User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বর্তমান প্রেক্ষাপটে ডা. মো. জাকির হোসেন শুধুমাত্র একটা নাম নয়, নির্দ্ধিধায় বলা যায় তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। তিনি একজন প্রেরণা যোগানো মানুষ। এদেশে ডা. মোহাম্মদ ইব্রাহিম (১৯১১-১৯৮৯), জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম (১৯২৮-২০১৩), জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফি খান (১৯২৮-২০১৬), জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালেক (১৯২৯-২০২৩), এমএই চৌধুরী (১৯২৭-২০১৬) প্রমুখ বরেণ্য ব্যক্তি চিকিৎসা প্রসারে এবং মানবকল্যাণমূলক বিভিন্ন সামাজিক কাজে অসামান্য ভূমিকা পালন করেছেন। মানবিক বরেণ্য চিকিৎসক মো. জাকির হোসেন তাঁদের পদাঙ্ক অনুসরণ করে চিকিৎিসাসেবাকে মানবসেবার অন্যতম অনুষঙ্গ হিসেবে নিয়েছেন। তিনি তাঁদেরই অনুগামী ও অনুসারী। ডা. মো. জাকির হোসেনের নিজস্ব অর্থয়ানে ও একক প্রচেষ্টায় রংপুর শহরে গড়ে উঠেছে দেশের একমাত্র ‘হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার’। এই সেন্টার প্রতিষ্ঠা তাঁর জীবনের একটি ম্যগনাম ওপাস কীর্তি। উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও প্রতিকারে এ প্রতিষ্ঠান অসামান্য অবদান রাখছে। স্বোপার্জিত অর্থে তিনি শিক্ষাপ্রসারে নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবৃত্তি প্রদান, এলাকায় নিজ নামে প্রতিষ্ঠা করেছেন অধ্যাপক ডা. মো. জাকির হোসেন গণগ্রন্থাগার পাশাপাশি বয়স্ক, বিধবা ও অসচ্ছল আত্মীয় স্বজনদের দীর্ঘদিন ধরে নিয়মিত মাসিক ভাতা প্রদানসহ দুর্যোগ-দুর্বিপাকে এলাকার মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মসজিদ, ঈদগাঁ মাঠ, কবরস্থান, গুচ্ছগ্রাম, অধ্যাপক ডা. মো. জাকির হোসেন ক্লিনিক নির্মাণে জমিসহ আর্থিক সহায়তা করছেন তিনি। তাঁর এসব সামাজিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত। উত্তরাঞ্চলে ডা. মো. জাকির হোসেন এখন শুধু একটি নাম নয় তিনি নিজেই একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। খ্যতিমান এ চিকিৎসক একাধারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন বিশেষজ্ঞ, চিকিৎসাবিজ্ঞানী, সংস্কৃতিসেবী, শিক্ষানুরাগী, পরোপকারী, সমাজসেবী, অসম্প্রদায়িক, বন্ধুবৎসল, এ সবের মধ্যেই তাঁর নব নব নিত্য অবগাহন। বহুমাত্রিক জীবনের অধিকারী ডা. মো. জাকির হোসেন জীবন সংগ্রামের নানা চড়াই উতড়াই পেরিয়ে দেশ সমাজ মানুষের জন্য নিরলসভাবে নিভৃতে কাজ করে যাচ্ছেন। তিনি মেডিকেল কমিউনিটির বিভিন্ন সংগঠন, কাউন্সিল ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। একজন অনন্য সামাজিক মানুষ তিনি। দীর্ঘ ৪০ বছর ধরে তিনি চিকিৎসাসেবা ও অধ্যাপনার সঙ্গে যুক্ত রয়েছেন। শিক্ষার্থীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ও কিংবদন্তিতুল্য শিক্ষক। তাঁর মতো শিক্ষক শিক্ষার্থীদের বাতিঘর তুল্য। তিনি একজন নির্মোহ প্রকৃতির মানুষ। ‘কালসমুদ্রের আলোর যাত্রী : ডা. মো. জাকির হোসেন’ কালের অতলে বিস্মৃত না হয় তাঁর পরিশ্রম, মেধা ও খ্যাতকীর্তি সর্ম্পকে যেন আগামী প্রজন্ম তেকে প্রজন্মন্তর জানতে পারে, প্রেরণা পেতে পারে, এ উদ্দেশ্যেই এ বই। তাঁর সময়কে ধরে রাখার উদ্দেশ্যে এ বই।
Was this review helpful to you?
or
লিজেন্ড প্রফেসর ডা. মো. জাকির হোসেনের ওপর অসাধারণ বই।
Was this review helpful to you?
or
'কাল সমুদ্রে আলোরযাত্রী' গ্রন্থে ডা.জাকিরে শৈশব, কৈশোর ও বাল্যজীবনের সৃতি গুলো তুলে ধরা হয়েছে। সেই সাথে তার শিক্ষা জীবনের প্রতিটি স্তর ও সুদীর্ঘ চিকিৎসা জীবনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।
Was this review helpful to you?
or
কালসমুদ্রে আলোরযাত্রী গ্রন্থে অধ্যাপক ডা. মো. জাকিরের জীবনকৃতি চয়ন করা হয়েছে। বিভিন্ন জনের লেখায় তা পরিস্ফুট হয়েছে। এই গ্রন্থটি পড়ে একজন ডা. জাকির সম্পর্কে বিস্তারিত জানতে পারা যায়।
Was this review helpful to you?
or
বাংলাদেশের চিকিৎসা জগতের জীবন্ত কিংবদন্তি ডা. মো.জাকির হোসেন। তাঁকে নিয়ে লেখা 'কালসমুদ্রে আলোকযাত্রী' বইটির মাধ্যমে, বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক শাহ মোহাম্মদ মনিরুজ্জামান চিকিৎসাশাস্ত্রের মহত্ত্ব ব্যক্তিত্ব রূপান্তরের জন্য সেরা জীবন্ত উদাহরণ কে পরিচয় করিয়ে দিয়েছেন।
Was this review helpful to you?
or
চিকিৎসাশাস্ত্রের জীবন্ত কিংবদন্তি ডা. মো. জাকির হোসেন স্যারকে নিয়ে লেখা অসাধারণ একটি তথ্য নির্ভর বই হলো কালসমুদ্রে আলোকযাত্রী।