User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বাতাসের মতো, সূর্যের আলোর মতো, আকাশের নিচে পড়ে থাকা শান্ত গ্রাম্য নদীটির মতো সহজকে কী এত অনায়াসে প্রকাশ করা যায়? কিন্তু আল মাহমুদ তার সাহিত্যকর্মে অনায়াসে তা প্রকাশ করেছেন। আধুনিক বাংলা সাহিত্যের প্রধানতম কবি আল মাহমুদ। ম্যাথু আর্নল্ড তাঁর সনেটে শেক্সপিয়রকে যে লোকোত্তর পুরুষ হিসেবে চিহ্নিত করেছিলেন, সেই একই মহিমা আল মাহমুদের ক্ষেত্রেও প্রযোজ্য। গল্প, কবিতা, উপন্যাস এবং কিশোরসাহিত্যের ক্ষেত্রে তিনি নিঃসঙ্গ এবং অননুসৃত। প্রখ্যাত পূর্বসুরীদের অনুসরণ করা প্রায় সবযুগের কিছু লেখকের প্রিয় অভ্যাস। কিন্তু আল মাহমুদকে কেউ সেভাবে আদর্শ হিসেবে গ্রহণ করে তাঁর আদলে গদ্য রচনার চেষ্টা করেননি। এর বড় কারণ বোধহয়, তাঁকে যথাযথ অনুসরণ করা যায় না। স্নিগ্ধতা এবং স্বচ্ছ উপলব্ধিই আল মাহমুদের রচনার প্রধান গুণ। যখন তিনি কিশোরদের জন্য কলম ধরেছেন, তখনও এই গুণই তাকে দেশ ও কালের অতীত শ্বাশ্বত ভূমিতে পৌঁছতে সহায়তা করেছে। ছোটদের জন্য লেখার সময় আল মাহমুদকে ছোটদের মতো হয়ে লিখতে হতো না, আসলে তাঁর ভেতরে একটি চিরকিশোর জাগরুক। চিরকিশোর আল মাহমুদের চোখে অনিবার্ণ বিস্ময় আর হাতে প্রকৃতির অন্তরাত্মার সুরে বাঁধা বাঁশি। শিশু এবং কিশোরেরা খুব ভালো সমালোচক, কারণ নন্দনকাননের স্বচ্ছ দৃষ্টিশক্তি তখনো তাদের আয়ত্তে থাকে। আল মাহমুদের লেখা পড়তে শুরু করেই তারা সেই অভ্রান্ত বোধের মারফত বুঝতে পারে- তাঁর জাত আলাদা, তাঁর গল্প শোনার জন্য অনায়াসেই একটি আসন টেনে নিয়ে বসে পড়া যায়। কবিতা, গল্প, উপন্যাসের পাশাপাশি তিনি কিশোরদের জন্যও চমৎকার সব লেখা রেখে গেছেন। তাঁর লেখা কিশোর গল্পগুলো শুধু আমাদের দেশেরই নয় সারা পৃথিবীর শিশুকিশোরদের জন্যও চিরনতুন। রহস্য, রোমাঞ্চ, ভয়, সাহস ও মানবীয় গুণাবলীর বিচিত্র সমাহার এই ‘চিরনতুন কিশোর গল্প’ গ্রন্থটি আশা করছি আমাদের কিশোর পাঠকদের আনন্দে ভরিয়ে তুলবে।