User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
It didn’t give me any goosebumps, so I’m giving it one star. I hope the author will work on improving those issues.
Was this review helpful to you?
or
disorder was my first ever book written by Najmul Faisal,, which was the BEST book experience for me,, and I swear I still am not over it. and then this masterpiece came, even tho DISORDER has it's very own special space in my heart, but being honest this is no less than that. I LOVED IT. the concept, the plot, the emotions... Damn. It deserves much more than an award. and yup, the book 'Prosthan' is So GOOD too? I would definitely recommend these 3 beautiful books to read ✨ these are literally masterpieces I'm saying. ? looking forward for more such experience and best wishes to the author Najmul Faisal vaiya for that ?
Was this review helpful to you?
or
You are truly pathetic. Your behavior is insincere and performative, and your Instagram and Facebook stories reflect nothing but desperation. Most importantly, you seriously need to develop a real personality. Perhaps you're the only person who genuinely believes that life is harder for you than for anyone else. With this kind of personality, you'll forever be seen as a typical “pick-me” individual, constantly seeking validation. Why are you so obsessed with gaining sympathy? It’s exhausting and frankly disgraceful for a grown man to behave this way. Knowing you in real life has been one of the most unpleasant experiences—filthy, even. Whatever you’re currently involved in is equally distasteful. I just needed a place to express how much of an attention-seeking person you truly are. And unsurprisingly, no one actually notices you. It’s truly sad. You act like a foolish child despite being an adult. Forever the Facebook writer.
Was this review helpful to you?
or
#Reviewpost বই : মেঘেরা জোছনায় উঁকি দেয় ধরণ : মেডিক্যাল থ্রিলার লেখক : নাজমুল ফয়সাল ★ প্রথমে বইটির নাম আমার কাছে অদ্ভুত লেগেছে যে ❝মেঘেরা জোছনায় উঁকি দেয়❞ এটা আবার কেমন নাম তাও থ্রিলার বইয়ের? নাজমুল ফয়সাল ভাইয়ের প্রথম মেডিক্যাল থ্রিলারের নাম ছিলো ❝ডিসর্অডার❞ যার নামটা আমার ভালো লাগার কারণে কেনা হয়েছিলো ! তবে এই বইটা কেনা হয়েছে এর অদ্ভুত নাম ও প্রথম বইটা ভালো লাগার কারণ ! ★ উৎসর্গঃ “যারা অভাগা মুখ নিয়ে এই পৃথিবীতে আসে” উৎসর্গটাতে আসলে অনেক মানুষ নিজের সাথে মিল পাবে ! ★ যেহেতু মেডিক্যাল থ্রিলার আমি ধরেই নিয়েছিলাম অনেক বেশি ভয়ংকর কিছু তবে সে হিসেবে বলতে গেলে বইটি আমাকে হতাশ করেনি ! 'হেভেন্স অরফানেজ হোম' এই এতিমখানায় আগুন লাগা থেকে শুরু হওয়ার পর রুদ্রর জীবন, তার জীবনের প্রতিটা গল্প, তার ভালোবাসা একজন মানুষ পাওয়া এরপর আবার হারানো সবকিছুর মধ্যেই একটা রহস্যের ঘ্রাণ আপনি পাবেন ! আচ্ছা বলেন তো„ মাংস খাবেন ? গরুর মাংস ? না না দুঃখিত„ যদি বলি মানুষের মাংস ? অদ্ভুত লাগছে কথাটা ? আমার কাছেও লেগেছে ! হঠাৎ একদিন আপনি গরুর মাংস দিয়ে বিরিয়ানি খাওয়ার জন্য কসাইখানা থেকে ১কেজি গরুর মাংস কিনে আনলেন ! ঠিক তার কয়েকদিন পর যদি দেখেন নিউজে সেই কসাইখানায় বিক্রি হতো গরুর মাংসের নামে মানুষের মাংস ! আপনার কেমন লাগবে তখন ? আমার কাছে আরো একটা রহস্যজনক বিষয় ছিলো রুদ্রের পালিত মায়ের আত্ম'হত্যা ! • যাই হোক পড়ে দেখবেন না কি সেই রহস্য কসাইখানাতে ? পড়ে দেখেন, যারা থ্রিলার পছন্দ করেন তাদের কাছে নিঃসন্দেহে এটা ভালো লাগবে আর যাদের থ্রিলার ভালো লাগে না, এটার পর তারাও থ্রিলার পড়বে ! আমাকে ডাক্তার সাহেব ❝ডিসঅর্ডার❞ বইয়ে ও হতাশ করেনি, এই ❝মেঘেরা জোছনায় উঁকি দেয়❞ বইতেও ! যারা নতুন পড়বেন আপনাদের মনে অবশ্যই এই প্রশ্নটা আসবে যে "একজন ডাক্তার এতো ভালো লিখতে পারে?" ❤️ রেটিং : ৯/১০
Was this review helpful to you?
or
লেখকের প্রথম মেডিক্যাল থ্রিলার বই ডিসঅর্ডার পড়ে আমি এই বইটা আশা নিয়ে বসেছিলাম। ডিসঅর্ডার বই ছিল অনেক ছোট বই সেই হিসাবে মেঘেরা জোছনায় উঁকি দেয় লেখক লিখেছেন বড় পরিসরে। কিন্ত তাতে আমি আশাহত হয়নি। লেখক প্রথমে রুদ্রের অতীত তুলে ধরেন, তারপর তাকে নিয়ে যান হেভেন্স অরফানেজ হোমে, যেখানে আমরা এক ভিন্ন রুদ্রকে দেখতে পাই। কাহিনী এগোতে থাকে অতীত এবং বর্তমানের সাথে। রুদ্রের বর্তমানে থাকে নদী, মোহাব্বত হোসেন এবং রোকসানা বেগম। অতীতে থাকেন মিন্টু মিয়া, আসিফ নজরুল। প্রতিটা চরিত্রই আলাদা আলাদা ভাবে রুদ্রের জীবনে প্রভাব ফেলে। রুদ্র যেই অন্ধকার জগত থেকে উঠে আসে সেই জগতে হারিয়ে যায় আতিক এবং সত্য খুঁজে পেলে সেই রহস্য সমাধান করতে গিয়ে সে জড়িয়ে পড়ে আরেক রহস্য। মেডিক্যাল থ্রিলার যেভাবে লেখা হয় সাধারনত এটা হয়েছে একটু ভিন্নভাবে,কখনো তদন্তমূলক, কখনো সাইকোলজিক্যালি লেখক আপনাকে অনেক কিছু বুঝাবে, তিনি শেষে দিয়ে বলতে চেয়েছেন যে আমাদের সমাজকে কীভাবে ব্রেইন ওয়াশিং এর মাধ্যমে নিয়ন্ত্রন করা সম্ভব। তার প্রভাব নিয়েও বিস্তর আলোচনা করেছেন গল্পের ফাকে ফাকে। সব মিলিয়ে উপভোগ্য একটি বই আমার কাছে। লেখক যেভাবে রহস্য ও থ্রিলের সমন্বয় করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। পরবর্তী মেডিক্যাল থ্রিলারের অপেক্ষায় রইলাম এবং আশা করছি তিনি আবার আমাদের চমকে দিতে ভুলবেন না। রেটিং:৮.৫/১০
Was this review helpful to you?
or
well,I have finished this book few days ago. and I don't find this as trilling as other medical triller book. Ami nijeo medical student sei dik diye dhorte gele Ami onek medical triller book porechi valo valo writer Der but this book is below average for me. akhn mone hoy manush ja eccha tai publish Kore dey. chailei to ar lekhok Howa jayna. onnoder review dekhe kinechilam nam tao sundor chilo vablam nei kintu Amar Kase temon akta valo lagyni. I got bored . tao Ami onek dhoirjo niye ses korechi boi pora Suru korle boi ses kora Amar obbas. Amon boi niye hype kora ondhota ar kisuina. writer jehetu doctor I think he should continue being a doctor rather than a writer ?? Amon boi porle mone hoy din din generation er downfall Chara kichui hocche na ja ta bajare brikri hoy ??I give it a 2/10
Was this review helpful to you?
or
মেঘেরা জোছনায় উঁকি দেয়-চরিত্রগুলি বহু মাত্রার, তাদের প্রতিটি সিদ্ধান্ত উত্তেজনার বৃদ্ধি ঘটায়।ঠিক যখন আপনি ভাবেন সবকিছু বুঝে ফেলেছেন, তখন আবার আরেকটি বাঁক আসে। “এই অবিশ্বাস্য Cliffhanger,পরবর্তী বইটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কেবল কল্পনা করতে পারি কীভাবে গল্পটি আরও এগিয়ে যাবে…“ Thanks Najmul Faisal for your creation.
Was this review helpful to you?
or
মেঘেরা জোছনায় উঁকি দেয় boi ti lekhok r 2nd Medical thillar book. ata Disorder boi tar 2nd part holeo boi ti sompurno notun gotona k khire lekha. Boi ta te deya twis gulo okolponio.apni jkn e mone korben sob rohosso ses tkn e akta notun rohosser kholasa hoy. overall boi ta thiller premi der kase onk valo lagbe. Boi ta porar somoy mone hobe boi ta jeno apnar sathe kotha bolche?
Was this review helpful to you?
or
যারা থ্রিলার এবং তথ্যসমৃদ্ধ বই পছন্দ করেন, তাদের সংগ্রহের জন্য এই মেঘেরা জোছনায় উঁকি দেয় একটি দুর্দান্ত বই। প্রথমবার বইটির নাম শুনলে হয়তো মনে হতে পারে এটি কোনো রোমান্টিক ঘরানার বই। কিন্তু না! বইটির প্রচ্ছদের ওপর যা লেখা আছে, তা কেন লেখা হয়েছে, তা বুঝতে পারবেন বইটি পড়লেই। এই বইটি মেডিক্যাল থ্রিলারসহ আরও কিছু ঘরানার মধ্যে পড়ে। শুরু থেকে শেষ পর্যন্ত বইটি আপনাকে সম্পূর্ণভাবে ধরে রাখবে—বিরক্ত হওয়ার কোনো সুযোগ নেই। বইটি খুব সহজ ভাষায় লেখা, তাই ১৪ বছর বা তার বেশি বয়সী যে কেউ পড়তে পারবে। এই গল্পের প্লট সহজে ধরে ফেলার মতো নয়। কিছু কিছু বিষয় হয়তো আপনি অনুমান করতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনার অনুমান ভুল প্রমাণিত হবে! বইটিতে সামাজিক দ্বন্দ্ব (social conflict) এর বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যা আমার বেশ ভালো লেগেছে। তাই, যারা থ্রিলার ভালোবাসেন, তাদের জন্য এটি অবশ্যই পড়ার মতো একটি বই।