User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
T Islam Tarique ভাই এর লেখা বই "মোহামেডান আবাহনী ময়দানি লড়াই" এক ঐতিহাসিক অনন্য দলিল ছোটবেলা থেকে শুনে এসেছিলাম যে মোহামেডান ও আবাহনীর মধ্যকার দ্বৈরথের কথা। যদিও আমাদের প্রজন্মে এসে তা প্রায় পুরোটাই বিলীন হয়ে গিয়েছে। এখন যখন সেই সময়ের মানুষরা সেই কথাগুলো বলে তখন অনেকটা কল্পনার মত লাগে আর তার চেয়েও বড় কথা হচ্ছে সেটা মনে হয় যে বর্তমানে আমরা এল ক্লাসিকো দেখি অনেকটা সেইরকম। কিন্তু আমরা সেই দ্বৈরথ দেখতে পারিনি এটা এক বড় আফসোসের বিষয়। তারচেয়েও বড় আফসোসের বিষয় সে সময় ছিল না কোন ভালো প্রযুক্তি যার ফলে সেই খেলা গুলো রেকর্ড করে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেয়া যায়। এমনকি কোন গোছানো লেখা কিংবা বইও নেই যেটার মাধ্যমে আমরা জানতে পারবো মোহামেডান ও আবাহনী এর সেই খেলাগুলো কেমন ছিল। অন্তত একটা গোছানো বই থাকলে আমরা এটলিস্ট ফিল নিতে পারতাম। কেননা পুরনো দিনের সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ গুলো দেখে কিংবা টুকরো কিছু ছবি দেখে আর যাই হোক এর ফিল নেয়া পুরোপুরি সম্ভব নয়। কিন্তু পুরনো সেই মোহামেডান ও আবাহনীর দ্বৈরথ নিয়ে একটা বিস্তারিত লেখা সেটা কি আদৌ এত সহজ কাজ? যখন চিন্তা করেছিলাম তখন ভেবেছিলাম আসলে এরকম কোন কাজ বা ডকুমেন্টারি হয়নি কারণ এটা বানানোর জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ, শ্রম, মেধা এবং সময় সকলের পক্ষে সম্ভব নয়। তাই হয়তো এরকম কোন ক্রিয়েটিভ কাজ আজ পর্যন্ত কেউ করে যেতে পারেনি। করে গেলে অবশ্য ভালো হতো কারণ এরকম কাজ করলে সেটা পরবর্তী জেনারেশনকে একটা জানান দেয়া যেত সেই হারিয়ে যাওয়া ইতিহাস নিয়ে। কারণ ইতিহাস এমন একটি জিনিস যদি সেটা আপনি লিপিবদ্ধ করে না যান বা সেটা যদি কোন দলিল না থাকে তাহলে সেটা কালের গর্ভে হারিয়ে যাবে। তবে মোহামেডান ও আবাহনীর ঐতিহাসিক দ্বৈরথ নিয়ে কোন লেখা বা বই বা ডকুমেন্টারি ভিডিও যদি তৈরি করতেই হয় তাহলে সেটার জন্য দরকার হবে সেই সময়ের কোন মানুষ যারা প্রকৃতপক্ষে সে সময়ের সাক্ষী ছিল। এগুলো করতে গেলে দরকার হচ্ছে আপনার ভেতর থেকে একটা পূর্ণাঙ্গ ফিলিংস। যেটা ছাড়া আপনি কখনোই পারফেক্টলি এটা তৈরি করতে পারবেন না। কিন্তু কে নেবে সেই দায়িত্ব? নাকি হারিয়ে যাবে এই ঐতিহাসিক স্মৃতিগুলো? না সেগুলো তো হারিয়ে যাওয়ার নয় আর তাইতো সেই গুরুদায়িত্ব টা নিজের উপরে নিয়েছেন টি ইসলাম তারিক ভাই। তিনি তার মেধা, শ্রম, অর্থ ও সময় ব্যয় করে মোহামেডান ও আবাহনীর ঐতিহাসিক দলিল সমৃদ্ধ কেমন ছিল সেই দিনগুলো, কিভাবে কোন খেলাগুলো হয়েছিল, কে গোল দিয়েছিল দলে, কোন কোন খেলোয়াড় ছিল সেই সকল তথ্যগুলো এক জায়গায় করে নিয়ে আসার কাজ নিজের কাঁধে তুলে নিয়েছেন। তারিক ভাই তৈরি করেছেন ইতিহাসমূলক একটি বই "মোহামেডান আবাহনী ময়দানি লড়াই।" এখন হয়তো যখন আমরা এই বইটা দেখি তখন আমরা মনে করি যে ওয়াও কত সুন্দর একটা বই। কিন্তু এই সুন্দর বইয়ের পেছনে যে কত গল্প লুকিয়ে আছে সেটা হয়তো আমরা কেউই জানিনা। আমি বইটা কিনেছি অনেকদিন হলো অনেকখানি পড়া ইতিমধ্যেই শেষ। ভাবছিলাম অনেক বই নিয়ে তো রিভিউ দেই তো এই বইটা নিয়ে রিভিউ না দিলে তো হবে না। আমি বইটির বেশ কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং গুণ আলাদা করে দিচ্ছি যা কিনা আপনার বুঝতে সহজ হবে বইটি কেন এত দুর্দান্ত: ১. প্রচ্ছদ বইটির প্রচ্ছদ বা কভার সেকশন অনেক আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে। এটা এতটা সুন্দর করে তৈরি করা হয়েছে যে বইটি যখন হাতে নিবেন তখন দেখলেও ভালো লাগবে। কেন না আমরা যখন কোন বই কিনি তার আগে তার কভার বা প্রচ্ছদটা যদি সুন্দর লাগে তখনই কিন্তু আমরা সেটা কেনার সিদ্ধান্ত নিয়ে থাকি। আর তারিক ভাইয়ের এই বইটার কভার অনেক সুন্দর। এত সুন্দর যে এটা দেখতেও অনেক ভালো লাগে আর ভেতরে কি আছে সেটা পড়ার জন্য একটু হলে আকর্ষণ ফিল হয়। প্রচ্ছদের দুই পাশে পুরনো দিনের অনেক ছবি ব্যবহার করা হয়েছে যা কিনা ইঙ্গিত করে এটা একটা ঐতিহাসিক কোন কিছু। ২. উৎসর্গ বইটি উৎসর্গ করা হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রয়াত খেলোয়াড় বাদল রায় ও আবাহনীর প্রয়াত খেলোয়াড় মোনাম মুন্নাকে। এই দুজন ছিল স্বর্ণালী সময়ের সেরা দুই খেলোয়াড় দুটি ক্লাবের। আর তাদেরকে এই বইটি উৎসর্গ করা এক অনন্য মাত্রা হিসেবে যোগ করা হয়েছে। ৩. অসাধারণ ভূমিকা প্রতিটি বইয়ের শুরুতে বইয়ের ভূমিকা লেখা থাকে। আপনি মেলা থেকে কিনুন বা যেখান থেকে কিনুন যখন আপনি বইয়ের ভূমিকা অংশ পড়বেন তখন অবশ্যই আপনি ফিল করবেন যে বইটি অনেক সাজানো-গোছানো এবং কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে। এবং আমি এই পোস্টের শুরুতে যে প্রেক্ষাপটের কথা বলেছি ঠিক সেই প্রেক্ষাপটকে মাথায় রেখে এই বইটি লেখা হয়েছে। ৪. সূচিপত্র প্রত্যেকটা বই কেনার আগে আমরা সাধারণত সূচিপত্র অংশটা একটু ভালো করে উল্টে পাল্টে দেখি। এবং বোঝার চেষ্টা করি যে এই বইটি আমার জন্য কতটুকু উপকারী হবে। বিশ্বাস করবেন কিনা জানিনা কিন্তু অবশ্যই এই ময়দানি লড়াই বইটি আপনার জন্য এক অনন্য মাত্রা যোগ করবে যখন আপনি এর সূচিপত্র টা পড়বেন। কেননা এই বইটি যখন আপনি কেনার সিদ্ধান্ত নিবেন বা কিনবেন তখন অবশ্যই সূচিপত্র দেখবেন প্রতিটি ইতিহাস এখানে সঠিকভাবে রয়েছে কিনা। এবং আপনি দেখবেন সেই ১৯৭৩ থেকে শুরু করে একদম ২০২৩ পর্যন্ত ৫০ বছরে এই দুই দল কবে কোন খেলায় মুখোমুখি হয়েছে তার সবিস্তার বর্ণনা রয়েছে। ৫. বিস্তারিত তথ্য বইটির আকর্ষণীয় দিকগুলোর মধ্যে অন্যতম আরেকটা পছন্দের যে দিকটি আমার কাছে লেগেছে সেটা হচ্ছে বইটিতে প্রত্যেকটি খেলার শুধুমাত্র নরমাল কোন স্কোর আপডেট বা কে দিয়েছে সেটা লেখেনি বরং কিভাবে কে কোন দিক থেকে এগিয়ে এসে কার অ্যাসিস্টের মাধ্যমে দিয়েছে এবং ম্যাচের আগে পয়েন্ট টেবিলের পরিস্থিতি কেমন ছিল এবং জিতলে কি হতো হারলে কি হতো এরকম বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। এতে করে বইটি পড়লে সেই ম্যাচগুলোর উত্তেজনা কেমন ছিল সেটাও খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। ৬. স্টোরিটেলিং এই বইটির আরেকটি প্রশংসনীয় দিক হচ্ছে এর অসাধারণ স্টোরি টেলিং। আমরা যারা মার্কেটিং এর সাথে যুক্ত তারা জানি এই স্টোরি টেলিং কতটা গুরুত্বপূর্ণ। আমি জানিনা তারেক ভাই এই বিষয়টা জানে কিনা কিন্তু উনি চেষ্টা করেছেন উনার বইয়ের ভেতর স্টোরি টেলিং এর মাধ্যমে সকল ঘটনার সকল বিবরণ সুন্দরভাবে পাঠকদের নিকট তুলে ধরতে। আর এটার ফলে প্রতিটি অধ্যায় যখন পড়ছিলাম একটি আরেকটি সাথে খুব সুন্দর ভাবে রিলেট করতে পারছিলাম। ৭. ছবি বইটি শুধুমাত্র লেখার মধ্যে সীমাবদ্ধ নেই বরং বইয়ের প্রতিটি অধ্যায়ের সাথে প্রতিটি খেলার সাথে সংশ্লিষ্ট সেই ম্যাচের ছবিগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এক্ষেত্রে ছবি কালেকশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদের আরেক বড় ভাই Nazmul Amin Kiron ভাই। কেননা কিরণ ভাই ও আর্কাইভ থেকে ছবি সংগ্রহ করে বইয়ের প্রতিটি অধ্যায়ের সাথে যে ছবিগুলো যায় সেগুলো দেয়া কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়। এবং বলা যায় সেই চ্যালেঞ্জটা ভালোভাবেই হ্যান্ডেল করতে পেরেছেন তারেক ভাই কিরণ ভাই। ৮. গুরুত্বপূর্ণ স্ট্যাটাস মোহামেডান ও আবাহনীর মধ্যকার দ্বৈরথের পঞ্চাশ বছরের ইতিহাস এবং কোন ম্যাচে কি হয়েছে সেটি তুলে ধরার পাশাপাশি এখানে চেষ্টা করা হয়েছে এই ৫০ বছরে দুই দল একে অপরের সাথে মুখোমুখি হয়ে কি কি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রেকর্ড নিজেদের করে নিতে পেরেছে। এর মাধ্যমে অনেক অজানা রেকর্ড আমাদের সকলের সামনে চলে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বইটি একটি ঐতিহাসিক বই। এই বইটি একটা ইতিহাসের রেকর্ড এবং তার দলিল। কেননা মোহামেডান ও আবাহনী ছিল একটা যুগের অন্যতম বড় ক্রেজ। আজ হয়তো সেই ক্রেজ আগের মত নেই কিন্তু এখনো ফুটবলপ্রেমীদের মধ্যে মোহামেডানো আবাহনীর উত্তেজনা বর্তমানের এল ক্লাসিকোর চেয়ে কোন অংশে কম নয়। বাংলাদেশের ফুটবল প্রেমীরা স্পেশালি মোহামেডান ও আবাহনী এর যে ফুটবল প্রেমী রয়েছেন আমি খুব হাইলি রিকমেন্ড করব যে আপনারা এই বইটি নিজেদের সংগ্রহে রাখুন। কারণ বলা তো যায় না ভবিষ্যতে হয়তো এরকম ঐতিহাসিক প্রামাণ্য দলিল আর কেউ হয়তো তৈরি করবে না। তখন হয়তো আপনাদের তথ্যের খোরাক মেটাবে এই বইটি। আমি খুবই খুশি যে এরকম একটা ঐতিহাসিক দলিল সমৃদ্ধ একটা বই আমার সংগ্রহে রাখতে পেরেছি। তারেক ভাইয়ের সংকলন করা রূপকথার মোহামেডান আবাহনী ও বর্তমানের মোহামেডান আবাহনীর ময়দানি লড়াই দুটি বই আমার সংগ্রহে রয়েছে। আমি বলতে পারি আমার সংগ্রহের দুটি ঐতিহাসিক দলিল সমৃদ্ধ বই রয়েছে। যা কিনা আমি এবং আমার পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর হবে।
Was this review helpful to you?
or
দুর্দান্ত একটি বই। তরুণ প্রজন্মের জন্য একটা সাজেস্ট করার মতো একটা বই যারা স্পোর্টস প্রেমী রয়েছেন। একটা সময় আমরা শুনতাম যে মোহামেডান ও আবাহনীর এক তুমুল লড়াই চলতে মাঠে ময়দানে। কিন্তু আফসোস এই তরুণ প্রজন্মের আমাদের এই প্রজন্মের এই লড়াই দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু কেমন ছিল সেই দিনগুলো? সেটা জানতে হলে অবশ্যই আপনাকে পড়তে হবে কি ইসলাম তারিকের লেখা বই "মোহামেডান-আবাহনী ময়দানি লড়াই"