User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইঃ সাঝঁবাতি লেখকঃ মুহম্মদ আলমগীর তৈমূর প্রকাশনীঃ বিবলিওফাইল একবসায় পড়ে শেষ করলাম মুহম্মদ আলমগীর তৈমূর স্যারের "সাঝঁবাতি" বইটি। গল্পের পটভূমি শুরু হয় আশির দশকের দিকে, "হযরত আলী"নামের এক যুবককে নিয়ে;যে দারিদ্রতার কারণে মাদ্রাসার পড়াশোনা শেষ করতে না পেরে শেষমেশ পরিবারের হাল ধরতে চাকুরি নেয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের।তার কাজ মূলত ওভারনাইট পার্সেল ডেলিভারি করা। এভাবে পার্সেল ডেলিভারি করতে গিয়ে পথিমধ্যে দেখা হয় "বলরাম বাইন" নামে এক মোষের গাড়ির গাড়োয়ানের সাথে।গল্প এখান থেকেই শুরু, গল্পটা মূলত বলরামের কিন্তু এখানে হযরত আলীর ভূমিকা আসলে কি? সে কি আসলে শুধুই একজন শ্রোতা মাত্র ? বলরামই বা কে?? শেষ পর্যন্ত সব এক সূত্রে গেথে দিয়ে হিন্দু পুরাণ,অতিপ্রাকৃত,হরর,তন্ত্র-মন্ত্র,নরবলি এসবকিছুর মিশেলে এক অপূর্ব গা শিউরে উঠা আখ্যান তৈরী করেছেন আলমগীর তৈমূর স্যার। তিনি মূলত লেখকদেরও লেখক। বরাবরেই মতোই দূর্দান্ত লেখনশৈলী,অসাধারণ গল্প-বুননের ফলে শুরু থেকে শেষ পর্যন্ত উপন্যাসিকাটি পরিপূর্ণ মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে।? পুনশ্চঃঅনেক বড়ো পরিসরে আলোচনা করার ইচ্ছে ছিলো কিন্তু বইটি যেহেতু নতুন তাই স্পয়লার বিহীন সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানালাম নাহলে নতুন পাঠকরদের জন্য সমস্যা হতে পারে। হ্যাপি রিডিং।?
Was this review helpful to you?
or
সাঁঝবাতি মুহম্মদ আলমগীর তৈমুর লোভে পাপ..পাপে মৃত্যু...আবার এমন পাপ ও আছে যাতে মৃত্যুর পরে প্রেতাত্মা হয়েও ছাড় নেই! কোনো স্পয়লার নেই দরিদ্র মাদরাসা ছাত্র হজরত আলী পেটের দায়ে সেই আশির দশকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে (জি,বছরের প্রথম দিনে ফি বাড়ানো আমাদের সুন্দরবন) জরুরি কাগজ প্রাপকের হাতে পৌঁছে দেয়ার কাজ নেয়,এক অজ পাড়াগাঁয়ে ডেলিভারি দিতে গিয়ে দেখে সেই লোক আছে তার শশুরবাড়ি,আরেক অজপাড়াগাঁ। সেইদিকে যাবার সময় ভাগ্যক্রমে এক মোষের গাড়ির দেখা পায় যে কেরু এন্ড কোং এর মিষ্টি গন্ধের কাঁচামাল চিটাগুড় নিয়ে ওইদিকেই যাচ্ছে। মূল কাহিনীর কথক এই মোষের গাড়ির গাড়োয়ান বলরাম(!) আসলে আলমগীর তৈমুর স্যারের লেখা যারা পড়েছেন তারা ভালোই জানেন যে ওনার লেখায় ইতিহাসের অনেক অজানা বিষয় থাকে বিশেষত উপমহাদেশীয় মিথলজি,হরর,সাসপেন্স এবং সর্বোপরি অত্যন্ত উচ্চমানের হিউমার একজন পাঠককে মন্ত্রমুগ্ধ করে রাখে বইয়ের শেষ পাতা পর্যন্ত। সাঁঝবাতিও একদম শেষ পর্যন্ত তাই হয়েছে। তৌফির হাসান উর রাকিব ভাই এর ভূমিকার সাথে সম্পূর্ণ একমত পোষণ করে বলতে চাই " স্যার যে কতো বড়মাপের লেখক,সেটা বাংলাভাষী আপামর পাঠকরা এখনও সঠিকভাবে অনুধাবন করতে পারেনি।" আমার চোখে স্যার লিভিং লিজেন্ড,উপমহাদেশীয় মিথলজি,হরর জনরায় স্যারের মত এমন অসাধারণ মৌলিক কাজ খুব বেশি চোখে পড়েনা। পরিশেষে এরপর কি হয় কি হয় করতে করতে মাত্র ১৫৮ পৃষ্ঠায় শেষ হয়ে গেলো গল্পটা,বেচারাম আর হজরত আলীর কি হলো সেটা বই শেষ করেও ভাবছি আর আবার কবে স্যারের বই পাবো সেটা ভেবে চুল ছিঁড়ছি!