User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অসাধারন এবং তথ্যবহুল
Was this review helpful to you?
or
সামনে কিনব ইনশাল্লাহ
Was this review helpful to you?
or
যা দেখেছি যা বুঝেছি যা করেছি (প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ১৯৯৭) ও আমি মেজর ডালিম বলছি ( প্রথম প্রকাশ ২০০২)-এই দুটি বইয়ে অনেক কথা হুবহু এক। একটা বই হলে ভালো হতো। বইয়ের ত্রুটিসমূহ : অ. বইয়ে অজস্র বানান ভুল। আ. প্যারাগ্রাফ ঠিক নেই। ই. একই বইয়ে এক প্রসঙ্গ বারবার এসেছে। ঈ. অনেক ভুল ও মিথ্যা তথ্যাবলী আছে। উ. মুক্তিযুদ্ধ, ১৫ আগস্ট ১৯৭৫, ৩-৭ নভেম্বর ১৯৭৫ এর অনেক ঘটনা এড়িয়ে যাওয়া হয়েছে। ঊ. লেখক বইয়ে কিছু মতামত এমনভাবে দিয়েছে যেন অতীতেই জানতো ভবিষ্যতে এভাবেই ঘটবে। ঋ. লেখক পাকিস্তান না ভেঙে যাক, লেখায় স্পষ্ট। এমনটাও বোঝা যায় নিজের জীবন, ক্যারিয়ার নিয়ে শঙ্কা মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর এবং পাকিস্তান থেকে পলায়ন। এ. বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ (এই সংগঠনগুলোর নাম বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে যথাক্রমে ১৯৪৮ ও ১৯৪৯ সাল থেকে) এর অনেকের ব্যাপারে লেখকের ব্যক্তিগত আক্রোশ প্রকাশ লক্ষণীয় লেখায়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ), যার নাম মুক্তিযুদ্ধের সময়ই মুজিব বাহিনী করা হয়-সে ব্যাপারে বেশ কিছু ভুল এবং মিথ্যা আছে। ঐ. অনেক মানুষের নাম ভুল আছে। অনেক বিষয়ে সত্যতা আছে। তবে বইয়ে সত্য মিথ্যা মিশ্রিত। যারা অনেক পড়ে না, পক্ষপাতিত্ব আছে চিন্তাভাবনায়, কথায়-তারা সহজে বিভ্রান্ত হবে। বইগুলো যত্ন করে, সঠিক বানানে এবং সঠিক তথ্যে নির্দিষ্ট একটি প্রকাশনী ছাপালে ভালো হতো। লেখকের নিজস্ব চিন্তাভাবনা থাকা অত্যন্ত স্বাভাবিক, তবে অনেক ভুল এবং নির্জলা মিথ্যায় বইয়ের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ। কিছু উদাহরণ: ১. মুহাম্মদ আতাউল গণি ওসমানী ১৯৭০ এর নির্বাচনে মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি (এমএনএ) নির্বাচিত হয়েছিলেন। সেটা লেখা হয়েছে এমসি (এমসি কি সেটাও বলা হয়নি)। ২. ওভান সিং Research and Analysis Wing (RAW) চিফ ছিলেন মুক্তিযুদ্ধের সময় বলা হয়েছে বারবার। কথা এবং নাম ভুল। মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সুজান সিং উবান ছিলেন ভারতীয় সেনাবাহিনীর লোক যিনি বিএলএফ/মুজিব বাহিনী সংগঠনে অনেক ভূমিকা রেখেছিলেন। RAW চিফ ছিলেন রামেশ্বর নাথ কাও (আর এন কাও নামেও পরিচিত), যার নিকনেম ছিল স্পাই মাস্টার। ৩. ১৯৭০ সালে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার (এলএফও)/Legal Framework Order (LFO) কে Legal Frame Work লেখা হয়েছে। যাহোক, মোটের উপর ভুল বানান, ভুল ও মিথ্যা তথ্যাবলী এবং বই দুটোতে একই ঘটনা হুবহু দেয়াতে ভালো লাগেনি। আমার রেটিংয়ে ১।
Was this review helpful to you?
or
অসাধারণ প্রিন্টিং এবং কভার।