User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
কতটা সুন্দর তার লেখনী। কতটা সুন্দর কাহিনী। আমার লিখে বোঝানোর ভাষা নাই।
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
পড়ার পর মনে হলো কাহিনীটা কি আরো বড় হতে পারতো না... মনে একটা স্নিগ্ধতা ছুঁয়ে গেছে....
Was this review helpful to you?
or
কিছু বই শেষ হয়ে গেলেও মনের মধ্যে তার রেশ রয়ে যায় বহুক্ষণ। আর কিছু বইতো মনের মধ্যেই জায়গা করে নেয় চিরকালের জন্যে। এটিও তেমন একটি বই। শুধু পড়তে পড়তে মনে হয়েছিল, আমি কি এই জীবন চেয়েছিলাম! আমিতো এমনই এক বন্য জীবন চেয়েছিলাম। এই আধুনিক সময়ে না জন্মে যদি সেই বিশ বা ত্রিশের দশকে জন্মাতাম!
Was this review helpful to you?
or
কিছু বই আছে, যেগুলো পড়ার পর অনুভূতি ধরে রাখতে ইচ্ছে করে না। হাতের বইটা পাশের জনকে দিয়ে বলতে ইচ্ছে হয়, এখনই পড়ো প্লিজ! এরকম না যে আমার পছন্দের বইগুলো সবসময় সবার 'প্রিয়' তকমা পায়।তারপরও মনের মধ্যকার চাপা অনুভূতিটা প্রকাশ করতে ইচ্ছে হয়। তেমনই হয়েছে এই বইটার ক্ষেত্রে। বই কিনব না,কিনব না করেও মাঝেমধ্যেই হুটহাট করে নীলক্ষেত চলে যেতে হয়। ওরকম হুটহাট একটা দিন ফুটপাথ ধরে হাঁটতে যেয়েই বইটা পাই।অরিজিনাল ইন্ডিয়ান প্রিন্ট। পৃষ্ঠাগুলো সুন্দর। কিন্তু কভার নেই। বইয়ের নামের সাথে লেখকের নামটা পড়ে আগ্রহ দশগুণ বেড়ে গেলো। এর আগে 'সবিনয় নিবেদন' বইটা পড়ে লেখকের ভক্ত বনে গেছিলাম কি না! তো গড়িমসি না করে নামমাত্র মূল্যে বইটা নিলাম। তখনও পর্যন্ত বিন্দুমাত্র ধারণা ছিল না যে বইটা নিয়ে এসব লিখব। #চরিত্র_সমূহ আপনি যদি ঢাকার মতো ব্যস্ত শহরে ছোট্ট থেকে বেড়ে উঠে,চাকরীসূত্রে হঠাৎ প্রায় লোকজনহীন কোন জঙ্গলে চলে যান,আপনার অনুভূতি কেমন হবে? প্রথম ক'দিন খুব নিঃসঙ্গ লাগবে না? চেনাজানা মুখের আনাগোনা নেই,নেই শহুরে কোলাহল! অবশ্যই খারাপ লাগবে। তেমনি এই উপন্যাসের বক্তা কলকাতা ছেড়ে ফরেস্ট অফিসারের চাকরী নিয়ে রুমান্ডি আসেন।(পালামৌ বইটা বা বুদ্ধদেব গুহ'র অন্যান্য বই যারা পড়েছেন তারা সম্ভবত রুমান্ডির নাম শুনে থাকবেন) পরিচিত হয় 'জশোয়ন্ত' নামক এক বোহেমিয়ান যুবকের সাথে।বেশ বন্ধুত্ব গড়ে উঠে দুজনের। সাহসী শিকারি যশোয়ন্ত, শহুরে ছেলেটাকে (জশোয়ন্তর কাছে তার নাম মাখনবাবু) শিকার করা শেখায়,তাকে সাহস যোগায় প্রতিনিয়ত। জশোয়ন্তকে বেশ পছন্দ করে মাখনবাবু। ব্রজেন ঘোষ (ঘোষদা) এবং তার সুন্দরী স্ত্রী সুমিতা। জশোয়ন্তরা যাকে ডাকে সুমিতা বৌদি।তারা দু'জনে অনেকগুলো বসন্ত নিঃসন্তান অবস্থায় পার করে ফেলেছে। সুমিতা বৌদি সুন্দরী,সুশিক্ষিতা এবং স্নেহময়ী। মারিয়ানা, মেয়েটার চোখ বড্ড সুন্দর।লেখক এভাবে বলেছেন,"মারিয়ানা সুন্দরী নয়।কিন্তু তার চোখ দুটি ভারী সুন্দর। মানে এত সুন্দর যে ওর চোখ ছাড়া অন্য কিছু না থাকলেও ক্ষতি ছিল না।" পাহাড়ি সৌন্দর্যরূপ দেখে একাকী বসবাস করে মেয়েটা।তার গোপন একটা দুঃখ আছে যা মাখনবাবু হঠাত জানতে পারে। মারিয়ানার চাপা দুঃখটি কিছুদিনের মধ্যে স্ফুলিঙ্গ হয়ে ফুটে ওঠে। জশোয়ন্ত জংলী পুরো। অনেক মেয়ের সাথে তার সখ্যতা। কিন্তু তার মন শুধু একজনের উপর কাটার মতো বিধে আছে। কে সে? মাখনবাবু সত্যটা জানতে পেরে যারপরনাই হতবাক হয়ে যায়।এ-ও সম্ভব? --------------------- প্রকৃতিকে ভালোবাসার মতো ব্যথানীল অনুভূতি যে আর নেই তা এই বই না পড়লে জানতে পারবেন না। কী চমৎকার বর্ণনা! প্রথম কয়েকটা পেইজ নিজের গরজে পড়বেন,তারপর আর প্রেশার নিতে হবে না।বইয়ের প্রতিটি পৃষ্ঠা আপনাকে অক্টোপাসের মতো আষ্টেপৃষ্ঠে ধরবে যে না পড়ে আর উপায় নেই। একটু ও বাড়িয়ে বলছি না কিন্তু! বইটাতে প্রেম-ভালোবাসার সম্পর্কের সাথে সাথে জশোয়ন্ত আর মাখনবাবুর বন্ধুত্বের অটুট বন্ধন ও চোখে পড়ার মতো। বোনাস হিসেবে থ্রিলার ও আছে কিছুটা। ওহ হ্যাঁ! রুমান্ডির সন্ধ্যাতারা কিন্তু পান্নার মতো সবুজ আর কান্নার মতো টলটলে। ইচ্ছে করলে ঝাড়খন্ডের রুমান্ডি ঘুরে আসতে পারেন যশোয়ন্তের মতো নির্ভীক শিকারির সাথে।আশা করি যশোয়ন্তের প্রেমেও পড়ে যাবেন। চলে আসুন না 'কোয়েলের কাছে'! বুদ্ধদেব গুহ'র চোখে ভয়ঙ্কর সুন্দর প্রকৃতি উপভোগ করুন।
Was this review helpful to you?
or
হিউম্যান সাইকোলজি যেটুকু বুঝি তাতে মনে হয় মন লাগিয়ে পড়লে "কোয়েলের কাছে" বইটি পড়া শুরু করার পাঁচ মিনিটের মাঝেই পাঠকেরা বেশ একটা ধাক্কা খাবেন ( হতাশও হতে পারেন কেউ কেউ)। এই ধাক্কাটার পেছনে এপার বাংলার পাঠকের ওপার বাংলা নিয়ে ভৌগলিক অজ্ঞতারও কিঞ্চিৎ দায় আছে। তবে ওপার বাংলার সব না হোক, অন্তত কিছু পাঠকও যে এই ধাক্কাটা খাবেন না তা খুব জোর দিয়ে বলতে পারছিনা। যাইহোক, যে লেখক শুরুতেই পাঠককে নাড়া দিয়ে তার মনের দখল নিয়ে নেয়, তখন পাঠকের সাধ্য কি তার লেখায় বাঁধা না পরে? উত্তম পুরুষে লেখা এই উপন্যাসটি পাঠকের জন্য অত্যন্ত সুখপাঠ্য হবে বলেই আমার বিশ্বাস। এতে পাঠকের আগ্রহ ধরে রাখার জন্য সমস্ত উপাদানই রয়েছে। সৌন্দর্য, রোমাঞ্চ, উৎকণ্ঠা, আবেগ,। আছে হিংস্রতা, মানুষে আর পশুতে পাল্লা দিয়ে। আর আছে প্রেম। তা সে নারীর প্রতি কি প্রকৃতির প্রতি। প্রকৃতিকে এতোটা প্রাঞ্জল আর আকর্ষণীয় করে আর কেউ লিখেননি তা বলার দুঃসাহস করবোনা, কটা লেখকের বইই বা পড়েছি। তবে বুদ্ধদেব গুহের চোখে প্রকৃতি দেখলে মনে হবে এতদিন আসলে কিছুই দেখিনি। শিখিনি প্রকৃত প্রকৃতি পূজারী হওয়ার আসল উপায়। বুঝিনি প্রকৃতিকেও যে কোন সুন্দরী ব্যক্তিত্বসম্পন্না নারীর মতো আগে জয় করতে হয়, তারপরেই সে উজাড় করে দেয়। সংশয় নিয়ে, ভয় নিয়ে প্রকৃতিকে দেখলে তার কিছুই জানা যায়না। দেখা হয়না। বেঁচে থাকলে তাই প্রকৃতিকে দেখার মতো দেখার শুরুটা ঝাড়খণ্ডের রুমান্ডিতেই শুরু করব ভেবে নিয়েছি। উপন্যাস এর প্রতিটি চরিত্রই প্রত্যেক পাঠকের খুব পরিচিত মনে হবে। তার কারণটা এই উপন্যাসেই স্পষ্ট করে বলা আছে। "সাহিত্যের নায়ক-নায়িকারা দূরের কি কল্পনার লোক নয়, তারা সকলেই আমাদের চেনা লোক। যাদের আমরা চোখ দিয়ে পরশ করি, হাত দিয়ে ছুঁই। প্রতিনিয়ত যাদের অস্তিত্ব আমরা অনুভব করি, যারা আমাদের নিজের নিজের নিজস্ব জগতের মধ্যেই বাস করে। শক্তিমান লেখকেরা এই নিত্যতার, দৈনন্দিনতার ডালি থেকেই যাদুকরের মতো তাদেরই কত অন্যভাবে আমাদের কাছে উপস্থিত করেন! প্রত্যেক ঔপন্যাসিকই নিশ্চয়ই ঐশী ক্ষমতার অধিকারী!" বুদ্ধদেব গুহ নিশ্চয়ই ঐশী ক্ষমতার অধিকারী।