
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
একটানা দুঘণ্টা বসে পড়ে শেষ করলাম কাকাবাবু সিরিজের "খালি জাহাজের রহস্য"। মনে হচ্ছিলো এ দুঘন্টায় আমি ও যেন কাকাবাবুদের সাথে ঘুরে এলাম সুন্দরবনের সেই উল্লেখ করা সমুদ্রটায় দ্বীপটায় আর সে খালি জাহাজটায়। উফফ, সে কি যে মারাত্মক অনূভুতি লাগছিলো গল্পটা পড়তে। এমন না হলে আর কাকাবাবুর গল্পগুলো জমে নাকি। Best best & best
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই
Was this review helpful to you?
or
সকাল বেলা হুট করে কাকাবাবু সন্তুকে নিয়ে ক্যানিং এ চললেন।সুন্দরবনে এক দ্বীপে এক রহস্যময় জাহাজ এসে ভিড়েছে।রহস্যময় কারণ,জাহাজের মধ্যে কোনো লোকের সন্ধান পাওয়া যায়নি অথচ টেবিলে খাবার রাখা আছে!স্থানীয় ছিঁচকে চোর-ডাকাতেরা যা পেয়েছে নিয়ে চলে গেছে।কিন্তু কাকাবাবুর তো চোর-ডাকাত ধরার কথা নয়?তাইলে কাকাবাবু হঠাৎ কেন যাচ্ছেন? কাকাবাবু সন্দেহ করছেন এই লঞ্চটা দুনিয়ার অন্যতম সেরা বিজ্ঞানী ইংগমার স্মেল্টের।যে অন্য বিজ্ঞানীদের উপরে ক্ষুব্ধ হয়ে সমুদ্রে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছেন। পথে দেখা হলো এক রহস্যময় সাধুর সাথে যে কাকাবাবুকে দেখে ভবিষৎবাণী করলো তারা আজ রাতের মধ্যে কোলকাতা ফিরতে পারবে না?আসলেই কি তাই? কাকাবাবুরা ঢুকে পড়লো সুন্দরবনের গহীন জঙ্গলে যেখানে যেকোনো মুহূর্তে বাঘ ঝাপিয়ে পড়তে পারে।একসময় কাকাবাবুরা সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাতদের হাতে পড়লেন। তারপর? তারপর কাকাবাবু খুঁজে পেলেন ইংগমার স্মেল্টের ডায়েরি, কাকাবাবুর সন্দেহই ঠিক হলো।কিন্তু কোথায় ইংগমার স্মেল্ট?ডাকাতেরা তার সবকিছু লুট করা নিয়ে তাকে মেরে চলে যায়নি তো?শুরু হলো এডভেঞ্চার,ডাঙ্গায় দু প্রকারের শত্রু এক ডাকাত আর দুই সুন্দরবনের বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার। আর পানির নিচে আছে কামঠ।পাঠক,কাকাবাবু-সন্তুর অভিযানে আপনাকে স্বাগতম। সন্তু-কাকাবাবু সিরিজ নিয়ে বোধহয় বেশি কিছু বলার প্রয়োজন নেই।ছোটদের সিরিজ হলেও বড় ছোটো সবাই সমান আগ্রহ নিয়ে পড়েন কাকাবাবু। সুনীল গাঙ্গুলির এমনি হাতের জাদু!বইয়ের প্রথম পেজ থেকে শেষ পর্যন্ত কেমন যেন একটা আকর্ষন আটকে রাখে বইয়ের সাথে!তবে জোজো থাকলে আরও ভালোলাগে।দু:খের বিষয় জোজো এই বইতে নেই! :( পড়ার আমন্ত্রণ রইল! :)
Was this review helpful to you?
or
বই : খালি জাহাজের রহস্য। লেখক : সুনীল গঙ্গোপাধ্যায়। মূল্য : ২২৫ টাকা। পৃষ্ঠা : ১১৭। প্রকাশনী : আনন্দ পাবলিশার্স। #কাহিনী_সংক্ষেপ খবরের কাগজ রেখে কাকাবাবু সন্তুকে জিজ্ঞেস করল, " কী রে সন্তু একটু বেড়াতে যাবি ?" কথাটা শুনেই সন্তুর চোখেমুখ উজ্জ্বল হয়ে উঠে। কাকাবাবু একটু বেড়াতে যাওয়া মানেই হচ্ছে আন্দামান কিংবা হিমালয়! আরও দূর দেশও হতে পারে। একবাক্যে সন্তু রাজি হয়ে যায়। তবে এবারের যাত্রা ট্রেনে বলে সন্তু একটু দমে গেল। যদিও ট্রেনে ভ্রমণও সন্তু দারুণ লাগে। কাকাবাবু যখন বললো চল বেরিয়ে পরি, সন্তু অবাক হলো! ব্যাগ গোছাতে হবে না! কাকাবাবু সন্তুকে বললেন তারা ট্রেনে চেপে যাবেন, আজ রাতেই আবার ফিরে আসবেন। ব্যস ওরা বেরিয়ে পড়ল। ট্যাক্সি খুঁজতে গিয়ে সন্তুর বিমানদার সাথে দেখা। বিমানদার আসল নাম হলো সাহেব, পেশায় সে পাইলটও বটে। সন্তু ভাবে নামের সাথে কাজের এমন মিল খুব কম মানুষের বেলাতেই হয় বৈকি! বিমান সন্তুকে লিফট দিতে চাইলে সন্তু জানায় কাকাবাবু সাথে আছেন। কাকাবাবু সচরাচর কারো সাথে কোথাও যেতে চান না, এ ব্যাপার সকলেরই জানা। কিন্তু আজ বিমানককে দেখে কাকাবাবু নারাজ হয়নি, বরং খুশীই হলেন। কাকাবাবু বিমানকে শিয়ালদা স্টেশনে নামিয়ে দিতে বললেন।গাড়িতে চেপে সন্তুর ভারী আনন্দ হলো। বিমানদা হাসিখুশি মানুষ তার সঙ্গ সন্তুর পছন্দ। বিমান জিজ্ঞেস করতেই কাকাবাবু জানালেন, তারা ক্যানিং হয়ে সুন্দরবন যাচ্ছে। এক খালি জাহাজ এসে নাকি সুন্দরবনে ভিড়েছে। যার গায়ে কোনো নামধাম কিছু লিখা নেই। সেই রহস্যময় জাহাজ দেখতেই এই যাত্রা। বিমানও কাকাবাবু আর সন্তুদের সাথে যাওয়ার জন্য বায়না ধরল। কাকাবাবু রাজি হওয়ায় তারা মহানন্দে চলল ক্যানিং এর পথে। তারা যখন ফেরি ঘাটে পৌঁছল টিকেটববাবু জানালো বন'বালার পরে আর কোনো লঞ্চ নেই। আবার লঞ্চ ছাড়বে আড়াই ঘন্টা পরে। বাধ্য হয়ে ওরা বন'বালাতেই চেপে বসল। পুলিশের একটা লঞ্চ ছেড়ে গেছে ওটা ধরতে পারলে কাকাবাবু বেশ সুবিধে হতো। কেননা ওটায় কাকাবাবুর পরিচিত অফিসার রয়েছে। কিন্তু ঘটনা ক্রমে ঘন্টা খানেক বাদে ওরা ওই লঞ্চটা পেয়ে গেল। পাঠপ্রতিক্রিয়া : কিসের পাঠপ্রতিক্রিয়া হুম? পড়েই দেখুন না! অন্যে প্রতিক্রিয়ার সাথে আপনার প্রতিক্রিয়া তো নাও মিলতে পারে! তাই না?
Was this review helpful to you?
or
উপন্যাসঃ খালি জাহাজ রহস্য লেখকঃসুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত) প্রকাশনী: আনন্দ পাবলিশার্স (ভারত) ধরন: পশ্চিমবঙ্গের রহস্য, গোয়েন্দা, ভৌতিক ও পৌরাণিক মুল্যঃ২২৫ টাকা "কাকাবাবু" সবারই খুব পছন্দের বলতে অন্তত বইপোকাদের জন্য একটি অন্যতম ভালো লাগার চরিত্র। কাকাবাবুর পুরো নাম রাজা রায় চৌধুরী। তিনি নিজের ইচ্ছায় কিছু সমস্যা হাতে নিয়ে সেগুলো সমাধান করার চেষ্টা করে। তার সমস্যা গুলোর মধ্যে দেখা যায় বেশির ভাগ ঘটনা ইতিহাসের সাথে জড়িত। আর এসব অভিযান গুলো তে সবসময় তার সাথী হিসেবে থাকে একমাত্র ভাতিজা সন্তু। বলে রাখা ভালো,কাকাবাবুর কিন্তু সবথেকে দুর্বল দিক ও হচ্ছে সন্তু কারণ যে কাকাবাবু কাউকে দেখে ভয় পায়না তাকে খুব সহজেই গ্রাস করে ফেলা যায় সন্তুর কোন ক্ষতির কথা বললে। কাকাবাবু কিছুদিন ধরেই কিছু সংবাদ শুনছেন। বিভিন্ন রকম গুজব তার কানে ভেসে আসছে। কাকাবাবু কে দেখে মনে হচ্ছে তিনি একদম ই এসব ব্যাপারে কান দিচ্ছে না। কিন্তু আসলে কিন্তু ঘটনা সেরকম কিছু না। সে সন্ত কে নিয়ে বেরিয়ে পড়েছে এইবার জাহাজ ভ্রমণে। তার কাছে কিছু দিন আগেই খবর এসেছে বনের ভেতরে হঠাৎ করে একটা খালি ছোট জাহাজ মতো ভেসে এসেছে কিন্তু অবাক বিষয় কোন লোকজন নেই, কোন খবর ও ছাপেনি। তাই কে এই জায়গাতে জাহাজ নিয়ে এসেছে দেখার জন্য কাকাবাবু বেরিয়ে পড়লো নতুন অভিযানে। কার হতে পারে এই জাহাজ?? কোন বিখ্যাত ব্যাক্তির সাথে জড়িত নেই তো?? যার জাহাজ তাকে কি খুজে পাবে? আর সাথে জাহাজ এখানে থাকার রহস্য কি বের করতে পারবে কাকাবাবু?? জানতে হলে পড়ুন।।




