User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
কি আর বলবো!!! খুবই ইন্টারেস্টিং ছিলো।
Was this review helpful to you?
or
কাকাবাবু আর সন্তু এবার কুচবিহারে। সেখানে গভীর রাতে রহস্যময় বিমান গ্রামের খুব কাছে দিয়ে উড়ে যায়। যার থেকে আগুন বের হয়। অনেকের দাবি সেটা ইউ এফ ও! গ্রামবাসিরা আতঙ্কে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। ঘটনা কি নিজ চোখে দেখতে কাকাবাবু আর সন্তু চলে গেল সেই গ্রামে। গল্পরের শুরুটা চমৎকার। শেষ পর্যন্ত ভালো লাগেনি। সন্তুর সমবয়সী একটা মেয়ের দেখা পাওয়া গিয়েছে। এটা ভালো লক্ষণ। সামনে আরো পাওয়া যাবে আশা করি....! সন্তু প্রেমিকা নিয়ে ঘুরছে ভাবতেই ভালো লাগছে। যদিও এই গল্পো মেয়ে চিরত্রটা এতোটাও ছিল না। সামনে হবে হয়তোবা........
Was this review helpful to you?
or
no comment
Was this review helpful to you?
or
কাকাবাবু আর সন্তু এবার কুচবিহারে। সেখানে গভীর রাতে রহস্যময় বিমান গ্রামের খুব কাছে দিয়ে উড়ে যায়। যার থেকে আগুন বের হয়। অনেকের দাবি সেটা ইউ এফ ও! গ্রামবাসিরা আতঙ্কে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। ঘটনা কি নিজ চোখে দেখতে কাকাবাবু আর সন্তু চলে গেল সেই গ্রামে। গল্পরের শুরুটা চমৎকার।
Was this review helpful to you?
or
বই : আগুন পাখির রহস্য লেখক : সুনীল গঙ্গোপাধ্যায় মূল্য : ২২৫ টাকা (রকমারি) পৃষ্ঠা : ১২০। ধরণ : গোয়েন্দা কাহিনী। প্রকাশনী : আনন্দ পাবলিশার্স (ভারত) #কাহিনী_সংক্ষেপ রোজকের মত কাকাবাবু তার সকল প্রাতঃকালীন কাজ সেরে সবে রেডিও নিয়ে বসেছে খবর শুনতে। ঠিক ওই সময় রঘু এসে কাঁচুমাচু করতে করতে জানায় সেই ভদ্রলোক দুইজন আবার এসেছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, যারা গতকালও এসেছিল। কাকাবাবুর সাফ কথা আমি ওসব ঝক্কিঝামেলায় যেতে পারবো না। তুমি সন্তুকে ডেকে দাও, যা বলার ও-ই বুঝিয়ে বলবে। কাকাবাবু ভ্রু কুঁচকে চিন্তা করতে লাগলেন, এখন প্রায় নিত্যদিনই নানা লোক এসে হাজির হয়। কারো গয়না চুরি গেছে তো কারো বাড়িতে ভূতের উপদ্রব, কারো বাড়িতে খুন হয়েছে সেইসব সমস্যার সমাধান কাকাবাবুকেই করে দিতে হবে! এইসব প্রস্তাব শুনেলেই কাকাবাবু রেগেই আগুন হোন! আরে কাকাবাবু খুঁড়ো মানুষ এত ঝক্কিঝামেলা করার ক্ষমতা কি তার রয়েছে নাকি? আর সে কি পুলিশ? নাকি ভূতের ওঝা যে ভূত তাড়াবে, খুনী খুঁজে বের করবে। কিন্তু না! কে শোনে কার কথা! তারপরও লোকের ঝুলোঝুলি লেগেই আছে। নাহ আর সহ্য হয় না। নিচের লোক গুলো চলে গেলে সন্তু আর জোজো উপরে আসে। কাকাবাবু দুজনকে দুটো চকলেট বের করে দিতে দিতে বলেন, চল সন্তু তোর পড়ার চাপ না থাকলে কোচবিহার থেকে ঘুরে আসি। বনবাজিতপুর গ্রামের মানুষ নাকি রহস্যময় বিমান দেখে ভয়ে পড়িমরি করে ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে। চল গিয়ে দেখা যাক ব্যাপারখানা কি! পরদিন দুইজন কোচবিহারের উদ্দেশ্যে বিমানে চড়ে বসে। কিন্তু কাকাবাবুর সাথে কোথায় যাওয়া এক জ্বালা। ঘরে বাইরে সব জায়গাতেই ওর পরিচিত মানুষের অভাব নেই যেনো। বিমানের পাইলট ককপিট ছেড়ে সোজা কাকাবাবুর পায়ের কাছে এসে হাজির। প্রণাম করে উঠতেই দেখা গেল অরিন্দমকে। বিমান থেকে নেমে অরিন্দম যখন কাবাবুর জন্য গাড়ি খোঁজ করছে তখন পুলিশের বড়বাবু অনির্বাণ এসে হাজির। অনির্বাণের কল্যাণেই ওরা সার্কিট হাউজে জায়গা পেয়ে গেল, সাথে ঘোরার জন্য অনির্বাণের জিপগাড়িটাও। পরদিন অবশেষে সন্তু আর কাকাবাবুকে নিয়ে অনির্বাণ বনজিতপুর গ্রামে হাজির হয়। কাকাবাবু জানায় তারা এই গ্রামেই থাকতে চায় কয়দিন। সেই অনুযায়ী ব্যবস্থা করে দিয়ে অনির্বাণ কোচবিহার চলে যায়। রাতেবেলায় ঘটে আসল ঘটনা! কাকাবাবু আর সন্তু নদীর পারে ঘাপটি মেরে লুকিয়ে থাকতে থাকতে একসময় দেখা পায় সেই আগুন পাখির। যা এক দীর্ঘ নীলাভা আলোকরশ্মি কে অনুসরণ করে তার আশেপাশে চক্রাকারে ঘুরতে থাকে। তারপর হঠাৎ উধাও হয়ে যায়! অন্যদিকে গ্রামে তিন তিনটা খুন হয় দিন কয়েকের মধ্যে। আসল ব্যাপার টা কি? গ্রামে এসে জানা যায় টোবি দত্ত নামের এক লোক অনেক টাকা নিয়ে এসে এইখানে বিলাশ বাড়ি করেছে। তার বাড়ির আশেপাশে কাউকে সে যেতে দেয়না। গ্রামের কারো সাথে সে মিশেও না। আর রাতের বেলায় তার বাড়ির ছাদ থেকেই বের হয় ঐ নীলাভ আলো। আর ঐ নীল আলোকে অনুসরণ করেই আসে এক বিশালাকার অদ্ভুতদর্শন যান। যাকে গ্রামের লোকজন আগুন পাখি নাম দিয়েছেন। আগুন ছাড়ানো পাখির সাথে ঐ খুনের কোনো সম্পর্ক রয়েছে কি? নাকি সবই পুলিশকে বোকা বানানোর ধান্ধা? আর এই টোবি দত্তটাই বা কে? হঠাৎ কোথায় থেকে উড়ে এসে জুরে বসল? সন্তু আর কাকাবাবু কি পারবে এই রহস্যভেদ করতে? নাকি নিজেরাও জড়িয়ে পড়বে কোনো বিপদে? জানতে পড়ে নিন "আগুন পাখি রহস্য " বইটি। #নিজের_কিছু_কথা : কাকাবাবু পড়া আমার এই প্রথম। বইটা আমি একটানা পড়ে শেষ করেছি। গল্পের একদিকে যেমন রয়েছে হাস্যরসাত্মক আলাপচারিতা। অন্য দিকে টানটান উত্তেজনাময় এডভেঞ্চার। পাঠক পুরাই থ্রিল পাবেন। যদি কিশোর উপন্যাস হিসেবে সমাদৃত, তবে আমার মত সর্বভুক বড় কিশোরদের জন্যেও নিঃসন্দেহে আনন্দপাঠ হবে বইটি। বই হোক ভালোবাসার প্রতীক।