User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটি পড়ে মনে হল আমরা গতানুগতিক ভালবাসায় পড়ি । বইতে যে ভালবাসার দৃষ্টান্ত আছে ,তা বাস্তবতা আর একজন পুরুষের আকাঙ্খার বিষয় । উপরুন্তু ভালবাসা যে কিভাবে আগলে রাখতে হয় তারও দৃষ্টান্ত অন্য রকম লাগলো ।
Was this review helpful to you?
or
Khub valo boi Palestine er jibonjatra tader shomporke kache theke January boi
Was this review helpful to you?
or
বই পর্যালোচনা: কাটা ও ফুল ফিলিস্তিনি সংকট, তাদের সংগ্রাম ও জীবনযুদ্ধ নিয়ে লেখা এই অসাধারণ বইটি পাঠকের হৃদয়কে নাড়া দেবে। মূল বইয়ের গভীরতা ও আবেগ অনুবাদের মাধ্যমে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। অনুবাদক শুধুমাত্র ভাষান্তর করেননি, বরং লেখার সৌন্দর্য ও বক্তব্যের স্বকীয়তাও অটুট রেখেছেন। বইটি পড়তে গিয়ে মনে হয়েছে যেন আমরা নিজের চোখে ফিলিস্তিনের প্রতিটি অন্ধকার গলি, প্রতিরোধের দৃশ্য ও নির্যাতিত মানুষের ব্যথা অনুভব করছি। ভাষার সাবলীলতা, শব্দচয়ন ও ভাবের স্পষ্টতা অনুবাদকে প্রাণবন্ত করে তুলেছে। এই ধরনের অনুবাদকর্ম আমাদের ভাষা ও সাহিত্যে এক অনন্য সংযোজন। এটি শুধু ফিলিস্তিনি জনগণের কষ্টকেই তুলে ধরে না, বরং আমাদের বিবেককেও নাড়া দেয়। প্রত্যেক সচেতন পাঠকের উচিত বইটি পড়া এবং ফিলিস্তিনের বাস্তবতা সম্পর্কে আরও গভীরভাবে বোঝা। এক কথায়, এটি একটি আবেগঘন, হৃদয়স্পর্শী এবং তথ্যসমৃদ্ধ বই, যা পাঠকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে। অনুবাদককে অসংখ্য ধন্যবাদ এমন একটি মূল্যবান বই আমাদের উপহার দেওয়ার জন্য। --- আপনার অনূদিত বইটির জন্য একটি প্রশংসামূলক রিভিউ লিখছি— --- বই পর্যালোচনা: [বইয়ের নাম] ফিলিস্তিনি সংকট, তাদের সংগ্রাম ও জীবনযুদ্ধ নিয়ে লেখা এই অসাধারণ বইটি পাঠকের হৃদয়কে নাড়া দেবে। মূল বইয়ের গভীরতা ও আবেগ অনুবাদের মাধ্যমে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। অনুবাদক শুধুমাত্র ভাষান্তর করেননি, বরং লেখার সৌন্দর্য ও বক্তব্যের স্বকীয়তাও অটুট রেখেছেন। বইটি পড়তে গিয়ে মনে হয়েছে যেন আমরা নিজের চোখে ফিলিস্তিনের প্রতিটি অন্ধকার গলি, প্রতিরোধের দৃশ্য ও নির্যাতিত মানুষের ব্যথা অনুভব করছি। ভাষার সাবলীলতা, শব্দচয়ন ও ভাবের স্পষ্টতা অনুবাদকে প্রাণবন্ত করে তুলেছে। এই ধরনের অনুবাদকর্ম আমাদের ভাষা ও সাহিত্যে এক অনন্য সংযোজন। এটি শুধু ফিলিস্তিনি জনগণের কষ্টকেই তুলে ধরে না, বরং আমাদের বিবেককেও নাড়া দেয়। প্রত্যেক সচেতন পাঠকের উচিত বইটি পড়া এবং ফিলিস্তিনের বাস্তবতা সম্পর্কে আরও গভীরভাবে বোঝা। এক কথায়, এটি একটি আবেগঘন, হৃদয়স্পর্শী এবং তথ্যসমৃদ্ধ বই, যা পাঠকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে। অনুবাদককে অসংখ্য ধন্যবাদ এমন একটি মূল্যবান বই আমাদের উপহার দেওয়ার জন্য। --- বইটির নাম বললে সেটিও রিভিউতে যুক্ত করে দিতে পারি! --- বই পর্যালোচনা: [বইয়ের নাম] ফিলিস্তিনি সংকট, তাদের সংগ্রাম ও জীবনযুদ্ধ নিয়ে লেখা এই অসাধারণ বইটি পাঠকের হৃদয়কে দেবে। মূল বইয়ের গভীরতা ও আবেগ অনুবাদের মাধ
Was this review helpful to you?
or
A masterpiece of a legend.
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ বইয়ের নাম:কাঁটা ও ফুল। লেখক: ইয়াহইয়া সিনওয়ার। অনুবাদ:মঞ্জুরুল হক। প্রকাশক:ইলহাম। গল্পটা ফিলিস্তিনের,গল্পটা সংগ্রামের,গল্পটা পুরো জীবনের।অবশ্য সংগ্রামী একজনের লেখা গল্প তো এমন হওয়াই স্বাভাবিক।যে গল্পে উঠে এসেছে প্রতিরোধ,যুদ্ধ,কলহ,অন্তর্দ্বন্দ্ব,দখলদারিত্ব,সংগ্রাম এবং মুক্তির অদম্য স্পৃহা। গল্পটা শুরু হয় ১৯৬৭ এর আরব ইজরাইল যুদ্ধ দিয়ে।যেখান থেকেই আপনি বুঝতে শুরু করবেন ফিলিস্তিনি জীবন কেমন হয়।আর পুরো উপন্যাস জুড়েই আপনি অনুধাবন করবেন,ফিলিস্তিনি জীবন,বিশেষ করে শরণার্থী শিবিরের জীবন আসলে কেমন।উপন্যাসে যদিও ১৯৬৭ থেকে ২০০১ পর্যন্ত ফিলিস্তিনের ভেতর ঘটা ঘটনাগুলোকেই প্রাধান্য দেওয়া হয়েছে তবে আমার মনেহয় গল্পতে আসলে দৈনন্দিন জীবনটাই বেশি উঠে এসেছে। উপন্যাসে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের জন্য প্রতিরোধ যোদ্ধাদের একত্রিত হওয়া,তাদের কর্মপদ্ধতি, ত্যাগ এসব উঠে এসেছে।আবার এসেছে ভিতরে থাকা বিশ্বাসঘাতকদের কথাও।কিভাবে শেখ আহমেদ ইয়াসিন তাঁর কর্মতৎপরতা দ্বারা যুবকদের ইসলামের পথে,এবং তারপর সংগ্রামের পথে নিয়ে এসেছেন সেটারও কিছু ঝলক আমরা দেখতে পাই। ইন্তিফাদার মত বড় ঘটনা যেমন এই গল্পের উপজীব্য ছিল ঠিক তেমনি একেবারে ছোট পর্যায়ের প্রতিরোধ সংগ্রাম,আল কাসসাম ব্রিগেডের গঠন,তাদের অপারেশন ,তাদের সদস্যদের শাহাদাত এসবও উঠে এসেছে।আর উঠে এসেছে দখলদার বাহিনীর গড়ে তোলা জেলগুলোর ভিতরের অবস্থা,সেখানকার নির্যাতনের চিত্র। মোটকথায় ফিলিস্তিনকে জানতে হলে আপনাকে পড়তে হবে বইটি। বইটির সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো বইয়ের চরিত্রগুলো।এগুলোকে লেখক খুব ধীরে ধীরে যত্ন নিয়ে তৈরি করেছেন।এবং চরিত্রায়ন এতটা গভীর ছিলো যে লেখক যে একজন পেশাজীবী লেখক না সেটা বুঝতে কষ্ট হয়।গল্পটি আহমেদ এর দ্বারা বর্ণিত হলেও ধীরে ধীরে তার ভাইদের দিকে ফোকাস যেতে থাকে।এবং বেশ কিছু অধ্যায় পরে ইব্রাহিম হয়ে ওঠে উপন্যাসটির প্রধান চরিত্র।যে কিনা প্রতিরোধ সংগ্রামের খুব বড় দায়িত্ব পালন করে।এরপর তার প্রতিরোধ সংগ্রামের ধাপগুলো খুবই আকর্ষণীয় ভাবে তুলে ধরা হয়েছে। এখন আসি লেখনীতে।লেখক কোনো প্রোফেশনাল রাইটার নন।তিনি শুধুমাত্র ফ্যাক্টগুলোকে একত্রিত করতে এটাকে উপন্যাসে রূপ দিয়েছেন।তাই লেখার ধরন মাস্টারক্লাস কিছু হবেনা এটাই স্বাভাবিক।বরঞ্চ বলা যায় লেখার ধরন কিংবা গল্প বলার ধরন একেবারেই সাধারণ মানের।তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রতিটা চরিত্রকে তিনি এতটা গভীরভাবে চিত্রায়ন করেছেন যেটা ওনার জন্য আশ্চর্যের ই বটে।তবে গল্পের ফিনিশিং টা অসাধারণ।পুরো বইয়ের গল্প বলার ধরনে আপনার বিরক্তি এসেও যায় তবুও গল্পের শেষটা আপনার সেই বিরক্তি দূর করে দিতে বাধ্য। অনুবাদের কথা বললে এটাকে মাঝামাঝি রেটিং দেওয়া উচিত।অনুবাদ খুব একটা খারাপ হয়েছে এটা বললে অন্যায় হবে।বরঞ্চ ভালোর দিকেই থাকবে।কিন্তু কিছু জায়গায় অনুবাদ খুব কাঠখোট্টা হয়ে গিয়েছিল।সেইসব বাদ দিলে অনুবাদ সাবলীল ই ছিল। সব মিলিয়ে আপনি যদি ফিলিস্তিনকে জানতে চান,যদি জানতে চান সাধারণ ফিলিস্তিনিদের জীবন সম্পর্কে,কিংবা তাদের প্রতিরোধকে শুরু থেকে বুঝতে চান তাহলে এই বইটি হবে আপনার জন্য পারফেক্ট।
Was this review helpful to you?
or
খুউব খুউব প্রিয় একটি বই। মনজুর ভাইকে ধন্যবাদ সাথে ইলহামকেও বইটিকে বাজারে আনার জন্য
Was this review helpful to you?
or
হামাসের উত্থান আমাকে বিস্মিত করেছে। কিভাবে একজন মসজিদের বয়স্ক ইমাম ও সাধারণ তরুণরা কোন অস্ত্র ও বিদেশী সাহায্য ছাড়াই জায়োনিস্ট দানবের সামনে দাঁড়িয়ে গেছে ঈমান নিয়ে। আল্লাহু আকবার। তাদের সামান্য ছুড়ি,পাথ্র দিয়ে কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছে,পরবর্তীতে তাদের অস্ত্র সংগ্রহের গল্পগুলো শুনলে শরীরে লোমগুলো দাঁড়িয়ে যায়। ৯০দশকের হামাসের মুজাহিদ ইমাদের সাহসিকতার গল্পগুলো শিহরিত করে তুলে। এদেশের প্রত্যেক তরুণদের বইটি পড়ার অনুরোধ রইল।
Was this review helpful to you?
or
beautiful
Was this review helpful to you?
or
অর্ডার দেয়ার ৩ ঘণ্টার মধ্যে পেয়েছি। শহীদ ইয়াহইয়া সিনওয়ারের উপন্যাসটা পড়ার জন্য তর সইছে না। কয়েক পেজ পড়েছি। মানযূর ভাইয়ের একেবারে ঝরঝরে অনুবাদ বইটাকে আরও সুখপাঠ্য করবে পাঠকের জন্য।
Was this review helpful to you?
or
A great Book of a great person.