User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
টোট্যালি গার্বেজ। পরস্পরবিরোধী কথাবার্তা দিয়ে ভরা। লাইফ সায়েন্স জানা যে কেউ বুঝতে পারবে যে বিবর্তন তত্ত্ব সম্পর্কে লেখকের সামান্যতম ধারণাও নাই। আশপাশ থেকে জানা-শোনা ভাসা ভাসা জ্ঞান দিয়ে একটা বিষয়কে চ্যালেঞ্জ করে বই লিখে ফেলছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তিনি যেগুলোকে বিবর্তন তত্ত্বের দাবি মেনে নিয়ে সেগুলোকে খণ্ডানোর চেষ্টা করেছেন সেগুলো আসলে বিবর্তন তত্ত্বে বলা হয়নি কখনও; বা বলা হলেও লেখক যেভাবে নিজের মতো করে বানিয়ে বলেছেন সেভাবে বলা হয়নি। একটা বিষয় নিয়ে লিখছেন, অথচ সেই বিষয়ে তার কোনো স্টাডি নেই। বিষয়টা অদ্ভুত। আরও মজার বিষয় হচ্ছে, লেখক বইতে ট্রানজিশনাল ফসিলের ছবি দিয়ে ভরে রাখছেন, অথচ মূল টেক্সটে লিখছেন আর্কিওলজিস্টরা কোনো ট্রানজিশনাল ফসিল খুঁজে পাননি। অর্থাৎ তিনি বইতে যে ছবি ব্যবহার করেছেন সেগুলো যে বিবর্তনকে সাপোর্ট করা ছবি সেটাও তিনি জানেন না!! পৃথিবীতে বিবর্তনবিরোধী বহু বই আছে। তিনি সেগুলোও পড়ে দেখেছেন বলে মনে হয় না। আমি তার লেখায় সেইসব যুক্তির কোনো উল্লেখ দেখি নাই। বিবর্তন না জানা সাধারণ মানুষজন যেভাবে বুঝে, তিনিও সেভাবেই বুঝেছেন এবং নিজের মনগড়া যুক্তি দিয়ে সেগুলোকে খন্ডানোর চেষ্টা করেছেন। এভাবে বিজ্ঞান হয় না। সুতরাং বিভ্রান্ত হবেন না। একটা বিষয়ে জ্ঞানের অপূর্ণতা রেখে সেই বিষয় নিয়ে আস্ত একটা বই লিখে ফেলাটা বোধ হয় কেবল এই দেশেই সম্ভব।