User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আবার মিছিলে যাব, অরণ্য সবুজ প্রেম চাই- নষ্ট সভ্যতা তুমি ফিরে যাও, প্রণয়ের মাধুর্য বিকিয়েছ বৃথাই। 'এক কাপ হেমলকে তোমাকে চাই' অনির্বাণ বিক্রম লিখিত একটা চমৎকার কবিতা গ্রন্থ। লেখক পরিচয়ে যিনি লিখেছেন, অনির্বাণ বিক্রম আদতে একটা দাঁড়কাক। ভুল করে কেউ কেউ কবি বলে ডাকে। কবিতা ও শব্দের, রহস্য ঘেঁটে ঘেঁটে কেটে যায় যার সমস্ত দিন। গোটা জীবন ব্যয় করে যে, বিশুদ্ধ শব্দগুলোকে মুক্তোর মতো, তুলে এনে সাজাতে চায় কবিতায়। আর- কবিতাগুলোকে গেঁথে দিতে চায় তার প্রেয়সীর বুকে। প্রেম-ভালোবাসার মধ্য দিয়ে জীবনের দারুণ চিত্র তুলে ধরেন কবি। বটবৃক্ষ নামক কবিতায় বলেছেন, আমি তাঁকে একটা সোনালি সকাল এনে দেবো বলে কথা দিয়ে, ভুল-পথে, ভুল মানুষের সাথে হেঁটে হেঁটে ক্ষয় করি জীবন। মরীচিকাকেই জীবনদায়িনী ভেবে ভুল করি। বারবার দিশা হারাই জীবনের, যেভাবে দিশা হারায়েছিল পর্তুগিজ যুবক আলভারেজ, আফ্রিকার মরুভূমিতে। যদিও আমার পিতা কখনো বলেননি, তোমাকে সফল হতেই হবে যেকোনো মূল্যে। তিনি বরাবরই বলেন, তুমি সফল হতে পারো, দুর্দান্ত মেধাবী হতে পারো, কিন্তু আমি সেই মানুষটিকেই কদর করব যে ভালোবাসতে জানে। মানুষের প্রয়োজনে যে হাত বাড়াতে পারে। সৌভাগ্য এই যে তুমি মন্দিরে দাঁড়িয়ে, হাতে হাত রেখে মিথ্যে বলো- প্রেমের যে মূর্ত প্রতীক, শ্রীকৃষ্ণ- তার দেব বিগ্রহ ছুঁয়ে তুমি বেছে নাও, বিশ্বাসঘাতকতার পথ। আমি তখন দেখতে পাই, সেই রমণীদের মুখ - যাদের পূর্বজন্মের পাপে ধ্বংস হয়ে গেছে এশিরিয়া, ব্যাবিলন আর ছবির মতো ট্রয়। এটাও কি কম সৌভাগ্য, বলো? চমৎকার সব কবিতায় ভরপুর বই। আরেকটা পছন্দের কবিতা 'কবি হওয়ার অভিশাপ চাই' এই কবিতাটা শেষাংশে এমন। দয়া করো জীবনানন্দ, আমাকে দাও কিছু অনুভব। তোমার স্ত্রী তোমার সন্তানকে ডুবিয়ে মারতে চাইতো, বন্ধুরা তোমাকে এড়িয়ে চলতো, প্রকাশক ফিরাত তোমাকে ভিখারির মতো। যে ট্রামকে তুমি ভালোবেসে আলিঙ্গন করেছিলে, সেও তোমাকে ভালোবাসেনি, তখন কি তুমি কমলালেবু হয়ে জন্মাতে চেয়েছিলে, না-কি শঙ্খচিল? আমি তোমার মতো এক সভ্যতার ধাঙড়। আমাকে কবি হওয়ার অভিশাপ তুমি দাও, পৃথিবী আমাকে চিনুক সভ্যতার পুঁজ হিসেবে। বইয়ের প্রতিটি কবিতাই অসাধারণ। কবিতার সংখ্যা পঞ্চান্নটি। কবিতাপ্রেমীদের জন্য এই বইমেলায় প্রকাশিত নতুন বইয়ের মধ্যে প্রথম সংগৃহীত বই হতে পারে 'এক কাপ হেমলকে তোমাকে চাই'। এছাড়া বই ও তার প্রোডাকশনে সর্বোচ্চ চেষ্টা করছে 'দূরবীণ'। বইয়ের নাম: এক কাপ হেমলকে তোমাকে চাই লেখক: অনির্বাণ বিক্রম প্রকাশনী: দূরবীণ প্রচ্ছদ: সাদিয়া তারান্নুম প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০২৫ ব্যক্তিগত রেটিং: ৪/৫
Was this review helpful to you?
or
❝সব প্রেমের সম্পর্কেই একজন ঘুড়ি হয় আর একজন হয় সুতোসহ লাটাই। এটা চিরন্তন সত্যি। এই তেতো সত্যিকে অস্বীকার করা যায় না। সুতোসহ লাটাই যার কাছে থাকে, সেই নিয়ন্ত্রণ করে সম্পর্কের পরিধি। এই সুতোসহ লাটাই যার হাতে থাকে তাকে এতো স্বেচ্ছাচারী হলে হয় না।❞ পড়ছিলাম অনির্বাণ বিক্রম এর কাব্যগ্রন্থ 'এক কাপ হেমলকে তোমাকে চাই'। কবি এই বইটির উৎসর্গে লেখেছেন, দাদাভাই মাটিলাল পাল, একজন ছিয়াশি বছরের তরুণ- তিনি জীবনকে প্রচণ্ড ভালোবাসেন জীবন তাকে হতাশ করেছে বারংবার তবু তিনি জীবনকে হতাশ করেননি। ▪️ফ্ল্যাপ: আবার মিছিলে যাব, অরণ্য সবুজ প্রেম চাই - নষ্ট সভ্যতা তুমি ফিরে যাও, প্রণয়ের মাধুর্য বিকিয়েছ বৃথাই। ▪️কবি পরিচিতি: কবি অনির্বাণ বিক্রম আদতে একটা দাঁড়কাক। ভুল করে কেউ কেউ কবি বলে ডাকে। কবিতা ও শব্দের, রহস্য ঘেঁটে ঘেঁটে কেটে যায় যার সমস্ত দিন। গোটা জীবন ব্যয় করে যে, বিশুদ্ধ শব্দগুলোকে মুক্তোর মতো, তুলে এনে সাজাতে চায় কবিতায়। আর- কবিতাগুলোকে গেঁথে দিতে চায় ভার প্রেয়সীর বুকে। ▪️বই পরিচিতি: বইটি প্রকাশিত হয়েছে অমর একুশে বইমেলা-২০২৫। সৃজনশীল প্রকাশনী সংস্থা দূরবীণ প্রকাশনী থেকে। বইয়ের বিক্রয় মূল্য ২৫০ টাকা। প্রচ্ছদ করেছেন সাদিয়া তারান্নুম। বইটিতে ৫৫টি কবিতা আছে। ▪️বইয়ে ফুটে উঠেছে ~ ▪️ভালোবাসা ও আবেগ: কবিতাগুলিতে ভালোবাসার, আকুলতার এবং প্রাপ্তির অনুভূতি প্রধানভাবে উঠে এসেছে। কবি তাঁর হৃদয়ের গভীরতম অনুভূতি এবং অভ্যন্তরীণ যন্ত্রণাকে একে একে কবিতায় বেঁধেছেন। ▪️প্রাকৃতিক চিত্রকল্প: অনির্বাণ বিক্রম তাঁর কবিতায় প্রাকৃতিক উপাদান যেমন, ফুল, গাছ, মেঘ, হেমলক ইত্যাদির মাধ্যমে অনুভূতি ও ভাবনাকে চিত্রিত করেছেন। এসব কল্পনা পাঠককে প্রেমের আবেগের সঙ্গে আরও একাত্ম করে তোলে। ▪️অন্তরঙ্গ ভাবনা: বইটিতে রয়েছে কিছু রোমান্টিক কবিতাও, যেখানে একজন প্রেমিক বা প্রেমিকা তার প্রিয়জনের প্রতি গভীর আকর্ষণ এবং অনুভূতিকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ▪️প্রিয় কিছু কবিতা: ▪️দায়ভার প্রথমত - আমার মৃ*ত্যুর জন্য দায়ী, জীবনানন্দ দাশ। যে তাঁর মৃত্যুর পর তাঁর যাবতীয় বিষণ্ণতা -আমার উপর চাপিয়ে দিয়ে গেছে। আমার মৃত্যুর পর, যে ছেলেটি হতে চাও-পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক, এই বিষণ্ণতার একমাত্র উত্তরাধিকারী, তুমি এবং তুমিই।... ▪️ঘুড়ি সব প্রেমের সম্পর্কেই একজন ঘুড়ি হয় আর একজন হয় সুতোসহ লাটাই। এটা চিরন্তন সত্যি। এই তেতো সত্যিকে অস্বীকার করা যায় না। সুতোসহ লাটাই যার কাছে থাকে, সেই নিয়ন্ত্রণ করে সম্পর্কের পরিধি। এই সুতোসহ লাটাই যার হাতে থাকে তাকে এতো স্বেচ্ছাচারী হলে হয় না। ঘুড়ির প্রতি মায়া থাকা লাগে, বাতাস বোঝা লাগে। কতটা বাতাসের টান-আর দমকা হাওয়া সে সহ্য করতে পারে, ঠিকঠাক মাপতে জানা জরুরি। বুঝতে পারা লাগে- কতটা দূরত্ব সে নিতে পারে? না হলে সে কেমন ঘুড়িয়াল - যদি সন্ধ্যায় ঘুড়িকে বুকে জড়িয়ে ঘরে না ফিরতে পারে? ▪ একটি কবিতার (ঘুড়ি) মূল ভাবার্থ: কবিতাটিতে কবি ঘুড়ি এবং লাটাই, প্রেমিক-প্রেমিকার উপমা হিসেবে ব্যবহার করেছেন৷ কবি বলছেন, "ঘুড়ির প্রতি মায়া থাকা লাগে" অর্থাৎ, একে অপরকে বোঝা, অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা, এবং সম্পর্ককে একে অপরের সহানুভূতির মাধ্যমে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। এই কবিতায় প্রেমের সম্পর্কের মাঝে একজনের স্বাধীনতা এবং অন্যজনের নিয়ন্ত্রণের মধ্যে যে সমন্বয় থাকা প্রয়োজন, তা বোঝানো হয়েছে। সম্পর্কের মধ্যে *দূরত্ব, স্নেহ এবং বোঝাপড়া* অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন কোনো এক পক্ষ অতিরিক্ত নিয়ন্ত্রণের জন্য অপর পক্ষকে বঞ্চিত না করে। ▪️বইয়ের মূলভাব: সামান্য দু-এক লাইনে সম্পূর্ণ বইয়ের মূলভাব লেখা আমার পক্ষে সম্ভব নয়। তবুও আমার এই ছোট মস্তিষ্কে অনুধাবন করেছি, বইয়ের মূলভাব হচ্ছে এরকম- কবি অনির্বাণ বিক্রম এর কাব্যগ্রন্থ "এক কাপ হেমলকে তোমাকে চাই"*। এই বইটি তাঁর অনুভূতিগুলোকে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন, যেখানে মানবিক সম্পর্ক, ভালোবাসা, আবেগ, এবং প্রেমের একটি গভীর অনুভূতির পরিচয় পাওয়া যায়। ▪️পাঠ-প্রতিক্রিয়া: এই কাব্যগ্রন্থটি মূলত পাঠককে একটি অন্য ধরনের প্রেমের জগতে প্রবেশ করতে সাহায্য করবে, যেখানে আবেগ, অনুভূতি, ভালোবাসা, এবং জীবনের অন্তর্নিহিত দিকগুলি চিরন্তনভাবে গুরুত্ব পায়। এটি যেকোনো কবিতা প্রেমিকের জন্য একটি সুন্দর পাঠ্য হতে পারে। ▪️সমালোচনা: এতো কবিতার মধ্যে হাতেগোনা দু'একটা কবিতা আমার কাছে ভালো লাগেনি। (সবার পছন্দ/রুচি এক নয়)। ঐ কবিতাগুলোতে কবি যে উপমা ব্যবহার করেছেন তা নিতান্তই অনুপযোগী মনে হয়েছে। আমার কাছে ভালো না লাগলেও আপনার ভালো লাগতে পারে। ▪️পড়তে পারেন এই কাব্যগ্রন্থটি। আশা করি নিরাশ হবেন না। ▪️ব্যক্তিগত রেটিং - ৩.৫/০৫ ▪️রিভিউদাতা - এম.এ.রানা
Was this review helpful to you?
or
অপেক্ষায় আছি?
Was this review helpful to you?
or
অপেক্ষায় রইলাম ।
Was this review helpful to you?
or
আমাদের দাদা সেরা ❤️❤️