User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
চমৎকার বই
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
Good Book
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই। অনুবাদও মাশাল্লাহ অনেক গোছানো।
Was this review helpful to you?
or
আমার পড়া সবচেয়ে জঘন্যতম অনুবাদ বই এটি। রেটিং এ শূন্য পাওয়ারও যোগ্য নয় এই বইয়ের অনুবাদ। গুগল ট্রান্সলেট জাস্ট ছাপিয়ে বিক্রি করছে তারা। গত দু'দিন ধরে বিতৃষ্ণা জাগছে বইটি পড়তে পড়তে। পারছি না পড়তে। প্রকাশককে ফোন দিয়ে বললাম, এ কেমন বই প্রকাশ করেছেন? তিনি কাচুমাচু করলেন, কারণ ব্যবসার ধান্দায় যে বই প্রকাশ করেছেন তা তো অস্বীকার করতে পারেন না। আমি টাকা খরচ করে বইটি কিনেছি, আপনারা ফ্রি পেলেও এই অনুবাদ হাতে নেবেন না৷ সর্বোপরি এমন বেয়াক্কেল অনুবাদক ও প্রকাশকের মুন্ডুপাত করছি। ছবিতে মাত্র তিন পৃষ্ঠার নমুনা দিলাম। পুরো বই জুড়ে এমন বাংলা ইংরেজি মিশ্রণ। জঘন্যতম অনুবাদ। যারা 'অসাধারণ বই' লিখে রিভিউ করেছে তাদের একজনও ভেরিফাইড ক্রেতা নয়। এরা প্রকাশনীর ভাড়া করা রিভিউয়ার।
Was this review helpful to you?
or
বইয়ের কোয়ালিটি অনেক ভালো।
Was this review helpful to you?
or
অনেক সুন্দর অনুবাদ। বাংলা ভাষায় চমৎকার একটি কাজ।
Was this review helpful to you?
or
খুবই বাজে অনুবাদ হয়েছে । একদম ইংলিশ টু বাংলা অনুবাদ করে রেখেছে । শুধুশুধু বই টা কিন টাকাটা জলে ফেললাম । এসব কারণেই আমি অনুবাদ বই পড়তে পছন্দ করি না । ফালতু টাইপের অনুবাদ ? বইয়ের প্রথম পৃষ্ঠায় প্রথম লাইনেই ভুল করা "আমার স্ত্রী যখন নিরামীষভোজী হওয়ার আগে ," এটা কোন ধরনের কথা ভাই যখন আবার হওয়ার আগে এটা কেমন কথা আজাইরা আর কিছু বললাম না
Was this review helpful to you?
or
অনুবাদক বইয়ের হাইপের কথা চিন্তা করে কোনোরকম জাস্ট ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দিছে। ঠিক এসব কারণেই আমি ইংরেজি বইয়ের অনুবাদ পড়তে চাই না। পুরো টাকা পানিতে ফেলে দিলাম মনে হচ্ছে। এর থেকে ইংরেজি টা পড়াই ভালো ছিল। অনেকে বলতে পারে যে ফাও রিভিউ দিচ্ছি। দেখুন, বইটা আসলেই কিনেছি।