User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বিশ্বাসের আয়না বইটি একটি সেরা বই। বইটিতে গুরুত্বপূর্ণ অনেক বিষয় বলা হয়েছে। লেখক খুব সুন্দরভাবে ও সহজ ভাষায় উপস্থাপন করেছেন। ইনশাল্লাহ পড়ার ইচ্ছা আছে। এই বইটি প্রত্যেকের একবার হল করা উচিত।
Was this review helpful to you?
or
বই : বিশ্বাসের আয়না লেখক: মোঃ মিকাইল আহমেদ জনরা: ইসলামিক প্রকাশকাল: জানুয়ারি ২০২৫ পৃষ্ঠা সংখ্যা:১৫৯ পর্যালোচক: শাম্মী ব্যক্তিগত মূল্যায়ন: ১০/১০ " বিশ্বাসের আয়না " নামটা খুব অদ্ভুত না হলেও আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ এক ব্যবহার্য সামগ্রীকে উপমা হিসেবে নেওয়া হয়েছে।" বিশ্বাসের আয়না " নামটি শুনলেই পাঠকের অন্তরের গহীনে এক অন্যরকম অনুভুতি জাগবে বলে আমি মনে করি। আমার ও এমন অনুভূতি জেগেছিল। প্রাককথন: আয়না হলো প্রতিচ্ছবি । আমরা আয়নায় বাহ্যিক সৌন্দর্য পর্যবেক্ষণ করি, কিন্তু লেখক পাঠকের অন্তরের অন্তঃস্থলের আত্মিক প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে চেয়েছেন, দেখাতে চেয়েছি অন্তরের প্রতিচ্ছবি। পথহারা পথিক যেমন পথভোলা হয়ে ছুটে, তৃষ্ণার্ত হৃদয় যেমন আর্তনাদে মেতে উঠে তেমনি বর্তমানে গুটিকতক মানুষ ছাড়া সবাই আমরা পথভ্রষ্ট। লেখক মোঃ মিকাইল আহমেদ " বিশ্বাসের আয়না" বইটিতে সুন্দর সুশোভিত সাবলীলভাবে সব কিছু উপস্থাপন করেছেন। আপনি যদি উপলব্ধি করতে পারেন, আপনি সঠিক পথ থেকে বিচ্যুত তাহলে বইটি আপনার জন্য। বিষয়বস্তু এবং বিস্তর আলোচনা: লেখক নানা আঙ্গিকে ইঙ্গিতে সবকিছু সাবলীলভাবে উপস্থাপন করেছেন। প্রত্যেকটি বিষয় নিয়ে করেছেন বিস্তর আলোচনা যা প্রশ্নবিদ্ধ পাঠককে দিবে পরিতৃপ্তি প্রশান্তি। লেখক বলেছেন, "প্রকৃতিতে নামা প্রতিটি ভোর বরকতময় " আধুনিক জীবনযাপনের মোহে জীবনের মূলমন্ত্র ভূলে যাওয়ার উপক্রম , এমতাবস্থায় মানুষকে সঠিক পথ দেখাতে, সৃষ্টিকর্তার অস্তিত্ব, সৃষ্টিকর্তার নিয়ামক, সৃষ্টিকর্তার সৃষ্টিকর্ম নিয়ে সহজ সাবলীলভাবে লেখক মোঃ মিকাইল আহমেদ রচনা করেছেন এক অনবদ্য দিশারী " বিশ্বাসের আয়না"। বইটিতে বলা হয়েছে, " আল্লাহর স্মরণে, আল্লাহর সৃষ্টি কুলের গঠন শৈলী নিয়ে গভীর চিন্তায়,যে সমস্ত নিয়ামতরাজি আমরা ভোগ করতেছি , প্রতি মুহূর্তে সেসবের কৃতজ্ঞতা প্রকাশে রয়েছে ক্বলবের প্রশান্তি "। বইটি বারবার মনে করিয়ে দেয় ইমানের কথা। আল্লাহর স্মরণ ছাড়া যেন একটি মুহূর্তও আমাদের জীবন থেকে নষ্ট না হয়--- । আপনি একটি বার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, আপনি কি আল্লাহর পথ থেকে দূরে সরে যাচ্ছেন? উত্তরটি যদি হ্যাঁ হয়, তবে বিশ্বাসের আয়না বইটি আপনার জন্য আবশ্যক। লেখক স্পষ্ট শানিত কন্ঠে বলেছেন,"একটি মুহূর্তও পার না হোক আল্লাহর যিকির ছাড়া"।তার এই দৃপ্ত কন্ঠ ইমান, ইসলামের জ্ঞানের পরিধি, আল্লাহর দিকে ধাবিত হওয়ার প্রতীক, ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়ার তাগিদ।এ আহ্বান নিছকই আবেগের নয়,বরং যুক্তি ও বাস্তবতায় আন্দোলিত এক দৃপ্ত কণ্ঠ। বিশ্বাসের আয়না বইটি কেবলমাত্র একটা ধর্মীয় বই নয়,এটি সাহিত্যিক মনোভাবের পরিচায়ক।লেখক বলেছেন,"বিশুদ্ধ বাতাসে বিশুদ্ধ চিন্তা প্রবেশ করে মস্তিষ্কে" একথাটি পাঠকের অন্তরের গহীনে প্রতিধ্বনিত হয়, বাহ্যিক সৌন্দর্য নয় বরং অন্তরের সৌন্দর্য মুখ্য। অন্তরের জানালা খুলে দেওয়া দরকার যাতে সেখানে মুক্ত বাতাস তথাপি পবিত্র চিন্তার স্বতঃস্ফূর্ত আন্দোলন ঘটে। লেখক এবং প্রকৃতি: লেখক খুব সুন্দরভাবে প্রকৃতির সৌন্দর্যকে উপমা হিসেবে উপস্থাপন করেছেন। পাখির কলরবে, নদীর কলতানে, প্রকৃতির অপার সৌন্দর্যে, সমুদ্র সমতলে, পৃথিবীর সব প্রান্তে পরতে পরতে রয়েছে আল্লাহর নিয়ামতরাজি। লেখকের লেখনীতে ফুটে উঠেছে এক অপরূপ সৌন্দর্য, অসাধারণ দিকনির্দেশনা। লেখক বলেছেন,"প্রকৃতি অকৃপণ, দুহাত ভরে সৌন্দর্য বিলিয়ে দেয় মানুষের জন্য। লেখক এই কথাটির মাধ্যমে বলতে চেয়েছেন, আমাদের প্রকৃতির মতো অকৃপণ হতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, অন্তরের ময়লা দূর করে প্রশান্তির সান্নিধ্যে যেতে হবে। গঠন শৈলী ও লেখার সহজবোধ্যতা: পুরো বইটিতে সহজ সরল সাবলীলভাবে সব কিছু উপস্থাপন করা হয়েছে। যেকোনো পাঠকই বইটি সহজে এবং আগ্ৰহের সাথে পড়বে বলে আমি মনে করি। আমার বিশেষ করে যেটা ভালো লেগেছে এবং বিমোহিত করেছে তা হলো শব্দচয়ন। দারুন শব্দচয়ন করেছেন লেখক।এতে লেখার গুণগত মান আরো বেড়ে গিয়েছে। আমার বিশ্বাস "বিশ্বাসের আয়না"বইটি পাঠকপ্রিয় হবে এবং তা স্বতঃস্ফূর্তভাবে পাঠকের অন্তরের অন্তঃস্থলের আত্মিক প্রশান্তির কারণ হবে। সহজবোধ্যতার এক অনবদ্য রচনা "বিশ্বাসের আয়না"। আমার মতামত: ১.বইটির আঙ্গিক বিশ্লেষণ দারুন। ২. সহজবোধ্যতা ৩.সঠিক শব্দচয়ন ৪. উপমার বৈচিত্র্য ৫.প্রতিটি কথা যুক্তি সংবলিত এবং বাস্তবিক ৬. প্রকৃতির সাথে আত্মিক সংযোগ ৭.আল্লাহর পথের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ৮. বাহ্যিক সৌন্দর্য ও আত্মিক সৌন্দর্য পর্যবেক্ষণ ৯. উপদেশ সমূহ ১০.ইমান এবং বিশ্বাস পরিশেষে বলবো, প্রত্যেক পাঠকের উচিত "বিশ্বাসের আয়না"বইটি পড়ে দেখা। আমার বিশ্বাস, আপনার অন্তরের প্রশ্ন সমূহ নিরসন করবে এবং আপনাকে বিশ্বাসী হতে সাহায্য করবে। সাহিত্যিক অঙ্গন: লেখক বইটিতে খুব সুন্দর ভাবে সাহিত্যক মনোভাব তুলে ধরেছেন।রঙিন মলাট,আর শুভ্র পাতায় যে কেউ বইটি সময় নিয়ে পড়লে বিমোহিত হয়ে যাবে, আমি ও বিমোহিত হয়েছি নানা ভাবে,নানান কথার বৈচিত্র্যে। লেখকের কিছু কিছু কথা আমার খুবই ভালো লেগেছে,যা আমাকে বইটির প্রতি আগ্ৰহী করেছে।বইটির বিশেষত্ব হলো সাহিত্যিক বিশ্লেষণ এবং বাস্তবধর্মী যুক্তিসংগত সহজবোধ্যতা। বইটি কাদের জন্য: যারা আপন মনে প্রশ্ন পোষণ করেন,অথচ উত্তর খুঁজে পান না ,তারা এই বইটি পড়বেন , আপনাদের আত্মিক প্রশান্তির স্থায়িত্ব দীর্ঘ হবে। সর্বোপরি, আমি সবাইকে বড় ছোট সবাই " বিশ্বাসের আয়না" বইটি নির্বাচন করতে বলবো পড়ার জন্য। বইটি আমাদের সবার জন্য নিয়ামক স্বরূপ। বিশ্বাসের আয়না বইটি আমার হৃদয় জয় করেছে। আমার মতো হাজার পাঠকের হৃদয়ে স্থান করে নিব বলে আমার প্রত্যাশা। লেখককে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি বই পাঠকমহলে পৌঁছে দেওয়ায় জন্য। সারমর্ম: আমারা অন্ধকারের দিকে ধাবিত হলে-- "বিশ্বাসের আয়না" বইটি আলোর দিশারী। আমরা রবের পথ থেকে বিচ্যুত হয়ে গেলে ---" বিশ্বাসের আয়না" বইটি পথপ্রদর্শক । ঠিক ভুলের বিচারে ব্যর্থ হলে ---" বিশ্বাসের আয়না" তার অকাট্য প্রমাণ। পাঠকের প্রশ্নবিদ্ধ মনের----"বিশ্বাসের আয়না" একমাত্র সমাধান। মননশীল চিন্তার খোরাক "বিশ্বাসের আয়না"।"বিশ্বাসের আয়না পাঠকের আত্মিক প্রশান্তির স্থায়িত্ব যেমন দীর্ঘ করে ঠিক তেমনি প্রকৃতির সাথে আত্মিক সংযোগ স্থাপন করে। সৃষ্টিকর্তার সৃষ্টিকর্ম অনুভব করতে পারলেই আপনি সৃষ্টিকর্তার পথে ধাবিত হবেন। আমাদেরকে" বিশ্বাসের আয়না "তে নিজেকে আবিষ্কার করতে হবে নতুন ভাবে রবের পথে, রবের ইবাদতের মাধ্যমে। প্রত্যাশা: বই হলো অনুভূতির প্রতিচ্ছবি।লেখকগণের মনের ভাব, কল্পনা শক্তির এক অনবদ্য সৃষ্টি আমরা দেখতে পাই বইয়ের পাতায় পাতায়। তেমনি এক অনবদ্য সৃষ্টি "বিশ্বাসের আয়না"।কি অপরূপ সেই কল্পনা! আমি মনে করি, প্রত্যেকের বেশি বেশি বই পড়া উচিত।কারণ,বই থেকে প্রাপ্ত জ্ঞান আমাদের চিন্তাশক্তিকে বিকশিত করে, সমৃদ্ধ করে।এর ফলস্বরূপ আমরাও কল্পনার ভাষাগুলোকে রূপ দিতে পারি।বই পড়ার মাধ্যমে নিত্য নতুন পাঠক যুক্ত হচ্ছে, আমরা পাচ্ছি নতুন সাহিত্যিক,লেখক, পাচ্ছি ভিন্ন স্বাদের নতুন নতুন বই। আশা রাখছি, প্রজন্ম থেকে প্রজন্মে বইয়ের প্রসার ঘটবে এবং বই পড়ার গুরুত্ব উপলব্ধি করে নিজেদের বই পড়াতে মনোনিবেশ করবে।বই নির্বাচনে সবসময় "বিশ্বাসের আয়না" সবার আগে হওয়া উচিত। সঠিক বই সঠিক সময় মুক্ত চিন্তার খোরাক। "বিশ্বাসের আয়না"মুক্ত চিন্তা শক্তির প্রতীক।
Was this review helpful to you?
or
A mustread book. Excellent.
Was this review helpful to you?
or
বিশ্বাসী, অবিশ্বাসী দুই শ্রেণির পাঠকদের জন্যই উপকারী বইটি।
Was this review helpful to you?
or
বিশ্বাসের আয়না বইটি একটি সেরা বই। বইটিতে গুরুত্বপূর্ণ অনেক বিষয় বলা হয়েছে। লেখক খুব সুন্দরভাবে ও সহজ ভাষায় উপস্থাপন করেছেন। ইনশাল্লাহ পড়ার ইচ্ছা আছে। এই বইটি প্রত্যেকের একবার হল করা উচিত।
Was this review helpful to you?
or
(মহান আল্লাহ তায়ালার প্রদত্ত বিবেক-বুদ্ধি কাজে লাগিয়ে আলোকিত জীবন গড়াই একজন সত্যিকার মুসলমানের কর্ম) বিশ্বাস হচ্ছে মূলত ইমানের আরবি প্রতিশব্দ। এই বিশ্বাস(ইমান) মানবজীবনে ব্যাপক ভূমিকা পালন করে।কথায় আছে-'যেমন কর্ম তেমন বিশ্বাস অর্থাৎ যেরকম বিশ্বাস হয় সে অনুযায়ীই কর্ম হই।তাই আমাদের উচিত এমন বিশ্বাসী হওয়া যাতে আমাদের প্রতিটি কাজেই আল্লাহকে খুঁজে পাই। লেখক মো মিকাইল আহমেদের 'বিশ্বাসের আয়না ' এ বইটি সবার উচিত পড়া; যাতে আমরা আমাদের ইমানকে(বিশ্বাসকে) আরও দৃড়/মজবুত করতে পারি।
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ এই বইটি দারুন♥️মিকাইল আহমেদ এর বাকি দুইটি বইও অসাধারণ লেগেছে আমার কাছে ?
Was this review helpful to you?
or
অসাধারন বই✨️