User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
great
Was this review helpful to you?
or
#review_s সারাংশ: অন্ধকারে ধেয়ে আসছে ব্যোমমণ্ডলের চারিপাশ। যেন প্রিয়জনের বিদায়ী বার্তার সংকেত দিচ্ছে। এ বিদায় কি করে মেনে নেওয়া যায়? যাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছেন তিনিই নাকি চলে যাচ্ছে এই দুনিয়া ছেড়ে। আপনি ছাড়া আর কে আছে আপন? ইয়া রাসুলুল্লাহ ﷺ রাসূল ﷺ মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছেন আয়িশা রাযিআল্লহু আনহার ঘরে, সাহাবিরা ছুটে এলেন রাসূল ﷺ এর খুঁজে, দেখলেন তিনি খুবই মুমূর্ষু অবস্থায় আছেন। কারো মন ভালো নেই, ভেতরে সুধু হাহাকার, আর্তনাদ, হৃদয়ক্ষরণ হচ্ছে। আবুবকর, উমর, উসমান, আলী রাদিআল্লাহু আনহুম সহ সকল সাহাবিরা খুবই চিন্তিত হয়ে গেলেন। ধীরে ধীরে রাসূল ﷺ আরও অসুস্থর কোলে ঢলে পরেন, সাহাবিরা (রাযিআল্লাহু আনহুম) রাসূললের ﷺ জন্য অপেক্ষা করছেন। তিনি ﷺ জিজ্ঞেস করলেন জামায়াত হয়েছে কিনা আয়িশা রাযিয়াল্লাহু আনহা জানালেন ইয়া রাসুলুল্লাহ ﷺ তারা আপনার জন্য অপেক্ষা করছেন। তিনি ﷺ জানালেন আমার গোসলের পাত্রে পানি রাখ, তিনি গোসল করলেন নামাজের প্রস্তুতি নিতে যাচ্ছিলেন তখন অজ্ঞান হয়ে যান। আবারও জেগে ওঠে জিজ্ঞেস করলেন জামাত হয়েছে কিনা, সাহাবিরা (রাযিয়াল্লাহু আনহুম) অপেক্ষা করছেন জানালে পুনরায় পানি রাখতে বলেন এভাবে তৃতীয় বার জ্ঞান ফিরলে আবুবকর রাদিআল্লাহু আনহু কে ইমামতি করার নির্দেশ দেন। কিছুদিন ইমামতি করার পর শেষ দিন রাসূল ﷺ দুইজন সাহাবির কাঁধে ভর দিয়ে মসজিদে প্রবেশ করলেন আবুবকর (রাযিয়াল্লাহু আনহু) আচ করতে পেরে পেছনে আসতে চাইলেন, নবিজী তাকে ইশারায় বারণ করলেন এবং পাশে গিয়ে বসলেন। অতঃপর আবুবকর (রাদিআল্লাহু আনহু) রাসূল ﷺ কে অনুসরণ করলেন আর মুক্তাদিগণ আবুবকর কে অনুসরণের মাধ্যমে নামাজ শেষ করলেন। এই ছিল রাসূলের ﷺ শেষ নামাজ। নিজ গৃহে রাসূল ﷺ আয়িশা রাযিয়াল্লাহু আনহার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। অবস্থা শোচনীয় দেখে ফাতিমা রাযিআল্লাহু আনহাকে খবর পাঠালেন। ছুটে এলেন প্রিয় বাবার সন্নিকটে। রাসূল ﷺ তার কানে কিছু (মৃত্যুর সংবাদ) একটা বললেন তিনি হুরহুর করে কেঁদে উঠেন, ইশারায় কাছে নিয়ে আবারও কিছু একটা (পুনরুজ্জীবিতর পর পরিবারের সদস্যদের মধ্যে ওনার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হবে) বললেন তিনি মুচকি হাসি দিলেন। প্রিয়তমা আয়িশা রাযিয়াল্লাহু আনহার কাছে তিনি ﷺ মিসওয়াক চাইলেন তিনি চিবিয়ে দিলেন রাসূল ﷺ মিসওয়াক করলেন, নামাজের প্রতি গুরুত্বের সাথে আদেশ করলেন। অতঃপর মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তাঁর ﷺ ঠান্ডা লালা আয়িশা রাযিয়াল্লাহু আনহার গায়ে লাগার পর তিনি বুঝতে পারলেন, আর নেই তার প্রিয়জন, প্রিয় সাথী মুহাম্মদ ﷺ। উমর (রাযিআল্লাহু আনহু) পাগলের মতো হয়ে গেলেন, জানালেন রাসূল মারা জান নি তিনি অজ্ঞান হয়ে আছেন, মূসা আলাইহিসসালাম এর মতো ৪০ দিনের জন্য আল্লাহ কাছে চলে গেছেন, তিনি ﷺ আবারও ফিরে আসবেন আমাদের মাঝে। কেউ যদি বলে মুহাম্মদ ﷺ মারা গেছেন তার গর্দান উঠিয়ে নেয়া হবে। খবর আবুবকরের (রাদিআল্লাহু আনহু) কাছে পৌঁছালে তিনি ছুটে এলেন, প্রবেশ করলেন নবিজীর ﷺ গৃহে। নিশ্চিত হলেন প্রিয় রাহাবার সৃষ্টির সবচেয়ে মহামূল্যবান ব্যক্তি আর দোনিয়াতে নেই। পারি জমিয়েছেন মহান রবের পানে। এবার ফিরে জান মাসজিদে, উমারের (রাযািআল্লাহু আনহু) পাগলামি দেখে তাকে বসতে বলেন কিন্তু অস্বীকৃতি জানালে আবুবকর (রাযািআল্লাহু আনহু) হামদ সানা পাঠ করে বলেন - হে লোকসকল, তোমাদের মধ্যে যারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইবাদত করে, তারা জেনে নিক, তিনি দুনিয়া ছেড়ে গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করে, তারা জেনে রাখুক, আল্লাহ হলেন চিরঞ্জীব; তাঁর মৃত্যু নেই। পাঠ করতে থাকলেন: মুহাম্মাদ কেবলই একজন রাসুল; তার পূর্বে গত হয়েছে কত রাসুল! সুতরাং তিনি যদি মারা যান অথবা নিহত হন, তবে কি তোমরা (দ্বীন থেকে) পিছু হটবে? যে পিছু হটবে, সে মোটেও আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন [আলে ইমরান - ১৪৪] আবুবকর (রাযিআল্লাহু আনহু) দিলেন সকলকে সত্যের দিশা, সবার সামনে তুলে ধরলেন বাস্তবতা। তিক্ত সত্যকে গ্রহণ করা ছাড়া এবার আর কোনো উপায় নেই। উমারকে (রাযিআল্লহু আনহু) মেনে নিতে হলো নবিজি ﷺ দুনিয়া ছেড়ে চলে গেছেন। ক্রমশই ধেয়ে আসে বিয়োগের দিন অশ্রুরা ভাঙে বাঁধ, ব্যথা অমলিন। না কেঁদেও থেকেছে কি প্রিয়হারা কেউ? বুক চিরে আমারও যে কান্নার ঢেউ! ব্যক্তিগত মতামত : বইটির লেখক ফিলিস্তিন জন্মগ্রহণ করেছেন। আর সেখানে বসেই তিনি বইটি রচনা করেন। লেখক পরিবার সহ Isরাইler হামলায় শহিদ হন সেটি খুবই খারাপ লেগেছে। লেখকের বইটি খুবই ঝরঝরে প্রাঞ্জল ভাষায় অনুবাদ করেছেন সমকালীন থেকে। সম্পূর্ণ বই হাদিসের ভিত্তিতে লিপিবদ্ধ করা হয়েছে। হাদিসের মান, সনদ সবকিছুই এখানে উল্লেখ করা হয়েছে বিষয়টি আমার কাছে খুবই পজেটিভ। সম্পূর্ণ হাদিসের উপর ভিত্তি করেও এভাবে সাহিত্য রচনা করা যায় সেটি খুব কম প্রকাশনেই দেখা যায়। এক বসাতেই বইটি আমি শেষ করেছি। রাসূলে ﷺ বিদায় আমাকে খুবই কষ্ট দিয়েছে। আমাদের থেকেও সাহাবিরা রাসূল ﷺ কে বেশি ভালোবেসেছেন। আমি জানি না, মনে হলো তাই বললাম, ইসলামিক স্কলারেরা ভালো বলতে পারবেন। শেষ কথা রাসূলের ﷺ শেষ সময় সম্পর্কে ধারণা নিতে বইটি পড়তে পারেন। . . Date: 21.APR. 2025 Writer: Md Shahariar
Was this review helpful to you?
or
কেমন ছিল পৃথিবীর সেরা মানবের বিদায়ের ক্ষণ? কী ছিল তার অন্তিম মুখের কথা? দরদি নবি মুহাম্মাদ ﷺ উম্মতের জন্য কী অসিয়ত করেছিলেন? প্রিয় মানুষ হারানোর বেদনা কীভাবে উম্মুল মুমিনিন রদিয়াল্লাহু আনহুন্না ও সাহাবি রদিয়াল্লাহু আনহুমা বয়ে বেড়িয়েছেন? "নবিজির ﷺ শেষ দিনগুলো" বইয়ে হৃদয়গ্রাহী বর্ণনায় উঠে এসেছে উল্লিখিত প্রশ্নগুলোর সাবলীল উত্তর। বক্ষ্যমাণ বইটিতে নবিজির অসুস্থতার সময় থেকে শুরু করে তার বিদায় পর্যন্ত যাবতীয় ঘটনা নবি ﷺ —এর হাদিস ও সাহাবিদের বর্ণনার আলোকে রচিত হয়েছে। আলোচ্য কিছু প্রশ্নের উত্তর চলুন বই থেকেই জেনে নিই। আনাস ইবনু মালিক রদিয়াল্লাহু আনহু বলেন, 'যখন সেই দিনটি এলো—যেদিন বিদায় নিয়েছেন আল্লাহর রসূল—গোটা দুনিয়া ছেয়ে গেলো আঁধারে। ' [জামিউত তিরমিযি, হাদিস নং : ৩৭১৮] উম্মু সালাম রদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, 'আল্লাহর রসূল তার অন্তিম অসুস্থতার সময়ে বারবার বলতেন, তোমরা সলাতের ব্যাপারে এবং তোমাদের অধীনদের ব্যাপারে যত্নবান হও। কথাটি তিনি এতবার বলেছিলেন যে, একপর্যায়ে তার জবান অসাড় হয়ে পড়ে।' [সুনানু ইবনি মাজাহ, হাদিস নং ১৬২৫, মুসনাদু আহমাদ, হাদিস নং : ২৬৬৫৬] "নবিজির সামনে একটি পাত্রে পানি রাখা ছিল। বিদায়ের আগ মুহূর্তে তিনি তাতে হাত চুবিয়ে দিতেন আর তা দিয়ে চেহারা মুছতেন। বলতেন, 'লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই)। নিশ্চয়ই মৃত্যুযন্ত্রণা অনেক কঠিন।' তারপর একপর্যায়ে দুহাত তুলে বলতে থাকেন, 'উচ্চমর্যাদার অধিকারী বন্ধুর সান্নিধ্য পেতে চাই।' এই অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর তার হাত দুটো এলিয়ে পড়ে।" [সহিহুল বুখারী, হাদিস নং : ৬৫১০] আল্লাহ আযযা ওয়া জাল্লা আমাদের নবির ﷺ আদর্শে জীবন গড়া, নেক আমলের মাধ্যমে পরকালের রসদ সংগ্রহ করা এবং কালেমার সাথে ঈমানদার মুত্তাকি হিসেবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তাওফিক দান করুন, "নবিজির ﷺ শেষ দিনগুলো" বইয়ের সাথে সংশ্লিষ্ট সবাইকে উওম জাযায়ে খায়ের দান করুন, আমীন। রিভিউ ও ছবি : মোঃ আবদুল মোতালেব
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। বইটি পড়লে যে কেমন অনুভূতি হয় তা বলে বুঝানো যাবেনা।
Was this review helpful to you?
or
ভালো বই
Was this review helpful to you?
or
মাশা-আল্লাহ ?