User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ বলেন, 'চোখ হলো মনের দরজা; অনুভূতির সুদীর্ঘ পথ। এ কারণেই চোখ দিয়ে মানুষ যে দৃশ্য দেখে, যে রঙ-রূপ অবলোকন করে তা-ই তার হৃদয়ে ঠাঁই গাড়ে। তেমনি ব্যক্তির সবচেয়ে বড়ো সর্বনাশও এই চোখ দিয়েই ঘটে। তাই এই চোখের ব্যাপারে সবসময় সতর্ক থাকা এবং সব রকমের দৃশ্যমান হারাম বিষয় থেকে দৃষ্টিকে অবনমিত রাখা ওয়াজিব।' . শাইখ মাহমুদ আল-মিসরির, كيف تغض بصرك কিতাবের অনুবাদ হলো 'চোখের গুনাহ' বইটি। — কুদৃষ্টি কেন বিষাক্ত তির? — কুদৃষ্টি কত প্রকার ও বিধান কী? — নজরের হিফাজতের প্রতিবন্ধকতা কী? — দৃষ্টি হিফাজতের উপকারিতা কী? — দৃষ্টি খিয়ানতের পরিণতি কী? . চোখের গুনাহ থেকে বাঁচতে একজন মুমিনের করণীয় এবং বর্জনীয় কী? কুরআন ও হাদিসে আলোকে স্বল্প কলেবরের বইটিতে উল্লিখিত বিষয়গুলো আলোচনা করা হয়েছে। . আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, 'আল্লাহ তাআলা চোখকে অন্তরের আয়না করে সৃষ্টি করেছেন। যে-ব্যক্তি তার দৃষ্টি অবনত রাখে, তার অন্তর কামনা-বাসনা থেকে মুক্ত থাকে। আর যে- ব্যক্তি তার দৃষ্টির লাগাম ছেড়ে দেয়, তার অন্তর কামনাবাসনার জন্য উন্মুখ হয়ে থাকে।' আল্লাহ আয্যা ওয়া জাল্লা আমাদের ক্ষমা করুন, দৃষ্টির হিফাজত করার তৌফিক দান করুন, বইটির সাথে সংশ্লিষ্ট সবাইকে উত্তম বদলা দান করুন, আমীন। . লেখা ও ছবি: মোঃ আবদুল মোতালেব
Was this review helpful to you?
or
চোখ আর কান হলো যেকোনো গুনাহতে লিপ্ত হওয়ার প্রাথমিক সূচনাপর্ব। আধুনিক তথ্য প্রযুক্তির কল্যাণে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার বিপ্লবের ফলে চোখ আর কানের গুনাহতে ডুবে থাকার যাবতীয় সুযোগ আর সরঞ্জামাদি যেন আমাদের হাতের মুঠোয় এসে পড়েছে। চোখ দিয়ে মানুষ যেসব অশ্লীল, কুরুচিপূর্ণ এবং হারাম জিনিস দেখে সেসবই চোখের গুনাহ। একটা সময় ছিল যখন চোখ আর কানের গুনাহতে লিপ্ত হতে মানুষকে ঘরের বাইরে যেতে হতো। যিনা-ব্যভিচারে লিপ্ত হতে মানুষ বেছে নিতো নির্দিষ্ট কিছু জায়গা। কিন্তু যুগের বাঁক বদলে যাবতীয় অশ্লীলতা, কুরুচিকর বস্তু এবং যাবতীয় হারাম এখন মানুষের হাতে হাতে, পকেটে পকেটে। এখন আর অশ্লীলতায় ডুব দেওয়ার জন্যে বাইরে বেরুতে হয় না। নিজের ঘরে থাকা কম্পিউটার কিংবা হাতে থাকা স্মার্টফোনটাই যথেষ্ট দুনিয়ার সকল হারামে আমগ্ন ডুবে যাওয়ার জন্য।