User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
হন্ত্রক এর গল্পগুলো ভিন্ন ভিন্ন সেটিং থেকে অভিন্ন 'এলিয়েনেশন'কে বোঝা। বিষয় কঠিন হলেও গদ্যের ভাষা বা ডিকশন বা ন্যারেটিভ খুব ওয়েলকামিং। নামগল্পে দেখতে পাই হন্ত্রকেরা মানুষকে আত্মহননের পথ দেখিয়ে দিচ্ছে। যাকে একবার ধরছে, তার পরিত্রাণ নাই। নিঃসন্দেহে চমৎকার প্লট। বইয়ের নামকরণের গুরুতর ভার গল্পটা দিব্যি ধরে রেখেছে। 'শীতের অপেক্ষা করছি না' এই সংকলনে আমার সবচেয়ে প্রিয় গল্প। নামটা দুর্দান্ত। ভেবেছিলাম গল্প খুবই ডিপ্রেসিভ হবে, আমাকে অবাক করে দিলেন লেখক। সাদামাটা মন খারাপ আর নস্টালজিয়ায় ভরিয়ে রাখলেন কয়েকটা হলদে পাতা। 'এহসানের ট্রেন বিষয়ক গল্পে ঢুকে পড়ি'তে বিশুদ্ধ পরবাস্তবতার ছোঁয়া আছে, গল্পটা মাথার ওপর দিয়ে গেছে। অবশ্য আমি তো কখনো বুঝতে পারি নাই সালভাদর ডালি'র গলে যাওয়া ঘড়ি; পারসিসটেন্স অফ মেমোরি। ধরে নিচ্ছি, স্যুররিয়েলিজম ব্যাপারটাই এমন। পরিচিত দুনিয়ায় অদ্ভুত সব ঘটনা। না বোঝাতেই আনন্দ, বিস্ময়। 'মরচে' গল্পে টের পেলাম মেট্রোপলিটন জীবনের হতাশা। সাথে সম্ভাব্য কিছু দুর্যোগ, কিছু হেলুসিনেশন। রিলেট করতে পারি এমন না, তবে গল্পটা লার্জার দ্যান লাইফও না। এইটা ভালো ব্যাপার। 'একপাল সম্রাট' এক্সপেরিমেন্টাল ওয়ান��� থার্ড পারসন ন্যারেটিভে লেখা, অথচ একটা চরিত্রের নামও নেই। এটার বিষয়বস্তু 'মেলাংকলিয়া' বললে খুব জেনারালাইজেশন হয়ে যায়। 'আউলিয়া' গল্পটা বোধগম্য। লিনিয়ার স্টোরিলাইন। এক লোক ধমকর্ম করতে করতে জনপ্রিয়তাবাদী হয়ে গেলো। বিবিধ ঝর ঝামেলার পর কোনো এক রাতে সে বিছানা পেতে ঘুমাতে শুরু করলো, শুরু হলো অন্য এক অপেক্ষার পর্ব। মানুষের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিয়ে সুন্দর একটা গল্প। সৈয়দ ওয়ালীউল্লাহর মজিদের কথা মনে হলো বারবার। এইতো, হন্ত্রকের এই গল্পগুলো ভালো লেগেছে। বইটা নিয়ে আশাবাদী ছিলাম। বেশ কড়া ব্রেক নিয়ে পড়েছি গল্পগুলো। এই বেলায় হতাশ হই নাই ঠিক, তবে আমার প্রত্যাশা ছুঁয়েছে কি? রিভিউ: সামিহা অনু সংগ্রহ: গুড রিডস