User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
চলচ্চিত্রের শুটিং নিয়ে সত্যজিৎ রায় নিজের অভিজ্ঞতা বর্ননা করেছেন এই বইতে। ঠিক এটুকু বললে বোঝা যাবে না এই বইয়ের মাহাত্ব। সত্যজিৎ রায় এই বইয়ে তার কিছু মজার অভিজ্ঞতার সাথে তুলে এনেছেন সেই সময়কার কথা, যখন বাংলা সিনেমা একটু একটু করে সামনে এগুতে শুরু করেছিল। অর্থ সংকট, অভিজ্ঞ লোকবলের অভাব, উন্নত প্রযুক্তির স্বল্পতা সত্ত্বেও কেবল স্বপ্ন, কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়কে সঙ্গী করে কিভাবে তখনকার দিনে তাকে শুটিং চালিয়ে যেতে হয়েছে সেসব কথা আছে এই বইতে। লেখকের অসামান্য লেখনীর জোড়ে এটি হয়ে উঠেছে একটি সুখপাঠ্য বই।
Was this review helpful to you?
or
❝শুরুতেই অবাক হলাম দেখে যে পকেট থেকে দুটো বাঁশি বার করে দুটোই এক সঙ্গে মুখে পুরলেন শওকত আলি( নামটা আগেই জেনে নিয়েছিলাম)। ফুঁ দেবার পরে বুঝলাম কি আশ্চর্য ব্যাপার ঘটতে চলেছে। একটা বাঁশিতে কেবল একটা ফুটো ছাড়া অন্যগুলো সব মোম দিয়ে বন্ধ করে ফেলা হয়েছে। এই বাঁশি কাজ করবে সানাই এর পো এর মতো। অন্য বাঁশির সব ফুটোই খোলা; এতে বাজবে সুর ! পরে জিজ্ঞেস করে জানলাম এ বাঁশির নাম সাতারা । ❞ বিখ্যাত রায় পরিবারে জন্ম নেয়া সত্যজিৎ রায়ের যেন নিয়তিতেই লেখা ছিল যেখানেই হাত দেবেন সেখানেই সোনা ফলাবেন। ফেলুদা,প্রফেসর শংকু,তাড়িনীখুড়োর মত কালজয়ী চরিত্রের স্রষ্টা একাধারে ছিলেন ভালো একজন আঁকিয়ে,সংগীত রচয়িতা,অনুবাদক,প্রকাশক এবং শিশু-কিশোর সাহিত্যিক। তবে সমগ্র বিশ্বের কাছে তিনি পরিচিত ছিলেন পথের পাঁচালী,গুপী গাইন বাঘা বাইন,জয় বাবা ফেলুনাথের মত কালজয়ী সব বাংলা ছবি নির্মাতা হিসেবে। "একেই বলে শুটিং" বইটি সত্যজিৎ রায়ের এসব ছবি নির্মাণের ঘটনা(নাকি দুর্ঘটনা বলব)কে উপজীব্য করে লেখা । নিজ জীবদ্দশায় সর্বমোট ৩৬টি চলচ্চিত্র নির্মাণকালে পুরো ভারতবর্ষের নানান জায়গায় তাকে ঘুরে বেড়াতে হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘুড়ে বেড়াতে হয়েছে গুপী গাইন বাঘা বাইন,সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ ছবির শুটিং করার সময়। বীরভূমের গ্রাম,বেনারসের অলিগলি,কাশীর ঘাট,রাজস্থানের জনমানবহীন মরু অঞ্চল ,সিমলার হাড় কাপানো বরফের দেশে এসব ছবির শুটিং করতে গিয়ে নানা অদ্ভুত অভিজ্ঞতার সাবলীল এবং মেদহীন বর্ণনা সত্যজিত রায়ের নিজের হাতে উঠে এসেছে বইয়ে। অপু-দুর্গার খুনসুটি,ফেলু মিত্তিরের গোয়েন্দাগিরি,গুপী গাইন বাঘা বাইনের নানা হাস্যকর কান্ডকারখানা দেখে যাদের ছোটবেলা কেটেছে, এসব ছবি নির্মাণের পিছনের মজার কাহিনী জানতে এই বইটি তাদের অবশ্যপাঠ্য। আর ভুড়িভোজের পর মিঠাই হিসেবে বইটিতে রয়েছে সিনেমা চলাকালীন তোলা কালজয়ী কিছু স্থিরচিত্র। তো আর দেরি কিসের! সদলবলে চলুন শিমলার বরফাঞ্চল থেকে রাজস্থানের মরুভুমিতে সত্যজিত রায়ের সাথে। পাঠ প্রতিক্রিয়াঃ সত্যজিৎ রায়কে আমার সবসময় আশ্চর্য একটি মানুষ মনে হয়। একজন মানুষের এত প্রতিভার বহিপ্রকাশ বোধহয় আর কখনো দেখা যায়নি। সিনেমা নির্মাণ থেকে শুরু করে সাহিত্যচর্চা , সব জায়গাতেই ছিলেন তিনি সমান পারদর্শী। ছোটখাটো সাইজের ❝একেই বলে শুটিং❞ বলা চলে একেবারে গোগ্রাসে গিলেছি। আমার মত সত্যজিৎ রায়ের যারা গুণ্মুগ্ধ অনুরাগী আছেন বইটি তাদের ভালো লাগবে বলে আশা করছি। বইয়ের নামঃ একেই বলে শুটিং লেখকঃ সত্যজিৎ রায় প্রকাশনীঃ আনন্দ
Was this review helpful to you?
or
best
Was this review helpful to you?
or
Extraordinary ❤️
Was this review helpful to you?
or
যারা শুটিংয়ের সাথে জড়িত তারা এই ঘটনাগুলি খুব ভালভাবে বুঝতে সক্ষম হবে। তবে সাধারণ পাঠকগণ এই বইটি থেকে এই কাজটি সম্পর্কে একটি ভাল ধারণা পাবেন।
Was this review helpful to you?
or
বইটি অত্যান্ত চমৎকার। আমি বইটি পড়ে বেশ খুশি হয়েছি। আল শাহরিয়াত করিম, কান্ট্রি অপারেশন ম্যানেজার, ইইউএইড
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Satyajit Ray is always outstanding. A true hero.
Was this review helpful to you?
or
"একেই বলে শুটিং" - এটি উপন্যাস বা গল্প কোনোটাই না।এখানে সত্যজিৎ রায় তাঁর শুটিং এর ফাঁকে কিছু সত্যিকারের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। শুটিং এর কাজ কখনো স্টুডিওর মধ্যেই হয় আবার কখনো কিছু দৃশ্য শুট করার জন্য বাইরেও যেতে হয়।তো এই সিনেমার শুটিং এর জন্য সত্যজিৎ রায়কে অনেক জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে। এই শুটিং করতে গিয়ে ওনার যেসব অভিজ্ঞতা হয়েছে তারই কিছু এখানে বলা আছে। বইয়ের শুরুতে সংযুক্ত বিভিন্ন ছবির শুটিঙের সময় তোলা অনেক দূর্লভ আলোকচিত্রগুলোও এক কথায় দূর্দান্ত!যারা অপু ট্রিলজি, গুপী গাইন বাঘা বাইন, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ মুভি গুলো দেখেছেন তাঁরা মুভির বিভিন্ন দৃশ্যের সাথে মিলিয়ে বইটা পড়তে বাড়তি মজা পাবেন। বিশ্ব বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় তাঁর প্রথম পঁচিশ বছরে করা বিভিন্ন চলচ্চিত্রের শুটিং এর সময় যে সমস্ত অদ্ভুত অভিজ্ঞতা অর্জন করেছিলেন সেগুলোরই কয়েকটা বর্ননা করেছেন এই বইটিতে। সত্যজিৎ ভক্ত, সিনেমা ভক্ত, ফেলুদা ভক্তদের জন্য মাস্টরীড। যদি না পড়তাম, সত্যিই অনেককিছু মিস করে যেতাম। বেনারস ও রাজস্থানের জয়সলমির সম্পর্কে কত কি তথ্য জানতে পারলাম।
Was this review helpful to you?
or
শুটিং মানেই মজার কিছু
Was this review helpful to you?
or
Its all about the passion of film making and creativity - hats off Satyazit Roy.
Was this review helpful to you?
or
Satyajit Ray is a great filmmaker and poet. He is creative. I like him. So I have bought this book.
Was this review helpful to you?
or
চলচ্চিত্রের শুটিং নিয়ে সত্যজিৎ রায় নিজের অভিজ্ঞতা বর্ননা করেছেন এই বইতে। ঠিক এটুকু বললে বোঝা যাবে না এই বইয়ের মাহাত্ব। সত্যজিৎ রায় এই বইয়ে তার কিছু মজার অভিজ্ঞতার সাথে তুলে এনেছেন সেই সময়কার কথা, যখন বাংলা সিনেমা একটু একটু করে সামনে এগুতে শুরু করেছিল। অর্থ সংকট, অভিজ্ঞ লোকবলের অভাব, উন্নত প্রযুক্তির স্বল্পতা সত্ত্বেও কেবল স্বপ্ন, কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়কে সঙ্গী করে কিভাবে তখনকার দিনে তাকে শুটিং চালিয়ে যেতে হয়েছে সেসব কথা আছে এই বইতে। লেখকের অসামান্য লেখনীর জোড়ে এটি হয়ে উঠেছে একটি সুখপাঠ্য বই।
Was this review helpful to you?
or
একেই বলে শুটিং লেখাটি সত্যজিৎ রায়ের পূর্নাঙ্গ আত্মজীবনী না হলেও সেটি যে তাঁর জীবনের একটি বড় অংশের স্মৃতিচারণা তা নিয়ে সন্দেহ নেই – আর এতে লেখক সত্যজিতকে ছাড়াও তার সময়কার বাংলা রূপালী-পর্দার জগৎ, ভারতবর্ষের জনপদ আর বাংলা-সাহিত্যের বিখ্যাত কজন চরিত্রকে আমরা সচরাচরের চাইতে ভিন্নরূপে দেখতে পাই। সোনার কেল্লা, গুপী গাইন বাঘা বাইন, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, আর পথের পাঁচালী – এই পাঁচটি নামগুলির মধ্যে মিল কোথায়? যারা সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের ভক্ত, তারা নিমেষেই এই নামগুলো চিনে ফেলবেন। বাংলা সাহিত্যপ্রেমীদের কাছে সত্যজিৎ ফেলুদা আর প্রফেসর শঙ্কুর স্রষ্টা হলেও বৃহত্তর পৃথিবীর কাছে তাঁর পরিচয় সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ একজন চলচ্চিত্র প্রযোজক হিসেবে, আর উপরের নামগুলো তাঁরই দিকনির্দেশিত চলচ্চিত্রগুলোর মধ্যে কটি। সোনার কেল্লা আর জয় বাবা ফেলুনাথ এর গল্পগুলো যে তারই লেখা, তা ফেলু মিত্তিরের ভক্তরা ভালই জানেন – সেগুলো পড়া যাবে এই সাইটেরই এইখানে আর এইখানে। আর যদিও গুপী-বাঘার গল্পগুলো উপেন্দ্রকিশোর রায় আর পথের পাচাঁলী উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি, সেগুলোর খ্যাতির ব্যাপক প্রসার কিন্তু ঘটে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রগুলোর মাধ্যমেই। যাই হোক, চলচ্চিত্রের পিছনের যেই মানুষটি, তাঁর চোখ দিয়ে কি গল্পগুলোকে আমাদের দেখতে ইচ্ছে করে না? মূলত এই জন্যই এই বইটি।
Was this review helpful to you?
or
The legendary filmmaker Satyajit Ray tells the story of his filmmaking in simple language in this book. Yes, story! It's been written in the style of a story, but not a story at all! Everyone must read it. I reckon it's the best buy for me yet from Rokomari.