User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
'হিসেবে ভুল ছিল' উপন্যাসের শুরুতেই উল্লেখ রয়েছে কিরীটি রায়, ব্যোমকেশ, ফেলুদা, কাকাবাবুদের। তাই হয়ত অবচেতন মনেই উপন্যাসটি পড়তে পড়তে এই উপন্যাসের অর্জুনের সাথে ওইসব কিংবদন্তীতুল্য চরিত্রের আপেক্ষিকতা বিচার করছিলাম। এবং তা করতে গিয়ে দারুণ হতাশ হতে হয়েছে আমাকে। কারণ পূর্বোল্লিখিত চরিত্রদের কাছে অর্জুন নেহাতই শিশু। বয়সে একেবারে শিশু না হোক, তবু অর্জুনের চারিত্রিক দৃঢ়তা ও বৈচিত্রের পরিমাণ শুন্যের কোথায়। তার মধ্যে বিশেষ কোন ক্যারিশমারই দেখা পাইনি। পাশাপাশি এই 'অর্জুন' সিরিজের অন্যান্য উপন্যাসের মত এই উপন্যাসের লেখনীও খুব বেশি নিরামিষ। সমরেশ মজুমদারকে ছোট করছি না। জানি প্রাপ্তমনস্কদের জন্য উপন্যাস লেখায় তিনি খুবই সিদ্ধহস্ত যেকারণে তিনি বিবেচিত হন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গদ্যকার হিসেবে। কিন্তু বিবেচ্য যদি হয় শুধু শিশু ও কিশোর সাহিত্য, তাহলে মানতেই হবে সেক্ষেত্রে সমরেশ মজুমদারের লেখার মান সেরাদের মত নয়। সমরেশ মজুমদারের লেখায় কেমন যেন একটা ছন্দের অভাব। বেশ ভাল একটা কাহিনী থাকা সত্ত্বেও তাই তিনি সেই কাহিনীর যথার্থ বহিঃপ্রকাশ ঘটাতে ব্যর্থ হয়েছেন উপন্যাসের পাতায়। 'হিসেবে ভুল ছিল'র কাহিনী যথেষ্টই চমকপ্রদ। অমল বোসের কাছে ডেরেক নামে এক সাহেব্দের মত দেখতে লোক আসে। সে জানায় তারা যে গ্রামে বাস করছে, সেখানকার পাহাড়ে রাতের বেলা রহস্যজনকভাবে আগুন ধরে যায়, কোন একটা আকাশযানও দেখা যায়। আর কিছু বিদেশী এসে ঐ গ্রামের দশ এগারো বছর বয়সী বাচ্চার খোঁজ খবর নিচ্ছে। এসব কারণে গ্রামে আতংকের সৃষ্টি হয়েছে। ডেরেক সাহায্য চায় অমল বোসের। কিন্তু অমল বোস নিজে না গিয়ে প্রাথমিক খোঁজ খবর নিতে পাঠালেন অর্জুনকে। অর্জুন ডেরেকের কাছ থেকে অবাক করা কিছু তথ্য জানতে পারল। ডেরেকদের গ্রামে সবাই নাকি ইংরেজ। ১৭৮০ সালে ৩০ জন ইংরেজ আসামীকে ভারতের ঐ পাহাড়ি এলাকায় নির্বাসনে পাঠানো হয়। ডেরেকরা সবাই এখন তাদেরই উত্তরসূরী। সাড়ে সাতশ'র মত সাহেব এখন বাস করছে 'সাহেবগ্রাম' নামের ঐ গ্রামে অথচ পত্র পত্রিকা বা বইয়ে তাদের কোন উল্লেখ নেই। অর্জুন শুনল, এই ইংরেজরা নাকি বাইরের সমাজ বা দুনিয়ার সাথে সম্পর্ক রাখে না। তাদের সবকিছুই নিজেদের মধ্যে। কিন্তু তাই যদি হবে, তাহলে বাইরের লোক এসে গ্রামে রহস্যময় কাজ কিভাবে করছে? নিশ্চয়ই গ্রামের কেউ বিশ্বসঘাতকতা করে ওদের সাথে হাত মিলিয়েছে, এমনই অভিমত অর্জুনের। কিন্তু ডেরেক তা মানতে নারাজ। তাই এক পর্যায়ে ডেরেকের সাথেই মানসিক দ্বৈরথ শুরু হয় অর্জুনের। এরই সমান্তরালে ঘটনাপ্রবাহ এগিয়ে যেতে থাকে। খুন হয় এক বৃদ্ধ ফটোগ্রাফার। পাহাড়ি এলাকায় দেখা মেলে এক আদিম প্রাণির, যে সাম্প্রতিক কালে হঠাৎ করে জেগে উঠেছে। এক সময় বিদেশী মানুষ কর্তৃক শিশুদের খোঁজার কারণও উন্মোচিত হয় অর্জুনের কাছে। তারা নিয়ে যেতে চায় এক বিশেষ শিশুকে। যে কারণে তারা এ কজ করতে চায়, তার ভিত্তি এক অবিশ্বাস্য মিথোলজি। কি সে কারণ যে কারণে বিদেশীরা এসে গ্রামের একটা শিশুকে নিতে চাচ্ছে? শেষ পর্যন্ত কি অর্জুন তা হতে দেবে? গ্রামের কোন লোকটা হাত মিলিয়েছে বিদেশিদের সাথে? বৃদ্ধ ফটোগ্রাফারই বা খুন হল কেন? এই সব প্রশ্নের উত্তর মিলবে 'হিসেবে ভুল ছিল'তে। বলাই বাহুল্য, খুবই শ্বাসরুদ্ধকর একটা কাহিনী আছে এই উপন্যাসের। কিন্তু উপন্যাসের প্রতিটা ঘটনা ঘটে গেছে একদম চোখের নিমিষে, পাঠকদের সুবিধার্থে সেগুলোর পরিপূর্ণ ব্যাখ্যাও দেয়া হয়নি। ফলে উপন্যাসটি পড়া কিশোর পাঠকদের জন্য একদমই স্বাচ্ছন্দ্যদায়ক না। তাছাড়া খুব শক্ত একটা ভিতের ওপর দাঁড়িয়ে আছে যেই কাহিনী, সেটারই সমাপ্তি ঘটেছে খুব তাড়াহুড়া করে, কেমন যেন এলেবেলে ভাবে। এই বিষয়টি যথেষ্টই দৃষ্টিকটু লেগেছে। সবমিলিয়ে বলতে বাধ্য হচ্ছি, নেহাত ধৈর্যশীল কিশোর পাঠক যারা অধিকাংশ কিশোরই শুরু থেকে শেষ অবধি সমান মনযোগের সাথে পড়তে পারবে না এবং কাহিনীর সাথেও খুব একটা একাত্ম হতে পারবে না। তাছাড়া অর্জুন চরিত্রটাও তাদের কাছে খুব একটা আকর্ষনীয় ঠেকবে না যার টানে তাড়া এক নাগাড়ে পুরো উপন্যাসটি পড়বে এবং সিরিজের অন্যান্য উপন্যাসের ব্যাপারেও আকৃষ্ট হবে। পরিশেষে তাই আবারো বলতে বাধ্য হচ্ছি, উপন্যাসটি পড়ে আমি হতাশই হয়েছি।