User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#অগ্রিভা #পাঠ_অনুভূতি ♦এক নজরেঃ •উপন্যাসের নামঃ অগ্রিভা •লেখকঃ তাহিনা নিভৃত প্রাণ •ধরনঃ রোমান্টিক •প্রকাশনীঃ ভূমিপ্রকাশ •প্রচ্ছদঃ ফাইজা ইসলাম •পৃষ্ঠা সংখ্যাঃ ১২৮ •প্রকাশকালঃ ডিসেম্বর ২০২৪ লেখনীতেঃ রিফায়াত হাসান সাকিব মাঝে মাঝে পৃথিবীতে যখন প্রাকৃতিক বিভিন্ন বিশেষ অনুভূতি ঘটে তখন আমার নিজেকে ভীষণ দেখতে ইচ্ছে করে । দেখে বলতে ইচ্ছে করে, এরকম সময়েও কেনো আমার আগের মতো বই পড়া হয় না । যে বই পড়ার জন্য আমার অনুভূতি অপেক্ষা করে থাকে তা কেনো বেরিয়ে আসে না! এরকম ভাবতে ভাবতে আমি রাতগুলো বইয়ের দিকেই তাকিয়ে থাকি । আয়োজন করে বই পড়ার অনুভূতি পৃথিবীতে এক রকম । কিন্তু আয়োজন না করে হঠাৎ করে বই পড়ার অনুভূতি তৈরি হয়ে কোনো একটা বই পড়ে ফেলার মাঝে যেন কেমন একটা আবেশিত করার অনুভব চলে আসে । মনে হয়, এরকম অনুভূতি বারবার পাওয়ার জন্যেই বোধহয় আমার বই পড়তে এত ইচ্ছে । ♦নামকরণঃ ‘অগ্রিভা’ । নামটা ভীষণ সুন্দর । হঠাৎ করে শুনলে বইটা পড়তে চাওয়ার জন্য ইচ্ছে চলে আসবে কোথাও একটা । অগ্রিভা একজন নারীর জীবনের আখ্যান । যার জীবনের প্রতিটি টানাপোড়েন, সুখ, দুঃখ, অবিরত নিঃশ্বাস এবং একরাশ চাহনি নিয়ে থাকা এক আখ্যানের এলোমেলো করে দেয়া এক উপন্যাস এটি । এরকম নাম নিয়ে থাকা উপন্যাসটির নামকরণ তাই বেশ ভালো ছিল । ♦ফ্ল্যাপে লেখাঃ স্বর্ণের মতো ঝলমল করা অন্তর্মুখী এক মেয়ে, যার রয়েছে লুকোনো আরেক সত্তা । রয়েছে দারুণ এক বন্ধুমহল । সেই মেয়েটির অজান্তে তারই ভালোবাসার মানুষ তাকে ভালোবেসে ফেলে সম্পূর্ণ ভিন্ন আরেকটি চরিত্রে । পেঁচিয়ে পড়া সম্পর্ক থেকে বন্ধনে আটকে পড়ার গল্প– “অগ্রিভা“! ♦প্রচ্ছদঃ মূলত এই বইটি নিতে চাওয়ার প্রথম ইচ্ছে আমার প্রচ্ছদটি দেখে হয়েছিল । আমার মনে হয়েছিল, এত সুন্দর প্রচ্ছদের বইটি আমার সংগ্রহে না এলে বড্ড ভুল হয়ে যেতো । এরকম আবেশে, হঠাৎ করেই এই বইটি নিয়ে ফেলেছিলাম । দারুণ সুন্দর প্রকৃতির মেলবন্ধনে তৈরি প্রচ্ছদটিতে যেন সবই আছে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে । পুরো প্রকৃতির সাথে যেন নিজেকে পাশাপাশি রেখে থাকা প্রতিটি বিষয় একেবারে দারুণ ভাবে মানিয়ে নেয় । আকাশ, পাখি, সবুজ, মানুষ এবং চারপাশে থাকা নিশ্চুপ নিঃশ্বাস এগুলো যেন দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে । রঙের বিভিন্ন ধাঁচে যেন তা চোখে দারুণ ভাবে গড়ে উঠে । ♦পাঠ প্রতিক্রিয়াঃ ✓পটভূমিঃ এই উপন্যাসের পটভূমি বেশ দারুণ । ঘটনার ঘনঘটায় জীবনের সমান্তরালে দুই ধরনের জীবনের ধারা একসাথে বয়ে নিয়ে গিয়ে ধাঁচ বজায় রাখার জন্য যেভাবে চেষ্টা করা হয়েছে তা বেশ ভালো ছিল । এরকম পটভূমিগুলোতে পাঠক হিসেবে পড়তে গিয়ে বেশ ভালো লাগা কাজ করে । পটভূমিতে জীবনধারা, এবং তার ঘটনাপ্রবাহে যে ধাঁচ বজায় রেখে উপস্থাপন করার চেষ্টা তা দারুণ ভাবে এসেছে । জীবনের টানাপোড়েনে সমান্তরালে যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ এর এক আখ্যান এর প্রেক্ষাপটে ভারসাম্য বজায় করার চেষ্টা করা হয়েছে কোথাও । সেভাবেই দৃশ্যপট তৈরি করা হয়েছে । ✓আবহ গঠনঃ উপন্যাসের কাহিনীর গতিপ্রবাহ নিজের ধাঁচে এবং ধারায় বয়ে গেলেও আবহ সৃষ্টি করার জায়গায় কোথাও একটা যেন অস্বস্তি কাজ করে । মনে হয় যেন সংযোগ স্থাপনে বিচ্ছিন্ন এক অনুভূতি । উপন্যাসের জীবনধারায় গতিপ্রবাহ এর নিজস্ব ধাঁচে স্বকীয়তা অনেকখানি রাখতে গিয়ে হোক কিংবা তাড়াতাড়ি বর্ণনা করতে গিয়ে উপন্যাসের আবহ সৃষ্টি করার জায়গায় কিছুটা সময় দেয়া যেতে পারতো আরো । এক্ষেত্রে উপন্যাসের ঘটনাপ্রবাহে এক ধরনের কোমল ছায়া এবং ছাপ তৈরি হতে পারতো, যা উপন্যাসে আরেকটু বেশি মুগ্ধতা আনতে পারতো । ♦চরিত্র গঠনঃ এই উপন্যাসে যে জায়গাটিতে সবথেকে খেয়ালে এসেছে এবং মনে হয়েছে কোথাও কিছু একটাতে অনুভূতি আনার চেষ্টা করলেও সঠিক ভাবে আসছে না, খাপছাড়া ভাব । তা হচ্ছে চরিত্র গঠন । সাধারণত সব উপন্যাসেই চরিত্র গঠন এবং চরিত্রের উপস্থিতি উপন্যাসের প্রেক্ষাপট এবং দৃশ্যপট গঠনে ভারসাম্যপূর্ণ করতে কাজ করে । এই উপন্যাসেও তাই । কোথাও একটা এই উপন্যাসের চরিত্রদের মধ্যে আত্মিক বন্ধন কিংবা সংযোগ স্থাপনে বিচ্ছিন্নতা ছিল বলে মনে হয়েছে । হতে পারে তা জীবনের সমান্তরাল টানাপোড়েন এর ঘটনাপ্রবাহ এর জন্যে । কিন্তু এই চরিত্রদের মধ্যে প্রাণহীন এই ছাপ যেন তা আবহ সৃষ্টির জায়গাটিতেও পড়েছে । ♦ চরিত্র বিশ্লেষণঃ •প্রাণঃ হাসিখুশি স্বভাবের বন্ধুত্বপূর্ণ মেয়েটি নিজের ভাইকে ভালোবাসে খুব । পারিবারিক এক দুঃখবোধ নিয়ে জীবনের চলাচলে নিজেকে নিয়ে এগিয়ে যায় সে । ভালোবাসায় এক ধরনের অদ্ভুত টান আছে যেন কোথাও । আত্মজ্ঞানসম্পন্ন মূল্যবোধ এর মেয়েটি যেন কোথাও একটা ভালোবাসা সংজ্ঞাকে বুঝতে চায় । •আয়মানঃ কোথাও একটা ধৈর্য ধরে জীবনের উঠাপড়ায় এগিয়ে যেতে গিয়ে মানুষটি নিজেকে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখে । ভালোবাসার মানুষটিকে পাওয়ার এই জীবনে কতটুকু পাওয়া হলো তা জানে না, কিন্তু বিশ্বাস অবিশ্বাসের এক চেষ্টায় অদ্ভুত কিছু যেন জীবনে বয়ে যায় । •অগ্রিভাঃ বন্ধুত্বপূর্ণ স্বভাবের, হাসিখুশি মেয়েটি বাইরের দুনিয়ায় সহজে মিশতে পারে না প্রথমে । কোথাও একটা যেন ছেলেমানুষী এবং পরিণত স্বভাব দুইয়ের মিশেলে তৈরি হওয়া মেয়েটিকে দেখা যায় । নিজের নামের মতোই যেন জ্বলজ্বল করতে থেকে পরিবেশকে নিজের করে নেয় । •আয়মান শেখঃ বোনকে নিয়ে জীবনে এগিয়ে যাওয়া মানুষটি সাধারণত একটু চুপচাপ ধরনের । সহজে মানিয়ে নিতে না পারা মানুষটি পাশের মানুষদেরকে সময় দিতে চায় । ভালোলাগা এবং ভালোবাসা এই দুইয়ের সহবোধে জীবন যেন এগিয়ে যায় তার । •টুকিটাকি চরিত্রঃ এছাড়াও এই উপন্যাসে আছে ভালোবেসে যাওয়া একটি চরিত্র সাজিদ, আছে ভালোবাসার মানুষকে নিয়ে এক জীবনে পাশে থাকা রাহি । এছাড়াও আছে নিজের ভাইকে প্রচণ্ড ভালোবাসা এবং সবসময় ভাইয়ের পাশে থাকা বোন আরিফা । আছে বন্ধুত্বপূর্ণ কতগুলো সম্পর্কের মিষ্টি কিছু মুহূর্ত । এছাড়াও আছে ভালোবাসায় বিশ্বাস রেখে ভালোবাসাকে প্রাপ্তি হিসেবে গড়ে তোলা নির্বাণ । এরকম বেশ কিছু চরিত্র নিয়েই যেন উপন্যাস বয়ে যায় । ♦প্রিয় অংশঃ এই উপন্যাসে প্রিয় অংশ হিসেবে যা মনে পড়ছে তা হলো, উপন্যাসে অনুভূতি বিশ্লেষণে এবং অনুভবের টানাপোড়েনে কিছু কাব্যিক অনুভূতি দেখানো হয়েছে । কিছু জায়গায় অনুভূতিময় বাক্যালাপ করা হয়েছে যা বেশ ভালো লাগার মতো ছিল । এছাড়াও প্রিয় বিষয় হিসেবে উপন্যাসের পটভূমিটা বেশ ভালো ছিল । এছাড়া উপন্যাসের কিছু কিছু জায়গায় মুহূর্তগুলো বেশ ভালো লাগার মতো । প্রকৃতিগত ভাবে সিলেট এর কিছু কিছু সুন্দর জায়গার বর্ণনা এবং জাফলং এর সৌন্দর্য দেখানো হয়েছে যা বেশ ভালো ছিল । ♦সংলাপঃ এই উপন্যাসে ঘটনার ঘনঘটায় টানাপোড়েনে সমান্তরালে উপন্যাসের গল্পের প্রয়োজনে দুই ধরনের ধাঁচে বয়ে গিয়েছে । তা বজায় রাখতে শব্দচয়ন, সংলাপের ধাঁচে কিছুটা পরিবর্তন রাখার চেষ্টা করা হয়েছে । কিছুটা যেন অনুভূতির সামান্য বহিঃপ্রকাশও আলাদা আঙ্গিকে তৈরি করা হয়েছে । এরকম করতে গিয়ে কিছু কিছু জায়গায় উপন্যাসটির গতি প্রবাহ এবং বর্ণনায় যেন মনে হচ্ছিল প্রাণহীন এক ধাঁচ । কোথাও একটা শুধু বর্ণনা করে যাওয়ার মতো পরিবেশ । ♦লেখক প্রসঙ্গেঃ ‘অগ্রিভা’ লেখক তাহিনা নিভৃত প্রাণ এর প্রথম প্রকাশিত উপন্যাস । প্রথম হিসেবে বিভিন্ন ভুল থাকবে । যা তাকে ভবিষ্যতে লিখনশৈলী ফুটিয়ে তুলতে, চেষ্টা করতে অসাধারণ ভাবে সাহায্য করবে । অনেকগুলো দিন আগে অন্য এক মাধ্যমে লেখকের একটি লেখা পড়েছিলাম । সেখানের একটা প্রেক্ষাপটের সাথে এখানের প্রেক্ষাপটের সাদৃশ্য আছে । তবে এখানে তা আগেরটির তুলনায় পরিমার্জিত । আগের থেকে ভারসাম্যপূর্ণ করার চেষ্টা করা হয়েছে । উপন্যাসে সংলাপ ভিত্তিক ধাঁচ বজায় রাখা দারুণ ভাবে হলেও বর্ণনা ভিত্তিক আবহ এবং এরকম দৃষ্টিভঙ্গির স্থানে তুলনায় লেখককে একটু কাজ করতে হবে । যা তার লিখনশৈলীকে ভবিষ্যতে আরো ফুটিয়ে তুলতে সাহায্য করবে । অনুভূতি প্রকাশ, কাব্যিক এক অনুভব এরকম ধাঁচ বিশ্বাসযোগ্য এবং ভারসাম্যপূর্ণ করার চেষ্টা লেখকের লেখার মধ্যে বজায় আছে । যা অবশ্যই রোমান্টিক জনরার উপন্যাসে অসাধারণ একটি দিক । লেখকের পরবর্তী লেখার জন্য শুভকামনা রইলো । ♦প্রকাশনীঃ প্রকাশনী হিসেবে ভূমিপ্রকাশ এর লেখা বেশ অনেকগুলো দিন পরে পড়া হলো । অনেকগুলো দিন পরে তাদের একটা বই পড়ে মনে হলো, বইটি বেশ দারুণ ভাবে বাঁধাই করা হয়েছে । বইটি হাতে নিয়ে ধরতে যেন বেশ দারুণ লাগে । কোথাও একটা যেন তৃপ্তি কাজ করে । বইটির প্রচ্ছদ দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে । কোথাও একটা স্পর্শ করতে ভালো লাগা মনে হয় । এছাড়া বইয়ের পৃষ্ঠা বাঁধাই এবং যেভাবে সাজসজ্জা করে সাজানো হয়েছে তা অসাধারণ ছিল । বইয়ের ভিতরে কোথাও একটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে যেন । উপন্যাসে প্রেক্ষাপট পরিবর্তন কিংবা জলছাপ পরিবর্তনে খুব কম জায়গা ব্যবহার করে সাময়িক একটু ফাঁকা জায়গা রাখা হয়েছে । যা সাধারণত এই ধরনের পটভূমির উপন্যাসে অতীব গুরুত্বপূর্ণ জায়গা ছিল । যা আরেকটু বেশি থাকা উচিত ছিল । ♦রেটিংঃ ৩.৯/৫ একেকটা বই পড়া হয়ে গেলে মনে হয় মনের মাঝে নতুন কতগুলো চরিত্র যেন এখন বসত গেড়ে বসে থাকবে । এই অনুভূতি যে একজন পাঠকের কাছে কতটা বিশেষ তার অনুভূতি বোধহয় প্রকাশ করা যায় না । একজন পাঠক কতশত মানুষের জীবনের গল্প যখন অনুভূতিতে স্থাপন করে, এই একটা । শুধুমাত্র এই একটা বিশেষের বিশেষণেই জনম জনমভর পাঠক পাঠক হয়ে রয়ে যায় ।
Was this review helpful to you?
or
আজকে বইটি হাতে পেলাম বেশ কয়েকদিন যাবত বইটির জন্য অপেক্ষায় ছিলাম। বইটির প্রচ্ছদটি বেশ সুন্দর আশা করি বইটি পড়তেও বেশ সুন্দর হবে। বইটি পড়ার পর আবার রিভিউ দেবো। এভাবেই লেখিকা এগিয়ে যাক এবং আমাদেরকে আরও নতুন নতুন বই উপহার দিক। ধন্যবাদ রকমারিকে