User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Siraajam Binte Kamal

      10 Jan 2025 07:41 PM

      Was this review helpful to you?

      or

      বইমেলায় একবার দেখেছিলাম মাদ্রাসার ছোট একজন স্টুডেন্ট জি'হাদ রিলেটেড একটা বই নিয়ে দামাদামি করছে। ৪০-৫০৳ টাকার একটা বই হবে হয়তো। কিন্তু টাকার অভাবে সে এটাও নিতে পারছিলো না। দাম কমাতে চাচ্ছিলো। আমি দিতে চাইলে সে নিতে মানা করলো। যখন বললাম, তুমি তো আমার ছোট ভাইয়ের মতোই। বইটা নাও নিজে পড়ে অন্যদের পড়তে দিও। তখন সে নীরব থেকে সম্মতি জানিয়েছে। আমি ভাবছিলাম এত ছোট বয়সেই জি'হাদ, শা'হাদাত সম্পর্কে তার জানার আগ্রহ নিয়ে। আল্লাহ সেই ভাইটিকে উম্মাহর জন্য কবুল করে নিক। আমিন। যখনকার কথা বললাম আমি নিজেও তখন ইসলামি অঙ্গনে নতুন। অর্থাৎ দ্বীনের পথে চলার জার্নিতে। তখনই ফেসবুকে দেখি জি'হাদ, শা'হাদাত এসব শব্দেই সমস্যা। লিখতে গেলেও ভেঙে লিখতে হয়৷ অথচ শা'হাদাতের মৃত্যু কত মুমিনের স্বপ্ন। কত মুমিনের নিত্যকার দুয়ায় থাকে, আল্লাহ যেন তাকে শ'হীদ হিসেবে কবুল করেন। আনাস ইবনু মালিক রাদি. আনহু থেকে বর্ণিত, নবী ﷺ বলেছেন, জান্নাতে প্রবেশের পর আর কেউ দুনিয়ায় ফিরে আসার আকাঙ্ক্ষা করবে না, যদিও দুনিয়ার সকল জিনিস তাকে দেয়া হয়। একমাত্র শ'হীদ ব্যতীত; সে দুনিয়ায় ফিরে আসার আকাঙ্ক্ষা করবে যেন দশবার শ'হীদ হয়। কেননা সে শা'হাদাতের মর্যাদা দেখেছে। (বুখারী) এমন ফজীলতপূর্ণ একটি বিষয়ে আমাদের জানাশোনা একদম নেই বললেই চলে। মাদ্রাসা পড়ুয়ারা জানলেও স্কুল-কলেজ পড়ুয়াদের হয়তো আমার মতোই অবস্থা। আর আমাদের মতো পাঠকদের জন্য এই বইটি ইন শা আল্লাহ উপকারী হবে৷ . শাহাদাত সৌভাগ্যের সোপান— বইটি ইমাম জালালুদ্দীন সুয়ূতি রাহ. রচিত৷ ভূমিকা, সম্পাদকের কথা, অনুবাদকের কথা, মুহাক্কিকের কথার পর মূলপাঠ শুরু হয়েছে। প্রথমেই আল্লামা জালালুদ্দীন সুয়ূতির পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরা হয়েছে। এটা থাকায় ভালো হয়েছে, অনেক বইয়ের লেখক পরিচিতি জানার ইচ্ছা হয়। কিন্তু বইয়ে দেওয়া থাকে না। বইয়ের সূচিপত্র দেখে একদম সন্তুষ্ট হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ! মনে হচ্ছে, একের ভিতর সব পেয়ে যাচ্ছি। জি'হাদ বলতে কী বুঝায়, এর আভিধানিক অর্থ, পারিভাষিক সংজ্ঞা, জি'হাদের প্রকারভেদ, কোন অবস্থায় জি'হাদ ফরজ— প্রতিটি বিষয় বইটিতে রয়েছে। এছাড়াও শেষ জামানার মুসলিমের জন্য মোস্ট ইর্ম্পট্যান্ট টপিক গা'জওয়াতুল হিন্দ নিয়েও থাকবে বিস্তারিত আলোচনা। কোথায়, কবে হবে এই যু'দ্ধ, গা'জওয়াতুল হিন্দ সম্পর্কিত হাদিস এবং হাদিসের মান নিয়ে আলোচনা রয়েছে। কি'তাল শব্দটিরও রয়েছে ব্যাখা, বিশ্লেষণসহ কি'তালের সংজ্ঞা, শরীয়রসম্মত কি'তালের শর্ত। বইটির মূল আলোচনা মূলত শাহাদা'ত নিয়ে৷ তাই শাহাদা'ত আর শ'হীদ রিলেটেড আলোচনাই বেশি। শাহাদা'ত কী, শ'হীদের পরিচয় ও প্রকারভেদ, প্রকারভেদগুলো নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা রয়েছে বইটিতে। . যেহেতু শাহাদা'ত রিলেটেড বই আগে পড়া হয়নি তাই এই বইয়ের ব্যাপারে বেশ আগ্রহ পাচ্ছি। তাছাড়া বইয়ে আলোচিত টপিকের শিরোনামগুলোই বেশ আগ্রহ জাগানিয়া। শাহাদা'তের মর্যাদা ও ফজীলতসহ প্রায় ৫০+ ধরনের শ'হীদি মৃত্যুর পরিচিতি স্থান পেয়েছে বইটিতে৷ যেহেতু শর্ট পিডিএফ ছিলো তাই কিছুই পূর্ণাঙ্গ পড়ার সুযোগ নেই। অল্প অল্প ধারণা পেয়েছি মাত্র। বইয়ে কুরআন হাদিসের বাণী এবং প্রয়োজনীয় রেফারেন্স সংযুক্ত করা হয়েছে। . সিরাতের প্রতি পাতায় আমরা দেখি সাহাবীরা শহী'দি মৃত্যু কতটা ভালোবাসতেন। এছাড়াও ইতিহাসের পাতায় পাতায় ইসলামের বীর সেনাদের সোনালী গল্প স্বর্ণাক্ষরে লেখা আছে৷ আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করাকেই তাঁরা জীবনের সেরা সাফল্য ভেবে নিতেন। আর আল্লাহর উপর তাওয়াক্কুল করেই যু'দ্ধে যেতেন। দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য জি'হাদ কতটা জরুরি তা হয়তো মুসলিমদের সমসাময়িক পরিস্থিতি দেখে আমরা আন্দাজ করতে পারি। উম্মত যেন অপেক্ষায় আছে একজন খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদ, সালাহউদ্দিন আইয়ুবীর জন্য৷ আমাদের এই তরুণ প্রজন্মের মধ্যেও যদি শাহাদা'তের তামান্না জেগে উঠে, ঈমানি চেতনা যদি তাদের দৃঢ় হয় ইন শা আল্লাহ আমরা সহজেই ইসলামের শত্রুদের পরাজিত করতে পারব। আমরা মৃত্যুভয়ে পিছিয়ে যাব না। . বইটি কাদের পড়া উচিত জিজ্ঞেস করলে আমি বলবো না ছেলেদের পড়া উচিত, যেহেতু আপাতদৃষ্টিতে জিহাদ কেবল পুরুষদের জন্যই ফরজ। আমি বলবো বইটি মেয়েদেরও পড়া উচিত। নয়তো মেয়েরা তো তাদের পুরুষ সদস্যদের জিহাদের ব্যাপারে, শ'হীদি মৃত্যুর ব্যাপারে উৎসাহিত কর‍তে পারবে না। তাছাড়া শ'হীদি মৃত্যুর অনেক ধরণ আছে। সেগুলো জানার জন্য হলেও মেয়েদের এই বইটি পড়া উচিত। মেয়েরাও শা'হাদাতের অমীয় সুধা পান করার স্বপ্ন দেখতে পারে। . বইয়ের প্রচ্ছদটাও ভালো লেগেছে। যদিও র'ক্তরঞ্জিত, কণ্টকাকীর্ণ। তবুও রয়েছে ফুটন্ত ফুল। আগে ভাবতাম, ইশ কত কষ্ট পেয়ে লোকটা শ'হীদ হলেন। যেদিন জানলাম শহী'দ ব্যক্তি পিপীলিকার কামড়ের মতো অল্প ব্যথা পান সেদিন বেশ অবাক হয়েছিলাম। প্রচ্ছদ যেন সেই কথাই বলছে। যদিও রক্তাক্ত তবুও ফুটন্ত ফুল।

      By Mahbubul Hasan

      10 Jan 2025 08:59 AM

      Was this review helpful to you?

      or

      ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ন্যায় প্রতিষ্ঠার ধর্ম এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে আল্লাহ রব্বুল আলামীন ইসলামকে পুরো মানবজাতির জন্য একমাত্র জীবন বিধান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু এই ইসলাম ধর্ম একদিনে প্রতিষ্ঠিত হয়নি আর এমনি এমনি হয়নি। স্বয়ং আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন এই শান্তির ধর্মকে বিশ্ববাসীর কাছে একমাত্র জীবন বিধান হিসেবে তুলে ধরার জন্য। পুরো বিশ্ব যখন জাহিলিয়াতে নিমজ্জিত ছিল তখন আরবে শান্তির দূত হিসেবে আল্লাহ রব্বুল আলামীন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'কে প্রেরণ করেন। দীর্ঘ ৪০ বছর নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবু্য়তের প্রস্তুত করতে থাকেন। সকলের নিকট সম্মানিত ও বিশ্বস্ত হিসেবে গড়ে তুলেন। উত্তম চরিত্রের অধিকারী এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হিসেবে খ্যাতি দান করেন। এতো কিছুর অধিকারী হওয়ার পরও যখন আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে তাওহীদের বাণী শোনালেন, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিলেন তখন কুরাইশদের চোখের বিষ হয়ে উঠলেন, অন্তরে বেদনার কারণ হলেন আর শিকার হলেন অসহনীয় সকল যন্ত্রণার। নিজ মাতৃভূমি, আপনজনদের নিকট থেকেই সবচেয়ে বেশি ব্যথা পেলেন দয়ার নবি সা. একে একে সবাইকে ইসলামের দাওয়াত দিলেন গুটি কয়েক মানুষ সাড়া দিলেন আর অধিকাংশরাই শত্রুতে পরিণত হলেন। তায়েফের ময়দানে গিয়ে সবচেয়ে বেশি লাঞ্ছিত হলেন দো-জাহানের শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবুও তিনি হতাশ হলেন না। কারণ এই কাজ তাঁর নিজের জন্য নয়, এই ব্যথা দুনিয়াবি কোনো লাভের আশায় তিনি সহ্য করছিলেন না। সবকিছুই করছিলেন মহামহিম আল্লাহ রব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য আর অভাগা উম্মতের জন্য যারা তাঁর প্রস্থানের পর এই ধরায় দ্বীনের পতাকাকে আগলে রাখবে আর আল্লাহর বাণী সমূহ দিক দিগন্তে ছড়িয়ে দিবে। তাই নিজের অপারগতার জন্য আল্লাহর কাছে পানাহ চাইলেন, সাহায্যের আকুতি জানিয়ে ধৈর্য্য ও মানবতার শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেব তায়েফের ময়দানে। অবশেষে কাফেরদের পরিকল্পনা ফাঁস হলো, এবার নিজ মাতৃভূমিতেই থাকা কঠিন হয়ে পড়লো আল্লাহর রাসূল সা. এর জন্য। এই সময়টার জন্যই আল্লাহ তাঁকে অপেক্ষা করাচ্ছিলেন। যারা ইসলাম গ্রহণ করেছিল তারা আরও আগে থেকেই মদিনায় হিজরত করা শুরু করেছিল। এবার নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হিজরত করলেন, মনে অনেক কষ্ট আর যন্ত্রণা চেপেই আল্লাহর আদেশে মদিনায় পাড়ি জমান। আর তখন থেকেই শুরু হয় ইসলামের নতুন অধ্যায়। মক্কায় ইসলাম প্রচারের দীর্ঘ জীবনে শুধু কষ্টই সহ্য করে গেছে মুসলমানরা, কারণ তখনও প্রতিহত কিংবা রুখে দাঁড়াবার নির্দেশ আল্লাহ দেননি। কিন্তু মদিনার পরিস্থিতি ছিল ভিন্ন, সেখানে ইসলামের বিরোধীদের চেয়ে আল্লাহ এবং তাঁর রাসূলের অনুসারীদের সংখ্যাই ছিল বেশি। আর দিন দিন সেই সংখ্যাটা বেড়েই চলেছিল আট ইসলামের ভিতও মজবুত হচ্ছিল। অবশেষে আল্লাহর তরফ থেকে ঘোষণা চলে আসলো, সময় এসেছে প্রতিউত্তর দেয়ার, ইটের বদলে পাথর মেরে জবাব দেয়ার, কাফেরদের প্রতিহত করার। আর কথার মাধ্যমে নয় এবার অ*স্ত্র হাতেই দ্বীনের প্রচারের ঘোষণা চলে আসলো। দ্বিতীয় হিজরিতে ঐতিহাসিক বদরের প্রান্তে মক্কার কুরাইশদের লজ্জাজনক হার ইসলামকে আরও বিস্তৃত করলো, দিক-বিদিক ছড়িয়ে পড়লো আল্লাহর কালামের বাণী। ইহুদি,খ্রিষ্টান, কাফেরদের অন্তরে ভয় ঢুকে গেলো আর যারা এতদিন ভয়ে প্রকাশ্যে ইসলাম পালন করতে পারেনি তারা সাহস সঞ্চার করে দ্বীনে প্রবেশ করলো সকল ভয় কাটিয়ে। উপর্যুক্ত কথাগুলো বলার উদ্দেশ্য হলো ইসলামে জি*হা*দ, কি*তা*ল, শাহাদাত বিষয়গুলোর গুরুত্ব বুঝানোর জন্য। বর্তমান সময়ে একদল অসাধু লোক শব্দগুলোর ভিন্ন অর্থ দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, ইসলামের ক্ষতি করতে চাইছে। তাই এসব বিষয়ে কুরআন হাদিসের আলোকে পরিষ্কার ধারণা থাকা আবশ্যক। জি*হা*দ, কি*তা*ল শব্দ দুটো শাহাদাতের সাথে সম্পৃক্ত। কি*তা*ল এক প্রকারের জি*হা*দ যা সশস্ত্র যু*দ্ধের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিন্তু জি*হা*দের মর্মার্থ আরও গভীর। বর্তমানে যে বুদ্ধি বৃত্তিক লড়াই চলছে তার জন্য ইসলাম থেকেও একই ভাবে মোকাবেলা করা প্রয়োজন। আর এ লড়াইয়ে টিকে থাকতে হলে অনেক বেশি জ্ঞান থাকতে হবে, বিষয়াবলি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে যা কেবল বিশ্বস্ত সূত্র, বিশুদ্ধ গ্রন্থাবলী থেকেই পাওয়া সম্ভব। পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ আল কুরআন, তারপরই আছে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস সমূহের গ্রন্থগুলো। কিন্তু সাধারণ মানুষদের পক্ষে কুরআন, হাদিস ঘেঁটে সকল বিষয় সম্পর্কে ধারণা লাভ করা সহজ কাজ নয়। তাই নির্ভর করতে হয় বিশ্বস্ত সূত্রের অন্যান্য মাধ্যম গুলোর উপর। শাহাদাত, জি*হা*দ সম্পর্কিত এমনই একটি কাজ করেছে আয়ান প্রকাশন। গুরুত্বপূর্ণ হাদিস আর কুরআনের বাছাই কৃত আয়াত সংবলিত "শাহাদাত সৌভাগ্যের সোপান" বইটি বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য খুবই প্রাঞ্জল ও সাবলীল ভাষায় পাঠ উপযোগী করেছে। বক্ষমান গ্রন্থটি সময়োপযোগী দারুন কন্টেন্টের ধারক। বইটিতে প্রচন্ড যত্নেরও দেখা মিলে। একাধিক ব্যক্তির ছোঁয়ায় বইটির মান উন্নয়নে প্রভাব রেখেছে। বিজ্ঞ অনুবাদক, শরয়ি সম্পাদক এবং সাধারণ পর্যায়ের সম্পাদকীয় সম্পাদনার পর বইটি সাধারণ পাঠকদের জন্য প্রকাশিত হয়েছে যা ইতিবাচক। বইয়ের শুরুতে জি*হা*দ সম্পর্কিত যে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা দেয়া হয়েছে তা যে কোনো সাধারণ পাঠকেরও বোধগম্য হবে। পারিভাষিক অর্থ, আভিধানিক অর্থ, প্রকারভেদের মাধ্যমে শুরুতেই প্রাথমিক ধারণা দেয়া হয়েছে যা পাঠকদের নিকট বইটির গুরুত্ব তুলে ধরে। বইটি পড়তে আগ্রহী করে তুলে। সূচিপত্রে নজর বুলালে বইটি না পড়ে আর মন তৃপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। শুধু যে সশস্ত্র জি*হা*দেই শাহাদাত লাভ হয় এমনটা নয়। আর শাহাদাতের মর্যাদা সর্বশেষ শিরোনামে যে কবিতার সংযুক্তি হয়েছে তা বইয়ের বিষয়বস্তুকে আরও প্রাণবন্তু করেছে বলে আমার বিশ্বাস। সর্বোপরি এতটুকু বলতে পারি বক্ষমান গ্রন্থের সূচিপত্র এবং শর্ট পিডিএফ গ্রন্থের তাৎপর্য পাঠকদের নিকট সুস্পষ্ট ভাবেই তুলে ধরতে সক্ষম হয়েছে.

      By Nafis Nawal

      28 Dec 2024 10:54 AM

      Was this review helpful to you?

      or

      বুক_প্রিভিউ ~ বই: শাহাদাত সৌভাগ্যের সোপান ~ লেখক: আল্লামা জালালুদ্দীন সুয়ূতি রহ. ❖❖ শাহাদাত বান্দার প্রতি আল্লাহর তাআলার অসংখ্য নিয়ামতসমূহ থেকে একটি নিয়ামত। শাহাদাতের মৃত্যু তাদেরই হয়, যাদেরকে আল্লাহ তাআলা তাঁর দ্বীন প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করার জন্য কবুল করেছেন। এ ছাড়াও দুনিয়া ও আখেরাতে শাহাদাতের মর্যাদা অনেক। _________ ⭕বইয়ের লেখক নিয়ে কিছু অভিমতঃ আল্লামা ইমাম জালালুদ্দীন সুয়ূতী (রহ) অত্যন্ত পরহেযগার তাকওয়াবান খোদাভীরু ছিলেন । দ্বীনি খেদমতে কাটিয়েছেন জীবনের বেশির ভাগ সময় । তার বয়স যখন চল্লিশ হয় , তখন তিনি ক্ষণিকের জীবনের প্রতি আরও সতর্ক হয়ে পড়েন । দুনিয়ার আরাম আয়েশকে উপেক্ষা করে মহান স্রষ্টার ইবাদতে আরও মশগোল হয়ে যান । বেশির ভাগ সময় নির্জনতায় থাকতে তিনি পছন্দ করতেন । ঘরের দরজা-জানালা পর্যন্ত খুলতেন না । তার কাছে লেখালেখি , বই-পুস্তক, গ্রন্থ আর গবেষণা কর্মে নির্জনতাই উতকৃষ্ট সহায়ক মনে হতো। ________ ⭕বইটির শিরোনাম ও সূচিপত্রঃ বইটির শিরোনাম ও সূচি পড়লে বুঝা যায় বইটির বিষয়বস্তু সম্পর্কে। ‘শাহাদাত সৌভাগ্যের সোপান।’ শাহাদাত হলো আল্লাহর পথে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ এবং ইসলামের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়া। নিম্নে সূচির সংক্ষেপিত সিরিয়াল? ★জিহাদ এর অর্থ, এর সংজ্ঞা, এর প্রকারভেদ নিয়ে আলোচনা; ★কিতাল কী? এবং এর শর্ত নিয়ে আলোচনা; ★শাহাদাত নিয়ে আলোচনা; ★যে সকল মৃতব্যক্তিকে শহীদের মর্যাদা দেওয়া হয় তা নিয়ে আলোচনা; _______ ⭕সর্টপিডিএফ থেকে বইটির প্রিভিউঃ জিহাদ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। ❖হানাফী মাযহাবের বিখ্যাত গ্রন্থ ‘বাদায়েউস সানায়ে’-তে বলা হয়েছে জিহাদের শাব্দিক অর্থ চেষ্টা করা। শারঈ অর্থে জিহাদ নফস, অর্থ ইত্যাদি সবকিছু দিয়ে যুদ্ধের সর্বাত্মক প্রচেষ্টা ও শক্তি খাটানো। ❖শাফীঈ মাযহাবের বিখ্যাত কিতাব ‘আল ইকনা’-তে বলা হয়েছে জিহাদ হলো আল্লাহর রাস্তায় লড়াই করা। ?জিহাদের প্রকারভেদ কাফেরদের বিরুদ্ধে জিহাদ দুই প্রকার। যথা : ১. ইক্বদামী বা আক্রমণাত্মক জিহাদ। ২. দিফায়ী বা প্রতিরোধ ও প্রতিরক্ষামূলক জিহাদ। ?উপরিক্ত আলোচনা ছাড়াও বইটিতে যা আছেঃ ❖কিতাল এর অর্থ পারস্পরিক সংঘাত ও সংঘর্ষ। এই কিতাল এক ব্যক্তির পক্ষে সম্ভব নয়।সেখানে অবশ্যই দুটি বিবদমান পক্ষ থাকতে হবে।ইসলামী শরীয়তের পরিভাষায় দ্বীন প্রতিষ্ঠাকারীর সাথে দ্বীন বিরোধীদের সশস্ত্র সংঘাতকে কিতাল বলা হয়। কিতালে দুটি পক্ষের একটি ন্যায়ের,অপরটি অন্যায়ের। এই কিতাল জিহাদের একটি অংশ মাত্র। ❖শাহাদাত বান্দার প্রতি আল্লাহর তাআলার অসংখ্য নিয়ামতসমূহ থেকে একটি নিয়ামত। শাহাদাতের মৃত্যু তাদেরই হয়, যাদেরকে আল্লাহ তাআলা তাঁর দ্বীন প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করার জন্য কবুল ক রেছেন। এ ছাড়াও দুনিয়া ও আখেরাতে শাহাদাতের মর্যাদা অনেক। ❖যে সকল মৃতব্যক্তিকে শহীদের মর্যাদা দেওয়া হয়- হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পাঁচ শ্রেণির মৃত ব্যক্তি শহিদ। যথা, ১. মহামারিতে মৃত্যুবরণকারী। ২. পেটের পীড়ায়,মৃত্যুবরণকারী। ৩. পানিতে ডুবে মৃত্যুবরণকারী। ৪. ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যুবরণকারী এবং ৫. আল্লাহর রাস্তায় মৃত্যুবরণকারী। (হাদিসটি সহিহ) ________ ⭕বইটি কেন সকলে পড়া উচিতঃ জিহাদ নিয়ে আমাদের মনে অনেক ভ্রান্ত ধারণা আছে তা দূর করার জন্য এবং কারা শহীদ হিসেবে গণ্য হয় তা জানার জন্য বইটা সকলের পড়া উচিত। ________ ⭕ভালোলাগার কারণঃ বইটি ভালো লাগার অনেক কারণ আছে।বর্তমান সময়ে সময়োপযোগী বই হতে চলছে এটি।আবার বইটির কাভার নামকরণের সাথে খুব সুন্দর মানিয়েছে। মাশাআল্লাহ ? আলহামদুলিল্লাহ এটিও আমার খুব ভালো লেগেছে। বইটিতে অনেক সুন্দর করে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। ⭕পছন্দের উক্তিঃ ❖শাহাদাত ~শায়েখ আব্দুল্লাহ আল মুনীর শাহাদত এক অমূল্য দান সম্মান তার আকাশ সমান মৃত্যু নয় সে নতুন জীবন প্রেমিকার সাথে মধুর মিলন। যুদ্ধের দামামা যখন বাজে হুরেরা আসে বধুর সাজে। আসমান থেকে এক পলকে তাকিয়ে থাকে সে স্বামীর দিকে আল্লাহকে বলে রব দয়া করে দ্বীনের উপর তাকে রেখো ধরে বীরের বেশে সে এগিয়ে গেলে খুশির পুলক আসে হুরের দেলে ________ ⭕সর্বশেষঃলেখক,অনুবাদক, সম্পাদক ও প্রকাশনী সবার প্রতি দোয়া রইলো। আল্লাহ উত্তম প্রতিদান দান করুক।অসাধারণ একটি বই।মাশাআল্লাহ। জীবনে একবার হলেও প্রত্যেকের বইটি পড়া উচিত বলে মনে করছি। ❖❖ একনজরে বইটিঃ বই- শাহাদাত সৌভাগ্যের সোপান মূল- আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহ. অনুবাদ ও সংযোজন- নাজমুল ইসলাম নোমান সম্পাদনা- মুফতি আরিফ মাহমুদ ভাষা ও বানানরীতি- মুনতাসির বিল্লাহ পৃষ্ঠা সংখ্যা- ১২৮ বাইন্ডিং হার্ডকাভার ✍️নাফিস নাওয়াল

      By 一 Mɩ ɭ'ɩཐི༏ཋྀ

      28 Dec 2024 10:47 AM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নিয়ে আসলাম আজ আপনাদের জন্য এক খুশির সংবাদ আয়ান প্রকাশন নিয়ে এসেছে "শাহাদাত সৌভাগ্যের সৌপান" বইটি। চলুন তাহলে বইটির সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। বই:-শাহাদাত সৌভাগ্যের সোপান লেখক:-আল্লামা জালালউদ্দিন সুয়ূতী রহ. অনুবাদ ও সংযোজন:-নাজমুল ইসলাম নোমান সম্পাদনা:-মুফতি আরিফ মাহমুদ বইয়ের পৃষ্ঠা:-১২৮ জিহাদ ফি সাবিলিল্লাহ!! ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, আল্লাহ সুবহানাহুওয়া তা'য়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ আবশ্যকীয়, সুদৃঢ় ফরজ হিসাবে নির্ধারণ করে দিয়েছেন এবং জিহাদের ব্যাপারে সর্বোচ্চ উৎসাহ প্রদান করেছেন। বিভ্রান্তির ঘূর্ণাবর্তে মানবজাতির যখন ছিল ঘূর্ণায়মান,ঠিক তখনই সঠিক পথের দিশা হয়ে ইসলামের আলোকবর্তিকা নিয়ে বিশ্ব দরবারে হাজির হলেন,বিশ্ব মানবতার নাবী মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার আনিত এই জীবন বিধান প্রতিষ্ঠার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কোন বিকল্প নেই। অনুরূপ শাহাদাত বান্দার প্রতি আল্লাহ তায়ালার অসংখ্য নিয়ামত সমূহ থেকে একটি নিয়ামত শাহাদাতের মৃত্যু! তাদেরই হয় যাদেরকে আল্লাহ তাআলা তার দ্বীন প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করার জন্য কবুল করেন। সুবহানাল্লাহ জালালুউদ্দিন সুয়ূতী রহ. এর অসংখ্য কিতাব সমূহের মধ্যে এই কিতাব একটি অনবদ্য কিতাব। উক্ত কিতাবটিতে জিহাদ, জিহাদের গুরুত্ব এবং জিহাদের ফজিলত ও অনুরূপ শাহাদাত শাহাদাতের মর্যাদা এবং কোন কোন মৃত্যুতে ব্যক্তিকে শহীদের মর্যাদা প্রদান করা হয় ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। জিহাদের গুরুত্ব এবং এর ফজিলত অনুরূপ শাহাদাত শাহাদাতের মর্যাদা কোন ব্যক্তিকে শহীদের মর্যাদা দেওয়া হয় ইত্যাদি বিষয়ে এই বইয়ে পাবেন ইনশাআল্লাহ। তাহলে আর দেরি কেন এখনি সংগ্রহ করুন।

      By Aminul Islam

      27 Dec 2024 10:12 AM

      Was this review helpful to you?

      or

      ✴️অবতারণিকা: ---------------------------- বান্দার প্রতি রবের অগণিত অনুগ্রহের মধ্যে বৃহৎ একটি অনুগ্রহ হলো, শাহাদাত। যে অনুগ্রহের আকাঙ্খা করতেন জগতের সর্বশ্রেষ্ঠ মানব খুদ মুহাম্মদ ﷺ। এছাড়াও ইহকাল ও পরকালে এর মর্যাদা অনেক। এর প্রাপ্তি অমূল্য। জাগতিক কোন বিনিময় হয়না এর। • হযরত উবাদা ইবনে সামেত রা. থেকে বর্ণিত, রাসূল ﷺ ইরশাদ করেন;___ "তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো! কেননা,জান্নাতে একাধিক দরজা থাকবে, যার মধ্যে৷ একটি রাস্তা দিয়ে শুধু শহীদরাই প্রবেশ করতে৷ পারবে।" _____[শর.আবি দাউদ: ৭/১৭৯; বাইহাকি: ৯/১৬৪] ____________________________________ • প্রবৃত্তির কবলে পড়ে অবাধ্যতার স্রোতে গা ভাসিয়ে উন্নাসিকতা প্রদর্শনে ব্যতিব্যস্ত এ প্রজন্মর সামনে বইটি উন্মোচন করবে এক নতুন দিগন্ত। এই নতুন দিগন্তে পথচলার বিশ্বস্ত সঙ্গী বক্ষ্যমাণ এ "শাহাদাত সৌভাগ্যের সোপান" গ্রন্থটি। ✴️বই কথন: -------------------------- "শাহাদাত সৌভাগ্যের সোপান" বইটিতে ডুব দেওয়ার পূর্বে দুটি পরিভাষা সম্পর্কে ধারণা রাখা অপরিহার্য। এক. জিহাদ। দুই. শাহাদাত। • ◾জিহাদ:______ ▪️শাব্দিক অর্থ: ------------------------জিহাদ’ শব্দটি ’আরবী (جاهد) শব্দ থেকে এসেছে, যার অর্থ ’দুই পক্ষের মধ্যে পারস্পরিক ক্রিয়া’। ▪️পরিভাষায়: ----------------------"জিহাদ" হচ্ছে সত্য দ্বীনের প্রতি আহবান করা এবং তা অগ্রাহ্যকারীর বিরুদ্ধে যুদ্ধ করা। • ◾শাহাদাত:____ ▪️শাব্দিক অর্থ: -------------------------আরবি (شهادة) শব্দটির মূল হচ্ছে ه-د-ش অর্থাৎ,"শাহদুন" (شهد) শব্দ থেকে উৎপাদিত অসংখ্য শব্দাবলী কুরআনে ব্যবহৃত হয়েছে। এই মূল শব্দ থেকেই শাহাদাত এবং শহীদ শব্দদ্বয় নির্গত হয়েছে। ▪️পরিভাষায় ---------------------যারা আল্লাহর দ্বীন কায়েমার্থে আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছেন।(এ প্রকার শহীদ হাকীকী শহীদ)। এছাড়াও মহামারি,পেঠের পীড়া,পানিতে ডুবে, ধ্বংসস্তুপে চাপা পড়ে ইত্যাদিতে মৃত্যুবরণ করলেও তাদের শহিদ হিসেবে আখ্যায়িত করা হয়।( তবে এ প্রকার শহীদ হুকমী)। যাদের ৫০-এর শ্রেণি-বিভাগ এই গ্রন্থে বর্ণিত হয়েছে। ✴️বই অভ্যন্তর: ------------------------- বক্ষ্যমাণ গ্রন্থটি মূলত একটি অনুবাদগ্রন্থ। যার মূল হলেন, আল্লামা জালালুদ্দিন সুয়ূতী রাহি.। অনুবাদ ও সংযোজন করেছেন, নাজমুল ইসলাম নোমান। প্রায় ১৩০ পৃষ্ঠার এ গ্রন্থটি লেখক অনেকগুলো শিরোনামে সজ্জিত করেছেন। প্রতিটি শিরোনামই আশা ও ঈমানজাগানীয়া। প্রতিটি বিষয়েই পৃথক পৃথক শিরোনাম উল্লেখ করেছেন। ✴️শর্ট পিডিএফ ও অভিব্যক্তি: --------------------------------------------- পিডিএফে বিয়ের কয়েকটি পৃষ্ঠাই উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সূচিপত্রের পর খুব সামান্যই তাতে উন্মুক্ত হয়েছে। • এটুকু অধ্যয়নে পুরো বই সম্পর্কে ধারণা লাভ না হলেও বইটির সমৃদ্ধ সূচিতে চোখ বুলিয়ে যেটুকু অনুমেয় হয়; বইটির ভাষা সহজ ও সাবলীল,ঝরঝরে ও প্রাঞ্জল। সকল শ্রেণীর পাঠকই এ থেকে উপকৃত হতে পারবেন। বইটি পাঠে পাঠক কখনো অনুধাবনই লরতে পারবেন না যে এটি একটি অনুবাদগ্রন্থ। সর্বোপরি এ গ্রন্থটি পাঠককে দিবে পরম আনন্দ। নিয়ে যাবে অনন্ত অবধি। ✴️ইতিকথা: __________ সভ্যতার আলো ঝলমলে সুন্দর দিন লণ্ডভণ্ড করে দিয়ে প্রবৃত্তির অনুসরণে আমাবস্যার মতো ঘনঘোর কালবোশেখির ঝড়ো হাওয়ার দাপটে ক্রমশই জিহাদ ও শাহাদাত থেকে দূরে সরে যাচ্ছে আজকের তারুণ্য । • জিহাদ ও শাহাদাতের জায়গাটা আলো না পড়া কুয়োর অতলে ওপরে একের পর এক শ্যাওলার আস্তরণ জমে মূল্যবোধের সেই জায়গাটি সবসময় অন্তরালেই পড়ে থাকছে। শ্যাওলা জমা সেইসব আস্তরণ সরিয়ে রবের সাথে বান্দার পরম সাক্ষাৎ (শাহাদাত)-এর সেই মূল্যবোধ জাগিয়ে তুলার একগুচ্ছ প্রয়াসই 'আয়ান'এর 'শাহাদাত সৌভাগ্যের সোপান' বইটি। • বইটি পাঠকমহলে সমাদৃত হোক, এটিই প্রত্যাশা। সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। ?একনজরে বই পরিচিতি: _________________________ ?বই: শাহাদাত সৌভাগ্যের সোপান ?লেখক (মূল) জালালুদ্দিন সুয়ূতি রাহ. ?অনুবাদ: নাজমুল ইসলাম নোমান ?সম্পাদনা: মুফতি আরিফ মাহমুদ ?পৃষ্ঠাসংখ্যা: ১২৮ ?কাভার: হার্ড কাভার ?প্রকাশনী: আয়ান প্রকাশন

      By Khalid Ebrahim Bin Abdus Salam

      21 Dec 2024 11:50 AM

      Was this review helpful to you?

      or

      শাহাদাত—মুমিনের জন্য শ্রেষ্ঠ সম্মান শাহাদাত হলো মুমিনের সর্বোচ্চ মর্যাদা এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ। এটি সেই সৌভাগ্যের পথ, যা একজন ঈমানদারের জন্য জান্নাতের দরজাকে উন্মুক্ত করে। "শাহাদাত সৌভাগ্যের সোপান" বইটি ইসলামের জিহাদ ও শাহাদাতের গুরুত্ব এবং এর ফজিলত নিয়ে রচিত। এটি এমন একটি রচনা, যেখানে ইসলামের দৃষ্টিতে শাহাদাতের মর্যাদা, এর জন্য আল্লাহর পুরস্কার, এবং কোন পরিস্থিতিতে এটি প্রযোজ্য সবকিছু বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। ? বইয়ের বিষয়বস্তুঃ বইটির মূল লেখক ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহ., যিনি ইসলামের প্রখ্যাত মনীষী। তার গভীর জ্ঞান এবং অন্তর্দৃষ্টি দিয়ে তিনি এই বইটি রচনা করেছেন। এতে তিনি কুরআন ও হাদীসের আলোকে জিহাদ ও শাহাদাতের তাৎপর্য বিশ্লেষণ করেছেন। বইটির অনুবাদক, নাজমুল ইসলাম নোমান, অত্যন্ত সাবলীল ভাষায় মূল লেখার সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে এটি উপস্থাপন করেছেন। পাঠকরা এখানে জানতে পারবেন: শাহাদাতের গুরুত্ব ও ফজিলত। একজন মুমিনের জন্য শাহাদাতের তাৎপর্য। ইসলামে আত্মত্যাগের সঠিক ব্যাখ্যা। ? বইটি কার জন্য উপযুক্তঃ যারা ইসলামের সঠিক জীবনব্যবস্থা এবং আত্মত্যাগের গুরুত্ব জানতে চান। যারা শাহাদাতের মর্যাদা এবং এর প্রাসঙ্গিকতা সম্পর্কে জানতে আগ্রহী। যারা ইসলামের পথে জীবনকে উৎসর্গ করার অনুপ্রেরণা খুঁজছেন। ? বইটি কেন পড়বেনঃ এই বইটি শুধুমাত্র একটি ইসলামি রচনা নয়, এটি ঈমানদারদের হৃদয়ে আত্মত্যাগের প্রেরণা জাগ্রত করার একটি মাধ্যম। মহান ইমাম সুয়ূতীর রচনাকে অনুবাদক এমনভাবে তুলে ধরেছেন, যা পাঠকদের মনে গভীর প্রভাব ফেলবে এবং তাদের ঈমান আরও দৃঢ় করবে। শাহাদাত সৌভাগ্যের সোপান" বইটি প্রকাশ করার জন্য আয়ান প্রকাশনীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ইসলামি জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য তাদের এই প্রচেষ্টা প্রশংসার যোগ্য। আল্লাহ তাআলা তাদের প্রচেষ্টাকে কবুল করুন এবং সবার জন্য হেদায়েতের মাধ্যমে বইটি উপকারী করে তুলুন। (আমিন) ?

      By Syeda Tania Akther

      29 Dec 2024 12:47 PM

      Was this review helpful to you?

      or

      বুক_প্রিভিউ বইঃ শাহাদাত সৌভাগ্যের সোপান মূল লেখকঃ আল্লামা জালালুদ্দিন সুয়ূতি (রহঃ) অনুবাদ লেখকঃ নাজমুল ইসলাম নোমান জনরাঃ ইসলামিক ব্যাক্তিগত রেটিংঃ ১০/১০ পেইজ সংখ্যাঃ ১২৮ পৃষ্ঠা প্রকাশনীঃ আয়ান প্রকাশন বইটির মূলকথাঃ এই বইটি ইসলামের একটি মৌলিক বিষয়, শাহাদাত বা আল্লাহর পথে শহীদ হওয়া নিয়ে লেখা। লেখক বইটিতে ইসলামের জিহাদ ও শাহাদাত সম্পর্কিত শিক্ষা, গুরুত্ব এবং ফজিলত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। বইটিতে ইসলামের জিহাদ ও শাহাদাতের মূল অর্থ, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এর সংজ্ঞা, প্রকারভেদ এবং কুরআন ও হাদিসের আলোকে এর গুরুত্ব তুলে ধরা হয়েছে। শাহাদাতের মাধ্যমে অর্জিত মর্যাদা, জান্নাতের বিশেষ স্থান, এবং শহীদের জন্য প্রতিশ্রুত পুরস্কারগুলি গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে। এছাড়া, বর্তমান যুগে জিহাদ ও শাহাদাতের ভুল ব্যাখ্যার কারণে সৃষ্টি হওয়া বিভ্রান্তি এবং এর সমাধানের পথ নিয়ে আলোচনা করা হয়েছে। বইটি ইসলামি ইতিহাসের গুরুত্বপূর্ণ শহীদদের জীবন ও ত্যাগের অনুপ্রেরণামূলক গল্পও অন্তর্ভুক্ত করেছে। পাঠ্যানুভূতিঃ বইটির প্রিভিউ পড়েই পুরো বইটি পাঠের এক সুপ্ত বাসনা মনের কোণে জাগ্রত হয়েছে। ইনশাআল্লাহ কোন একদিন পুরো বইটিও সংগ্রহ করে পড়বো আমিও। কিছু অসংগতিঃ তেমন কোন অসংগতি পরিলক্ষিত হয়নি বইটির প্রিভিউ পাঠকালে। ব্যক্তিগত মতামতঃ এই বইটি ধর্মীয় শিক্ষার্থীদের জন্য একটি অমূল্য সম্পদ এবং যে কেউ ইসলামের শাহাদাত ও জিহাদ সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে চান, তাদের জন্য এটি অত্যন্ত সহায়ক হবে। ইনশাআল্লাহ। ✍️Syeda Tania Akther.

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!