User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
?বুক প্রিভিউ ? আমরা আসলে রাসূল (সাঃ) কতটুকু ভালোবাসি? আসলেই কি আমরা ভালোবাসি? যদি ভালোবাসি তাহলে তার কথা শুনি না কেন? তার কাজ পছন্দ করি না কেন? তার কাজগুলো এখনকার সময় চলে না মনে করি কেন? কেন কাফেরদের অনুসরণ করি? এই প্রশ্নগুলো আমাদের নিজেকে নিজে করা দরকার। আমরা এমন নবী এর উম্মত যার উম্মত হওয়ার জন্য নবী-রাসূলরা ইচ্ছা করেছে। কিন্তু সবার ভাগ্যে সেই সুযোগ হয়নি। শুধু ঈসা (আ:) এর সেই সুযোগ হয়েছে। আগেরকার সময় নবী রাসূল ছাড়া অন্য কেউ আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে পারতো না। কিন্তু শুধু আমাদের জন্য সেই আছে হযরত মুহাম্মদ (সা:) এর উম্মত হওয়ার কারণে। যেই নবীর দোয়ার কারণে এত পাপ করার পরও আল্লাহ আমাদের ধ্বংস করে দেন না, জমীন উল্টিয়ে দেন না। যেই নবীর মৃত্যুর সময় শেষ বাক্য ছিল "ইয়া উম্মাতি"। আর আমরা তার উম্মত হয়ে তার সুন্নাহ অনুসরণ করি না, তার কাজ ভালোবাসি না এটা কিভাবে সম্ভব? আমরা কিভাবে শয়তানের পাল্লায় পড়ে কাফেরদের অনুসরণ শুরু করলাম। হাদিসে আসছে: "যেই মানুষ যার অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে।" তাহলে চিন্তা করেন কাফেরদের সাথে হাশর হলে জাহান্নাম হতে কি আমাদের মুক্তি আছে? আচ্ছা একটা জিনিস চিন্তা করেন তো একজন মানুষ মৃত্যুর সময় কি নিজের কথা চিন্তা না করে তার উম্মতের কথা চিন্তা করতে পারে? আসলে পেয়ারা নবী আমাদের কত ভালোবাসতেন চিন্তা করা যায়? আমরা কি পারি না রাসূলের এই ভালোবাসার সম্মান জানাতে তার অনুসরণ করে? ইনশাআল্লাহ আমরা পারবো। তাহলে আজই শুরু হোক আমাদের পথ চলা। হাদিস শিখবো নববি আলোয় জীবন গড়বো ইনশাআল্লাহ। ❤️ ? বই- আসুন হাদিস শিখি নববি আলোয় জীবন গড়ি মূল- ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ রহি. রেটিং : ৯.৫/১০ ক্যাটাগরী: ইসলামিক ( আত্মশুদ্ধি ও আত্মউন্নয়নমূলক) ?বইয়ের বিষয়বস্তু: ? ➡️ বই নাম হতেই আমাদের বোধগম্য হচ্ছে যে বইটা হাদিস নিয়ে তৈরি করা। এই বই আসলে একটা রাসূল (সা:) এর জীবনের প্যাকেজ। আমাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধান আছে হাদিস দিয়ে। এখানে আলোচনা করা হয়েছে আপনার রাগ হলে কি করবেন? রোগ হলে কি করবেন? রাসূলের সুপারিশ কারা পাবে? মুনাফিক কিভাবে চিনবেন? মুসলমানরা কেমন হবে? মেহমান, প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হবে? শয়তানের অতিষ্ট হতে কিভাবে মুক্তি পাবেন? একজন মুমিন কেমন হবে? গোনাহ হতে মুক্তি পাবেন কিভাবে? ইত্যাদি অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয়। এই বই আপনাকে আল্লাহর প্রিয় বান্দা হতে সহায়তা করবে। আল্লাহ বলেন : "রাসূল (সা:) কে যারা ভালোবাসে আল্লাহও তাদের ভালোবাসেন।" আয়েশা (রা: আনহা) বলেন : " রাসূলের চরিএ ছিল কুরআন " কুরআনের কথার বাস্তবায়ন হয়েছে তার জীবনের প্রতিটা ধাপে। রাসূল সা: বলেন: আমিই কেয়ামতের দিন আদম সন্তানের নেতা, আমিই সে ব্যক্তি, যার কবর (পুনরুত্থানের জন্য) প্রথম ফেটে যাবে, আমিই প্রথম সুপারিশকারী এবং আমিই প্রথম ব্যক্তি, যার সুপারিশ গ্রহণযোগ্য হবে। ( সহীহ মুসলিম- ২২৭৮) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে তোমাদের নিষেধ করেন, তা থেকে বিরত থাকো। ( সূরা হাশর-৭) নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তার জন্য, যে আল্লাহ ও কেয়ামত দিবসের আশা রাখে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। (সূরা আযহাব-২১) আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। যতক্ষণ পর্যন্ত তোমরা সেগুলো আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো পথ ভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব তথা কুরআনুল কারীম আর দ্বিতীয়টি হলো তাঁর রাসূলের সুন্নাহ তথা হাদীস। ( মুয়াওা মালিক-২/৭৯৯) পরিশিষ্ট: আচ্ছা আপনি কি কেয়ামতের দিন রাসূল (সা:) এর শাফায়াত পেতে চান না? আপনি কি কুরআন ও হাদিস ছেড়ে দিয়ে পথভ্রষ্ট হবেন? আপনি কি আপনার পালনকর্তার কথা শুনবেন না? আপনার জীবনে রাসূলের অনুসরণ করতে এই বইটা দারুন ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। বইটা পড়ে আলোকিত হবেন ইনশাআল্লাহ। ?️রিকমান্ডেড ?️ বিশ্ব মানবতার ইতিহাসে এমন একজন মানুষই আছেন, যাঁর জীবনের সকল দিক ও বিভাগ তথা খাওয়া-দাওয়া, ঘুম, গোসল, বাথরুম ব্যবহার, বিবাহশাদি, বিজনেস, যুদ্ধনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সকল বিষয় বিশুদ্ধভাবে সংরক্ষিত আছে। আর তিনি হলেন প্রিয় নবী মুহাম্মাদ ﷺ। তাঁর কথামালাগুলো বক্ষ্যমাণ গ্রন্থে লিপিবদ্ধ আছে। আসুন! আমরা হাদীস শিখি। ব্যক্তিজীবনে হাদীস চর্চা করি। রাষ্ট্রীয় জীবনে হাদীসের আলোয় সমাজব্যবস্থা গড়ে তুলি। প্রতিদিন একটি করে হাদীস হিফজ করি। নিজে শিখি। অপরকে উদ্ধুদ্ধ করি। রাষ্ট্র সংস্কার, লাইফস্টাইল পরিবর্তনের জন্য একটি হাদীসই যথেষ্ট। বই- আসুন হাদিস শিখি নববি আলোয় জীবন গড়ি মূল- ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ রহি. অনুবাদ ও সংযোজন- আব্দুল আহাদ তাওহীদ সম্পাদনা- মুফতি আরিফ মাহমুদ ভাষা ও বানানরীতি- মুশতাক আহমদ পৃষ্ঠা সংখ্যা- ১২৮ বাইন্ডিং- হার্ডকাভার প্রিভিউ লেখক : সাহাবুদ্দিন সিকদার
Was this review helpful to you?
or
একজন মুসলমান হিসেবে আমাদের জীবন শরীয়তের কোনো বিকল্প নেই। মুসলমানের জীবন পরিচালিত হবে শরীয়তের মূলনীতি অনুসারে। আর শরীয়তের মূলনীতিগুলো মানবজাতির কাছে দুভাবে এসেছে। ১. আল্লাহ তা'আলার পক্ষ থেকে ২. রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ।থেকে আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি মহাগ্রন্থ আল কুরআন আর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী সমূহ হাদিস গ্রন্থে লিপিবদ্ধ আছে। কুরআন ও হাদিস স্বতন্ত্র গ্রন্থ। তবে কুরআনের আয়াত সমূহের ব্যাখ্যা হলো হাদিস গ্রন্থগুলো। কেননা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর ওহী মোতাবেকই জীবনযাপন করেছেন। আর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকেই আমরা পেয়ছি হাদিসগ্রন্থ সমূহ। কুরআন অর্থসহ পড়তে গেলে অনেক সময়ই আমরা আটকে যাই, সঠিক বিষয়টা অনুধাবন করতে পারি না। তখন দ্বারস্থ হতে হয় হাদিসগ্রন্থের। তবে এখানেও বিপত্তি আছে হাদিসের সনদ নিয়ে। সাধারণ পাঠকরা হাদিসের বিশুদ্ধতা কিংবা সনদ নির্ণয়ে অপারগ কিংবা সঠিক ব্যাখ্যা বুঝতেও হিমশিম খেতে হয়। তাই সাধারণ পাঠকদের পাঠ উপযোগী করে দৈনন্দিন জীবনের নানান প্রয়োজনীয় বিষয়গুলো উপজীব্য করে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস সংকলন খুবই জরুরি। হাদিস সমূহের সারমর্ম আমাদের প্রায়োগিক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। নিত্য প্রয়োজনীয় হাদিসগুলো সাবলীল উপস্থাপনায় মলাটবদ্ধ হলে সাধারণ পাঠকদের জন্য রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণ করা হয়। আর এমনই একটি প্রয়োজনীয় গ্রন্থের অভাববোধ মিটাতে কিছুটা হলেও সার্থক হবে "আসুন হাদিস শিখি নববি আলোয় জীবন গড়ি" গ্রন্থটি। বক্ষমান গ্রন্থটি কলেবরে খুব বড় না হওয়ায় যে কোনো পাঠকই পড়তে আগ্রহ বোধ করবে আর মূল্যও পাঠকের নাগালেই থাকায় প্রয়োজনীয় গ্রন্থটি সহজেই সংগ্রহ করা যাবে। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন উত্তম আদর্শ। এহেন কোনো কাজ নেই যা আমরা তাঁর আদর্শকে অনুসরণ করে সম্পন্ন করতে পারবো না। যেকোনো সমস্যার সমাধানেও আদর্শ হলো রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন। যা উম্মতের জন্য খোলা বইয়ের মতো। প্রয়োজন ভেদে একেককজন একেক বিষয়ে সমাধান খুঁজে পেতে সক্ষম। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস কেবল আমাদের আত্মিক উন্নয়নই সাধন করে না, আমাদের নৈতিকতার ভিত্তিও স্থাপন করে। পারস্পরিক সম্মান, ন্যায়পরায়ণতা ও সহানুভূতিশীল সম্পর্ক গড়ে তুলতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন পন্থা অনুসরণের বিকল্প নেই। ব্যক্তি জীবনে হাদিসের চর্চা কিংবা নববী সুন্নাহ আঁকড়ে ধরতে অনেক সমশ বিপাকে পড়তে হয়। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকল হাদিস, নির্দেশনা সবকিছুর আলাদা আলাদা প্রেক্ষাপট ছিল, ছিল আলা তাৎপর্য। তাই প্রয়োজন অনুযায়ী গুরুত্ব এবং ব্যাবহারিক দিক থেকে অত্যাবশ্যাকীয় প্রায় তিন শতাধিক হাদিস একশত ত্রিশের অধিক শিরোনামে বক্ষমান "আসুন হাদিস শিখি নববি আলোয় জীবন গড়ি" গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে। গ্রন্থ সংকলনের বিশেষত্ব: ★ হাদিস বাছাইকরণ, বিষয়ের সাথে হাদিসের প্রাসঙ্গিকতা ও ব্যাখ্যা প্রদানে যথেষ্ট গুরুত্বারোপ করা হয়েছে এবং সাবলীল ভঙ্গিমায় উপস্থাপন করা হয়েছে। ★ যেকোনো হাদিসের গ্রহণযোগ্যতা তার উৎসের উপর নির্ভর করে। বক্ষমান গ্রন্থে মূল উৎসের গ্রহণযোগ্যতা, সহিহ হাদিসের মানদণ্ড দিয়ে হাদিস সমূহের সারমর্ম অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে। আর এতে প্রাচীন ও আধুনিক আলিমদের দৃষ্টিভঙ্গিকে সম্মানের বিষয়টিও পরিলক্ষিত হয়। ★ এসব গ্রন্থে শরয়ি দিকগুলোর স্পষ্টতা অত্যাবশ্যক। ইসলামের মূল শিক্ষাকে ধারণ করতে শরয়ি স্পষ্টতা ও প্রয়োগ যোগ্যতার বিষয়টি সম্পাদকীয় অংশ থেকে নিশ্চিত হওয়া যায়। সর্বোপরি বলতে চাই হাদিস সংকলনের ছোট ছোট বই আমাদের জন্য প্রয়োজন আছে। কেননা আমরা বড় কলেবরের বই পড়তে অলসতা করি, অবহেলা করি তাই সহীহ হাদিসগ্রন্থ গুলো আমরা খুলেও দেখি না, নিজেদের প্রয়োজনও মেটাতে পারিনা অথবা আগ্রহ বোধ করিনা। আশা রাখি বক্ষমান গ্রন্থটি আমাদের অলসতাকে দূরীভূত করে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ সমূহের ছাপ আমাদের জীবনে ফেলতে সামর্থ হবে ইনশাআল্লাহ। বই পরিচিতি: বই: আসুন হাদিস শিখি নববি আলোয় জীবন গড়ি মূল: ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ রহি. অনুবাদ ও সংযোজন: আব্দুল আহাদ তাওহীদ সম্পাদনা: মুফতি আরিফ মাহমুদ ভাষা ও বানানরীতি: মুশতাক আহমদ পৃষ্ঠা সংখ্যা: ১২৮ বাইন্ডিং: হার্ডকভার।
Was this review helpful to you?
or
হাদিস আরবি শব্দ। অর্থ বাণী। সাধারণত নবী মুহাম্মদ ﷺ এর কথা, কাজ এবং মৌনসম্মতিকেই আমরা হাদিস বলে জানি। ‘হাদিসের নামে জালিয়াতি’ বইয়ে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহি. হাদিস সম্পর্কে বলেন— “হাদিস বলতে সাধারণত রাসূলুল্লাহ ﷺ এর কথা, কর্ম বা অনুমোদনকে বুঝনো হয়। অর্থাৎ, ওহীর মাধ্যমে প্রাপ্ত জ্ঞানের আলোকে রাসূলুল্লাহ ﷺ যা বলেছেন, করেছেন বা অনুমোদন করেছেন তাকে হাদিস বলা হয়। মুহাদ্দিসগণের পরিভাষায়, যে কথা, কর্ম, অনুমোদন বা বিবরণকে রাসূলুল্লাহ ﷺ এর বলে প্রচার করা হয়েছে বা দাবী করা হয়েছে তাই হাদিস বলে পরিচিত।” আসুন হাদিস শিখি নববী আলোয় জীবন গড়ি— শিরোনামের মাধ্যমেই স্পষ্ট বুঝতে পারছি যদি নবীর মতো জীবন গড়তে চাই তাহলে প্রথমে হাদিস জানতে ও শিখতে হবে। কারণ, নবী জীবনই হাদিসের সংকলন। তাঁর জীবনের প্রতিটি মুহুর্তই হাদিসে সংরক্ষিত আছে। আর যে ব্যক্তি নববী আলোয় জীবন গড়তে পারবে নিঃসন্দেহে তার জীবন আলোকিত হবে। সুন্নাহভিত্তিক জীবন পালন করা যে কোনো মুমিন, মুসলিমের জন্যই সৌভাগ্যের কথা। এর মাধ্যমেই প্রকৃত নবীপ্রেম প্রকাশ পায়। . আয়ান প্রকাশনীর এই বইটির মূল লেখক ইমাম মুসলিম ইবনু হাজ্জাজ রাহি.। অনুবাদ করেছেন আব্দুল আহাদ তাওহীদ। বইটিতে প্রথমেই নববী আলোয় জীবন গড়ার গুরুত্ব বুঝাতে কুরআন ও হাদিসের বাণী তুলে ধরা হয়েছে। হাদিসের পরিচয়, প্রকারভেদ নিয়েও রয়েছে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা পবিত্র কুরআনে বলেন, “রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ কর, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও।” (সূরা হাশর, আয়াতাংশ: ০৭) সুন্নাহ পালনের গুরুত্ব সম্পর্কে আমরা আরও জানতে পারি একটি হাদিস থেকে। আবূ হুরাইরা রা. কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যা অবলম্বন করলে তোমরা কখনই পথভ্রষ্ট হবে না। তা হল আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। ’হাওয’ (কাওসারে) আমার নিকট অবতরণ না করা পর্যন্ত তা বিচ্ছিন্ন হবে না।” (মুয়াত্তা মালিক ২/৭৯৯) উপরিউক্ত দুটি বাণী থেকেই বুঝা যাচ্ছে, মুসলিমের জীবনে নবীর অনুসরণ, সুন্নাহ পালন কতটা প্রয়োজনীয়। . বক্ষমান বইটিতে প্রায় ১২০ এর অধিক টপিকে হাদিস বর্ণিত হয়েছে। কোনো কোনো টপিকে একাধিক হাদিস উল্লেখ করা হয়েছে। বলা যায়, দৈনন্দিন জীবনে দরকারি সকল হাদিসই বইয়ে স্থান পেয়েছে। বইটিতে আলোচনা খুব বড় নয়, যে পাঠক পড়তে গিয়ে বিরক্ত বোধ করবে৷ হাদিসের ব্যাখ্যা, বিশ্লেষণমূলক বই এটি নয়। রিমাইন্ডার দেওয়ার মতো ছোট ছোট পাঠ বইটিতে। অল্প আলোচনা, যা না জানলেই নয়। উল্লিখিত হাদিস এবং তার রেফারেন্স এটুকুই। তবে হ্যাঁ প্রয়োজনীয় আলোচনাও রয়েছে। একদমই যে আলোচনা নেই তা নয়। অর্থসহ হাদিসের আরবি দেওয়া হয়েছে, বাংলা উচ্চারণ নেই। এতে একদিকে ভালোই হয়েছে, উচ্চারণ থাকলে আমরা উচ্চারণটাই পড়ে ফেলি। আরবির দিকে আর নজর বুলাই না। বইটিতে তাওবা, রাগ দমন, সাদাকাহ, গীবত না করা, কৃপণতা, সহনশীলতা, রোজা রাখা, বিদআত, সালামের প্রচার প্রসার, হজ্ব, আমানতদারিতা, হালাল রিযিক, কৃতজ্ঞতা, কারো ক্ষতি না করা ইত্যাদি প্রতিটি বিষয় নিয়েই হাদিস বর্ণিত হয়েছে। এত এত টপিক ধরে ধরে বললে প্রিভিউর আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। বইয়ের পৃষ্ঠাসজ্জা, ফন্ট ভালো লেগেছে। টপিকের নাম ভিন্ন ফন্টে বোল্ড অক্ষরে দেওয়া হয়েছে। শর্ট পিডিএফের শেষ দিকে দুটি টপিক ছিলো ১. ফিরে এসো বেলা ফুরাবার আগে ২. জীবাণু ও ইসলামের অদৃশ্য বিষয়াবলি। পাঠ দুইটি ভালো লেগেছে। যেহেতু শর্ট পিডিএফ তাই সম্পূর্ণ পড়ার সুযোগ হয়নি। বইয়ের অনুবাদ ঝরঝরে। সহজ, সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে। বইয়ের প্রচ্ছদটাও সবুজের মাঝে সবুজ গম্বুজ বিশিষ্ট হওয়ায় বেশ ভালো লেগেছে। আশা করি বইটি আমাদের জন্য উপকারী হবে। সুন্নাহভিত্তিক জীবন গঠনে বইটি সহায়ক হবে। আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্নাহ মেনে জীবন অতিবাহিত করার তাওফিক দিক। বই সংশ্লিষ্ট সকলকেও আল্লাহ উত্তম প্রতিদান দিক। আমিন।
Was this review helpful to you?
or
◼️ প্রারম্ভিকা: ------------------------ "রাসূল তোমাদের যা দেন, তা গ্রহণ কর, আর যা থেকে তিনি তোমাদের নিষেধ করেন, তা থেকে বিরত হও এবং আল্লাহকেই ভয় কর, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর।" ____[সুরা হাশর: ০৭] • পৃথিবী তখন ঘোর অমানিশায় আচ্ছন্ন। চারদিকে অন্ধকারের কালো থাবা অন্যায়-উৎপীড়ন, অনিয়ম-অবিচার,জুলুম অত্যাচারের জাতাঁকলে পিষ্ট মানবজীবন। সত্যের আলো প্রায় নিভু নিভু। সে আলোতে নতুন বিচ্ছুরণ নিয়ে উন্মেষ ঘটে এক মাহামানবের, বদলে যায় পৃথিবীর চিরচেনা রূপ। ( ﷺ) • সেই মহামানবের অনন্য গুণাবলি, যা তাঁকে অন্য সবার চাইতে আলাদা করেছে, যা তাঁকে সকলের মাঝে অনন্যসাধারণ করে তুলেছে। সেই অনন্যতার মন্ত্রগুলো আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক, সেই প্রাসঙ্গিকতা খুঁজার কোশেশ 'আসুন হাদিস শিখি,নববি আলোয় জীবন গড়ি' বইটি। ◼️বই পর্যালোচনা: ________________বক্ষ্যমাণ গ্রন্থটির নাম 'আসুন হাদিস শিখি, নববি আলোয় জীবন গড়ি।' বইটিতে হাদিস শিখে নববি আলোয় জীবন গড়ার তাগিদ দেওয়া হয়েছে। সুতরাং সর্বাগ্রে 'হাদিস' নিয়ে আলোকপাত করা যাক;___ • শরীয়তের মূলনীতিগুলো মানবজাতির কাছে দুইভাবে এসেছে। এক. আল্লাহর পক্ষ থেকে। দুই. রাসূল ﷺ-এর পক্ষ থেকে। কুরআনের কোন আয়াত আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে অনুধাবন করতে না পারলে শরণাপন্ন হই হাদিসের এবং পথ খুঁজি সমাধানের। এককথায়— কুরআনের ব্যাখ্যাই হল, "হাদিস।" • "হাদিস" শব্দের অর্থ কথা, বাণী ইত্যাদি। পরিভাষায়:__ 'নবির সমস্ত কথা, কাজ, মৌনসম্মতি, সাহাবিদের কথা ও কাজ এবং তাবেইনদের কথা–এসবকে এককথায় হাদিস বলে।' মোটকথা; হাদিসের আলোকে জীবন সাজানোর একটি গাইডবুক বক্ষ্যমাণ গ্রন্থটি। ◼️শর্ট পিডিএফ ও পাঠ্যানুভূতি: --------------------------------------------উন্মুক্ত করে দেওয়া পিডিএফ যেহেতু শর্ট। তাই এ থেকে ধারণা নিয়ে বেশি কিছু বলার অবকাশ নেই। তবে পিডিএফ পড়ে যা অনুধাবন হল;___ ১২০ পৃষ্ঠার এ বইটি আমাদের জীবনের সাথে খুবই প্রাসঙ্গিক। লেখক প্রতিটি বিষয়ে পৃথক পৃথক শিরোনাম উল্লেখপূর্বক এর অধীনে নবী ﷺ এর হাদিস সংযোজন করেছেন। যা সকল শ্রেণীর পাঠকদেরই পাঠে সুবিধা দিবে। অনুসন্ধানি পাঠকের সুবিধার্থে সাথে পার্শ্ব টীকা সংযোজন করেছেন হাদিসের রেফারেন্স হিসেবে। • বইটি অনুবাদ ও ব্যাখ্যার ক্ষেত্রে লেখক ইমাম নববির বিখ্যাত গ্রন্থ "শরহে নববি"র সাহায্য নিয়েছেন। এসবকিছু বইটিকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। ◼️শেষ কথা: ____________আমরা নবি ﷺ-এর হাদিস শিখি ঠিকই, কিন্তু তা হতে প্রাপ্ত মর্মার্থকে যাপিত জীবনের অনুষঙ্গ বানাতে নিদারুণভাবে ব্যর্থ হই। আমাদের এই ব্যর্থতার কারণ,—নবি ﷺ-এর হাদিসগুলোকে আমরা কেবল হাদিসের মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছি। সেটাকে যদি আমাদের জীবনের সাথে সম্পর্কযুক্ত করে দেওয়া যেত, তাহলে হাদিসগুলো থেকে জীবনের পাঠোদ্ধার করা আমাদের জন্য সহজ হয়ে যেতো। • এমন একটা স্বপ্নকে সামনে রেখেই লেখকের এই " আসুন হাদিস শিখি, নববি আলোয় জীবন গড়ি" লেখা। এবং সেই স্বপ্নকে বাস্তবতায় রূপায়ণ করেছে "আয়ান প্রকাশনী "।বইটি পাঠকমহলে সমাদৃত হোক, এটিই প্রত্যাশা। সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। ?বই পরিচিতি: _______________ ?বই: আসুন হাদিস শিখি, নববি আলোয় জীবন গড়ি ?লেখক: (মূল) মুসলিম ইবনুল হাজ্জাজ রাহি. ?অনুবাদ: আবদুল আহাদ তাওহীদ ?সম্পাদনা: মুফতি আরিফ মাহমুদ ?পৃষ্ঠাসংখ্যা: ১২৮ ?কাভার: হার্ড কাভার
Was this review helpful to you?
or
বুক_প্রিভিউ বইঃ আসুন হাদিস শিখি নববী আলোয় জীবন গড়ি মূল লেখকঃ ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ (রহিঃ) অনুবাদ ও সংযোজনঃ আব্দুল আহাদ তাওহী জনরাঃ ইসলামিক ব্যাক্তিগত রেটিংঃ ০৯/১০ পেইজ সংখ্যাঃ ১২৮ পৃষ্ঠা প্রকাশনীঃ আয়ান প্রকাশন বইটির মূলকথা: "আসুন হাদিস শিখি নববি আলোয় জীবন গড়ি" বইটি হাদিসের জ্ঞানের মাধ্যমে কুরআনের মর্মার্থ ও ইসলামের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা বুঝতে সহায়তা করে। এটি নবী মুহাম্মাদ (সা.)-এর পবিত্র জীবন থেকে শিক্ষা গ্রহণের এক সুন্দর প্রস্তাবনা। ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে কীভাবে হাদিসের আলো প্রয়োগ করা যায়, তা বইটিতে তুলে ধরা হয়েছে। বইটি একজন পাঠককে প্রতিদিন একটি হাদিস শিখতে ও তা জীবনে বাস্তবায়ন করতে উদ্বুদ্ধ করে। বলা চলে এটি হাদিসের একটি ছোট্ট ভান্ডার। এটি একটি আবশ্যিক বই, বিশেষত যারা ইসলামের গভীরতা অনুধাবন করতে চান। বইটি হাদিস চর্চার মাধ্যমে আত্মশুদ্ধি এবং সমাজ সংস্কারের পথে একটি সুন্দর পদক্ষেপ। পাঠ্যানুভূতিঃ বইটি অত্যন্ত অনুপ্রেরণামূলক এবং সহজবোধ্য। এর ভাষা ও উপস্থাপনা এমনভাবে করা হয়েছে, যা পাঠকদের নবী (সা.)-এর জীবনের অনুপ্রেরণা গ্রহণে সহায়তা করে। প্রতিটি হাদিসের মাধ্যমে কুরআনের বিধান ও এর প্রভাব জীবনের প্রতিটি ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করা যায়, তা স্পষ্ট হয়েছে। এটি পাঠকদের মধ্যে হাদিস চর্চার অভ্যাস তৈরি করতে অনুপ্রাণিত করে। কিছু অসংগতিঃ বইটির গঠনশৈলী সহজবোধ্য হলেও কিছু ক্ষেত্রে আরও বিস্তারিত আলোচনা এবং উদাহরণ দিলে এটি আরও কার্যকর হতো। এছাড়া প্রতিদিনের জন্য প্রস্তাবিত হাদিসগুলোর সঙ্গে আরও বেশি প্রাসঙ্গিক ব্যাখ্যা অন্তর্ভুক্ত করা যেতে পারত। ব্যক্তিগত মতামতঃ "আসুন হাদিস শিখি নববি আলোয় জীবন গড়ি" বইটি একটি অনন্য প্রচেষ্টা। এটি কেবলমাত্র একটি হাদিসের মাধ্যমে ব্যক্তিগত ও সমাজজীবনে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেয়। এর সরল ভাষা এবং সুনির্দিষ্ট লক্ষ্য এটিকে ইসলামী জ্ঞানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রচনা করে তুলেছে। তবে বইটির কিছু ক্ষেত্রে আরও গভীরতা ও বিশ্লেষণ থাকলে এটি পাঠকদের জন্য আরও সমৃদ্ধ হতে পারত। ✍️Syeda Tania Akther.
Was this review helpful to you?
or
বুক_প্রিভিউ ~ বই: আসুন হাদিস শিখি নববি আলোয় জীবন গড়ি ~ লেখক: ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ রহি. ❖❖ জ্ঞানের মূল উৎস দুটি : ১) কুরআন ২) হাদীস কুরআনের পর সকল জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠতম ও সমৃদ্ধ জ্ঞান হচ্ছে ইলমে হাদীস। কারণ, এ জ্ঞানের মাধ্যমেই কুরআনের লক্ষ্য ও তাৎপর্য জানা যায়। কুরআনের হুকুম-আহকামের উদ্দেশ্য অনুধাবন করা যায়। বিশ্ব মানবতার ইতিহাসে এমন একজন মানুষই আছেন, যাঁর জীবনের সকল দিক ও বিভাগ তথা খাওয়া-দাওয়া, ঘুম, গোসল, বাথরুম ব্যবহার, বিবাহশাদি, ব্যবসা, যুদ্ধনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সকল বিষয় বিশুদ্ধভাবে সংরক্ষিত আছে। আর তিনি হলেন প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ____ ⭕বইটির শিরোনাম ও সূচিপত্রঃ বইটির শিরোনাম ও সূচি পড়লে বুঝা যায় বইটির বিষয়বস্তু সম্পর্কে। ‘আসুন হাদিস শিখি নববি আলোয় জীবন গড়ি।’ হাদিস হলো রাসূল (সাঃ)-এর বাণী যা মুসলমানদের জীবনে আদর্শ ও পথপ্রদর্শক হিসেবে অনুসরণযোগ্য এবং সুন্নত হলো রাসূল (সাঃ) এর জীবনযাপন ও আচরণের আদর্শ তিনি তাঁর জীবনে যে কাজ গুলো করেছেন অর্থাৎ (কীভাবে খাওয়া-দাওয়া করেছেন,কীভাবে গোসল করেছেন,কীভাবে ঘুমিয়েছেন)ইত্যাদি সকল কিছুই রাসূল (সাঃ) এর সুন্নত এর অন্তরভুক্ত। নিম্নে সূচির সংক্ষেপিত সিরিয়াল? ★‘মালহামা’ মহাযুদ্ধ; ★জাহান্নাম ও রাসূল (সাঃ) এর সুপারিশ; ★রোগী দেখতে যাওয়ার সময় করণীয়,মসজিদে প্রবেশে সময় করণীয়; ★সকাল-সন্ধ্যার দোয়া; ★মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের থাকাতে হলে যা করতে হবে; ★ফিরে এসো বেলা ফুরবার আগে ; ★ইসলামের অদৃশ্য বিষয় নিয়ে আলোচনা; ___ ⭕সর্টপিডিএফ থেকে বইটির প্রিভিউঃ বইটিতে আলোচনা করা হয়েছে হাদীস নিয়ে। হদিস অর্থ বাণী। প্রিয় নবীর সমস্ত কথা, কাজ, মৌন সমর্থন ইত্যাদিকে এককথায় হাদিস বলে। হাদিসের অনেক প্রকার ও পরিভাষা রয়েছে। একে ‘উসূমুল হাদিস’ বলে। হাদিস ২ প্রকার। যথাঃ- ১) হাদিসে কুদসি ২) হাদিসে নববি বর্তমানে সহিহ হাদিসের নামে জাল হাদিসের ছড়াছড়ি। এহেন পরিস্থিতিতে ইলমে হাদিসের জ্ঞান না থাকা জনসাধারণ ছন্নছাড়া। তারা নববী সুন্নাহ আঁকড়ে ধরতে চায়, নববি আলোয় জীবন গড়তে চায়। বক্ষমান গ্রন্থে বিভিন্ন বিষয়কে সামনে রেখে হাদিস উল্লেখ করা রয়েছে। ?উপরিক্ত আলোচনা ছাড়াও বইটিতে যা আছেঃ ❖ঈসা (আঃ) আগমন; ❖দাজ্জাল সম্পর্কে আলোচনা; ❖মুনাফিকের নিদর্শন ; ❖গিবতের পরিণাম নিয়ে আলোচনা; ❖হিংসা-বিদ্ধেষ,অহংকার নিয়ে আলোচনা; ❖বন্ধু নির্বাচন; ❖মহাপ্রলয়; উপরোক্ত বিষয়গুলা ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বইয়ে আলোচনা করা হয়েছে। __ ⭕বইটি কেন সকলে পড়া উচিতঃ বইটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী ও সুন্নত নিয়ে আলোচনা করা হয়েছে। রাসূল (সাঃ) এর সুন্নত দিয়ে সুন্দর জীবন গড়ে তোলার জন্য বইটি সকলের পড়া উচিত। __ ⭕ভালোলাগার কারণঃ বইটি ভালো লাগার কারণ হলো উক্ত বইতে আমাদের প্রিয় নবীর বাণী তার সুন্নত নিয়ে আলোচনা করা হয়েছে। বইটি পড়ে নিজের জীবনে কাজে লাগাতে পারলে আমাদের জীবনকে আরও সুন্দর ভাবে গড়ে উঠবে ইন শা আল্লাহ।আবার বইটির নামের সাথে বইটির কাভার খুব সুন্দর মানিয়েছে। মাশাআল্লাহ ? ⭕পছন্দের লাইনঃ রাসূলের সুপারিশ! রাসূল (সাঃ) বলেছেন, আমিই কেয়ামতের দিন আদম সন্তানের নেতা, আমিই সে ব্যক্তি, যার কবর (পুনরুত্থান জন্য) প্রথম ফেটে যাবে, আমিই প্রথম সুপারিশকারী এবং আমিই প্রথম ব্যক্তি, যার সুপারিশ গ্রহণযোগ্য হবে। ~সহীহু মুসলিম : ২২৭৮ ⭕সর্বশেষঃলেখক,অনুবাদক, সম্পাদক ও প্রকাশনী সবার প্রতি দোয়া রইলো। আল্লাহ উত্তম প্রতিদান দান করুক।অসাধারণ একটি বই।মাশাআল্লাহ। জীবনে একবার হলেও প্রত্যেকের বইটি পড়া উচিত বলে মনে করছি। ❖❖ একনজরে বইটিঃ বই- আসুন হাদিস শিখি নববি আলোয় জীবন গড়ি মূল- ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ রহি. অনুবাদ ও সংযোজন- আব্দুল আহাদ তাওহীদ সম্পাদনা- মুফতি আরিফ মাহমুদ ভাষা ও বানানরীতি- মুশতাক আহমদ পৃষ্ঠা সংখ্যা- ১২৮ বাইন্ডিং- হার্ডকাভার ✍️নাফিস নাওয়াল
Was this review helpful to you?
or
"আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকল বইপ্রেমীদের জন্য সুসংবাদ আয়ান প্রকাশনী নিয়ে এসেছে দারুন সব বই। যা খুবই গুরুত্বপূর্ণ সবাই সংগ্রহে রাখতে পারেন। ইনশাআল্লাহ লেখক: ইমাম মুসলিম ইবনু হাজ্জাজ রহি. অনুবাদ ও সংযোজন: আব্দুল আহাদ তাওহিদ সম্পাদনা: মুফতি আরিফ মাহমুদ আসসালামু আলাইকুম। "আসুন হাদিস শিখি, নববী আলোয় জীবন গড়ি" এই বইটি নববী শিক্ষার আলোকে একটি সঠিক ও পূর্ণাঙ্গ জীবন গঠনের আহ্বান নিয়ে রচিত করা হয়েছে। আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে হাদিসের বাস্তব প্রয়োগ কেবল আত্মিক উন্নতির মাধ্যম নয়, বরং এর মাধ্যমে সমাজ ও জাতির জন্য একটি দৃঢ় নৈতিক ভিত্তি স্থাপন করা সম্ভব। এই শিক্ষার আলোকে আমরা পারস্পরিক সম্মান ন্যায়পরায়ণতা এবং সোহাগ পূর্ণ সম্পর্কে গড়ে তুলতে পারি। যা একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজের পথে আমাদের এগিয়ে নিয়ে যাবে। এই বইটি আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আহরিত সুন্নাহ ও হাদিসের ভিত্তিতে জীবন গঠনের এক উজ্জ্বল দিক নির্দেশনা প্রদান করে। বইটির উপকারিতা:-বইটির মাধ্যমে আমরা সহিহ হাদিস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি এবং জাল হাদিস এড়িয়ে চলতে পারি ।এই বইয়ে প্রতিটি হাদিস বাছাই, ব্যাখ্যা, ও তার প্রাসঙ্গিকতার অন্তত যত্ন ও অধ্যবসায়ের সাথে উপস্থাপন করা হয়েছে। মূল উৎস গুলোর নির্ভরযোগ্য সহি হাদিসের মানদন্ড এবং প্রাচীন ও আধুনিক আলিমদের দৃষ্টিকোণ সম্মান দিয়ে হাদিসের সারমর্ম ফুটিয়ে তোলা হয়েছে। হাদিস কী? প্রিয় নবীর সমস্ত কথা কাজ মৌন সমর্থন সাহাবীদের কথা ও কাজ এবং তাবেঈনদের কথা এসবকে এক কথায় হাদিস বলে। শরীয়তের মূলনীতিগুলো মানব জাতীর কাছে দুই ভাবে এসেছে এক, আল্লাহ তায়ালার পক্ষ থেকে। দুই,রাসূল সঃ এর পক্ষ থেকে। হাদিসের গুরুত্ব? ইসলাম ও মুমিনের জীবনের হাদিসের গুরুত্ব অতুলনীয়। সঠিক পথ দেখায় সহি হাদিস। জাল হাদিসের বেরায় সহিহ হাদিস খুঁজে পাওয়া খুবই মুশকিল হয়ে পড়েছে বর্তমান জামানায়। আসুন হাদিস শিখি নববী আলোয় জীবন গড়ি বইটি প্রকাশ করার জন্য আয়ান প্রকাশনীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। জ্ঞান চর্চার আরেক মাধ্যম বই, ইসলামী আলোয় জীবন গড়তে হলে প্রিয় নবী মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সালামের হাদিস সমূহ অবশ্যই গুরুত্বের সাথে পালন করতে হবে ।অবশেষে একটাই কথা বলতে চাই আসুন হাদিস শিখি নবী আলো জীবন গড়ি most important সকল মুমিন মুমিনাদের জন্য বইটা।। আল্লাহ তাআলা আয়ান প্রকাশনের চেষ্টাকে কবুল করুন দোয়া রইল এভাবেই এগিয়ে যান।
Was this review helpful to you?
or
হাদীস—জীবনের সর্বাত্মক দিকনির্দেশনা। হাদীস হলো সেই চিরন্তন জ্ঞান, যা আমাদের প্রিয় নবী মুহাম্মদ (ﷺ)-এর জীবন থেকে সংগৃহীত। এটি কুরআনের ব্যাখ্যা এবং আমাদের দৈনন্দিন জীবনের জন্য পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। "আসুন হাদীস শিখি নববী আলোয় জীবন গড়ি" বইটি এমন একটি রচনা, যা কুরআনের পাশাপাশি হাদীসের জ্ঞানের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে। ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রজীবন পর্যন্ত নববী আদর্শে চলার জন্য এটি একটি অপরিহার্য গাইড। ? বইয়ের বিষয়বস্তুঃ হাদীসের গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তা। নবীজির (ﷺ) জীবন থেকে নেওয়া শিক্ষার বিশ্লেষণ। কিভাবে হাদীসের আলোয় ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সাজানো যায়। মুসলিম উম্মাহর জন্য হাদীসের বাস্তবিক প্রয়োগ। ইমাম মুসলিম রহ.-এর লেখাগুলো অত্যন্ত সহজ এবং গভীর। অনুবাদক আব্দুল আহাদ তাওহীদ অত্যন্ত সাবলীল ভাষায় হাদীসের মর্মার্থ এবং নববী জীবনের দিকনির্দেশনা অত্যন্ত সুন্দরভাবে পাঠকের সামনে তুলে ধরেছেন। ? বইটি কার জন্য উপযুক্তঃ ১.যারা হাদীস সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করতে চান। ২.যারা নিজেদের জীবনকে নববী আদর্শে গড়ে তুলতে চান। ৩.যারা হাদীসের গুরুত্ব ও ভূমিকা বুঝে তা জীবনে বাস্তবায়ন করতে চান। ? বইটি কেন পড়বেনঃ এই বইটি হাদীস শিখতে আগ্রহীদের জন্য একটি পূর্ণাঙ্গ গাইড। এর প্রতিটি পৃষ্ঠা আপনাকে নবীজির (ﷺ) জীবনের আলোয় নিজের জীবনকে সাজানোর জন্য পথ দেখাবে। এটি শুধু ইসলামিক শিক্ষার একটি অংশ নয়, বরং আপনার জীবনকে পরিবর্তন করার একটি সোপান। "আসুন হাদীস শিখি নববী আলোয় জীবন গড়ি" বইটি প্রকাশ করার জন্য আয়ান প্রকাশনীকে আন্তরিক ধন্যবাদ। তাদের এই প্রচেষ্টা মুসলিম উম্মাহর জন্য অনন্য একটি অবদান। আল্লাহ তাআলা তাদের কাজকে কবুল করুন এবং বইটি সবাইকে দ্বীনের পথে পরিচালিত করার মাধ্যম বানান। (আমিন) ?