User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সাবা মাহমুদের বিখ্যাত গ্রন্থ Politics of Piety: The Islamic Revival and the Feminist Subject (২০০৫) মিশরের নারীদের মসজিদ-ভিত্তিক ধর্মীয় আন্দোলনের উপর একটি গভীর নৃতাত্ত্বিক বিশ্লেষণ। পশ্চিমা নারীবাদকে নৃতাত্ত্বিক ভাবে চ্যালেঞ্জ ছুড়েন এবং দেখান যে ৯/১১ এর পর পশ্চিমা বিশ্বে নারীবাদ মূলত সাম্রাজ্যবাদী নয়া উদারতাবাদের একটা প্রকল্প। তিনি নারীর অধিকার, সমতা, স্বাধীনতা কুরানের পিতৃতান্ত্রিক বয়ানের পর্যালোচনার করতে চান। নৃত্তাত্ত্বিকভাবে উনি দেখান যে ইসলামি সংস্কৃতির নারীর পোশাক শুধু একটা সিম্বল নয় এতে পশ্চিমা ফ্রেমের বাইরেও একটা বিনয়, নৈতিকতা, স্বাতন্ত্র্যবাদী অধিকারের এজেন্সি আছে। ফাহমিদ-উর রহমান ওই বইটার একটা ভূমিকা লিখছেন। অতি আগ্রহী হয়ে ফাহমিদ-উর-রহমান এই আলোচনার সাথে বাংলাদেশী নারীবাদীদের তুলনা আনছেন। এবং জানিনা পূর্ব শত্রুতা আছে কিনা তিনি বলতেছেন বাংলাদেশের "নারীবাদীদের কাছে নারীবাদ বোঝা এবং সিপিবি-ছাত্র ইউনিয়নের কাছে মার্কসবাদ শেখা এমন তাচ্ছিল্য করছেন।" সাবা মাহমুদের বইয়ের ভূমিকা লেখতে যাইয়া ফাহমিদ-উর-রহমানের এই ছোটলোকি অতি আগ্রহী লাগছে। একটা বইয়ের রিভিউ লিখতে যেয়ে যখন ফাহমিদ এক্সট্রা নিজের ডানপন্থি মনোভাবনাপূর্ণ মতবাদ অন্যের উপর চাপায়া দেন তখন সেই বইয়ের ভূমিকাটা হয় নিজের মতামত প্রদান। অথচ এই বইটি পড়া শুরু করছিলাম শুধুমাত্র সাবা মাহমুদের চিন্তাটা পড়তে।