User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
it helps me a lot
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
সেই একটা বই মাশাআল্লাহ। পড়াশুনা বাদ দিয়ে শুধু এটাই পড়তে ইচ্ছা করছে
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ, অসাধারণ একটি কিতাব।
Was this review helpful to you?
or
ভালোবাসার কাঙ্গাল মানুষ! ভালোবাসার সপ্তডিঙ্গায় চড়ে, প্রিয়তমার জন্য কেউ দেশান্তরী হয়, কেউ আবার বনবাসী হয়, কেউ বা ভালোবাসার প্রমাণ দিতে জীবনও বিলিয়ে দেয়! হায়, প্রেম! হায়, ভালোবাসা! তুই বড়োই সর্বনাশা!!! কি এই ভালোবাসা? যা আল্লাহ্ প্রদত্ত মাহরাম, নন-মাহরামের বিধানও ভুলিয়ে দেয়! এই প্রেম, এই ভালোবাসায় বুঝি, মিটে জীবনের আশা? বিপরীত লিঙ্গের প্রতি মানুষের আকর্ষণ জন্মলগ্ন থেকেই। আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা মানুষকে এই ফিতরাতেই সৃষ্টি করেছেন! মানুষের চাহিদা পূরণে দিয়েছেন, বিয়ের বিধান। চোখের তারায় স্বপ্ন বুনে, ভালোবাসায় বাঁধে ঘর। পরম মমতায় আসে নতুন প্রজন্ম। সুখের সীমা নাই। এভাবেই মানুষ পরিবার গড়ে, ধীরে ধীরে সমাজ ও সভ্যতা গড়ে। কিন্তু বিপত্তি ঘটে তখনই যখন মানুষ আল্লাহ্র দেওয়া বিধান লঙ্ঘন করে। চোখের হেফাজত না করে, বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে, যেখানে আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা আল কুরআনে বলেছেন, “আর তোমরা ব্যভিচারের কাছে যেয়ো না, নিশ্চয় তা অশ্লীল কাজ ও মন্দ পথ।” -সূরা বনী-ইসরাঈলঃ আয়াত-৩২। আল্লাহ্র দেওয়া সীমারেখা ভাঙ্গার পরিণতি হলো, হতাশা, বিষণ্ণতা সম্ভ্রমহানি, গর্ভপাত, আত্নহত্যা। আখিরাতে যেনাকারীর ভয়াবহ শাস্তির বর্ণনা পাওয়া যায়, বিভিন্ন হাদিসে। মিশকাতের হাদিস নং ৩,৫৫৮ অনুযায়ী, “উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার থেকে গ্রহণ কর! আমার থেকে গ্রহণ কর! আল্লাহ তা‘আলা রমণীদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আর তা হলো, কোনো অবিবাহিত যুবক-যুবতী যিনা করলে একশত চাবুক মারা হবে এবং এক বছরের জন্য দেশান্তরিত হবে। আর কোনো বিবাহিতা নারী ও পুরুষ যিনা করলে একশত চাবুক মারা হবে এবং রজম (পাথর নিক্ষেপে হত্যা) করা হবে।” তবুও কি আমাদের উচিত, ক্ষণিকের সুখের জন্য নিজের আমল, আখলাক বিসর্জন দেওয়া? প্রশ্ন রইলো আপনাদের কাছে, বিবেকের আয়নার সামনে দাঁড়িয়ে উত্তর দেওয়ার অনুরোধ রইলো। “আকাশের ওপারে আকাশ” বইটি দিশেহারা যুবক যুবতিদের হারাম সম্পর্কের বেড়াজাল ছিন্ন করে, দ্বীনের পথে ফিরে আসার উছিলা হতে পারে। আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা বইয়ের সাথে সম্পৃক্ত সকলকে উত্তম বদলা দান করুন, আমীন। লেখা ও ছবিঃ মোঃ আবদুল মোতালেব
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। সকলের পড়া উচিত।
Was this review helpful to you?
or
মায়াময় একটা বই । মাশাআল্লাহ
Was this review helpful to you?
or
বইটি অনেক ভালো। এই বই এ হারাম রিলেশন থেকে বের হওয়ার টিপস আসে। যারা হারাম রিলেশনের সাথে স্পরকিত তারা বইটি নিতে পারেন।
Was this review helpful to you?
or
চরিত্র নষ্ট হতে না দিতে চাইলে প্রত্যেক স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আবশ্যপাঠ্য এই প্রেসক্রিপশন
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ আজ পোরোথম অডার দিলাম ভালো ভাবেই আর দ্রুত পাইছি বইটি আর বইটি খুব সুন্দর।
Was this review helpful to you?
or
একটা মাস্টারপিস বই। অসাধারণ। আমিও একজন লেখক। গল্পে আঁকা বিজ্ঞানময় কোরআন। এটি আমার বই। এই বইয়ের প্রসংশা করতেই হচ্ছে। আমার মতে প্রতিটি যুবক যবতীর একদম কাছে থাকা দরকার আকাশের ওপারে আকাশ এই বইটি। সম্ভব হলে এটার ইংলিশ ভার্সন বের করা দরকার। নোবেল প্রাইজযোগ্য বই এটি।
Was this review helpful to you?
or
মাশাল্লাহ, খুব সুন্দর একটা বই
Was this review helpful to you?
or
দামটা অনেক বেশিই হয়ে গেছে
Was this review helpful to you?
or
এক কথায় বলতে গেলে অসাধারণ একটা বই। প্রত্যেক ছেলে মেয়েদের পড়া উচিত।
Was this review helpful to you?
or
best
Was this review helpful to you?
or
'আকাশের ওপারে আকাশ' বইয়ে মূলত কিছু ভয়ংকর বাস্তবতার কথা তুলে ধরা হয়েছে। আমরা যে জিনিসটাকে 'প্রেম' বলি সেটা আদতে আমাদের কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে। সাথে তুলে ধরা হয়েছে অসংখ্য পরিসংখ্যান। যেমন ধরেন বাংলাদেশে অবিবাহিত গর্ভপাতের হার, প্রেমের নামে ধর্ষণ, কিংবা প্রেমের নামে নগ্ন ছবি নিয়ে ব্লাকমেইল আরো কত কী! প্রত্যেকটা পরিসংখ্যানই ভয়াবহ রকমের। বইটা পড়ে প্রশ্ন আসতে পারে আসলেই কি আমাদের সমাজ এমন? সহজ উত্তর আসলেই এমন। বইটা শুধু পরিসংখ্যান দিয়ে ভর্তি না। এর সাথে তুলে ধরা হয়েছে একজন নারী-পুরূষের জৈবিক সম্পর্কের রোড ম্যাপ। একটা মানুষ কীভাবে একে অপরের প্রতি আকৃষ্ট হয়। কীভাবে একটা সম্পর্ক এগিয়ে যায়। এবং এট দ্য লাস্ট স্টেজ এই সম্পর্কের পরিণতি কী! সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে লস্ট মডেস্টি এই বইয়ে প্রেমের প্রত্যেকটা পর্যায়ে কীভাবে নিজেকে ঠিক রাখতে পারি তার বিশদ আলোচনা করেছে। যেমন ধরেন আমার একটা মেয়েকে ভালো লাগে এখন আমার পদক্ষেপ কীরকম হতে পারে? কিংবা সম্পর্কে চলছে এই পর্যায়ে আমার পদক্ষেপ কী হতে পারে? কিংবা সম্পর্ক ভেঙ্গে গেছে এই পর্যায়ে আমার পদক্ষেপ কী হতে পারে? কিংবা সম্পর্ক ভাঙ্গার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনা মরে যেতে ইচ্ছে করে, তার কাছে ফিরে যেতে ইচ্ছে করে এখন আমার পদক্ষেপ কেমন হতে পারে? এই বই আমাদের সমাজের পর্দার ওপারে কী হয় তা একদম স্পষ্টভাবে তুলে ধরেছে। আমাদের সামনে নাটক-উপন্যাস-মুভি-সিরিয়ালের মাধ্যমে যে পবিত্র প্রেম তুলে ধরা হয়? তা কি আসলেই পবিত্র? এই ব্যাপারেই করা হয়েছে বিশদ আলোচনা। এইই শেষ নয় একজন বন্ধু, ভাই, বাবা-মা হিসেবে এই নষ্ট কালচার প্রতিরোধে আমার করণীয় কী হতে পারে? এই সম্পর্কেও লস্ট মডেস্টি বেশ পারদর্শীতা দেখিয়েছে। সবশেষে, বলতে পারি এই বই এমন একটা জগতের পরিচয় করিয়ে যা আমাদের অতি কাছে। কিন্তু, সেই জগৎকে আমরা দেখিনা। কারণ, এই জগৎ পর্দার ওপারের জগৎ। এই জগৎ বিভীষিকার জগৎ। ১০০% রিকমান্ডেড!
Was this review helpful to you?
or
Unbelievable
Was this review helpful to you?
or
জীবন যখন হতাশা, ব্যর্থতা বিষন্নতার ডিপ্রেশনে পড়ে ধ্বংসের দিকে তখন এই বইটি যেন আমার জীবনের মোড় ৩৬০° ঘুরিয়ে দিয়েছে সত্য শান্তি সুখের সাফল্যের দিকে. বইটি পড়ে ভাইদের (লেখকদের)জন্য মন থেকে দোয়া করেছিলাম! ❤️কিছু কথা, কিছু বাণী কিছু উপদেশ অন্তরে গিয়ে লেগেছিল।
Was this review helpful to you?
or
অসাধারণ বই,মুগ্ধ হয়েছি
Was this review helpful to you?
or
অসাধারণ বইটি,কিছু লাইন অন্তরের অভ্যন্তরে প্রবেশ করে। আমি ১৭ বছর বয়সী তরুন,অন্ধকার জগত থেকে বের হবার যখন কোন রাস্তা পাচ্ছিলাম না তখনই বইটা অর্ডার করলাম,। অর্ডার করার ৩ দিনেই বইটি পেয়েছি। এক কথায় অপুর্ব, প্রতিটি রেফারেন্স অসাধারণ। বিভিন্ন সাইকিয়াট্রিস্ট এর গবেষনালব্ধ ফলাফল উপস্থাপন প্রমাণ করে লস্ট মডেস্টি টিমের পরিশ্রম। পাঠক এটি পড়ে উপকৃত তবেই হবে প্রকৃত স্বার্থকতা। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
বর্তমান তরুণ-তরুণীদের জন্য অবশ্যপাঠ্য একটি বই।অভিভাবক ও সচেতন মহলের জন্য ও সমানভাবে জরুরি।
Was this review helpful to you?
or
রকমারির মত প্লাটফর্মে এতসুন্দর একটা বইয়ের কোনো রিভিউ নেই দেখে খুব হতাশ হোলাম।