User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ভালো বই কিন্তু টাইপিং এর মান ভালো করা উচিত
Was this review helpful to you?
or
"QnA Engineering Analysis Math" বইটি সত্যিই অসাধারণ। বইটি পড়লে মনে হয়, এর প্রতিটি প্রশ্ন বিশ্লেষণ খুব গভীরভাবে করা হয়েছে। যারা ইঞ্জিনিয়ারিং ম্যাথ নিয়ে গভীরভাবে শিখতে চায়, তাদের জন্য এটি একদম সঠিক বই। এর লেখাগুলো সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে, যা পড়তে ও বুঝতে খুবই সহজ। বইটির বিশ্লেষণ পদ্ধতি শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে সাহায্য করবে। সব মিলিয়ে, এটি একটি must-have বই যারা ইঞ্জিনিয়ারিং ম্যাথ ভালোভাবে আয়ত্ত করতে চায়।
Was this review helpful to you?
or
boita motamoti bhalo kinto dam onek bashi
Was this review helpful to you?
or
আমার মতে এই বইটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে এমন স্টুডেন্টদের মাস্ট দরকার। এই বইটাতে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এর জন্য যেভাবে ম্যাথ এনালাইস করে রাখা হয়েছে এরপরে আমাদের আবার নিজের মতো করে ম্যাথ এনালাইস করে সেগুলোকে করার দরকার নাই। এইখানে যেই ম্যাথ গোলা আছে এগুলা করাই এনাফ। কারণ বিগত সালের প্রশ্নগুলো দেখে দেখে এনালাইস করার ফালতু সময় আমাদের কাছে থাকে না। আর যারা বলছে যে এই বইয়ের প্রিন্টিং বা লেখা ভালো হয় নাই তারা কেন এ কথাগুলো বলছে আমি জানিনা কারন আমার কাছে এই বইয়ের প্রিন্টিং বা লেখা যথেষ্ট পরিপাটি এবং গোছালো লেগেছে পাশাপাশি লেখার ফন্ট সাইজ খুব বেশি ছোটও না। কারণ যদি কম্পেয়ার করে দেখা যায় ত সাধারণ মানুষ জঘন্য রকমের ছোট ফন্ট এর লেখা পড়ে কোন কোন বইয়ের ক্ষেত্রে।
Was this review helpful to you?
or
nice book
Was this review helpful to you?
or
পুরো ফাও একটা৷ বই।আমি এটা নিয়া ঠকেছি।দয়া করে কেউ এসব বই নিয়েন।উদ্ভাস অথবা ACS এর প্রশ্নব্যাংকে সুইচ করেন।আমার ৮০০ টাকা মাইর গেলো