User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এই মুহুর্তে খোন্দকার মেহেদী হাসান সম্ভবত দেশের সেরা সাইন্স ফিকশন লেখকদের একজন। টাইম ডাইলেশন এবং কোয়ান্টাম মেকানিক্স নিয়ে নিয়ে এতো চমকপ্রদ গল্প , এতো সাবলীল লেখা খুব কমই আছে। অসাধারণ।
Was this review helpful to you?
or
আমার পড়া দুর্বলতম সায়েন্স ফিকশন তো বটেই কাহিনির বিচারে নেহাত সাধারণ মনে হয়েছে। কাহিনির শুরুটা সম্ভাবনাময় ছিল, পড়ার সময়ে লজিক্যাল প্রশ্নের উত্তরগুলো শুরুর দিকে আসতে থাকায় সাথে কিছু থ্রিল মিলিয়ে পড়তে ভালোই লাগছিল। পৃথিবীর সাথে মঙ্গলের দ্বন্দ্ব মানে নীলের সাথে লালের দ্বন্দ্ব, AI এর উত্থান এবং আশংকা নিয়ে গল্পের আবর্তন। এমন স্কেলে চরিত্রগুলো ম্যাচিয়র হওয়ার কথা স্বাভাবিক কিন্তু ঘটেছে তার বিপরীত। কাহিনির সবগুলো চরিত্রকে খুব সাধারণ মানের লেগেছে এর মধ্যে গল্পের প্রধান চরিত্র টিটন সবচেয়ে আনাড়ি। সে তার মাকে খুব ভালোবাসে এবং তার মাও তাকে ভালোবাসে - এই ব্যাপারটা বইয়ে একটু পর পর শেষ পর্যন্ত উল্লেখ না করলে বোধহয় পাঠকের বুঝতে অসুবিধা হত! এখানেই শেষ নহে, টিটনের চেয়ে বছর পাচেক ছোট ছেলেবেলার পরিচিত মেয়ে রিয়ানার সাথে এই বিষয়টা এতবার শেয়ার করার পাশাপাশি গল্প চলাকালীন অংশে উটকো কথাবার্তা বিরক্তি এনে দিয়েছে। এটা পরিষ্কার যে, এতে শুধু শুধু পৃষ্ঠা বেড়েছে। কাহিনি শেষে আমার কোনো অংশকে আলাদাভাবে বড় মনে হয়নি, শেষটা হুট করেই হওয়াতে একটা তিক্তভাব রয়ে গেছে। আমার মতে, কিশোর সাই-ফাই হিসেবে নতুন পাঠকের ভালো লাগতে পারে, তবে ইয়ং এডাল্ট যারা ভিন্নধর্মী সাই-ফাই থ্রিলার পছন্দের তারা হতাশ হতে পারে। অবসর প্রকাশনী থেকে প্রকাশিত বইয়ের মলাট, বাধাই, প্রচ্ছদ ভালো এবং বানান ভুল কম চোখে পড়েছে।