User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আবু সাঈদ রচিত "অন্তরাল" উপন্যাসটি এক অনন্যসাধারণ সাহিত্যকর্ম। জীবনের ঝুঁকি নিয়ে করিম বকশি ও তার সঙ্গীদের দুর্বিষহ অভিযাত্রা, প্রকৃতির রূঢ় রূপ, গভীর বন-জঙ্গল, প্রবল বৃষ্টি ও দুর্দান্ত বাস্তবতার মধ্য দিয়ে নিরাপত্তার খোঁজে ছুটে চলার কাহিনী পাঠককে শুরু থেকেই আবিষ্ট করে রাখে। লেখকের লেখনী সহজ, সাবলীল এবং হৃদয়গ্রাহী। বাস্তবতা ও কল্পনার মিশেলে গড়া বর্ণনা এমনভাবে উপস্থাপিত হয়েছে, যা পাঠককে চরিত্রগুলোর সঙ্গে একাত্ম করে ফেলে। আবু সাঈদ সাহেব নিঃসন্দেহে একজন দক্ষ কথাসাহিত্যিক যিনি পাঠককে গল্পে টেনে নিতে জানেন। এই উপন্যাস কেবল একটি রোমাঞ্চকর যাত্রার বিবরণ নয়, বরং এটি মানবিকতা, সংগ্রাম, সাহস ও বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষার এক বাস্তব প্রতিচ্ছবি। লেখকের সৃজনশীল দৃষ্টিভঙ্গি এবং গল্প বলার অসাধারণ দক্ষতা বাংলা সাহিত্যের পাঠকদের হৃদয়ে নতুন আলো জ্বালাবে। ভবিষ্যতেও তার কলম থেকে এমন আরও অনুপ্রেরণাদায়ী ও সমৃদ্ধ সাহিত্যকর্ম আসুক—এই প্রত্যাশাই রইল।
Was this review helpful to you?
or
{অন্তরাল} ? জীবন হাতের মুঠোয় নিয়ে দৌড়ে চলা করিম বকশি ও চারজন। প্রকৃতির গভীর বন ও জঙ্গলদিয়ে ও বড় নদীতে বৃষ্টির মাঝে লোম দাঁড়িয়ে যাওয়া ঘটনা এবং কঠিন বাস্তবতাকে অতিক্রম করে নিরাপদ স্থানের জন্য ছুটে চলা। ? উপন্যাস টা পাঠক পড়া শুরু করলে নিঃসন্দেহে উপন্যাসের অভিযানে ও অন্তরালে হারিয়ে যাবে। কথা সাহিত্যিক লেখক আবু সাঈদ সাহেবের প্রশংসা করতে হয়। তার লেখা এবং নিঃস্ব উপস্থাপনের পদ্ধতি খুবই চমৎকার। ? আশা করি তিনি আরো ভালো উপন্যাস, এবং সুন্দর বই, আমাদের উপহার দিবেন এবং বাংলা সাহিত্যে অবদান রাখবেন ইনশাআল্লাহ.