User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
খুব ভালো লাগার মত বই। স্বচ্ছ সাবলীল অনুবাদ। শিরোনাম প্রকাশন কে অনেক ধন্যবাদ এমন চমৎকার একটি বই ছেপে বের করার জন্য। অনুবাদক লুৎফুল কায়সারকে আন্তরিক শুভেচ্ছা আর ধন্যবাদ জানাচ্ছি।
Was this review helpful to you?
or
অনেকেই বলে, 'ভালো বইগুলো নিজেরাই নিজেদের পাঠক খুঁজে নেয়।' তবে মাঝে মাঝে ওদের পথ দেখানোর জন্যও তো কাউকে লাগে, তাই না? প্রমাণ চান? চলে যান দক্ষিণ জার্মানির একটি বইয়ের দোকানে। ওটার নাম 'সিটি গেট'। পুরোনো এই বইয়ের দোকানে বই ডেলিভারির কাজ করেন কার্ল। ভীষণ বইপ্রেমী সে। কাস্টমারদের বুঝেন এবং তারা কেমন বই পড়তে পছন্দ করবে সেটাও আন্দাজ করতে পারেন। পরিচিত কাস্টমাররা কার্লের পরামর্শমতো বই নিতেই বেশি পছন্দ করে। শুধু যে বই ভালোবাসেন তাই নয়, মানুষকে বইপ্রেমী বানানোর চেষ্টাও করেন কার্ল। তবে বইয়ের হোম ডেলিভারির অর্ডার দিন দিন কমে যাচ্ছে। গল্পের শুরুতে হোম ডেলিভারির বই ছিল মাত্র তিনটি। তাতে কি? কার্ল খুব যত্ন করে প্যাকেট করেন বইগুলো, যেন উপহার হিসাবে দিচ্ছেন তিনি এগুলো। প্রতিটা বই প্যাকেট করার আগে ওগুলোর প্রচ্ছদে পরম মমতায় হাত বুলিয়ে দেন কার্ল, যেন বইগুলো জীবন্ত! খুব একাকী জীবন কার্লের। পুরো বাড়িতে একাই থাকেন, শুধু সে আর তার বই। তার সাদা কালো জীবনে রঙের একমাত্র উৎস ওই দোকানটাই। বই ডেলিভারির কাজটি তার খুবই পছন্দের। এছাড়াও কার্ল তার গ্রাহকদের, যারা কার্লের মতই একাকী, তাদের বন্ধু বলে মনে করেন এবং তাদের বেশিরভাগের সঙ্গেই অসাধারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন। কার্লের এই জীবনে হঠাৎ করে আসে নয় বছর বয়সী এক ছোট্ট মায়াবী মেয়ে সাশা। খুব চটপটে আর বুদ্ধিমতী মেয়ে। ওর কথা শুনলে ওকে ভালো না বেসে পারা যাবে না। কার্লের মন জয় করে নেয় পুঁচকে মেয়েটি। সাশা মেয়েটা জীবনে আসার পর থেকে সবকিছু বদলে যাচ্ছে। এত তাড়াতাড়ি বদলাচ্ছে যে বুড়ো কার্ল ঠিকমতো তাল মেলাতে পারছেন না। সাশার সাথে ভাব হওয়ার পর কার্ল বুঝতে পারেন যে বাচ্চাদের সাথে মিশলে নিজেকে নতুন করে চেনা যায়। কীভাবে? সেটা জানতে পড়তে হবে জার্মান লেখক কারস্টেন হেন'র বেস্টসেলার উপন্যাস Der Buchspazierer (The Door to Door Bookstore) এর বঙ্গানুবাদ ভ্রাম্যমাণ বই বিতান। পুরো বইটা জুড়ে প্রচুর বই এবং চরিত্রের রেফারেন্স দেওয়া আছে। দারুণ একটা ব্যাপার। অনেক বইয়ের নাম জেনেছি। আর যেসব বইয়ের নাম আগে থেকেই জানতাম সেগুলো চোখে পড়লেই আমার বেশ মজা লাগছিলো। ভেবেছি, আরে! এটার নাম তো জানি আমি। এই বইয়ের সংলাপ গুলো পড়লে আপনারা বইকে আরো বেশি ভালবাসতে শিখবেন। না, কম বলে ফেললাম। বইয়ের প্রতি ভালোবাসাটা উপলব্ধি ও অনুভব করতে শিখবেন। এই উপন্যাসটির বই পড়ুয়া চরিত্রদের কারো না কারো মধ্যে নিজেকে অবশ্যই খুঁজে পাবেন। এটা খুব সাধারণ কিন্তু অদ্ভুত ভালো লাগার মতো গল্প। পড়তে পড়তে মনে হবে চারদিকে আর কিছু নেই, শুধু আছেন আপনি, চমৎকার কিছু বন্ধুত্ব এবং সাথে অনেক অনেক বই আর আছে বই সম্পর্কে এতো এতো কথা। সত্যি বলছি, "ভ্রাম্যমান বই" বিতান বইটি হাতে তুলে নিন এবং পড়ুন। বইটি আপনাকে হাসাবে এবং নিজেকে একজন বইপ্রেমী হিসেবে ভালো বোধ করাবে। বইটা পড়ার পর যদি আপনার ভালো না লাগে তাহলে? এটার উত্তরও এই বইয়ে আছে। "এমন কোনো বই নেই যা সবার ভালো লাগবে। তুমি কি সব মানুষের সাথে বন্ধুত্ব করতে পারবে? এটা সম্ভব? ঠিক তেমনি একটা বইয়ের পক্ষে সবাইকে খুশি করা সম্ভব নয়। তুমি যদি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটাও হও, তারপরেও এমন কিছু মানুষ থাকবে যারা তোমাকে পছন্দ করবে না। ঠিক তেমনই পৃথিবীর সেরা বইটারও অনেক নিন্দুক থাকতে পারে।" লুৎফুল কায়সার ভাইয়ের অনুবাদ সবসময়ের মতোই দারুণ। উনার যেকোনো অনুবাদের বই আমি চোখ বন্ধ করে নিয়ে ফেলি এখন। বইয়ে কিছু ছাপার ভুল এবং বানান ভুল ছিল। সবচেয়ে বড় যেই ভুলটা চোখে পড়েছে সেটা হলো " সাশার নামের জায়গায় এফি নাম চলে এসেছে। আশা করি পরের এডিশনে ঠিক করা হবে। সব মিলিয়ে বইটা আমার কাছে অসাধারণ লেগেছে। শিরোনাম প্রকাশনকে ধন্যবাদ এমন একটি বই আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।