User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিলো এক পর্যায়ে এসে। ভেবেছিলাম একরকম কিন্তু হলো অন্যরকম মানে একদমই অন্যরকম। জাস্ট অসাধারন ?
Was this review helpful to you?
or
বইটির সামগ্রিক অবস্থার একটা ছোট রিভিউ দিলাম। বইঃকাকাবাবু ও ব্ল্যক প্যান্থার মূল্যঃ ২৭০টাকা লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়। প্রকাশকঃআনন্দ প্রকাশনী,ভারত। বইয়ের পৃষ্টার মান- ১০/১০ বই বাইন্ডিং-১০/১০ রকমারি সবসময়ের মত অরিজিনাল কপি ডেলিভার করে। তাই বই এর দাম দেখে হকচকিয়ে যাওয়ার কিছুই নেই।যেহেতু ভারত থেকে আমদানি কৃত শুল্ক কর বাদ দিয়ে রকমারির লাভ নেই বললেই চলে।তবে আনন্দ প্রকাশনীর বইয়ের বাইন্ডিং এর তুলনা নেই বললেই চলে।বইটির সাধারণ মলাটের নিচে ক্লথ কাভার দেওয়া আছে!তাই আমার ব্যাক্তিগত মত অনুযায়ী বইয়ের মান অনেক ভালো। কাহিনী ছোট হলেও চিত্তাকর্ষক এবং অ্যাডভেন্চেরাস।চা বাগানে দস্যুনদের হাতে পড়ার মজাটাই আলাদা।
Was this review helpful to you?
or
সবার পড়ার মত উপযোগী এই বইটি।সকল বয়সী পাঠক এই বই টী পড়ে বুঝতে পারবেন। এই বইতে ব্যাবহৃত হয়েছে অপূর্ব ভাষাশৈলী। যা পাঠক এর মন নিমিষেই জয় করে নিবে। এই লেখকের অন্যতম সেরা বই এটি ।তাই সকলের এই বইটী পড়া উচিত।
Was this review helpful to you?
or
এইবার সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের শুনিয়েছেন কাকাবাবুর এমন এক কাহিনী যেখানে রয়েছে পাহাড়- জঙ্গলের এক বন্য পরিবেশের রোমাঞ্চ সাথে এক স্থানীয় সন্ত্রাস গোষ্ঠী আর ব্ল্যাক প্যান্থার নামের গোপন কিছুর রহস্য। ৯ বছর পড়ে কাকাবাবুর বন্ধু গৌতম ওরফে গোবর্ধন, তার স্ত্রী মিলি আর তাদের একমাত্র পুত্র পুরু আমেরিকা থেকে কলকাতায় আসলে কাকাবাবুর সাথে দেখা করতে আসে। কথায় আর আড্ডায় গৌতমবাবু আর মিলি প্রস্তাব তুলেন উত্তরবঙ্গের কোথাও চা- বাগানে ঘুরতে যাবেন। ঠিক হয় তারা সবাই নিউ জলপাইগুড়ি যাবেন চা- বাগান দেখতে। কাকাবাবু তার বন্ধুর ছেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রণবীর গুপ্তর ওখানে উঠে। কাকাবাবুদের থাকার ব্যবস্থা হয় চাপড়ামারি বাংলোতে। সেখানকার বাংলোর চারপাশের পরিবেশ, বন্য জন্তু আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সময় ভালো কাটলেও এক বিকেলে শঙ্কর রায়বর্মন নামের এক স্থানীয় সন্ত্রাসবাদী দলনেতা তার দলবল নিয়ে কাকাবাবু আর গৌতমবাবুকে বন্দি করে নিয়ে যায় আর সাথে চায় ৭০ লক্ষ টাকা যা দিয়ে সে অস্ত্র কিনে একটা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করবে।
Was this review helpful to you?
or
#রকমারী_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা #রিভিউ_১ কাকাবাবুর সাথে বাংলা সাহিত্যের যারা এডভেঞ্চার প্রেমী পাঠক তাদের আর নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। প্রাক্তন আর্কিওলজিস্ট, ক্রাচে ভর দিয়ে হাঁটেন, যার অসাধারণ মনোবল আর সাহস সাথে প্রচুর বিশেষণশক্তি। কত ধরনের রহস্যের জট খুলেছেন তার ইয়ত্তা নেই। তার প্রতিটি অভিযানে আছে তার ভাইপো সন্তু। আর রয়েছে সন্তুর সবসময়ের গুল মারা বন্ধু জোজো। এইবার সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের শুনিয়েছেন কাকাবাবুর এমন এক কাহিনী যেখানে রয়েছে পাহাড়- জঙ্গলের এক বন্য পরিবেশের রোমাঞ্চ সাথে এক স্থানীয় সন্ত্রাস গোষ্ঠী আর ব্ল্যাক প্যান্থার নামের গোপন কিছুর রহস্য। ৯ বছর পড়ে কাকাবাবুর বন্ধু গৌতম ওরফে গোবর্ধন, তার স্ত্রী মিলি আর তাদের একমাত্র পুত্র পুরু আমেরিকা থেকে কলকাতায় আসলে কাকাবাবুর সাথে দেখা করতে আসে। কথায় আর আড্ডায় গৌতমবাবু আর মিলি প্রস্তাব তুলেন উত্তরবঙ্গের কোথাও চা- বাগানে ঘুরতে যাবেন। ঠিক হয় তারা সবাই নিউ জলপাইগুড়ি যাবেন চা- বাগান দেখতে। কাকাবাবু তার বন্ধুর ছেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রণবীর গুপ্তর ওখানে উঠে। কাকাবাবুদের থাকার ব্যবস্থা হয় চাপড়ামারি বাংলোতে। সেখানকার বাংলোর চারপাশের পরিবেশ, বন্য জন্তু আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সময় ভালো কাটলেও এক বিকেলে শঙ্কর রায়বর্মন নামের এক স্থানীয় সন্ত্রাসবাদী দলনেতা তার দলবল নিয়ে কাকাবাবু আর গৌতমবাবুকে বন্দি করে নিয়ে যায় আর সাথে চায় ৭০ লক্ষ টাকা যা দিয়ে সে অস্ত্র কিনে একটা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করবে। কাকাবাবু আর গৌতমকে জঙ্গলে নিয়ে গিয়ে ১০ দিনের সময় দেয় টাকা দেওয়ার জন্যে। এদিকে পুলিশের উর্ধবতন কর্মকর্তারা উঠে- পড়ে লাগে কাকাবাবু আর গৌতমকে উদ্ধার করতে। শঙ্করও এদিকে তাদের সমানে শাসিয়ে যায় টাকা না পেলে তাদের হাত কেটে ফেলা হবে। পুলিশের কর্মকর্তারাও জানে না শঙ্কর দেখতে কেমন কারণ সে সবসময় ছদ্মবেশে থাকে। আর তাকে বাইরের লোক দেখেছেও মাত্র কয়েকজন তাও এক এক সাজে। তাইলে কাকাবাবু আর গৌতমকে পুলিশ উদ্ধার করবে কিভাবে? এদিকে শঙ্কর একদিন তার রাজ্যের রাজধানী কোথায় হবে সেটা দেখাতে কাকাবাবুদের নিয়ে গেলে কাকাবাবুর চোখে পড়ে মাটিতে বড় গর্ত করে তার মধ্যে ইলেকট্রিকের লাইন বসানো। সেটা খুঁজতে খুঁজতে কাকাবাবুর চোখে পড়ে যায় জঙ্গলের আড়ালে ডালপালা দিয়ে লুকানো তাঁবু। তাঁবু থেকে বের হওয়া কালো জামা, কালো মুখোশ পরা ব্ল্যাক প্যান্থাররা হঠাৎ কাকাবাবুদের উপর গুলি চালাতে থাকে। এরপরের গল্পটা কাকাবাবুদের কোন বড় বিপদ ডেকে আনল নাকি ব্ল্যাক প্যান্থার নামের কোন রহস্যময় দল উচ্ছেদ হল আর শঙ্করেরই শেষে কি হল এতসব উত্তর জানতে পড়তে হবে টানটান উত্তেজনার ' কাকাবাবু ও ব্ল্যাক প্যান্থার' নামের উপন্যাসটি। সুনীল বাবুর কলম যে কত বিচিত্র বিষয়ে বয়ে গেছে ভাবতেই অবাক লাগে। সেই ছোটবেলায় পড়া কাকাবাবু যেন এই যুবক বয়সে এসেও জীবন্ত লাগে। প্রতি পাতায় পাতায় থাকে উত্তেজনা, থাকে জোজোর হাস্যকর সব ঘটনার বয়ান, থাকে সন্তুর সাহসিকতা আর সর্বেসর্বা কাকাবাবুর সব রহস্য উদঘাটনের দক্ষতা। মাত্র ৫০ পেজের এই উপন্যাসটি আশা করি আপনাদের চিত্তবিনোদিত অবশ্যই করবে। #বইয়ের_নাম : কাকাবাবু ও ব্ল্যাক প্যান্থার লেখক : সুনীল গঙ্গোপাধ্যায়