User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
গতকাল ৩:২৬ এ অর্ডার কনফার্ম করলাম। আজকে ১ টা বাজে হাতে পেলাম। ধন্যবাদ রকমারি ডটকমকে।
Was this review helpful to you?
or
শুরুতেই ধন্যবাদ জানাতে চাই স্যার কে যিনি লিখেছেন এই মাস্টারপিস বইটি।সত্যি বলতে বিসিএস বিসিএস অনেক কথা শুনেছি, আদতে এর ইতিহাস, আদ্যোপান্ত, নিয়মাবলি সকল কিছুই অজানা ছিলো। বইটির সম্পর্কে জেনেছিলাম কলেজেরই একটি গ্রুপের মাধ্যমে,বলে রাখা ভালো লেখক স্বয়ং আমার কলেজেরই শিক্ষক।গ্রুপে দেখার পর পরই লোকাল লাইব্রেরিতে খোঁজ নিয়ে জানতে পারি লাস্ট কপিটি আজই শেষ হলো বলে। অগত্যা রকমারিই ভরসা।২ দিনেই হাতে পাই বইটি। বইটি সত্যিই অনেক তথ্যবহুল, চাকরি প্রত্যাশীদের প্রথম পছন্দ যেহেতু বিসিএস,সেই ক্ষেত্রে এই বইটি একটি গাইডলাইন। শুরু থেকে শেষ অবধি খুব চমৎকার ভাবে সাজানো হয়েছে প্রতিটি টপিক,বইটি পড়া শেষে মনে আর কোনো প্রশ্নের অবকাশ থাকে নি।কাঁচা হাতে বইয়ের রিভিউ লিখছি,প্রত্যাশা থাকবে সামনে স্যারের থেকে আরো হেল্পফুল কিছু পাবো, ক্ষুদে এই পাঠকের তরফ থেকে কৃতজ্ঞতা জানবেন।
Was this review helpful to you?
or
সব মিলিয়ে খারাপ না।যথেষ্ট তথ্যবহুল।
Was this review helpful to you?
or
Informational book..
Was this review helpful to you?
or
বইটি অসাধারণ।বিসিএস সম্পর্কিত পরিপূর্ণ ধারণা পাওয়ার জন্য বেস্ট বই এটি। শুকরিয়া জানাই লেখক কে।
Was this review helpful to you?
or
অল্পদিনের মধ্যে ডেলিভারি পেয়ে গেলাম ভালোভাবেই
Was this review helpful to you?
or
প্রথমমত, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা স্যার ?। কারণ, একদম জিরো থেকে চাকুরী প্রত্যাশীদের জন্য এত সুন্দর উপদেশমূলক বই আমি কখনও দেখিনি। আর বিসিএস প্রত্যাশীদের জন্য বইটি আশীর্বাদ স্বরূপ ?। "রোড টু বিসিএস " বইটি তে বিসিএস এর পদমর্যাদা, সুযোগ সুবিধা, প্রস্তুতি, আবেদন যোগ্যতা, সময় ম্যানেজ থেকে শুরু করে সিলেবাস, চাকুরির কোন বিষয়ের কোন বই, কিভাবে সময় করে পড়তে হবে এত সুন্দর করে বর্ণনা করেছেন, নন-ক্যাডার সহ এক কথায় বোঝার মতো। আমরা তো মানুষের থেকে শুনি এত ভালো করে অনেকেই জানেনা, আবার যে জানে ভাব নিয়ে হেয় করে বলতেও চাইনা। ভাইবার জন্য, ড্রেসআপ ( জুতো -মুজো থেকে শুরু করে হেয়ার স্টাইল পর্যন্ত সবকিছু এত সুন্দর করে বলেছেন অবাক লেগেছে) আমি একটা চাকুরিতে কর্মরত আছি এইটার ভাইবার সময় ভাইবা বোর্ড, ড্রেসআপ নিয়ে অনেক চিন্তায় ছিলাম অনেককেই জিগ্যেস করতে হয়েছে তবে মন মতো উত্তর হয়নি আর আপনি এখানে অনেক সুন্দর করে বলেছেন। বইটি পড়ছিলাম আর মনে হচ্ছিল আমরা আপনাকে জিজ্ঞেস করছি আর আপনি তার উত্তর করে যাচ্ছেন ?। বিসিএস তো সকল চাকরির 'মা' তাই আমার মনে হয়েছে " রোড টু বিসিএস" বইটিতে আপনার দেওয়া উপদেশ গুলো অনুসরণ করে আমরা যে কোন চাকুরি প্রস্তুতির জন্য উপকৃত হবো ?। আর পিএসসি যেহেতু অনেক চাকুরির পরিক্ষা নিয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের মতো সকল চাকুরি প্রার্থীদের দিক নির্দেশনার জন্য অনেক কাজে দেবে। এক কথায় বইটি চমৎকার?!!!! অসংখ্য ধন্যবাদ স্যার ?♥️!!!!
Was this review helpful to you?
or
বিসিএস সম্পর্কে কিছু জানে না এমন এক ব্যাক্তির জন্য বইটি উপযুক্ত। বইটি পড়ার পরে বিসিএস সম্পর্কে তার সকল ধারনা পরিষ্কার হয়ে যাবে। তবে লেখক যদি তার ব্যাক্তিগত অভিজ্ঞতা শেয়ার করত তাহলে বইটি পড়ে আরো ভালো লাগত।
Was this review helpful to you?
or
বিসিএস প্রস্তুতির জন্য এই বইটি হতে পারে অন্যতম সেরা নির্দেশক। বইয়ের কিছু অংশ পড়ে এবং টপিক প্লান,বিন্যাস ও সাবলীল উপস্থাপন যে কাউকে বিসিএস এর আদ্যোপান্ত উপলব্ধি করতে সক্ষম করে তুলবে। আমি মনে করি রোড টু বিসিএস বিগিনার বিসিএস আগ্রহীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ প্রিয় রবিউল আলম লুইপা স্যার।
Was this review helpful to you?
or
মাত্র ২ দিন লাগলো হাতে পেতে। বই পড়ে দেখি নি এখনো, অবশ্যই ভালো হবে জানি। বইটি পৌঁছে দেওয়ার জন্য রকমারিকে ধন্যবাদ! ❤️
Was this review helpful to you?
or
বইটা আসলেই মারাত্নক! সব সময় এরকম একটি বইয়ের খোঁজে ছিলাম যেখানে বিসিএস এর নিয়োগ থেকে জয়েনিং পর্যন্ত সকল বিষয়ে সুন্দরভাবে ধারণা দেওয়া থাকবে। রবিউল আলম লুইপা স্যারকে অনেক ধন্যবাদ এরকম একটি হেল্পফুল বই লেখার জন্যে। ?
Was this review helpful to you?
or
রোড টু বিসিএস বইটি দারুণ বিসিএস এর ইতিহাস, বিভিন্ন ক্যাডার নিয়ে বিস্তারিত আলোচনা, নিয়োগ প্রক্রিয়া আলোচনা প্রস্তুতি নিতে দারুণভাবে সহায়তা করবে ধন্যবাদ রাইটারকে এমন একটি বই উপহার দেয়ার জন্য সাথে রকমারিকেও ধন্যবাদ
Was this review helpful to you?
or
Road To BCS বইটি গতকালকে রিসিভ করলাম।অসাধারন একটি বই।যারা বিসিএস প্রস্ততি নিচ্ছেন বা বিসিএস সম্পর্কে খুঁটিনাটি জানতে আগ্রহী তাদের জন্য সকল তথ্য থাকছে এই বইটিতে।প্রতিটি ক্যাডার সম্পর্কে বিস্তারিত,কোন ক্যাডারের কি সুবিধা,প্রমোশন,বেতন,সুযোগ সুবিধা,প্রস্ততি কৌশল,কিভাবে পড়তে হবে,কোন বই পড়তে হবে,লিখিত,ভাইভা প্রস্ততি সবকিছু।এটা পড়ার সময় লেখক এত তথ্য কিভাবে সংগ্রহ করেছে আমি তাই ভেবেছি। এই বই পড়ার পরে বিসিএস নিয়ে আর কাউকে কোন কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে বলে আমার মনে হয়না।লেখককে অনেক অনেক ধন্যবাদ সকল বিসিএস পরীক্ষার্থীদের মনে জমে থাকা আকাঙ্খিত প্রশ্নগুলো নিয়ে দিকনির্দেশনামূলক এত সুন্দর বই রচনা করার জন্য। তাই যারা বিসিএস প্রস্ততি নিচ্ছেন তাদের জন্য অবশ্য প্রয়োজনীয় একটি বই। বইটি স্বাচ্ছন্দ্যে নিতে পারেন।