User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আগের সময় নিয়ে রচিত 'কনকচাঁপা' বইটির কাহিনী। ইংরেজদের শাসনামলের প্রেক্ষিতে সপ্তক তালুকদার আদর্শ জমিদারের উদাহরণ। লেখকের প্রথম বই হিসেবে প্লট বেশ ভালো। তবে বইয়ের কয়েক জায়গার কাহিনী কেমন অসংলগ্ন মনে হয়েছে আমার। আমার জানা মতে তখনকার সময় অনু্যায়ী এসব কল্পনাতীত (স্পয়লার হয়ে যাবে তাই উল্লেখ করলাম না আর)। আমার বোঝার ভুলও হতে পারে এখানে। এ বিষয়টি বাদ দিলে বইয়ের কাহিনী দারুণ। বইয়ে আঞ্চলিক ভাষার ব্যবহার পরিলক্ষিত হয়েছে। ইংরেজ বণিকের বাংলা উচ্চারণ দেখে মনে হয়েছে বাংলা ভাষার যদি প্রাণ থাকতো তাহলে সে পদ্মা নদীতে ঐ ইংরেজ বণিককে ফেলে দিতো। বইটিতে রয়েছে প্রেম, বিরহ, হালকা রহস্য এবং আপনজনের বিশ্বাসঘাতকতা। এছাড়াও রয়েছে ন্যায়বিচারের উত্তম উদাহরণ। বইয়ের প্রচ্ছদ এবং বাইন্ডিং দারুণ। লেখক বইয়ে যে রহস্যটা রাখতে চেয়েছিলেন তা আমি শুরুতেই উন্মোচন করে ফেলেছিলাম, তাই আরকি বইয়ের শেষাংশ পড়ে চমকিত হইনি। লেখক হালকা যে সাসপেন্সটা ক্রিয়েট করতে চেয়েছিলেন তা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেননি। সামগ্রিক বিবেচনায় আনলে বইটা পড়ে আমার ক্লান্তি ভাব আসেনি। সবশেষে বলবো বইটা আমি দারুণ উপভোগ করেছি।