User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বাবর আলীর লেখা এটি আমার প্রথম কোনো বই। লেখকের শব্দচয়ন এবং বিশেষণসমূহের ব্যবহার চমৎকৃত করেছে। হঠাৎ করে লেখার মাঝে লেখকের করা সব হাস্যরস উপভোগ করেছি। ভ্রমণ কাহিনী নিয়ে আগে খুব বেশী একটা বই পড়া না হলে যতবার ভ্রমণ কাহিনী পড়েছি ততবারই ভালো লেগেছে। তবে এবারে ভ্রমণের সাথে যোগ হয়েছে এডভেঞ্চার। বইয়ে সাদা কাগজে ছাপানো কালো অক্ষরগুলো পড়তে পড়তে আমিও সেই রোমাঞ্চের সঙ্গী হয়েছি; পড়তে গিয়ে হারিয়ে যেতে ইচ্ছে করেছে এভারেস্ট শুভ্র রাজ্য, মন চেয়েছে লাবুচে গ্রামের সামদেন আন্টির হাতে বানানো এক কাপ আদা চা নিয়ে এভারেস্টের গহীন নিরবতা উপভোগ করার কিংবা উষাদি আর হ্যাভিয়ারের এক দান উনো খেলার। তবে পড়ার ক্ষেত্রে স্থানীয় নামগুলো মনে রাখতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। বইয়ের শেষ একটা ব্যক্তিগত মতামত শেয়ার করি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে বইয়ের শেষে ফটো এলবামে ছবিগুলো না দিয়ে যদি মাঝে মাঝে দিতো তাহলে মনে হয় আরেকটু ভালো হতো। রিভিউ: সরোয়ার সজীব সংগ্রহ: গুড রিডস
Was this review helpful to you?
or
Boi valoi but boi er uporer flap dise na ?