User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
" এ গেম অফ ডেথ " কি অনবদ্য , অসাধারণ লেখনী । আজকে প্রচণ্ড মন খারাপ ছিল । রাত ১১ টার থেকে পড়তে শুরু করলাম । মাত্র শেষ হলো । প্রতীক্ষায় ? রইলাম এমন নতুন ধারার লেখনী আবারো আসবে । বলি , চট্টলায় এক ডাইনী থাকে , ভয়াল , দানব কথন ... এগুলো থেকে আরো অসাধারণত্বের দিকে আপনার সৃষ্টিশীলতা এগিয়ে যাচ্ছে । আপনি আমার পড়া বিভিন্ন লেখকদের মধ্যে দারুন প্রতিভাবান এবং সম্ভবনাময়ী একজন । ধন্যবাদ , পেশায় চিকিৎসক হয়েও বাংলা সাহিত্যে আপনার অবদান ভবিষ্যৎ প্রজন্ম অনুভব করবে ।
Was this review helpful to you?
or
বইটি পড়তে গিয়ে মনে হয়েছে, যেন একটি অদৃশ্য ফাঁদে আটকে পড়েছি—প্রত্যেকটি পৃষ্ঠার পরতে পরতে রহস্যের নতুন বাঁক। লেখক চরিত্রগুলোর মানসিক জটিলতা এবং পরিস্থিতির ভয়াবহতা ফুটিয়ে তুলতে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। গল্পের প্লট জটিল হলেও লেখার সাবলীলতা পাঠককে ধরে রাখে। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো বইয়ের টানটান উত্তেজনা এবং ক্লাইম্যাক্স। এটি শুধুমাত্র একটি সাসপেন্স থ্রিলার নয়, বরং মানুষের মনস্তত্ত্ব, নৈতিকতা এবং জীবন-মৃত্যুর দোলাচল নিয়ে গভীর চিন্তার খোরাক দেয়। লেখক রহস্যের জাল বুনেছেন নিখুঁতভাবে, যা শেষ পর্যন্ত পাঠককে অবাক করে দেয়।
Was this review helpful to you?
or
কিনেছিলাম ঈদের সময় পড়বো বলে। হাতে পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে শেষ। আরো ২০০০ পৃষ্ঠার হলেও মনে হয় শেষ না করে থামতাম না ।
Was this review helpful to you?
or
আমার কাছে খুব ভালো লেগেছে। রোজার বন্ধে পড়ার জন্য কিনে ছিলাম। গল্পটার মিস্টার ওমার চরিত্রটা আসলেই অসাধারণ। এক কথায় বইটি কিনতে পারেন ,পড়লে ভালো লাগবেই।
Was this review helpful to you?
or
বইয়ের রিভিউ: "এ গেম অফ ডেথ" লেখক: রায়হান মাসুদ রায়হান মাসুদের "এ গেম অফ ডেথ" আপনাকে এক রহস্যময় ও উত্তেজনাপূর্ণ অভিযানে নিয়ে যাবে, যেখানে প্রতিটি পৃষ্ঠা নতুন এক চমক অপেক্ষা করছে। প্রধান চরিত্র, বাংলাদেশের প্রাক্তন আর্মি মেজর রাশেদ উমার, এক বীর সেনা, যিনি নাইজেরিয়ায় ১৬টি শিশুকে বাঁচাতে গিয়ে নিজের বাম পা হারান। দেশে ফিরে এসে তিনি সাংবাদিকতা ও প্রাইভেট ডিটেকটিভের কাজ শুরু করেন, কিন্তু একদিন এমন একটি কেসের মুখোমুখি হন যা তার জীবনের মোড়ই ঘুরিয়ে দেয়। এই কেসটি তাকে দেশের আন্ডারওয়ার্ল্ডের অদৃশ্য গডফাদারের খোঁজে নিয়ে যায়, এবং এক ভয়ংকর মৃত্যু মৃত্যু-খেলায় তাকে অংশ নিতে হয়! এ গেম অফ ডেথ এমন এক গোয়েন্দা থ্রিলার, যেখানে প্রতিটি ঘটনা আপনাকে আরও গভীরে টানে। রহস্যময় হত্যাকাণ্ড, অবিশ্বাস্য টুইস্ট এবং মিঃ উমার এর সাহসিকতার এক অসাধারণ গল্প—এটা একটানা পড়তে বাধ্য করবে। কেমন যেন এক ভয়ানক খেলা, যেখানে মৃত্যুও যেন অবধারিত এক ভাগ্য, আর আপনি জানেন না, পরবর্তী মুহূর্তে কী হতে চলেছে! এই বইটি পাঠককে না শুধু রহস্যের জালে আবদ্ধ রাখবে, বরং মিঃ উমার এর বুদ্ধিমত্তা, দক্ষতা এবং সাহস দেখিয়ে যাবে এক নতুন মাত্রা। যদি আপনি রহস্য ও থ্রিলার উপন্যাস পছন্দ করেন, তাহলে "এ গেম অফ ডেথ" আপনাকে হতাশ করবে না! এই বইটি এমন এক অ্যাডভেঞ্চার যা অবশ্যই আপনার লাইব্রেরিতে থাকা উচিত। রহস্য, অ্যাকশন এবং চমৎকার টুইস্টের জন্য "এ গেম অফ ডেথ" হল আপনার পরবর্তী must-read। বইটি কিনে ফেলুন, এবং হারিয়ে যান এক রহস্যময়, উত্তেজনাপূর্ণ যাত্রায়! রেটিং ঃ ১০/১০
Was this review helpful to you?
or
এই বইটার ফ্ল্যাপ বা ব্যাক কভার না পড়েই শুধু টাইটেল আর প্রচ্ছদ দেখেই কিনে নিয়েছি। কেন এমন করেছি তা নিজেও জানিনা। গতকালকে সকালে শুরু করে রাত্রে ৯টার মধ্যেই বইটা শেষ করে ফেলি। এরপর মনে হয়েছে "এ গেম অফ ডেথ" কিনে আমি ভুল করিনি। ? বইটির গঠন : কভার পেইজটা পলি করা না, কেমন জানি ব্যতিক্রমি। একে তো বইয়ের নাম আর প্রচ্ছদের ছবি অনেক আকর্ষণীয় তার উপর এমন ইউনিক কভার পেইজ পেয়ে ভিতরে কিছু না দেখেই বইটা কিনে ফেলেছিলাম। গতকাল যখন পড়তে শুরু করলাম, পেইজের চারপাশে কালো কালি দেখে ফার্স্টে ভেবেছিলাম প্রিন্টিং এর কালি পড়েছে। ভালো করে খেয়াল করে দেখি জলছাপের মত করে সুন্দর একটা ছবি প্রত্যেক পেইজে দেয়া। সকাল সকাল এত সুন্দর স্টাকচার + প্রিন্টিং এর বই দেখে মন ভালো হয়ে গেছিলো। তাই এই পার্টটুকু রিভিউ তে আলাদাভাবে উল্লেখ করলাম ? পাঠ প্রতিক্রিয়া:"এ গেম অফ ডেথ" এক কথায় এক বসায় পড়ে শেষ করার মত এক টান টান থ্রিলার বই। অপ্রয়োজনীয় কোনো অংশ না থাকায় এর কাহিনীকে আমি কম্প্যাক্ট থ্রিলার বলবো। শুরু থেকেই যে রোমহর্ষক হত্যা আর রহস্য দিয়ে শুরু হয়, বইটির শেষ পেইজ পর্যন্ত সেই সেই নারকীয় হত্যাযজ্ঞ, রহস্য, রোমাঞ্চ চলমান। কাহিনীর ধারাবাহিকতায় ঘটে যাওয়া মার্ডারগুলো লেখক কিছুটা ব্রুটালিটি আর কিছুটা অভিনব কায়দায় এত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন যে আমার আপনার মত থ্রিলার পাঠকদের মনের খোড়াক মেটাতে যথেষ্ট। ব্রুটালিটির পর্যায়টা একেবারে এক্সট্রিম লেভেলেরও না আবার একেবারে মাইল্ডও না। কিন্তু আইডিয়াগুলা চমৎকার ? আমি সাধারনত এরকম রহস্য - থ্রিলার বই পড়ার সময় মূল কালপ্রিট ক্যারেক্টার কে তা অনুমান করার চেষ্টা করি। লেখক এক্ষেত্রে (আমি মনে করি) খুনির মেইন ক্যারেক্টারকে শেষ পর্যন্ত লুকিয়ে রাখতে সক্ষম হয়েছেন। শেষের দিকে কাহিনীর মোড় আপনাকে এমন ঘোল খাওয়াবে যে আপনিও ভাবতে শুরু করবেন - "গডফাদার কি তাহলে এতক্ষন অন্যদের মত আমার ব্রেন নিয়েও খেলল? সে যা দেখাতে চাইলো আমিও কি অন্য সবার মত তাইই দেখলাম!!" নরমালি আমি রিভিউ লেখার আগে ইনবক্সে লেখকের সাথে কথা বলে আমার ডাউটগুলো ক্লিয়ার করে নেই। কাহিনীর ভালো খারাপ নিয়ে আলোচনা করেই এরপর রিভিউ লেখি। "এ গেম অফ ডেথ" পড়ে শেষ করে একটাই নেগেটিভ পয়েন্ট পেয়েছি সেটা হল গল্পে একজন ক্যারেক্টারকে আমি প্রেডিক্ট করতে পেরেছিলাম তবে গল্পের শেষে গিয়ে দেখলাম সেই ক্যারেক্টার গডফাদারের দাবা বোর্ডে একটা ছোট্ট সৈন্য ছাড়া কিছুইনা। ছোট্ট সৈন্যও অনেক বড় পাওয়ারকে কেটে এরপর মৃত্যুবরণ করে সেটাও খেয়াল রাইখেন যদি আপনিও সেইম পারসোনকে প্রেডিক্ট করে থাকেন। ওহ হ্যা আরেকটা ব্যাপার। কাহিনীর শুরুতে যে হত্যাকান্ডের কথা বলা হয়েছে তার সাথে অন্তিক মাহমুদের একটা ভিডিওর (সম্পূর্ণ না হলেও) অনেকটাই মিল পেয়েছি। হতে পারে লেখক সেখান থেকেই কাহিনীর স্টার্টিং নিয়েছেন অথবা নিজে থেকেই লেখেছেন কিন্তু কাকতালীয় ভাবে মিলে গেছে। আমি সেই তর্কে যাবো না। কারন, এই মিলটাই বইয়ের কাহিনীর প্রতি আমার আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছিল। শেষমেশ এটাই বলবো, থ্রিলিং একটা সময় কাটানোর জন্য "এ গেম অফ ডেথ" খুবই কার্যকর। এই একটামাত্র বই যার ফ্ল্যাপ, রিভিউ, কাহিনীর ছিটেফোটা ধারণা ছাড়াই কিনে ফেলেও আমি স্যাটিসফাইড ? পারসোনাল রেটিং: ৮.৫/১০
Was this review helpful to you?
or
এ গেম অফ ডেথ বইটিতে আপনি পুরোদস্তুর এই বাংলাদেশের ব্যবসায়িক রাঘব বোয়ালদের অনেক গোপনীয়তা ও ফুলে ফেপে উঠার রহস্য ধরতে পারবেন। সাথে সমাজে প্রতিনিয়ত হওয়া কিছু ঘৃণ্য কাজ যা লোক চক্ষুর আড়ালে হয় সেসব জানবেন। প্রতিটি অধ্যায়ই টুইস্ট অনেক। শেষ পর্যন্ত বুঝতে পারবেন আসলে কে দাবার গুটি কিভাবে নাড়াচ্ছিলো। কে এই সবকিছুর মাস্টার মাইন্ড, এটা জানতে হলে পড়তে পারেন। ৫/৫
Was this review helpful to you?
or
পাঠককে শুরু থেকে শেষ পর্যন্ত মন্ত্রমুগ্ধের মত আকৃষ্ট করার মতো একটি অনবদ্য বই। এই শক্তিশালী লেখনি ছড়িয়ে যাক বইপ্রেমি প্রতিটি মানুষের হৃদয়। গল্পের মোড় আপনাকে নতুন করে ভাবাতে বাধ্য করবে। লেখক এর প্রতি হৃদয় নিংড়ানো শুভকামনা।