User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সমরেশ মজুমদারের কালো পাহাড় পড়েছিলাম,বেশ কয়েক বছর আগে। সায়েম ভাইয়ের কালো পাহাড় দেখে চমকে উঠেছিলাম। পড়ার পরে নিজের ভাবনাটাই পালটে গেছে। আমরা সমতলের মানুষেরা বরাবরই পাহাড় আর পাহাড়িদের নিয়ে অবজ্ঞা করে আসি।সেই পাহাড় আর পাহাড়িদের উপাখ্যান -ই উঠে এসেছে "কালো পাহাড়ে"। আবু সালেহ থেকে উশা।সন্দ্বীপ থেকে পাহাড়ি উপত্যকা।প্রতিটি পরতে পরতে ষড়যন্ত্র আর প্রতিটি পরতে পরতে বিশ্বাসঘাতকতার অধ্যায়। কালো পাহাড় কি রাজনৈতিক উপন্যাস? নাকি ঐতিহাসিক উপন্যাস?নাকি পাহাড়ি জীবনের উপাখ্যান? এতো সব টুইস্ট জানতে হলে,আপনাকে অবশ্যই কালো পাহাড় পড়তে হবে।
Was this review helpful to you?
or
"শুনেছি, পাহাড় অপরাধ হজম করে। কেউ আমাকে খুঁজে পাবে না সেখানে।" "শীতের মাঝামাঝি সময়। নিঝুম বনপাহাড়ে নিজের আঁচলখানি যেন আলগোছে বিছিয়ে রেখেছে কালো পাহাড়। অদৃশ্য এক শক্তির নাম কালো পাহাড়। দূর থেকে দেখতে কালো বলেই কালো পাহাড় নামে সবাই ডাকে। এ পাহাড় জাদুকরী, ধরা-ছোঁয়ার বাইরে। পূজনীয় জায়গার নাম কালো পাহাড়। পাহাড় অবশ্য নামেই, আসলে দিগন্তবিস্তৃত মালভূমির আলপনা। চলার পথে রয়েছে নির্জন বিস্তৃত তামাকের খেত। আর রয়েছে মানুষের ঘর-গেরস্থালি। মাতামুহুরী নদী যেন অনন্ত যৌবনা।" এইটুকু বর্ণনা আমাকে মুগ্ধ করেছে। ? কালো পাহাড় একটি হিস্টোরিকাল থ্রিলার। চরিত্র সমূহঃ আবু তোরাব, আবু সালেহ (মেইন চরিত্র), আত্রাই(গোত্র প্রধান), উশা, থ্রুই, থোয়াই, সুচি, উচৌ, সুশাসিং, অনু, মং, অর্ণব, লর্ড ইত্যাদি ?কনটেক্সটঃ মারমা সম্প্রদায়, পাহাড় রক্ষা, শত্রু দমন, ইতিহাস উঠে আসা, নিপীড়িত হতে থাকা পাহাড়িরা, বাঙালিদের হস্তক্ষেপ ?পাঠ প্রতিক্রিয়াঃ কালো পাহাড় একটি অসাধারণ উপন্যাস লেগেছে আমার। পাহাড় মানুষকে সবকিছুই দেয়-- শান্তি, সংস্কৃতি, আনন্দ ও বেদনা। তবে এই চঞ্চলতার কতটুকু আমরা নিতে পারি? আমরা কতটুকু ভালোবাসা নিয়ে দাঁড়াই পাহাড়ের কাছে? উপন্যাসে মারমা সম্প্রদায়ের পাহাড়ি মানুষেরা পাহাড়কে দেবতা মেনে নিয়েছে। তবে সেই দেবতার আশীর্বাদ আবু সালেহ নামের একজন বাঙালির হাতে আসে এই কথা তাঁরা মানতে নারাজ, তবে কিছুই করতে পারছে না। এই দ্বিধাদ্বন্দ্বের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে একদল তরুণ ও তরুণী। তারা মনে করে আবু সালেহকে দেবতা কোনো বর দেননি, এসবের পেছনে আছে অন্যকিছু! কোনো বড় রহস্য ও ছলচাতুরি। মারমা সম্প্রদায়ের প্রধান আত্রাই ও মিশে গেছে বাঙালিদের সাথে। চকচকে সোনার লোভে পাহাড়ের সাথে করেছে বিশ্বাসঘাতকতা। পাহাড় সব মানবে, বিশ্বাসঘাতকতা মানবে না। নিপীড়িত পাহাড়িদের গল্প গুলো আপনাকে ভাবতে বাধ্য করবে-- তাদের শান্ত পাহাড়ে অন্য কারো অনুপ্রবেশকে তারা কেন পছন্দ করতে পারে না। পাহাড়িরা সাদাসিধে গোছের। পাহাড়ের প্রতি দূর্বলতার কারণেই তারা ছেড়ে আসতে পারে না যুগযুগ ধরে হওয়া অত্যাচারের জীবন, মাচাং ঘর, সম্প্রদায়ের ভার আর পূর্বপুরুষের সেইসব হত্যা হবার কালো স্মৃতি। একদিকে বার্মিজ রাজার শাসন, অন্যদিকে বাঙালির লোলুভ অত্যাচার, সাথে যুক্ত হয়েছে সুবিধাবাদী মৌজা প্রধান। চারদিক থেকে কোণঠাসা উশা ও তার সঙ্গীরা এবং পুরো মারমা জনগোষ্ঠী। সংগ্রামী জীবন যাদের নিয়তি তাদের কোথাও যাওয়ার অনুমতি নেই। আচ্ছা! শেষপর্যন্ত ছেলে মেয়েগুলো পারবে কি পাহাড়কে রক্ষা করতে? দেবতার আশীর্বাদ আনতে? কালো পাহাড়কে ঘিরে যেই রহস্য ঝর্ণার ন্যায় বিপরীতে বইছে তার সবটুকু জানতে হলে অবশ্যই পড়তে হবে রিয়াজ মোরশেদ সায়েমের লেখা কালো পাহাড় উপন্যাসটি। আমি আশা করি হতাশ হবেন না। কাল রাত একটায় বইটি শেষ করে আমার মনে হচ্ছিলো আরেকটু টানলে ভালো হতো! এখনি শেষ কেন? প্রোডাকশনঃ পকেট সাইজ বই হলেও অক্ষরবৃত্তের এই বইটির প্রোডাকশন ভালো হয়েছে। প্রিমিয়াম ও কোয়ালিটিফুল। হাতে নিয়ে পড়তে কোনো ঝামেলা অনুভব করার অবকাশ নেই। উপভোগ করেছি। রেটিংঃ ⭐ ⭐ ⭐ ⭐/৫ কালো পাহাড় রিয়াজ মোরশেদ সায়েম অক্ষরবৃত্ত প্রকাশন প্রচ্ছদ পরাগ ওয়াহিদ মুদ্রিত মূল্য ২৬৭ টাকা ? বই সম্পর্কে— আঠারো শতাব্দীর শেষ সময়, বান্দরবানের কালো পাহাড় দখল করে চলেছে অনাহুত এক শত্রু। যাকে স্বয়ং দেবতা মান্য করে সেখানকার আদিবাসীরা। কিন্তু মারমা তুর্কি উশা এসব বিশ্বাস করতে নারাজ। সাথে তার পাঁচ সঙ্গীদের একই বিশ্বাস। কেউ চাইছে তাদের উৎখাত করে এই কালো পাহাড় নিজেদের আয়ত্তে নিতে। কিন্ত কে আর কেন? একদিকে বার্মিজ রাজার শাসন, অন্যদিকে বাঙালির লোলুভ অত্যাচার, সাথে যুক্ত হয়েছে সুবিধাবাদী মৌজা প্রধান। চারদিক থেকে কোণঠাসা উশা ও তার সঙ্গীরা এবং পুরো মারমা জনগোষ্ঠী। কী করে তারা নিজেদের উদ্ধার করবে সাথে কালো পাহাড়কে এ অপচ্ছায়া হতে বাঁচাবে? দিনশেষে জয় কাদের সঙ্গ দিবে? জানতে হলে ঢুঁ মারতে হবে রিয়াজ মোরশেদ সায়েমের লেখা ‘কালো পাহাড়’র চলমান অন্তর্দ্বন্দ্বের ঘূর্ণিপাকে। বিঃদ্রঃ আমি আমার সম্পূর্ণ ব্যক্তিগত অনুভূতি পত্র লিখেছি।
Was this review helpful to you?
or
নিঃসন্দেহে সেরা একটা বই হবে বলে আমার বিশ্বাস। শুভ কামনা রিয়াজ মোরশেদ সায়েম ভাই। আপনার লেখা বইগুলো সত্যিই অসাধারণ। এটাও পাঠকপ্রিয় হোক ❤️