User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
?? **কোহিনূর – আমার প্রথম ভৌতিক থ্রিলার, আর এখনো সেরা!** আমি জীবনে প্রথম যেই **ভৌতিক থ্রিলার** উপন্যাস পড়েছি, সেটা হচ্ছে **লাবণ্য ইয়াসমিন**-এর লেখা **“কোহিনূর”**। আর প্রথম হওয়ার পরও, আজ পর্যন্ত এটা-ই আমার পড়া **সেরা বাংলা ভৌতিক উপন্যাস**। এই উপন্যাস শুধু একটা গল্প না—এটা একটা **অনুভব, এক অদ্ভুত আকর্ষণ**। বইটা পড়া শুরু করেই আমি বুঝে গেছিলাম, এটা আমি সহজে ভুলতে পারব না। একদিকে **রহস্য আর ভয়**, আর অন্যদিকে **ভালোবাসা ও আবেগ**—সব একসাথে এমনভাবে জড়িয়ে গেছে, যেটা মন ছুঁয়ে যায়। সবচেয়ে বেশি ভালো লেগেছে **জুবায়ের ফারুকী আর অধরার প্রেম**। ওদের সম্পর্কটা যেন কুয়াশার মধ্যে লুকিয়ে থাকা এক অদৃশ্য টান—যেটা একদিকে মিষ্টি, আবার অন্যদিকে রহস্যময় আর কষ্টভরা। অধরার চরিত্রটা এতটাই গভীর, এতটাই ভিন্ন, যে মনে হয় ও একটা সাধারণ মানুষ না—ও যেন একটা গল্প নিজেই। লেখিকার ভাষা, বর্ণনা, আর পরিবেশ তৈরি করার স্টাইল একেবারে **জাদুকরী**। রাতের নিস্তব্ধতা, চাঁদের আলোয় ঝিকিমিকি করা গা ছমছমে মুহূর্তগুলো, আর অদ্ভুত সব ঘটনার বর্ণনা আমাকে পুরোপুরি টেনে নিয়েছিল সেই রহস্যময় জগতে। ⭐ আমার রেটিং: ★★★★★ (৫/৫) **“কোহিনূর”** আমার জীবনের প্রথম ভৌতিক থ্রিলার হওয়া সত্ত্বেও, এখনো পর্যন্ত **সবচেয়ে প্রিয় বাংলা উপন্যাস**। এই বই শুধু পড়া হয় না—এই বই অনুভব করা যায়.
Was this review helpful to you?
or
onek onek Beshi Valo chilo. prothome jubayer farukike ghrina korleo porobortite charecter tar preme pore gechi . oshomvhob Valo akta boi . aita Amar honest review. akdiner moddhe boi ta pore sesh kore felsi . akhon afsos lagtese ? Mone hoitese aro koyta page thakle Valo hoito . I really love this book ❤️❤️
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ এই ফাস্ট টাইম বইটি অর্ডার করেছি এবং বইটি যেমন দেখেছি ছবিতে তেমনটি পেয়েছে রকমারিকে অনেক অনেক ধন্যবাদ♥️ এত সুন্দর ভাবে বইটি দেওয়ার জন্য এবং আপনারাও নিতে পারেন বইটি অনেক সুন্দর এবং গল্পটি পড়লে শুধু পড়তে মন চাইবে এই গল্পটির মধ্যে অনেক টুইস্ট আছে ইনশাল্লাহ আমি সেকেন্ড পাট কিনব?
Was this review helpful to you?
or
অনেক ধন্যবাদ আপনাদের। বইটি হাতে পেয়ে অনেক ভালো লাগতেছে।
Was this review helpful to you?
or
শেষ খারাপ লাগছে অনেক শেষে কি হয় জানতে ২ খন্ড কিনতে হবে ??
Was this review helpful to you?
or
eita ekta comic hole bhalo hoto
Was this review helpful to you?
or
this is very good book❤❤❤❤
Was this review helpful to you?
or
এ গল্পটি আপনাকে বোরিং ফিল করাবে না কারণ বইটি পড়ার একটু পর পর নতুন রহস্য আপনার সামনে আসতে থাকবে,,,,,,,,, প্রত্যেকটি অধ্যায় আপনাকে আশ্চর্য করবে,,,,,,
Was this review helpful to you?
or
"কোহিনুর" পড়ার অভিজ্ঞতা এক কথায় শিহরণ জাগানো। এটি কেবল একটি ভৌতিক কাহিনি নয়; বরং রহস্য, অতিপ্রাকৃত শক্তি এবং অতীতের এক অজানা সত্যের মিশ্রণে তৈরি একটি আকর্ষণীয় গল্প। লেখক লাবণ্য ইয়াসমিন তার গদ্যের মাধ্যমে এমন এক ভয়ের আবহ তৈরি করেছেন, যা পাঠককে গভীরভাবে গল্পের ভেতরে টেনে নেয়। গল্পের শুরু থেকেই এক ধরনের অদ্ভুত রহস্যের গন্ধ পাওয়া যায়। ভয় কেবল অতিপ্রাকৃত জগত থেকেই আসে না; মানুষের মনে যে অজানা আতঙ্ক বাস করে, সেটাও দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
Was this review helpful to you?
or
অনেক সুন্দর একটি গল্প। বইটি পড়ার সময় একটি বারের জন্য আপনার মনে হবে না নাহ আর পড়তে৷ ইচ্ছা করছে না।বরং একবার শুরু করলে পুরো বই টা একবারে শেষ না করে উঠতেপারবেন না।
Was this review helpful to you?
or
অসম্ভব থ্রিলার সম্পূর্ণ বই। পড়ে অবশ্যই ভালো লাগবে আপনার।
Was this review helpful to you?
or
best book
Was this review helpful to you?
or
osdharon porar moto book
Was this review helpful to you?
or
অসাধারন
Was this review helpful to you?
or
লেখাটি খুব ভালো লাগলো। প্রতিটি পয়েন্টে টুইস্ট ছিল।?
Was this review helpful to you?
or
বইটা একবার পড়ে দেখুন, আপনাদের কাছে বইটা যে এত ভালো লাগবে। আপনার আমি বলে বোঝাতে পারবো না। এই বই আপনারা একবার পড়লে, বইয়ের পরের অংশ পড়ার জন্য মনের ভেতরে আকর্ষণ সৃষ্টি হবে।হঠাৎ করে গল্প শুরু হয় এবং গল্পের মাঝামাঝি একটু স্লোতে চলে আবার গল্প শেষের দিকে অনেক টুইস্ট। গল্পের এই তিন অংশ যদি ধারাবাহিকভাবে চলত তাহলে বেশি ভালো হতো । বইটা সত্যি অসাধারণ, আপনারা চাইলে নিতে পারেন । লাবন্য ইয়াসমিন তুমি যদি, বইয়ের প্রত্যেকটি পাঠের শুরুতে। তুমি যদি AI এর মাধ্যমে একটি একটি করে ছবি তৈরি করে দিতে। তাহলে ব্যাপারটা জমে যেত।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি গল্প। গল্পের প্রতিটি অধ্যায়ে রয়েছে নতুন নতুন টুইস্ট। শতভাগ নিশ্চিত করে বলতে পারি পাঠক বইটি পড়তে বসলে গল্পটি পুরোপুরি শেষ না করে উঠতে পারবে না ,গল্পটি পাঠককে নিজের মধ্যে আটকে রাখবে। গল্পের প্রধান চরিত্র অধরা। অধরা শাশুড়ি হঠাৎ করে মারা যায়। কিন্তু সে বুঝতে পারে না, যে এটা কি আত্মহত্যা নাকি হত্যা। কিন্তু অধরার শ্বশুর বাড়ির লোকজন এটিকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয়। কিছুদিন পর সে জানতে পারে যে, সে যাকে শাশুড়ি বলে জানত সে আসলে তার শাশুড়ি নয়। কিন্তু কেন? সে আরো জানতে পারে সুলতান পরিবারের এক অভিশাপের কথা। কি সেই অভিশাপ? সুলতানি পরিবারের সবাই একটি কোহিনুর এর অপেক্ষা করছে, কিন্তু কি সেই কোহিনুর? কি এর ক্ষমতা? জানতে হলে পড়তে হবে কোহিনুর। ধন্যবাদ লাবণ্য ইয়াসমিন কে এত সুন্দর ভৌতিক থ্রিলার গল্প উপহার দেওয়ার জন্য।