User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
"অনন্ত সংগ্রাম" উপন্যাসটি রচিত হয়েছে মধ্যবিত্ত পরিবারের সন্তান "বাবরকে" নিয়ে যে নিজের ও পরিবারের ভাগ্যের চাকা ঘুরাতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে ভর্তি হয় এবং পরবর্তীতে তার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হওয়ার সুযোগ পায়।"বাবর" চরিত্রের মাধ্যমে লেখক অত্যন্ত সহজ ও সাবলীলভাবে মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত পরিবারের বিশ্ববিদ্যালয় পড়ুয়া হাজারো বাবরের জীবন সংগ্রাম ফুটিয়ে তুলেছেন।জীবনের প্রতিটি বাঁকে তাদের সংগ্রাম করে যেতে হয়,তবুও সুখের দেখা মিলে না বাবরদের জীবনে।অশুভ শক্তি যেন তাদের পিছু ছাড়ে না। দুঃখই যেন তাদের একমাত্র নিয়তি। দারিদ্র্যের কষাঘাত, সমাজে প্রভাবশালীদের বিরূপ আচরণ,বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির নির্মমতা,যোক্তিক আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে সরকারি দলের ছাত্রসংগঠনের অকথ্য নির্যাতনের শিকার, প্রেমে পড়ার মত অসম্ভব রোমাঞ্চকর কাহিনী , বাবর আর সাদিয়ার বন্ধুত্ব এবং সহজ,সুন্দর ও স্নিগ্ধ ভালোবাসার গল্প নিয়ে উপন্যাসের গল্প এগোয় এবং গল্প শেষ হয় ভাগ্যের নির্মম পরিণতি দিয়ে। "বাবর" চেয়েছিল সহপাঠিনী সাদিয়াকে জীবন সঙ্গিনী করতে,কিন্তু ভাগ্য এবং "রফিকের" মত সমাজের কীটের কারণে তা পারেনি।সীমাহীন নির্যাতনের শিকার হয়ে সাদিয়া চলে যায় না ফেরার দেশে আর বাবরকে বরণ করে নিতে হয় জীবন সংগ্রামের আরো একটি কঠিন অধ্যায়। " অন্তত সংগ্রাম " এম এম উজ্জ্বল বইটি সোহরাওয়ার্দী উদ্যানের লেকের দক্ষিণ পাশে ২৪ নম্বর প্যাভিলিয়নে "জ্ঞানকোষ প্রকাশনীতে" পাওয়া যাবে।
Was this review helpful to you?
or
অনন্ত সংগ্রাম মধ্যবিত্তের টিকে থাকার সংগ্রাম। গ্রাম থেকে শহরে আসা তরুণ তরুণীদের গল্প। বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মাস্ট রিড বই। যাদের শিক্ষাজীবন শেষ তারাও কল্পনায় ফিরে যাবেন বিশ্ববিদ্যালয় জীবনে। Worth reading. ?
Was this review helpful to you?
or
অনন্ত সংগ্রাম উপন্যাসটি আমি পড়েছি। মধ্যবিত্ত জীবনের টানাপড়েন, প্রেম-বিরহের অপূর্ব অখ্যান। সবারই বইটি পড়া উচিত।
Was this review helpful to you?
or
বুক রিভিউ #অনন্ত_সংগ্রাম লেখক : এম এম উজ্জ্বল ভাগ্যের চাকা আর নিজের জ্ঞানকে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার অভিলাষ নিয়ে গ্রাম থেকে শহরে আসে মধ্যবিত্ত পরিবারের সন্তান বাবর। বাবরের মত যারা প্রথম গ্রাম থেকে শহরে আসে তাদের জায়গা হয় মেস নামক নরকে।একবার বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলেই নারকীয় যন্ত্রণা থেকে মুক্তি পাবে এই আশায় অনন্ত সংগ্রাম চালিয়ে যেতে থাকল।অবশেষে তার এই অধরা স্বপ্নের দেখা পেল। কিন্তু সেখানে দেখল গনরুমের অপসংস্কৃতি নামক আরেক নরক। একসময় ছাত্র রাজনীতিতে ঘা ভাসালেও পরক্ষণেই মনে আসে তার জীবনের উদ্দেশ্য এটা নয়। বাড়িতে অসুস্থ বাবা, মা কে পুরনো শাড়ির বদলে নতুন শাড়ি আর ছোট বোন কবিতার ডাক্তার হওয়ার স্বপ্ন কত কি তার পানে চেয়ে অপেক্ষা করছে। তাইতো সে টিউশন বা পার্টটাইম জব খুঁজে।মধ্যবিত্ত পরিবারের ছেলেরা পড়া লেখা শেষ করে একটি চাকরী পাবে পরিবার নিয়ে সুখে থাকবে এইত জীবন কিন্তু বিসিএসের মত পরিক্ষার প্রশ্ন ফাঁস হলে সেকি মেনে নেওয়া যায় তাইত ছাত্র আন্দোলনের ডাক দেয়।এতসবের মধ্যে ও পরিচয় হয় সাদিয়া আফাক নামে ব্যাচমেটের সাথে।ধীরে ধীরে বাবর হয়ে যায় সাদিয়ার ভাবনার কেন্দ্রবিন্দু।একসময় বাবর ও সাদিয়ার দিকে মননিবেশ করে।তবে পাপড়িদের মত মেয়ে দের স্বপ্ন সবসময় ডানা মেলে না। কিছু স্বপ্ন ডানা ঝাপটায় বুকের পাঁজরের ভেতরেই। কিছু কলি ফুল হয়ে ফোটে না মুকুলেই মরে যায়। অস্ফুট সেই ফুলের ঘ্রাণ পায় না কেউ। কলমে ✏️:Ruma Sharmin
Was this review helpful to you?
or
উপন্যাসটির যতই গভীরে যাচ্ছিলাম ততই আবেগাপ্লুত হয়ে যাচ্ছিলাম। বাবরের কাহিনী যখন পড়ছি তখন বাবর চরিত্রে নিজেকে খুঁজে পাচ্ছি। আবার যখন সাদিয়ার কাহিনী পড়ছি, তখন সাদিয়ার চরিত্রে নিজেকে উপলব্ধি করছি। মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে বিশ্ববিদ্যালয় এডমিশন যুদ্ধ, চান্স পাওয়া, বিশ্ববিদ্যালয়ের গেস্ট-রুম কালচার, গণ-রুমের শিক্ষার্থীদের রাজনীতিতে যেতে বাধ্য করা সবকিছু আমাকে আবেগাপ্লুত করে দিয়েছে। এ তো হাজারো শিক্ষার্থীর অব্যক্ত যন্ত্রণার গল্প! পরিবারের দরিদ্রতা দূর করার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বাবর হলে ওঠে এক সময় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেও হিমশিম খায়। এ ঘটনাগুলো সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। আর বিশেষ করে, বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটটা ছিল অসাধারণ। পরিবারের দরিদ্রতা, আন্দোলনে আহত হওয়া আর উপার্জনক্ষম পিতার মৃত্যু- সবমিলিয়ে একটি পরিবারের দুরবস্থার করুণ চিত্রগুলোতে চোখের পানি ধরে রাখতে পারি নি। এছাড়াও বাবর আর সাদিয়ার বন্ধুত্ব, অভিভাবকত্ব আর নিভৃত ভালোবাসার প্রেক্ষাপটগুলোও অ-সাধারণভাবে বর্ণিত হয়েছে। অবশেষে উপন্যাসের অভাবনীয় করুণ পরিণতি পড়ে আমি মনঃক্ষুণ্ণ হলাম। নবীন লেখককে অসংখ্য ধন্যবাদ জানাই একজন শিক্ষার্থীর জীবনের বাস্তবচিত্রকে এভাবে তুলে ধরার জন্য। এ তো শুধু বাবরের সংগ্রামের গল্প নয়, এটা আমাদের মতোই হাজারো শিক্ষার্থীর অনন্ত সংগ্রামের গল্প। রেটিংঃ৯/১০ মাইফুল জামান ঝুমু, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়