User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Fatema Akter

      10 Feb 2025 01:38 PM

      Was this review helpful to you?

      or

      "রিপ্লেস ইয়োর হার্ট" বইটা পুনরায় শুরু করলাম। বিভিন্ন ব্যস্ততায় সময় বেশি লেগেছে কিন্তু এক বসায় বইটা শেষ হয়ে যাওয়ার মতোই। যারা হতাশাগ্রস্ত, আত্মার ব্যধিতে আক্রান্ত তাদের জন্য বইটা সহায়ক হবে। মূলত ইসলামিক অনুপ্রেরণা, আত্মউন্নয়ন মূলক ও মোটিভেশান কথাগুলোই লেখক বিভিন্ন শিরোনামে বইতে মলাটবদ্ধ করেছেন। প্রায় বইয়ের লেখা গুলোই খুব চমৎকার ছিল। কারোর জীবনে যদি এক লাইনের কথায় কোনো প্রভাব ফেলা যায় তাহলে সেক্ষেত্রে সেই লাইনগুলোও সংরক্ষণ করতে রাখতে হয়। রিপ্লেস ইয়োর হার্ট বইটায় সেই কাজই করেছেন লেখক। সহজ সাবলীল ভাষায় একজন মানুষের মনের দুঃখ, কষ্টগুলো ভুলিয়ে রবের পথে পরিচালিত করতে বইয়ের লেখা গুলো হৃদয় ছুঁয়ে যায়। শুধু মোটিভেশনাল লেখা দিয়েই লেখক ক্ষ্যান্ত হননি, প্রবন্ধাকারেও কিছু লেখা দিয়েছেন যেখানে দ্বীনের খুঁটিনাটি বিষয়ে কথা এসেছে, গল্পাকারেও আমাদের আশেপাশের কিছু বিষয় তুলে ধরেছেন। বইটিতে লেখক হালাল বিনোদনও রাখার প্রয়াস দেখিয়েছেন। বেশ ভালোই লেগেছে৷ হৃদয় অক্ষত রাখতে বিনোদনের প্রয়োজন আছে। কয়েকটি শিরোনাম বলছি- - আমি তো অবাক - লেখকের বউ - এত বুদ্ধি ক্যারে লেখক সামাজিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কলমের কালি খরচ করেছেন। শিরোনামগুলো- - কেন যৌতুক নিব - অর্থকড়ির অভাব - পরিবারে স্ত্রীর কথার গুরুত্ব লেখক মাঝে মাঝে কুরআন, হাদিস থেকে মূল্যবান কথা তুলে এনেছেন। সত্যি বলতে হৃদয়ের প্রশান্তি বলতে আপনি যখন আল্লাহর দিকে নিজেকে বিলিয়ে দিবেন তখনই তা উপলব্ধি করতে পারবেন। সাধারণ পাঠকদের জন্য এই বইটা কিছুটা হলেও সহায়ক হবে ইনশাআল্লাহ। একই বিষয়ে শিরোনাম : [১] একই বিষয়ে আলাদা আলাদা শিরোনাম ( হারাম রিলেশন, খারাপ বিষয়বস্তু) (অহংকার করি আপন মনে, যোগ্য ব্যক্তি) (মানুষের ভুল দেখে হাসা, তারা মানুষ নয়) (সাবধানের মার নেই, প্রয়োজনের উর্ধ্বে) [২] শিরোনামে বানান ভুল—০২ (এক্সটা স্পেস, রবের সাথে নারফমানি) [৩] সাংঘর্ষিক বিষয়বস্তু (যদি হারিয়ে ফেলি শিখের জিনিস- রবের দিকে আহ্বান) (হৃদয়জুড়েই ছিলে তুমি- দুনিয়াবি ভালোবাসা) পাঠ অবয়ব: পৃষ্ঠ সজ্জা ও পৃষ্ঠার মান যথেষ্ট ভালো। প্রচ্ছদও দারুণ হয়েছে, বইয়ের লেখার সাথে সামঞ্জস্য। বই পরিচিতি: বই: রিপ্লেস ইয়োর হার্ট লেখক: মোহাম্মদ আশিক প্রচ্ছদ: সজিব ওয়ার্স প্রকাশনী: আশরাফুল মাখলুকাত পৃষ্ঠা সংখ্যা: ১১২ মুদ্রিত মূল্য: ২৫০৳

      By Humara Jannat

      10 Feb 2025 12:37 PM

      Was this review helpful to you?

      or

      প্রিয় একজন লেখক অসাধারণ লেখন শৈলী ?

      By আদিবা জান্নাত

      23 Jan 2025 09:35 AM

      Was this review helpful to you?

      or

      বইটি কেন পড়বো? বইটি পড়ার কারণ কী? কোন কারণে পড়বো? কারণ বইটির ভেতরের লেখা এতো সুন্দর এতো সুন্দর যে এক বসাতেই পড়ে শেষ করার মতো বই বিশেষ করে বইয়ের শেষের কিছু বড় অধ্যায় আছে সেগুলো পড়ে আমি কেঁদে ফেলেছিলাম।

      By Fatema

      13 Jan 2025 08:13 AM

      Was this review helpful to you?

      or

      আমার প্রিয় লেখক। লেখকের লিখিত দুটো বই আমার কাছে বেস্ট।

      By Mohima Jannat Liza

      12 Jan 2025 04:13 PM

      Was this review helpful to you?

      or

      বইয়ের ভেতরের একটু খানি বাক্যও পাল্টে দিতে পারে আমাদের জীবনের মোড়!

    • Was this review helpful to you?

      or

      এক কথায় দারুণ বই৷ সবার পড়া উচিৎ।

      By Rima Jahan

      12 Jan 2025 07:40 AM

      Was this review helpful to you?

      or

      বইটির কোনো জবাব নেই। প্রতিটি কথাই কাঁটায় কাঁটায় মিলে যায় আমাদের জীবনের সাথে।

      By Abdul Fattah

      03 Jan 2025 08:09 AM

      Was this review helpful to you?

      or

      হৃদয় ছোঁয় এমন একটি বই।

      By Rabeya

      03 Jan 2025 08:00 AM

      Was this review helpful to you?

      or

      এক কথায় মনের মতো বই।

      By tar****com

      17 Dec 2024 11:37 AM

      Was this review helpful to you?

      or

      হৃদয় ছোঁয়া বই

      By shu****.uk

      14 Oct 2024 11:58 AM

      Was this review helpful to you?

      or

      ❤️

      By jwe****.uk

      14 Oct 2024 11:55 AM

      Was this review helpful to you?

      or

      Great book

      By Jubaida Islam

      06 Oct 2024 04:55 AM

      Was this review helpful to you?

      or

      বইটির বিষয়বস্তু এবং ভেতরের লেখাগুলো খুবই চমকপ্রদ। যে কেউ প্রথম দেখেতেই বইয়ের লেখার পেমে আবদ্ধ হবে। হৃদয়ের জমাট বাধা দুঃখ গুলোকে ভুলতে সক্ষম হবে। সত্যিই এই বইটি পড়ে অনেক কিছু শিখতে পেরেছি। বর্তমান সময়ের সুন্দর একটি বই।

      By Lamha

      01 Oct 2024 08:29 PM

      Was this review helpful to you?

      or

      যেমন বইয়ের নাম তেমন বইয়ের লেখার মাধুর্য। এ যেন যাদুকরী লেখা। যে কেউ পড়লে, লেখার প্রেমে পড়ে যাবে। এত সুন্দর সুন্দর উক্তি বাক্য লেখা। বাস্তব জীবনের কথা গুলো লেখা।

      By Fatema Binte Nazim

      01 Oct 2024 08:16 PM

      Was this review helpful to you?

      or

      লেখক সুন্দরভাবে এই বইটি সাজিয়ে গুছিয়ে তৈরি করেছেন। হ্যাঁ, আমি মনে করি এই বইটি পাঠ করে সকল প্রকারের মানুষ তাদের জীবনের সমস্যা গুলোর সমাধান পাবে। ভালো লাগার বই রিপ্লেস ইয়োর হার্ট।

      By Antora Islam

      01 Oct 2024 08:03 PM

      Was this review helpful to you?

      or

      বইটি অন্তরের খোরাক

      By Ayesha Nur

      30 Sep 2024 07:08 PM

      Was this review helpful to you?

      or

      এই বইটির নাম দেখেই পড়ার ইচ্ছে হয়েছিল কিন্তু টাকার অভাবে কিনতে পারিনি। তারপর হঠাৎ করে দেখি ভার্সিটির এক আপুর কাছে এই বইটি। পরে আপুর থেকে বইটি ধার নিয়ে পড়া শুরু করলাম। বইটা এত এত ভালো লাগছে বলে বুঝাতে পারব না৷ কি সুন্দর লেখার ধরণ। ছোট ছোট উক্তি ও ছন্দের মাধ্যমে তুলে ধরা হয়েছে বাস্তবিক কথা গুলো, যা আমাদের চলার পথকে আরও সবল করে। এই কথা গুলো আমার খুব ভালো লাগছে। বইটি পাঠ করে জানতে পারবেন : √ কীভাবে পারিবারিক শান্তি ফিরে আসবে। √ প্রতিটি ভাঙা হৃদয় পাবে শান্তির লেস। √ অসুস্থ হৃদয় স্বস্তি পাবে। √ ভাঙা হৃদয় জুড়ে যাবে। √ অশান্ত মন প্রশান্তি পাবে। আরো অনেক কিছু,জানতে পারবেন। এই বইটি ছোট, বড়, মধ্যম বয়সী সবার জন্য বোধগম্য। এত সুন্দর বইটি না পড়লে মিস। আমাদের জীবনের প্রায় প্রতিটি হৃদয় রোগে আক্রান্ত, যাপিত রোগ থেকে বাঁচতে এই বইটির বিকল্প নেই। আমরা কীভাবে এই রোগ থেকে বাঁচতে পারব তারই দৃষ্টান্ত এই বই। #Book_review বই: রিপ্লেস ইয়োর হার্ট লেখক: মোহাম্মদ আশিক (হাফি:) রিভিউ: আয়েশা নূর (ঢাকা বিশ্ববিদ্যালয়) রিভিউ রেটিং : ১০/১০

      By lem****com

      29 Sep 2024 05:46 PM

      Was this review helpful to you?

      or

      একদম পারফেক্ট বই।

      By Ratu Mia

      28 Sep 2024 06:47 PM

      Was this review helpful to you?

      or

      কি বলবো, এই বইটা পাঠ করে এতটা মজা পাইছি। আমার কাছে বইটা আসক্তির মত লাগছে৷ বই পড়া শুরু করলে আর পড়া রেখে উঠতে মনে চায়না। এ এক অমৃত সুধা। আল্লাহ তায়ালা এই বইটাকে কবুল করুন।

      By Amatullah Adiba

      28 Sep 2024 06:38 PM

      Was this review helpful to you?

      or

      এই বইটিতে সব লেখাগুলো ভালো লাগার মত। শেষের কিছু লেখা আমাদেরকে আল্লাহ তায়ালার প্রিয় হতে বিশেষ ভাবে ভাবায়। আমাদের যৌবনকালকে কীভাবে গঠন করবো সেই প্রেক্ষিতে দুটো চমৎকার অধ্যায় বইয়ের শেষ পর্যায়ে আছে। আমি বলবো হ্যাঁ, এই বইটি পড়ে আপনি সবসময় উপকৃত হবেন। ব্যক্তিগত রেটিং : ১০/১০

      By রুপালি আক্তার

      28 Sep 2024 06:27 PM

      Was this review helpful to you?

      or

      প্রথম যখন বান্ধবীর থেকে বইয়ের নাম শুনেছি, তখন থেকেই বই পড়ার ইচ্ছে জাগছিল। বইয়ের নাম যত সুন্দর লেখাগুলোও তার থেকেও বহুগুণ সুন্দর।

      By Sidratul Muntaha

      28 Sep 2024 06:15 PM

      Was this review helpful to you?

      or

      বইয়ের শুরুতেই নবির প্রেম দিয়ে। মাশাআল্লাহ, বইটির অভ্যন্তরের লেখাগুলো আরো সুন্দর।

      By Antora Islam

      26 Sep 2024 01:12 PM

      Was this review helpful to you?

      or

      এটি একটি উক্তি মূলক বই। পড়ার স্বাদই ভিন্ন। এমন বই আরো চাই।

      By Tamim

      25 Sep 2024 05:31 PM

      Was this review helpful to you?

      or

      সুন্দর একটি বই।

      By Ratri

      24 Sep 2024 03:53 PM

      Was this review helpful to you?

      or

      সেরা একটি বই

      By Ayesha

      25 Sep 2024 06:11 PM

      Was this review helpful to you?

      or

      মাশাআল্লাহ। হৃদয়ের কথাগুলো গুচ্ছাকারে লেখা।

      By Nahida Islam Jara

      25 Sep 2024 05:22 PM

      Was this review helpful to you?

      or

      মাঝে মাঝে ভাবনা হয় এতো পেরেশানি আসে কেনো? আর মাঝে মাঝে নিজের মস্তিষ্কই তো বিক্ষিপ্ত হয়ে পরে, এই পেরেশানি, বিক্ষোভ যুক্ত হৃদয় থেকে বাঁচতে বইটি খুব কার্যকরী।

      By Ritu

      24 Sep 2024 10:45 PM

      Was this review helpful to you?

      or

      বইটার নাম দেখেই ভালো লাগছিলো। মাশাআল্লাহ, পড়ে তো অনেক ভালো লাগছে, এক কথায় দারুণ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বইটির দ্বিতীয় অংশ চাই।

      By Abira Moni

      24 Sep 2024 09:13 AM

      Was this review helpful to you?

      or

      এই বই সম্পর্কে বলার ভাষা নেই। একদম ছোট ছোট উক্তি দিয়ে সাজানো মোটিভেশনাল বই। সবার জন্য উপযুক্ত।

      By Muskan Marjan

      24 Sep 2024 08:32 AM

      Was this review helpful to you?

      or

      বইয়ের নামটাই ইন্টারেস্টিং লাগছিল। বইটি পড়ে তার থেকেও বেশি ভাল লাগছে।

      By Sadiya Marzan

      24 Sep 2024 08:14 AM

      Was this review helpful to you?

      or

      খুবই সুন্দর একটা বই। বইয়ের নামটাই খুব আকর্ষণী রিপ্লেস ইয়োর হার্ট। নাম দেখেই পড়ার ইচ্ছে জাগে। নামটাও যেমন সুন্দর, বইয়ের ভেতরের লেখা তার চেয়েও সুন্দর। রকমারিকে জাযাকুমুল্লাহ, বইটা সুন্দরভাবে আমার হাতে পৌঁছে দেওয়ার জন্য।

      By Jesmin Afra

      23 Sep 2024 09:36 PM

      Was this review helpful to you?

      or

      সত্যিই ছোট উক্তির আত্মদর্শন, মোটিভেশনাল বইটি খুব উপকারী। সবার জীবনের জন্য আলো স্বরূপ। টাকা দিয়ে বই না, আমি যেন স্বর্ণ কিনছি এমন একটি বই। না পড়লে মিস করবে সবাই।

      By Humaira Islam Nabisa

      23 Sep 2024 09:16 PM

      Was this review helpful to you?

      or

      নিজেকে সঠিক পথে উন্নীত করতে বইটি পড়তে হবে। সবার পড়া উচিৎ। ধন্যবাদ লেখককে এত সুন্দর একটি বই পাঠকদেরকে উপহার দেওয়ার জন্য।

      By Rabeya Jannat

      23 Sep 2024 08:55 PM

      Was this review helpful to you?

      or

      মনে হয় আমার হৃদয়ের নুকানো কথাগুলো লেখক জানেন৷ এত সুন্দর বইটি, না পড়লে বুঝতাম না।

      By Mitu Jahan

      23 Sep 2024 08:43 PM

      Was this review helpful to you?

      or

      জীবনঘনিষ্ঠ একটি বই। আমাদের অন্তরের অসুস্থতা থেকে বাঁচতে বইটি খুব জরুরি। সমাজের প্রত্যেকটা মানুষের জীবন গঠনে বইটির ভূমিকা অতুলনীয়। ছোট ছোট উক্তি দিয়ে সাজানো এই বই সকলের জন্য পড়া বিশেষ প্রয়োজন।

      By Rayhan Ali

      23 Sep 2024 07:54 PM

      Was this review helpful to you?

      or

      বইটির যেমন নাম রিপ্লেস ইয়োর হার্ট তেমনি কাজ। বইটি পড়ে, যাপিত জীবনের হৃদয়ের অসুখ থেকে বাঁচতে শেখায়। অন্ধকার জীবনকে আলোতে পরিণত করে। আমার মতে, প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে রিপ্লেস ইয়োর হার্ট বইটি থাকা অত্যাবশ্যক!

      By Amatullah Jannat

      23 Sep 2024 02:44 PM

      Was this review helpful to you?

      or

      বাস্তবতার সাথে মিল এমন একটি বই৷ মাশাআল্লাহ। এমন একটি বই আমি খুঁজছিলাম। হঠাৎ আমার ছোট বোন বলতেছে এই বইটি পড়তে পারো। মাশাআল্লাহ, বইটি সত্যি সত্যিই ভালো লাগার মতো।

      By Nur Jahan

      23 Sep 2024 09:25 AM

      Was this review helpful to you?

      or

      ছোট ছোট উক্তি দিয়ে সাজানো এই বইটির প্রতিটি লেখা বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। বই: রিপ্লেস ইয়োর হার্ট। বইটি একবার হলেও সবার পড়া দরকার।

      By Amina Khatun

      25 Sep 2024 06:19 PM

      Was this review helpful to you?

      or

      সত্যি সত্যিই রিপ্লেস ইয়োর হার্ট রোগাক্রান্ত আত্মার মহা ঔষধ। আমাদের সমাজের চতুর্দিকে কতশত মানুষ রোগে আক্রান্তা তা আমরা জানিনা। এই বই পড়লে আমরা রবের প্রিয় হতে পারবো। মানুষের কটু কথা থেকে বাঁচতে পারবো। আমাদের হৃদয়ে দুঃখ জমবে না। ছোট উক্তির এই বইটি আমার হাতে পৌঁছে দেওয়ার জন্য রকমারিকে অশেষ ধন্যবাদ।

      By Tua Moni

      24 Sep 2024 10:32 PM

      Was this review helpful to you?

      or

      আমরা যখন হৃদয়ের কথাগুলো বুঝতে না পারি। তখন লেখক মোহাম্মদ আশিক আমাদের মাঝে এই বইটি লিখে বিশ্বের মাঝে এক নতুন কিছুর আবির্ভাব ঘটিয়েছেন। এ যেন সত্যিই বিস্ময়কর। মনে হচ্ছে, আমার হৃদয়ের কথাগুলো ছোট ছোট উক্তির সাহায্য লেখক ফুটিয়ে তুলেছেন। বইটি পড়ে হৃদয়ের মাঝে প্রশান্তি খুঁজে পাওয়া যায়। বইটি সকল মানুষের পড়া উচিৎ কেননা বইটিতে সকল বিষয় সুন্দর ভাবে ছোট উক্তির মাধ্যমে সাজানো হয়েছে।

      By Amina

      23 Sep 2024 09:07 AM

      Was this review helpful to you?

      or

      আমার পঠিত সেরা একটি বই। বর্তমান সময়ের জন্য খুবই জরুরি ও অতি প্রয়োজনীয় বইটি ৷ বইটা আমার জীবনের নিত্যসঙ্গীর মতো লেগেছে। এত সুন্দর কথাগুলো। আমি এমন সুন্দর লেখা কোনো বইতে পড়িনি। আল্লাহ তায়ালা লেখকের কলমে বরকত দান করুন। সারাবিশ্বের পাঠকের ঘরে ঘরে বইটি পৌঁছে যাক। বইটি সকলের জন্য উপযুক্ত।

      By 880****528

      10 Sep 2024 08:13 PM

      Was this review helpful to you?

      or

      মানুষ এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারে, এই বইটি না পড়লে বুঝতামই না। আহা কি সুন্দর প্রতিটি শব্দ, ভারি ভারি কথাগুলো। আহা! মনের প্রশান্তি। লেখকের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। এগিয়ে যান, সামনে নতুন কিছু আনুন। আল্লাহ পাক লেখকের সকল কাজকে কবুল করুন।

      By 880****855

      10 Sep 2024 08:00 PM

      Was this review helpful to you?

      or

      সত্যিই বইটি হৃদয় কেড়েছে। এককথায় যাদুময় লিখা। সম্পূর্ণ বইটি আমি একদিনে পড়ে শেষ করছি। বইটি পড়ে আমি কেঁদেছিও, এমন কিছু লিখা আছে যা আমাকে আমার আল্লাহকে খুঁজে পেতে সাহায্য করে।

      By 880****379

      09 Sep 2024 05:19 PM

      Was this review helpful to you?

      or

      লেখক মোহাম্মদ আশিক সাহেব রচিত রিপ্লেস ইয়োর হার্ট বইটি এমন একটি বই যার নাম এবং সূচিপত্র ও লেখার ধরন প্রতিটা বিষয় আমার কাছে এরকম মনে হলো যেন লেখক সাহেব আমার মনের ভিতরে লুকিয়ে থাকা সব প্রশ্ন উনি জানেন যা আমি নিজেও সব অনুধাবন করিনি কখনো । যেমন নাম ঠিক তেমনই ফল পেয়েছে তার এই অদম পাঠক। এটি কিশোরদের জন্য একটা সুগম পাথেয়। এবং যুবকদের জন্য একটা নসিহত। আর বৃদ্ধদের জন্য একটা সুন্দর সমাজ। হতাশাগ্রস্ত লোকদের জন্য একটা শান্তনা। যৌবন কালের সব পাপকে এড়িয়ে চলার একটা মাধ্যম। বইটির ভাষাগুলো যেন একজন তালিমী মুরুব্বির ভাষা। রিপ্লেস ইয়োর হার্ট বইটিল একজন পাঠক হয়ে বলছি এই বই থেকে কিছু উপকার মুটামুটি নিশ্চিত। যেমন : ১. হারাম রিলেশন থেকে বাঁচান ২. হতাশাগ্রস্ত হৃদকে শান্ত রাখা ৩. আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস জন্ম নেওয়া ৪. কর্ম ক্ষেত্রে পিছিয়ে থাকা জীবনকে এগিয়ে নেওয়া ৫. শয়তানের ধোকার ফাঁদগুলো বোঝা এবং বাঁচার উপায় খুঁজে পাওয়া সর্বোপরি কথা হলো আমার মনে হয় না এই বইয়ের কোন পাঠক এমন পাওয়া যাবে যে এই বই পাঠ করে বেশ কিছু উপকার পায়নি। আল্লাহ তায়া’লা যেন আমাদের পঠিত প্রত্যেকটা বই থেকে প্রাপ্ত সকল করণীয়গুলো করার ও বর্জনীয় গুলো ছাড়ার তাওফিক দান করুন ?আমিন

      By bin****com

      31 Aug 2024 08:50 AM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ। আমার পড়া সেরা একটি বই। বইটি পড়লে, পড়া রেখে উঠতে মন চায়না। ১১২ পৃষ্ঠা একদিনে শেষ করেছি। বইয়ের নামের সাথে ভেতরের পাঠ দারুণ মিল। আল্লাহ তায়ালা লেখকের কলমে আরো বারাকাহ্ দান করুন। তাঁর হায়াতে বারাকাহ্ দান করুন।

      By 880****342

      08 Sep 2024 05:10 PM

      Was this review helpful to you?

      or

      বইটি যতবার পড়ি, যতই পড়ি, ততই ভালো লাগে। ‘রিপ্লেস ইয়োর হার্ট’ বইটি পড়ে হৃদয়ের দুঃখ, অসুখ দূর হয়ে গেছে। সত্যিই লেখকের কলমে বোধ হয় যাদু আছে। নয়তো একজন মানুষ এত সুন্দর লিখে কীভাবে? আপনার জন্যে দোয়া প্রিয় লেখক। সামনে আরো সুন্দর কিছু আনেন ইনশাআল্লাহ। রিপ্লেস ইয়োর হার্ট দ্বিতীয় পর্ব চাই।

      By 880****135

      08 Sep 2024 04:57 PM

      Was this review helpful to you?

      or

      #আলহামদুলিল্লাহ #প্রতিযোগিতায়_হাদিয়া_প্রাপ্তি অবশেষে পেয়ে গেলাম মোহাম্মদ আশিক ওনার লেখা রিপ্লেস ইয়োর হার্ট বইটি! বইটার নামটাই খুব ইন্টারেস্টিং লাগছিলো! যতটা ভেবে ছিলাম মাশাল্লাহ তার চেয়েও বেশি মনোমুগ্ধকর লেখা! বই টা যত পড়ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম, কি বলবো বলার ভাষা নেই! বইয়ের প্রতিটি কথা হৃদয় কেড়ে নিয়েছে, কিছু কথা নিজের চিন্তা ভাবনার সাথেও মিলে গেলো! কিছু লাইন পড়ে চোখে পানি আটকে রাখতে পারি নি। কবিতার ছলে বলা কথা গুলো সত্যি ই হৃদয় ছুঁয়ে গেছে! লেখকের লেখার প্রতিভা সত্যি ই প্রশংসনীয়! ★★পছন্দের কিছু লাইন: ★ আপনার জীবনে যদি ভালো কিছু থেকে থাকে তবে সেটা আপনার দ্বারা হওয়া উত্তম কাজ। সুতরাং উত্তম কাজ করুন। আপনি পৃথিবীতে না থাকলেও কাজগুলো ঠিকি থেকে যাবে। এমন কিছু কাজ থাকে যা কবরে আলোর পিদিম যোগায়! ★ তুমি যাকে ভাছো আপন,বলছো মনের কথা। সংগোপনে তিনিও তোমায় দিতে পারে ব্যথা। ★ আমরা তাই পাবো, যা আমাদের জন্য কল্যাণকর। আমরা সেসব থেকেই বঞ্চিত হবো, যা আমাদের জন্য অকল্যাণকর। ★যে গান তোমরা কলিজার শান্তি মনে করে শুনছো, ওই গান-ই একদিন তোমার কলিজা পুড়ে অঙ্গার করে দিবে। ★মন ভাঙলেই রবকে ভুলে যাবেন না, মনে রাখবেন আল্লাহই কিন্তু মন জুড়ে দেওয়ার উত্তম কারিগর। ★ সুনিশ্চিত মৃত্যু জেনেও, অনিশ্চিত দুনিয়ার জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। ওইদিকে আখেরাতের ঝুলি একদম ফাঁকা। আমরা মানুষ বড্ড বোকা! ★ ভাঙা হৃদয় জুড়ে দেওয়ার জন্য একমাত্র প্রয়োজন রবের সান্নিধ্য। এছাড়া শত চেষ্টাতেও আপনার হৃদয়কে আপনি জুড়ে দিতে পারবেন না। বি:দ্র:[ বইয়ের প্রতিটি কথায় ভীষণ পছন্দের তবুও কিছু লাইন তুলে ধরলাম] ইনশাআল্লাহ সবাইকে বইটি সাজেস্ট করবো, প্রতিটি হৃদয়কে রিপ্লেস করা দরকার। তাই আপনাকেও বলছি, আপনিও একটিবার বইটি পড়ে স্বাদ নিন, হৃদয় কোণে ধারণা করুন ছোট ছোট লাইনে লেখা কথা গুলো! লেখকের জন্য রইলো অশেষ দোয়া, আল্লাহু সুবহানাল্লাহু তায়ালা আপনার লেখায় বারাকা দান করুক। আপনার লেখার মুগ্ধতা ছড়িয়ে যাক বহুদূর! ❤️

      By kam****com

      24 Aug 2024 09:26 AM

      Was this review helpful to you?

      or

      মাশাআল্লাহ, বইয়ের সূচিপত্র দেখে বই পড়ার আগ্রহ বেড়ে গেল।

      By fat****com

      23 Aug 2024 09:18 AM

      Was this review helpful to you?

      or

      হৃদয় জুড়ানো বইয়ের সূচিপত্র। লেখকের কলমে, আল্লাহ তায়ালা আরো বরকত দান করুন।

      By son****com

      23 Aug 2024 09:08 AM

      Was this review helpful to you?

      or

      চমৎকার একটি বই। সূচিপত্র দেখে বইটি পড়ার আগ্রহ বেড়ে গেল।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!