী এক পাখি।ভালোবাসার মুক্ত আকাশে যে বিহঙ্গের মতো উড়ে চলেছিলো সে প্রত্যাখানের আঘাতে আছড়ে পড়েছে বেলাভূমিতে।সৈকত সীমা রেখার অদূরের আকাশে আরও গাংচিলদের মিলন মেলা দেখে তার অন্তর ও হাহাকার করে।হাহাকার করে তার প্রেমিক রূপী আকাশের সান্নিধ্য পেতে। Depression বা বিষন্নতা এই শব্দটার ভয়াবহতা সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল নয়।নিজের মনের আপন ভুবনে ব্যস্ত যখন সে নিজের জীবনের কাটাকুটি খেলায় ভুল চালের মাশুলে আজ রিক্ত হৃদয় তখনই কেউ তার চারপাশে শয়তানেরা নিজের বিস্তার ঘটাতে ব্যস্ত। গল্পের নীলুফার চরিত্র একটি আবেগপূর্ণ কন্যা।যার জীবনে কেটেছে সরল পথে,প্রথম ধাক্কা খায় বাবা পছন্দের কাছে প্রত্যাখ্যাত হয়ে।পরবর্তীতে প্রিয় জনের কাছে পুনরায় ধাক্কা খেয়ে মান মানসিকভাবে কষ্টের মধ্যে দিয়ে যেতে থাকে।মানসিক বিষন্নতার দরুন মেয়েটির সাথে ঘটে ভয়াবহ এক ঘটনা যা সে বেমালুম ভুলে যায়।কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে মেয়েটির জীবনে তার হারানো প্রেম ফিরে আসে। গল্পটি পড়তে গিয়ে বেশ কিছু সামাজিক সমস্যা গল্পের মাঝে উঠে এসেছে।যৌন হয়রানি যে নারীর পাশাপাশি পুরুষের ও হতে পারে তা সমাজের চলমান চিন্তাধারার পরিপন্থি।Sexual harassment কখনোই জেন্ডার ভিত্তিক নয়,সমাজে বসবাস করা Predator রা সুযোগ পেলেই নিজের স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত। পৃথিবীতে একজন নারীর সবচেয়ে কান্নার কারণ আরেক জন নারী।কখনো সতীন রূপে, কখনো শ্বাশুড়ি রূপে,কখনো ননদ রূপে, কখনো ভাবি রূপে।সেই নারী যখন নিজের স্বার্থ উদ্ধারে আরেক নারীর সর্বনাশ করে তখন মানবতা নিজেকে লজ্জায় ধরিত্রীর বুকে মুখ লুকায়।নেশাজাতীয় পদার্থ বা এলএসডির মারাত্মক কুপ্রভাব মানুষকে কতোটা অসহায় করে দেয় তা চিন্তা করলেও অন্তরাত্মা আর্তনাদ করে ওঠে। গল্পের সবচেয়ে ভালো লাগার বিষয় ছিলো জেবু আর তার পিচ্চির ক্রস ওভার।গল্পের মূল চরিত্র বাদেও মানাফ আর জেবুর গল্পে সংক্লিষ্টতা গল্পটিকে আরও স্মরণীয় করে তুলেছে।অরিত্র আর লুনার চরিত্রের মধ্যে দিয়ে ঘাতক সরকারের অন্যায় শাসনের ব্যাভিচার ফুটে উঠেছে। আইনের শাসনের অনুপুস্থিতি যেন চিৎকার করে বলে দেয় রেপ ভিক্টিমদের আর্তনাদের গল্প।তবে গল্পের শেষ অংশে যেমন চমক রয়েছে তেমনি গল্পের পটভূমি তৈরী করতে গিয়ে গল্পের যে গতি তা বেশ মন্থর। তবে মূল প্রোটাগনিস্টের নিজের খোলস ভেঙে এগিয়ে গিয়ে প্রিয় মানুষকে রক্ষা করার প্রবণতা তা যেন সত্য, ন্যায় ও ভালোবাসার জয়জয়কার করে।