User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
good one.
Was this review helpful to you?
or
জানার জন্য অনে মূল্যবান বিষয় এখানে আছে
Was this review helpful to you?
or
'ভারতের অধঃপতন' বইটি টি এন শেষন এর লেখা একটি বই । লেখক টি এন শেষন এর জন্ম কেরালার পালঘাটে ১৯৩২-এ । মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে তিনি পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। মাদ্রাজ ক্রিস্টিয়ান কলেজে তিন বছর অধ্যাপনা । এরপর হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ । ১৯৫৩-তে আই. পি. এস এবং ১৯৫৪-য় আই. এ. এস পরীক্ষায় প্রথম স্থানাধিকারী । তামিলনাডু ক্যাডারের আই. এ. এস শ্ৰীশেষন পর্যায়ক্রমে সেই রাজ্যের সরকারি প্রশাসনের উচ্চ থেকে উচ্চতর পদে আসীন হন। পরবর্তীকালে তিনি ভারত সরকারের অধীনে বিভিন্ন পদে কাজ করেছেন ; আণবিক মন্ত্রকের অধিকর্তা ; বাঙ্গালোরে অবস্থিত মহাকাশ মন্ত্রকের যুগ্মসচিব ; তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশনের সদস্য ; মহাকাশ মন্ত্রকের অতিরিক্ত সচিব ; প্রধানমন্ত্রীর নিরাপত্তা সচিব ; প্রতিরক্ষা সচিব ; ক্যাবিনেট সচিব এবং প্ল্যানিং কমিশনের সদস্য । ১৯৯০ সালে তিনি মুখ্য নিবাচন আধিকারিকের পদে নিযুক্ত হন । তার লেখা ভারতের অধঃপতন বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে । বইটি প্রকাশিত হয় আনন্দ পাবলিশার্স প্রকাশনী থেকে এবং এর প্রকাশক সুবীরকুমার মিত্র । ভারতের অধঃপতন এমন নামের একটি বই কেন তিনি লিখলেন সে সম্পর্কে লেখক শেষন বলছেন, ‘বহু বিনিদ্র রজনী আমি যাপন করেছি দেশের চারিত্রিক অবনতির কথা ভেবে, আর এই ভেবে, যাতে আমাদের চারিত্রশক্তি আবার পুনরুজ্জীবিত হয়, তার জন্যে আমি কী করতে পারি। আমার দুশ্চিন্তা-দুভাবনা অনেক কিছু নিয়ে, বহু বিষয়ে পরিব্যাপ্ত। তাই মনে হল, আমার ভাবনা-চিন্তাগুলো স্পষ্ট করে তুলতে, সবচেয়ে ভাল হয়, যদি আমি কাগজে-কলমে সেগুলো লিখে ফেলি। আসলে, এটাই হল এই বইখানির জন্মের ইতিহাস। এই বইয়ের মুল বিষয়ের মধ্যে রয়েছে নানা প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের ভয়াবহতা, জনজীবনে ক্রমবর্ধমান অপরাধপ্রবণতা, ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ধারার অবনমন, দরিদ্র ও অবহেলিতদের প্রতি নিপীড়ন, এবং নির্বাচন-পদ্ধতির সর্বত্র ছড়িয়ে থাকা নানা বিশৃঙ্খলা । প্রথম ভাগে রয়েছে আমলা বিচারবিভাগ এবং পরবর্তীতে রয়েছে ভারতের অর্থনীতি , বাজেট । তৃতীয় ভাগে লেখক দুঃখের সাথে দেশের মহান ধর্মীয় ও সংস্কৃতিক পরম্পরার অবমুল্যায়ন সম্পর্কে বিস্তারিত । ভারতের বর্তমান ও ভবিষ্যত নিয়ে যারা চিন্তা করেন , তাদের এই বইটি ভাবাবে অনেক কিছু । লেখক তার প্রতিবাদী লেখার মাধ্যমে অনেক গুরুত্বপুর্ন বিষয় ফুটিয়ে তুলেছেন বইটি তে । তিনি কয়েক যুগ ভারতের নানান সরকারী পদে আসীন থেকে লিখেছেন এই বইটি তার নিজের অভিজ্ঞতার আলোকে , যা প্রকাশ এর পরে হয়ে দাড়িয়েছে এক গঠনমুলক সুচিন্তার ফসল । সকলের নিকটই ভালো লাগবে বইটি তা নির্দিধায় বলে দেওয়া যায় ।