User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অনেক ভালো একটা বই। সবাই নিতে পারেন।
Was this review helpful to you?
or
বড়দিনের আড্ডায় একটি পুরনো বাড়িতে সবাই মিলে মেতে উঠে ভূতের গল্পের আসরে। গম্ভীর প্রকৃতির মানুষ ডগলাস নিজে থেকেই এক অদ্ভূত কাহিনী শোনাতে আগ্রহী হন। সেই কাহিনীর প্রধান চরিত্র যে মহিলা তার কাছ থেকেই ডগলাস শুনেছেন এই ঘটনাটি। কাহিনীটা বলার আগেই ডগলাসের আচরণ খুবই অস্বাভাবিক হয়ে যাচ্ছিল যেন বহুদিন ধরে এক অপার্থিব রহস্য বয়ে বেড়াচ্ছেন তিনি। ঘটনার সময় সেই মহিলার বয়স তখন বিশের আশেপাশে। বাড়ি ছেড়ে বহু দূরে চাকরী করতে আসেন বিশাল এক বাড়ি ব্লাই ম্যানরে। দুইজন ফুটফুটে বাচ্চা ফ্লোরা এবং মাইলস এর আয়া হয়ে থাকতে হবে উনাকে। সবকিছুই খুব বেশি ভালো । স্বপ্নের মত সুন্দর বাড়ি, দেব শিশুর মত ফুটফুটে দুই বাচ্চা যাদের কথাবার্তা আচরণে কোন খাদ নেই। কিন্তু সবকিছু কি এত নিখুঁত হয় ? মহিলা হঠাৎ করেই অনুভব করতে শুরু করেন এ বিশাল বাড়িতে তাড়া করে বেড়াচ্ছে অতিপ্রাকৃত কিছু প্রেত। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদের ছায়া দেখতে শুরু করেন তিনি। ফ্লোরা আর মাইলস কে প্রচন্ড ভালোবাসেন মহিলা। তিনি বুঝতে পারলেন ওই অপার্থিব ছায়া গুলো ফ্লোরা আর মাইলসকে নিয়ে যেতে চায়। এই ধারণা তার মনে এক অদম্য শক্তি এনে দেয় । ভয় না পেয়ে সামনাসামনি হয় সেই অতিপ্রাকৃতিক শক্তির। যেভাবেই হোক বাচ্চা দুটিকে বাঁচাতে হবে। এখানে কাহিনীটা সরল মনে হলেও আসলে জটিলতায় ভরপুর। প্রত্যেকটি চরিত্র নিয়ে কোনো না কোনো সময় প্রশ্ন উঠবেই। প্রতিটি চরিত্রের মধ্যেই যেন লুকিয়ে আছে কোনো না কোনো রহস্য। দ্য টার্ন অফ দ্য স্ক্রু বইটিকে বলা হয় পৃথিবীর প্রথম সাইকোলজিক্যাল হরর। অন্য অতিপ্রাকৃত কাহিনী গুলোর মত এখানে ভূত-প্রেত নয় বরং প্রাধান্য পেয়েছে অনিশ্চয়তা। ভূত প্রেত কি আসলেও আছে নাকি সবই মহিলার মস্তিষ্কের চিন্তাভাবনা? পুরো কাহিনীকে ঘিরে রয়েছে এই অপার্থিব অনিশ্চয়তা। আর লেখক হেনরি জেমস সরাসরি সব প্রশ্নের উত্তর দিয়ে দেননি। উল্টো পাঠকের মনে আরো নতুন নতুন প্রশ্নের উদ্ভব হবে। আমরা চাইলে কাহিনী যেখানে শেষ হয়েছে সেখানে থেমে যেতে পারি নয়তো আমাদের নিজেদের মতো ব্যাখ্যা তৈরি করতে পারি। গল্পের এরকম সমাপ্তির জন্যই বইটি সার্থকতা পেয়েছে বলে আমি মনে করি। উপন্যাসটি একদম শেষ পর্যন্ত আমার মনোযোগ ধরে রাখতে সফল হয়েছে। এর জন্য অনুবাদকের প্রশংসা করতেই হবে। কারণ কাহিনী যতই ভালো হোক লেখনী ভালো না হলে পাঠককে ধরে রাখা সম্ভব নয়। এই বইয়ের অবলম্বনে একটি মিনি সিরিজ আছে "The Hunting of Bly Manor". বইটি পড়ে আমার এতই ভালো লেগেছিল যে শেষ করার সাথে সাথে সিরিজটাও দেখে ফেলেছি। সব মিলিয়ে দারুণ সময় কেটেছে দ্য টার্ন অফ দ্য স্ক্রু বইটির সাথে।