User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ছোট ছোট উক্তি দিয়ে সাজানো এই বইটির একটি কথাও আমাদের জীবনের আমূল পরিবর্তন ঘটাতে পারে। এটা এমন এক বই যা মানবজীবনের সাথে সাংঘর্ষিক।
Was this review helpful to you?
or
❤️
Was this review helpful to you?
or
সেরা
Was this review helpful to you?
or
বইটি হৃদয়ের খোরাক
Was this review helpful to you?
or
এই বই সম্পর্কে বলার ভাষা নেই। একদম ছোট ছোট উক্তি দিয়ে সাজানো মোটিভেশনাল বই। সবার জন্য উপযুক্ত।
Was this review helpful to you?
or
বইয়ের নামটাই ইন্টারেস্টিং লাগছিল। বইটি পড়ে তার থেকেও বেশি ভাল লাগছে।
Was this review helpful to you?
or
খুবই সুন্দর একটা বই। বইয়ের নামটাই খুব আকর্ষণী রিপ্লেস ইয়োর হার্ট। নাম দেখেই পড়ার ইচ্ছে জাগে। নামটাও যেমন সুন্দর, বইয়ের ভেতরের লেখা তার চেয়েও সুন্দর।
Was this review helpful to you?
or
সত্যিই ছোট উক্তির আত্মদর্শন, মোটিভেশনাল বইটি খুব উপকারী। সবার জীবনের জন্য আলো স্বরূপ। টাকা দিয়ে বই না, আমি যেন স্বর্ণ কিনছি এমন একটি বই। না পড়লে মিস করবে সবাই।
Was this review helpful to you?
or
নিজেকে সঠিক পথে উন্নীত করতে বইটি পড়তে হবে। সবার পড়া উচিৎ। ধন্যবাদ লেখককে এত সুন্দর একটি বই পাঠকদেরকে উপহার দেওয়ার জন্য।
Was this review helpful to you?
or
হার্ড কভারের এই বইটি সুন্দর মাশাআল্লাহ।
Was this review helpful to you?
or
ছোট ছোট উক্তি দিয়ে সাজানো এই বইটির প্রতিটি লেখা বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। বই: রিপ্লেস ইয়োর হার্ট। বইটি একবার হলেও সবার পড়া দরকার।
Was this review helpful to you?
or
সত্যি মনোমুগ্ধকর লেখা।
Was this review helpful to you?
or
রিপ্লেস ইয়োর হার্ট বইটি হৃদয়ের দরজা খুলে দেয়, চিন্তার নতুন জানালা উন্মোচন করে। সহজবোধ্য ভাষায় লেখা এই বইয়ে ছোট ছোট উক্তি ও বাস্তবধর্মী বিশ্লেষণের মাধ্যমে জীবনের নানা ঘটনা ও তার সমাধান উপস্থাপন করা হয়েছে। গবেষণাধর্মী ব্যাখ্যার সঙ্গে হৃদয়গ্রাহী উপস্থাপনা বইটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যেন জ্ঞানের পথযাত্রীরা আলোর সন্ধান পান। প্রতিটি চিন্তাশীল পাঠকের জন্য এটি এক অনন্য রত্নভাণ্ডার।
Was this review helpful to you?
or
বইটির যেমন নাম রিপ্লেস ইয়োর হার্ট তেমনি কাজ। বইটি পড়ে, যাপিত জীবনের হৃদয়ের অসুখ থেকে বাঁচতে শেখায়। অন্ধকার জীবনকে আলোতে পরিণত করে। আমার মতে, প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে রিপ্লেস ইয়োর হার্ট বইটি থাকা আবশ্যক!
Was this review helpful to you?
or
বাস্তবতার সাথে মিল এমন একটি বই৷ মাশাআল্লাহ। এমন একটি বই আমি খুঁজছিলাম। হঠাৎ আমার ছোট বোন বলতেছে এই বইটি পড়তে পারো। মাশাআল্লাহ, বইটি সত্যি সত্যিই ভালো লাগার মতো।
Was this review helpful to you?
or
অনেক ভালো একটা বই , আর দাম টাও অনেক কম ?।
Was this review helpful to you?
or
রিপ্লেস ইয়োর হার্ট বই রিভিউ ‘রিপ্লেস ইয়োর হার্ট’ বইটি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো — এক দারুণ আত্মিক অনুপ্রেরণায় ভরপুর। একজন মুসলিম হিসেবে এই বই পড়ে অনেক কিছু উপলব্ধি করেছি, বিশেষ করে অন্তরের সত্যিকারের পরিবর্তনের প্রয়োজনীয়তা। ইসলামে যেমন বলা হয়েছে, "আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো কওমের অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায়" (সূরা আর-রাদ: ১১) – এই বইটিও আমাদের অন্তরের পরিবর্তনের গুরুত্ব অনেক গভীরভাবে ব্যাখ্যা করে। সংক্ষিপ্ত রিভিউ দিয়েছেন : Mipra Sultana বই: রিপ্লেস ইয়োর হার্ট লেখক: মোহাম্মদ আশিক পৃষ্ঠা : ১১২ ধরণ: মোটিভেশনাল উক্তি, আত্মউন্নয়ন, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা।
Was this review helpful to you?
or
এই বইটির নাম দেখেই পড়ার ইচ্ছে হয়েছিল কিন্তু টাকার অভাবে কিনতে পারিনি। তারপর হঠাৎ করে দেখি ভার্সিটির এক আপুর কাছে এই বইটি। পরে আপুর থেকে বইটি ধার নিয়ে পড়া শুরু করলাম। বইটা এত এত ভালো লাগছে বলে বুঝাতে পারব না৷ কি সুন্দর লেখার ধরণ। ছোট ছোট উক্তি ও ছন্দের মাধ্যমে তুলে ধরা হয়েছে বাস্তবিক কথা গুলো, যা আমাদের চলার পথকে আরও সবল করে। এই কথা গুলো আমার খুব ভালো লাগছে। বইটি পাঠ করে জানতে পারবেন : √ কীভাবে পারিবারিক শান্তি ফিরে আসবে। √ প্রতিটি ভাঙা হৃদয় পাবে শান্তির লেস। √ অসুস্থ হৃদয় স্বস্তি পাবে। √ ভাঙা হৃদয় জুড়ে যাবে। √ অশান্ত মন প্রশান্তি পাবে। আরো অনেক কিছু,জানতে পারবেন। এই বইটি ছোট, বড়, মধ্যম বয়সী সবার জন্য বোধগম্য। এত সুন্দর বইটি না পড়লে মিস। আমাদের জীবনের প্রায় প্রতিটি হৃদয় রোগে আক্রান্ত, যাপিত রোগ থেকে বাঁচতে এই বইটির বিকল্প নেই। আমরা কীভাবে এই রোগ থেকে বাঁচতে পারব তারই দৃষ্টান্ত এই বই। #Book_review বই: রিপ্লেস ইয়োর হার্ট লেখক: মোহাম্মদ আশিক (হাফি:) রিভিউ: আয়েশা নূর (ঢাকা বিশ্ববিদ্যালয়) রিভিউ রেটিং : ১০/১০
Was this review helpful to you?
or
জীবনঘনিষ্ঠ একটি বই। আমাদের অন্তরের অসুস্থতা থেকে বাঁচতে বইটি খুব জরুরি। সমাজের প্রত্যেকটা মানুষের জীবন গঠনে বইটির ভূমিকা অতুলনীয়। ছোট ছোট উক্তি দিয়ে সাজানো এই বই সকলের জন্য পড়া বিশেষ প্রয়োজন।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। খুব চমৎকার একটা বই। কথ সাবলীলভাবে উপস্থাপন করা যায় চেষ্টা করছে লেখক যে কারো মন কেড়ে নিবে একবার পড়লেই।। আল্লাহর কাছে দোয়া রইলো লেখক ভাইের জন্য আল্লাহ তার কলমকে আর বেশি কল্যানময় কাজে ব্যবহার হোক।।?????
Was this review helpful to you?
or
আমরা যখন হৃদয়ের কথাগুলো বুঝতে না পারি। তখন লেখক মোহাম্মদ আশিক আমাদের মাঝে এই বইটি লিখে বিশ্বের মাঝে এক নতুন কিছুর আবির্ভাব ঘটিয়েছেন। এ যেন সত্যিই বিস্ময়কর। মনে হচ্ছে, আমার হৃদয়ের কথাগুলো ছোট ছোট উক্তির সাহায্য লেখক ফুটিয়ে তুলেছেন। বইটি পড়ে হৃদয়ের মাঝে প্রশান্তি খুঁজে পাওয়া যায়। বইটি সকল মানুষের পড়া উচিৎ কেননা বইটিতে সকল বিষয় সুন্দর ভাবে ছোট উক্তির মাধ্যমে সাজানো হয়েছে।
Was this review helpful to you?
or
আমার পঠিত সেরা একটি বই। বর্তমান সময়ের জন্য খুবই জরুরি ও অতি প্রয়োজনীয় বইটি৷ বইটা আমার জীবনের নিত্যসঙ্গীর মতো লেগেছে। এত সুন্দর কথাগুলো। আমি এমন সুন্দর লেখা কোনো বইতে পড়িনি। আল্লাহ তায়ালা লেখকের কলমে বরকত দান করুন। সারাবিশ্বের পাঠকের ঘরে ঘরে বইটি পৌঁছে যাক। বইটি সকলের জন্য উপযুক্ত।