User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
====== কাহিনী/বইয়ের সার-সংক্ষেপ ======= নাফিজ, আফরিন আর শিহাব; তিনজনই একসাথে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠ চুকিয়েছে এবং তিনজনই একে অপরের প্রানপ্রিয় বন্ধু। তবে নাফিজ আর আফরিনের সম্পর্কটা বন্ধুত্বের চেয়েও আরোও গভীরে গিয়ে গড়ায় এবং উভয় পরিবারের সম্মতিতেই সেটা অবশেষে বিয়ের মাধ্যমে এক সুন্দর পরিণতি পায়। আর অন্যদিকে শিহাব জীবিকার তাগিদেই ঢাকা শহরে এসে চাকরির খোঁজ করতে শুরু করে। এমন সময় নাফিজই শিহাবকে প্রস্তাব দেয় তার বাবার গ্রামে পড়ে থাকা কৃষিজমিতে এগ্রোফার্ম করার। শিহাবও রাজি হয়ে যায় এই প্রস্তাবে। গ্রামে গিয়ে তিনজন মিলে ফার্মের জমি দেখার সময় ঘুরতে ঘুরতে নদীর পাড়ে একটি পুরোনো স্থাপনার দেয়াল দেখে আফরিন সেখানে যায়। এরপরেই পরেই আফরিন অজ্ঞান হয়ে পড়ে এবং বাসায় এনে পলাশ ডাক্তারের সাহায্যে জ্ঞান ফিরেই ভয়ংকর ও অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। ডাক্তার বুঝে যায় এই রোগী তার সাধ্যের বাইরে। তাই ডাক পড়ে মনু মাস্টারের। যার আধ্যাত্মিক চিকিৎসায় অলৌকিকভাবে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আফরিন। মনু মাস্টার ও তার আজব ধরণের চিকিৎসা পদ্ধতি দেখে সবচেয়ে অবাক হওয়া শিহাব মনু মাস্টারের খোঁজেই একদিন বাইরে বেরিয়ে পড়ে। অবশেষে মনু মাস্টারের মুখেই তার অতীত বংশ পুরুষের আলো ও অন্ধকারের তান্ত্রিকতার কাহিনী শুনে অবাক ও বিস্ময়ে অভিভূত হয়। ========= পাঠ প্রতিক্রিয়া ========== ‘রুদ্ধদ্বার’ বইটি দিয়ে দিবাকর দাসের সাথে আমার পরিচয় শুরু। তবে তার লেখা ‘মহাকাল’, ‘অভিমন্যু’ বইগুলো পড়ে এক প্রকার মুগ্ধতা ছড়িয়ে গিয়েছিলো আমার মনে। সেই মুগ্ধতা পুনরায় অনুভব করার পাশাপাশি অনেকদিন পর তারানাথের তান্ত্রিকের বলা গল্পের একটা ছোঁয়া পেলাম। বইয়ের কাহিনী শুরু হয় খুব সাধারণ ঘনিষ্ঠ তিন বন্ধুর জীবনের গল্প থেকে। সেখানে অলৌকিক কিছু সমস্যা সমাধানের জন্য ডাক পড়ে মনু মাস্টারের। এরপর মনু মাস্টারের অতীত পূর্বপুরুষের কাহিনী শুনে বিস্ময়ে অভিভূত হয় শিহাব। এক বসাতেই শেষ করার মতো একটি বই। বইয়ের পাতায় পাতায় রহস্যের পাশাপাশি লেখক ফুটিয়ে তুলেছেন সাসপেন্স, তান্ত্রিকতার লোকাচার, ভয় সাথে যোগ হয়েছে পার্থিব লোভের কারণে মানুষ থেকে হিংস্র দানবে পরিণত হওয়ার আখ্যান। ঘটনা যেহেতু শতাধিক বছর পূর্বের সে হিসেবে পারিপার্শ্বিক বর্ণনা মোটামুটি যথাযথই ছিলো। তবে অতীত সময়ের বিচারে আঞ্চলিক ভাষায় কথোপকথনে সেটা সেভাবে উঠে আসেনি; এক্ষেত্রে একটু ঘাটতি মনে হয়েছে। তবে বইয়ের কাহিনী ও লেখার স্টাইল দুর্দান্ত ছিলো এবং একটুও বিরক্তিভাব লাগেনি কোথাও। থ্রিলার, রহস্য ও তারানাথ তান্ত্রিক প্রিয় পাঠকদের বলবো যদি এই বইটি কেউ পড়ে না থাকেন; তবে খুবই উত্তেজনাপূর্ণ অতিপ্রাকৃত রহস্য বই মিস করছেন। তাই অবশ্যই বইটি পড়ার অনুরোধ থাকলো। প্রোডাকশনঃ বইটির কভার ডিজাইন সুন্দর লেগেছে; বাইন্ডিং ও পৃষ্ঠার কোয়ালিটিও ভালো ছিলো। বানান ভুলও তেমন একটা চোখে পড়েনি। ব্যক্তিগত রেটিংঃ ৯/১০।
Was this review helpful to you?
or
ভালোই লেগেছে,এই সিরিজের পরের বইয়ের অপেক্ষায় থাকলাম