User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
nice book
Was this review helpful to you?
or
মানুষের হতাশা ও ক্ষোভ যখন প্রিয়জনের প্রতি আক্রমণাত্মক হয়ে ওঠে, তখন সেই সম্পর্কের পবিত্রতা ধূলিসাৎ হয়ে যায়। বই: শেষ প্রণয় লেখক: মোরশেদা কাইয়ূম পৃষ্ঠা সংখ্যা: ১৪৪ মুদ্রিত মূল্য: ২৬০% প্রকাশন: Iffah বার্তালাপ: দীনহীন সমাজে দীন নিয়ে চলাটা এক প্রকার চ্যালেঞ্জিং কাজ বটে। আর তার সাথে যদি যোগ হয় অবহেলা, অনাদর, অপমান, ও নির্যাতন তাহলে জীবনটা কেমন হবে? দীনদার মেয়েদের প্রথম স্বপ্ন হয় একজন দীনদার জীবন সঙ্গীর ও একটি সুন্দর সংসারের। কিন্তু সবার জীবনে সব স্বপ্ন কি পূরণ হয়? না হয় না। একজন বেদীন জীবন সঙ্গী যে কিনা দীনদার স্ত্রীকে কখনো গ্রহণ করেনি তার সাথে সংসার করার যাতনা, পরকীয়ার বিষাক্ত ছোবল, আল্লাহর অবাধ্যতা, ছেলে মেয়ের অবাধ মেলামেশার পরিণতি কি হতে পারে তা শেখাবে 'শেষ প্রণয়' বইটি। সামাজিক অবক্ষয় কতোটা সহজ হয়ে গিয়েছে, একজন দীনদার মানুষকে সমাজ কেমন চোখে দেখে তাও আমরা এই বইতে দেখতে পাবো। লেখিকা খুব সহজ, সাবলীল ভাষায় আমাদের ভঙ্গুর সমাজের এক জটিল সমস্যাকে তাঁর লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। কাহিনী সংক্ষেপন: বাবাহারা মেয়ে জারিন। মায়ের কাছে বড় হয়েছে ছোট থেকে জীবন যুদ্ধ করে। স্বভাব চরিত্র নমনীয়, সহজ-সরল, দীনদার। ছোটো থেকে যার স্বপ্ন ছিল একজন দীনদার স্বামীর। সে স্বপ্নকে বুকে নিয়েই নিরবের সাথে তাঁর পরিণয় ঘটে। কিন্তু বিয়ের প্রথমদিনই বুঝতে পারে জারিনের মায়ের ভাষ্যমত কথিত দীনদার ছেলে নিরব নয়। বরং সে জারিনের স্বপ্নিল পুরুষের সম্পূর্ণ বিপরীত। কিন্তু এটি জারিনের প্রথম স্বপ্ন ভঙ্গ। এরপর শুরু হয় নিরবের আসল চরিত্র প্রকাশের পালা। তার উড়নচণ্ডী স্বভাব, অফিসের ফিমেল কলিগের সাথে রসায়ন, প্রাক্তকের স্মৃতিতে কাতরতা জারিনকে উদ্বিগ্ন করে দেয়। তবুও জারিন রবের কাছে দুয়া করতে থাকে স্বামীর হেদায়েতের জন্য। কিন্তু এরপরই শুরু হয় জারিনের জীবনে ঝড়ের তান্ডব; যখন সে জানতে পারে নিরব পরকীয়ায় লিপ্ত। যার জের ধরে নিরব জারিনের ওপর শারীরিক নির্যাতনও করে। এরপর কি হয়েছিল? নিরব কি দীনের পথে ফিরেছিল? নাকি তার পাপের শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়েছিল? জারিনেরই বা কি হলো? সে কি স্বপ্নের সাজানো সংসার বাস্তবে পেয়েছিল? এমন প্রশ্নগুলো উত্তর পেতে কাহিনীতে ডুব দিতে হবে পাঠককে। পর্যালোচনা: ' রূদ্ধশ্বাসে দৌড়াচ্ছে জারিন। কর্দমাক্ত, স্যাঁতস্যাঁতে পিচ্ছিল পাহাড়ি রাস্তায় পা ফেলছে টালমাটালভাব, চোখে-মুখে আতংকের ছাপ স্পষ্ট। পেছনে তাড়া করছে এক ভয়ঙ্কর প্রেতাত্মা।' -- প্লটের শুরুতেই এমন লেখনী পাঠককে পড়া এগিয়ে নেওয়ার জন্য আগ্রহী করে তুলতে সক্ষম হয়েছে। কেননা ভয়, আতংক, উৎকণ্ঠার পরে কি হয় তা জানতে চাওয়া পাঠকের সাইকোলজির দিকটা প্রকাশ করে। পরবর্তীতে গিয়ে ঘটনা প্রবাহ পাঠককে চমকিত করে আর চিন্তার খোরাক জোগায়। গল্পের নায়িকা জারিন, জারিনের মা এবং শাশুড়ির দীনি বিষয়ক কথন একজন পাঠককে নৈতিক শিক্ষা দিতে পেরেছে। তাছাড়া সামাজিক সমস্যাগুলোকে সাবলীলভাবে তুলে ধরে লেখিকা আমাদের জন্য বেশ কয়েকটি মেসেজ রেখে গেছেন। সর্বোপরি কিশোর/কিশোরীসহ উপরের বয়সীদের জন্য একটি শালীন, সাবলীল ও ইসলামিক উপন্যাস 'শেষ প্রণয়'। এক বসায় শেষ করার জন্য চমৎকার বই। পছন্দের কিছু লাইন- * যে মানুষ নিজের প্রিয়জনকে সম্মান করতে জানে না, সে বাইরের মানুষের চোখে নিজের সম্মান হারায়। * কতগুলো দীর্ঘশ্বাস মিলে একটা জীবনের ক্ষয় হয়? কতটা কষ্ট জমা হলে পরে কাঙ্ক্ষিত স্বপ্নগুলোর দাফন হয়ে যায়? * বিশ্বাস হলো সম্পর্কের ভিত্তি। যখন সেই ভিত্তি ভেঙে যায় তখন সম্পর্কটা একটা ভঙ্গুর পাত্রের মতো হয়ে দাঁড়ায় - তাই যতই জোড়া লাগাও, ফাটলগুলো ঠিকই থেকে যায়।
Was this review helpful to you?
or
বইটা মাত্র পড়ে শেষ করলাম। আসলে কিছু কিছু গুনাহ থাকে যেগুলো থেকে অনুতপ্ত হয়ে ব্যক্তি ফিরতে পারলেও তার পুরো পরিবার-সমাজ ধ্বংস হয়ে যায়। পরকীয়া যে কতটা ভয়ঙ্কর তার একটা উদাহরণে বইটাতে তুলে ধরা হয়েছে। কিছু কিছু ভুল মানুষ করেও ফিরে আসতে পারে অনুতপ্ত হয়ে ভালো হয়ে যেতে পারে কিন্তু ব্যভিচার এতটা ভয়ংকর যে ব্যক্তি অনুতপ্ত হয়ে তওবা করলেও এর গ্রাস তার গোটা জীবনকে বিষিয়ে তুলে। এ ধরনের অপরাধ হলো এক বান্দা কর্তৃক আরেক বান্দার হক নষ্ট করা আর আল্লাহ তায়ালা সহজে এইসব পাপীদেরকে ছেড়ে দেন না, তাদেরকে এমনভাবে গ্রাস করেন যে তারা স্থায়ী ধ্বংসের ফাঁদে আটকে যায়। ফেরার পথ পায় না। আসলে এ পাপের জন্য কোনো Happy ending হয় না। মোরশেদা কাইয়ুমী আপুর লেখা অসাধারণ। তার একেকটা লেখা, একেকটা মাস্টার পিস।